প্রশ্ন: ৪৩০ : আসরের নামাজের পর নফল নামাজ ।

 প্রশ্ন :  আসর নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্তনফল নামাজ পড়তে কোনো নিষেধ আছে কি?

উত্তর : আসর সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যেকোনো ধরনের নফল সালাত আদায় করা নিষিদ্ধ। এটা রাসুল (সা.)-এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আসর সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নবী (সা.) নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন।

এখন নফল সালাত বলতে কী বোঝায় সেটা জেনে নিতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি কোনো অতিরিক্ত সালাত আদায় করেন সেটা। কিন্তু নফল সালাতের মধ্যে যদি সুনির্দিষ্ট কোনো কারণ এসে যায়, তাহলে ওই সালাতটুকু আদায় করা জায়েজ।

যেমন, হজে গিয়ে আপনি তাওয়াফ করেছেন, তাওয়াফ আসরের আগে শুরু করেছেন এবং এটি শেষ হয়েছে আসর সালাতের পরে। এখন তাওয়াফের যে দুই রাকাত নফল নামাজ সেটি আপনি পড়তে পারবেন। আপনি আসরের সালাত আদায় করার পর কোনো কারণে মসজিদে এসে, তখন তাহিয়াতুল মসজিদ নামাজ দুই রাকাত পড়তে পারবেন। আসর সালাতের পরে জানাজার সালাত পড়তে পারবেন। সুতরাং, প্রয়োজন ছাড়া অন্য অতিরিক্ত নফল সালাত পড়া যাবে না।

-ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...