প্রশ্ন: ২৫৯ : নামাযে হাসলে ।

প্রসঙ্গঃ
নামাযে হাসলে
প্রশ্নঃ
নামাযে দাঁড়িয়ে একবার আমার খুব হাসি পেল। অনেক চেষ্টা করলাম তা দমিয়ে রাখতে। মুখে হাত চাপা দিলাম। তারপরও নাক দিয়ে হাসির আওয়াজ বেরিয়ে গেল।
এর দ্বারা নামায এবং অযু সবই কি নষ্ট হবে?
উত্তরঃ
যদি এই পরিমাণ জোরে আওয়াজ বের হয় যে, কেবল পাশের লোকটি ছাড়া অন্য কেউ আওয়াজ শুনেনি, তাহলে শুধু নামায নষ্ট হবে অযু ভাঙ্গবে না।
আর যদি হাসির আওয়াজ এত বেশি জোরে হয় যে পাশের লোক ছাড়াও আশপাশের অন্যান্য লোক শুনে তাহলে নামাযও নষ্ট হবে অযুও নষ্ট ভেঙ্গে যাবে।
তবে এই হুকুম প্রাপ্ত বয়স্কদের জন্য। নাবালেগ যদি নামাযের মধ্যে উচ্চ স্বরে হাসে তাহলে তার অযু ভাঙ্গবে না। নামায ভেঙ্গে যাবে। যদি বয়স সাত বৎসরের চেয়ে বেশি হয় তাহলে তাকে পুনরায় নামায পড়তে হবে।
(#বাহরুর রায়েকঃ খন্ড ১,পৃষ্ঠা ৪০ #আহসানুল ফাতাওয়াঃ খন্ড ৪,পৃষ্ঠা ৪৩০)

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...