(১) আল্লামা ইবনে কাসীর এবং “নায়লুল আওতার” গ্রন্থকার” বলেন, পঞ্চম হিজরীতে ৬২৭ খ্রিস্টাব্দে পর্দা ফরয হয়েছে।
(২) তাফসীরে রুহুল মায়ানীতে উল্লেখ আছে, তৃতীয় হিজরীতে ৬২৮ খ্রিস্টাব্দে পর্দা ফরয হয়েছে।।
(৩) যষ্ঠ হিজরীতে মুসলমানদের জন্য পর্দার বিধান
কার্যকর হয়। কেননা, উক্ত হিজরীতে বনী মুস্তালিক যুদ্ধ্যে,
সর্বপ্রথম পর্দাবিশিষ্ট হাওদা বা আসন, হযরত আয়েশা (রা) এর
জন্য করা হয়েছিল, যা ইফকের ঘটনা নামে পরিচিত।
(৪) পর্দার বিধান ৩য় হিজরী মতান্তরে ৫ম হিজরীতে নাযিল হয়।
No comments:
Post a Comment