কোলাকুলির সময় যে দোয়া পাঠ করতে হয় - প্রশ্ন: ১৯৬

 ইনশাআল্লাহ্‌, আল্লাহ্‌ দুজনের মাঝে মহব্বত তৈরী করে দিবেন।
------------------------------------------------------
اَللّهُمَّ زِدْ مَحَبَّتِيْ لِلّهِ وَرَسُوْلِه
উচ্চারণ- আল্লাহুম্মা যিদ মুহাব্বাতী লিল্লাহি ওয়া রাসূলিহী।
অর্থ- হে আল্লাহ! আমার মহব্বত বৃদ্ধি কর আল্লাহ ও তাঁর রাসূলের খাতিরে।
বিঃদ্রঃ জ্ঞান কখনো নিজের কাছে জমা রাখতে নেই, আপনি কল্যাণকর যাহাই যানুন, অন্যের মাঝে তা বিলি করুন। এতে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। কল্যাণকর কোন বিষয় অন্যর নিকট পৌছে দেওয়া আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আল্লাহ্‌ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং আমাদের উপর আপনার পবিত্র রহমত বর্ষণ করুন, আমিন।

3 comments:

  1. উপরিউক্ত দুআটির ভিত্তি কী?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. মাশাআল্লাহ।।

    ReplyDelete

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...