প্রশ্ন: ২৬৯ : আযানের দোয়া ।

আযানের দোয়া
আরবি দোয়া :
« ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﻫَﺬِﻩِ ﺍﻟﺪَّﻋْﻮَﺓِ ﺍﻟﺘَّﺎﻣَّﺔِ، ﻭَﺍﻟﺼَّﻼَﺓِ ﺍﻟْﻘَﺎﺋِﻤَﺔِ، ﺁﺕِ ﻣُﺤَﻤَّﺪﺍً ﺍﻟْﻮَﺳِﻴﻠَﺔَ
ﻭَﺍﻟْﻔَﻀِﻴﻠَﺔَ، ﻭَﺍﺑْﻌَﺜْﻪُ ﻣَﻘَﺎﻣَﺎً ﻣَﺤﻤُﻮﺩﺍً ﺍﻟَّﺬِﻱ ﻭَﻋَﺪْﺗَﻪُ، ‏[ﺇِﻧَّﻚَ ﻟَﺎ ﺗُﺨْﻠِﻒُ ﺍﻟْﻤِﻴﻌَﺎﺩَ ]».
বাংলা উচ্চারণ : আল্লা-হুম্মা রববা হা-
যিহিদ্ দা‘ওয়াতিত্ তা-ম্মাতি ওয়াস
সালা-তিল ক্বা-’ইমাতি আ-তি
মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল
ফাদীলাতা ওয়াব্‘আছহু মাক্বা-মাম
মাহমূদানিল্লাযী ওয়া‘আদতাহ, ইন্নাকা
লা তুখলিফুল মী‘আদ।
বাংলা অর্থ : “হে আল্লাহ! এই পরিপূর্ণ
আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব্ব!
মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম) কে ওসীলা তথা জান্নাতের
একটি স্তর এবং ফযীলত তথা সকল সৃষ্টির
উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর
তাঁকে মাকামে মাহমূদে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি
আপনি তাঁকে দিয়েছেন। নিশ্চয় আপনি
প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।” [বুখারী ১/২৫২,
নং ৬১৪

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...