প্রশ্ন: ১০৬ : পরিবারের দশ জনের মধ্যে চার জন সাবালক। এই চার জন সাবালক এর সবাই কি নিজের নিজের নামে কুরবানী দেবে?


উত্তর: জ্বী, চার জন সাবালকের মধ্যে যারা সামর্থ্যবান (নিজ সম্পদে সামর্থ্যবান) তারা প্রত্যেকেই  কুরবানী দেবে, আর যিনি সামর্থ্যবান নন, তিনি কুরবানী দিবেন না। ধরুন, চার জনের মধ্যে দুইজন  সম্পদশালী, এই দুইজন নিজ নিজ কুরবানী দেবেন। আর বাকী দুইজন সম্পদশালী নন (নিজ সম্পদে সামর্থ্যবান নন), এই বাকী দুইজনকে কুরবানী দিতে হবে না। তবে তাদের পক্ষ থেকে যদি সম্পদশালী ভাইয়েরা কুরবানী দেন, তবে  সেটা ভিন্ন কথা। 

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...