প্রশ্ন : ১১৩ : পারিবারিক ঋণ পরিশোধের জন্য জরুরী প্রয়োজন থাকা সাপেক্ষেও বিবাহে দেরী প্রসঙ্গে।

প্রশ্নঃ
আমি একজন যুবক, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে নারীর ফেৎনা থেকে,নিজের চরিত্র,ঈমান এবং যৌবনকে হেফাজত করার জন্য বিবাহ করতে চাই,নিজের আমলনামাকে গুনাহ থেকে মুক্ত রাখতে চাই,ঈমান পরিপূর্ণ করার বিবাহ নামক বৈধ পন্থা অর্জন করতে চাই,বিবাহ করা আমার উপর ওয়াজিব হয়ে আছে, কারন বিবাহ দূত না করতে পারলে গুনাহ লিপ্ত হওয়ার সম্ভবভনা আছে,বিবাহ করার মত শারীরিক ও আত্মিক সচ্চলতা আছে,কিন্তু আমার পরিবারের কিছু টাকা ঋন আছে,আমার পিতা মাতা বলতেছে ঋণগুলো পরিশোধ করে তারপর বিবাহ করতে।এখন আমার কি করা প্রয়োজন, জানাবেন??


উত্তরঃ
আপনি আপনার কোন মুরুব্বী বা দাদা বা নানা নানী স্থানীয় কাউকে এই কথা গুলো খুলে বলুন, তাদেরকে আপনার পিতা মাতাকে বুঝাতে বলুন। আশা করি তারা রাজী হয়ে যাবেন। এরপরও যদি আপনার পিতা মাতাা না বুঝতে চেষ্টা করেন এবং রাজী না হন, তাহলে আপনি নিজেই বিয়ে করে ফেলুন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...