প্রশ্ন: ৩৬৬ : শিশুর প্রস্রাব - বাচ্চারা কাপড়ে পেশাব করলে, সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে?

 প্রশ্নঃ

বাচ্চারা কাপড়ে পেশাব করলে, সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে?
উত্তরঃ

কন্যাশিশুর পেশাবের ক্ষেত্রে সকল ইমাম একমত, যে স্থানে পেশাব লেগেছে তা ভালোভাবে ধুতে হবে।
.
ছেলেশিশুর ক্ষেত্রে, ইমাম আবু হানীফা ও ইমাম মালেকের মতে ভালোভাবে ধোয়া জরুরী। ইমাম আহমদ ও শাফেয়ী রহ এর মতে ভেজা হাতে মুছে নিলে, অথবা পানি ঢেলে নিলেই পবিত্র হয়ে যাবে। ভালোভাবে ধোয়া জরুরী না। এই মমতপার্থক্য ঐ শিশুর ক্ষেত্রে যে এখনো স্তন্যপান এর বাইরে কিছু খায় না। তবে যদি শিশু স্তন্যপান এর সাথে অন্য কিছু খায়, তখন সেটা ভালোভাবে পাক করা সবার জন্যে জরুরী।
.
এই মতামত উল্লেখের উদ্দেশ্য হলো, কোন বিদেশে অবস্থান কারী ভাই যেন, অন্যদেশে অন্য মাজহাবের অনুসারীদের উপর হানাফী মাজহাব প্রয়োগ করতে না যান।
.
উম্মে কায়স ইবনে মিহসান [রা.] বর্ণনা করেছেন, আমি একবার আমার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে রাসুলের [সা.] কাছে গেলাম। শিশুটি রাসুলের [সা.] কোলে পেশাব করে দিলো। রাসুল [সা.] পানি আনতে বললেন এবং সেই পানি পেশাবের স্থানে ঢেলে দিলেন। (তিরমিজি, হাদিস-৭১) আবু দাউদের হাদিসে বর্ণিত আছে, রাসুল [সা.] বলেছেন, প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করো। অর্থাৎ পবিত্র থাকো। কেননা, বেশিরভাগ ক্ষেত্রে কবরের আজাব হবে, প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়ার কারণে। এই সকল হাদিস গবেষণা করে, ইমাম আবু হানিফা [রহ.] সহ অধিকাংশ আলেমদের মত হলো, দৃগ্ধপোষ্য শিশুর প্রস্রাবও অপবিত্র এবং তা কাপড়ে লাগলে সে কাপড় পরে নামাজ আদায় বিশুদ্ধ হবে না।
.
উত্তর দিয়েছেন - শাইখ আব্দুল্লাহ আল মাহমুদ।


প্রশ্ন : আমার ছোট বাচ্চা আছে। অনেক সময় অজু থাকা অবস্থায় কোলে নিলে হাতের মধ্যে প্রস্রাব করে দেয়। এ অবস্থায় আমার কি আবার অজু করতে হবে? নাকি শুধু হাত ধুয়ে নিলেই হবে?

উত্তর : আপনি শুধু হাতটা ধুয়ে নিলেই যথেষ্ট। আপনাকে আর ভিন্ন অজু করতে হবে না, কারণ অজুভঙ্গের কোনো কারণ আপনার ঘটেনি। কিন্তু যেহেতু প্রস্রাব নাপাক বস্তু, তাই সেই নাপাকি যেখানে লেগেছে, সেটা ধুয়ে নেবেন।

তবে এখানে বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। সেটা হলো—বাচ্চার অবস্থা, প্রস্রাবের ধরন, ছেলে না মেয়ে বাচ্চা, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এ জন্য এটা কিন্তু ছোট্ট মাসালা নয়, অনেক বড় একটা আলোচনা।

তবে যদি ছেলেসন্তান হয় এবং দুগ্ধপোষ্য হয়, অর্থাৎ যাদের শুধু মায়ের দুধ খাওয়ানো হয় আর বাইরের কোনো খবার দেওয়া হয় না, এমন হয়ে থাকে, এমন সন্তান যদি প্রস্রাব করে দেয়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট। এর জন্য ভিন্নভাবে ধোয়ার দরকার নেই।

আর বাকি অবস্থাগুলোর ভিন্ন ভিন্ন হুকুম রয়েছে। এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়।


বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...