প্রশ্ন : ১৫৩ : কত বছর বয়সে নামাজ ফরজ ?

রাসূল (সা.) বলেছেন, 'সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও। বয়স ১০ বছর হলে (নামাজ না পড়লে) তাদের প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।' (মুসনাদে আহমদ : ৬৭৫৬)। সাত বছর বয়সে নামাজের নির্দেশ দেয়া হবে, ১০ বছর বয়সে প্রহার করা হবে এবং বালেগ বা প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। বিভিন্ন আলামত প্রকাশ বা বয়স ১৫ হলে বালেগ হয়েছে বলে ধরে নেয়া হবে। 



ছেলে ও মেয়ে উভয়েরই বয়ঃপ্রাপ্ত হওয়ার সময় থেকে নামাজ ফরজ হয়। ছেলেদের বেলা এর নিদর্শন নানাভাবে প্রকাশিত হয়। তন্মধ্যে স্বপ্নদোষ অন্যতম। মেয়েদের বয়ঃসন্ধির বিভিন্ন নিদর্শন আছে। প্রধান নিদর্শন হলো মাসিকস্রাব। এ নিদর্শন প্রকাশ হওয়ার পর নামাজ ফরজ হয়ে যায়। অবশ্য এসব নিদর্শনের কাছাকাছি সময়ে নামাজ কঠোরভাবে চর্চা শুরু করা কর্তব্য। কেননা, একদিনে নামাজী হওয়া যায় না। আগে থেকে শুরু করলে ফরজ হওয়ার পর কোনো অবহেলা করার সুযোগ থাকে না। কোনো ছেলে মেয়ের যদি স্বাভাবিক নিদর্শন প্রকাশে অস্বাভাবিক দেরী হয়, তাহলে মেয়েদের ১২/১৩ বছর ও ছেলেদের ১৫ বছর থেকে বয়ঃপ্রাপ্ত ধরার হুকুম রয়েছে। 

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

(বি:দ্র: নামাজ যেদিন থেকে ফরজ, নামাজ ক্বায়েমও সেদিন থেকেই ফরজ)। 

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...