প্রশ্ন: ২২০ : আমরা জানি কুরান আল্লাহর পবিত্র বানী। পবিত্র অবস্থায় পড়তে হয়। কিন্ত কিছু কিছু সময় থাকে ওযু করা একটু কষ্ট হয় যেমন কেউ কোন কর্মক্ষেত্রে আছে বা কেউ ভ্রমণে আছে বা কোন হাসপাতাল বা ক্লিনিকে বসে আছে সেই মুহুর্তে কুরান পড়তে চাইলে ওযু ছাড়া পড়া যাবে কি না?

উত্তর : কুরআন পড়ার জন্য অযু শর্ত নয়।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...