বাড়ী নির্মাণে টাকা ঋণ দেওয়া এবং সেখান থেকে ভাড়া গ্রহণ করা কি সুদ ? - প্রশ্ন: ১৯৭


প্রশ্ন: আমি কোন এক ব্যক্তিকে টাকা দিব তার বাড়ি নির্মাণ করার জন্য। টাকা দেওয়ার শর্ত হচ্ছে ঐ বাড়ি হতে ভাড়া বাবদ যে অর্থ আয় হবে তার থেকে প্রতি মাসে আমাকে কিছু টাকা দিবে যতদিন আমার দেওয়াকৃত টাকা ফেরত না দিবে। এইভাবে টাকা দিলে লেনদেন কি সুদ হবে।

উত্তর: জ্বী, ১০০% সুদ হবে।

তবে এভাবে সুদ হবেনা যেমনঃ

বাড়ি আপনি নির্মাণ করে দেবেন ১০ লক্ষ টাকা দিয়ে, তারপর তার নিকট সেটা বিক্রয় করবেন ১১ লাখ টাকায়, এরপর প্রতি মাসের ভাড়া থেকে/ অথবা অন্য যে কোন মাধ্যম থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দেবে এবং এই টাকা ঐ ১১ লাখ থেকে কর্তন হতে থাকবে এবং একসময় পরিশোধ হয়ে যাবে।

এমনকি আপনি তার নিয়োগকৃত ঠিকাদারের মাধ্যমে তার পছন্দমত বাড়ি বানিয়ে দিতে পারবেন তাতে কোন সমস্যা নাই।

তবে টাকা আপনি ঠিকাদারের হাতে টাকা পরিশোধ করবেন।

1 comment:

  1. মতামতটি আমার কাছে সঠিক মনে হয়।

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...