প্রশ্ন: ৪০২ : গণতন্ত্রের ব্যাপারে ইসলাম কী বলে ? অর্থাৎ, গণতন্ত্রের ধারণা ইসলামে কি রকম ?

 ঢালাও গণতন্ত্র নয়, বরং ইসলামে রয়েছে নিয়মতান্ত্রিক গণতন্ত্র। যেমন: রাষ্ট্র প্রধান আপনি নির্বাচিত করতে পারবেন। কিন্তু যাকে খুশি তাকেই নয়। ইসলামী রাষ্ট্রে আলেমদের একটি সর্বোচ্চ প্যানেল থাকবে, সেখানে উচ্চ পর্যায়ের আলেমগণ থাকবেন, তারা রাস্ট্রের নাগরিকদের মধ্য থেকে কারা আসলে ইসলাী রাস্ট্রের রাস্ট্রপ্রধান হওয়ার যোাগ্যতা রাখে সেই ধরণের যোগ্যতা সম্পন্ন পাচ জন্য ব্যাক্তিকে সিলেক্ট করে দিবেন। তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং তখন আপনি এই পাচজনের যে কোন একজনকে মনোনীত করতে পারবেন। অর্থাৎ, ইসলামী গণতন্ত্র শুধু ঐটুকুই, যা শরীয়তের সীমারেখার মধ্যে থেকে - যে টুকু পসন্দ করার অধিকার আপনার আছে - শুধু ঐ টুকুতেই গণতন্ত্র। কিন্তু ৫১% তো দুরের কথা, বরং দেশের ১০০% জনগণও যদি, শরীয়তের মধ্যে নেই এমন কোন বিষয়ে একমত হয়ে যায়, অথবা, এমন কোন বিষয় দাবী করে যা শরীয়তে নেই, তবে ইসলামী গণতন্ত্রে তা বাতিল। অর্থাৎ, ইসলামী গণতন্ত্র হলো ইসলামের মধ্যে থেকে কোন বিষয়ে অল্টারনেটিভ তালাশ করার কোন সুযোগ যদি আপনার থেকে থাকে শুধুমাত্র সেটুকু ক্ষেত্রেই অল্টারনেটিভ নির্বাচন করার অধিকার আপনার রয়েছে। এটাই ইসলামী গণতন্ত্র।

1 comment:

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...