প্রশ্ন: ২১৯ : আমার কয়েক হাজার টাকা ঋণ আছে, আমার যা ইনকাম তা দিয়ে শোধ করতে কয়েক মাস লাগবে কিন্তু পাওনাদারদের আর এক মাসও মানানো যাচ্ছে না, এই মুহূর্তে আমার ব্যাংক থেকে সুদের টাকা তোলার জন্য অনেকেই বলতেছে । এই বিপদের মধ্যে আমার এই কাজটা করা কি ঠিক হবে?

উত্তর : না । আপনার যা সাধ্য আছে সে অনুযায়ী পাওনা পরিশোধ করুন। যারা বেশী চাপাচাপি করছে তারা সুন্নতের খেলাপ করছে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...