এখন আপনি রাফে ইয়াদাইন করবেন কি করবেন না ?
আমার মতামত হলো ( ইমামদের কার্যাবলীর ভিত্তিতে) , আপনি যে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, সেখানে যদি সবাই রাফে ইয়াদাইন করে এবং জোরে আমিন বলে তবে আপনিও তা করুন, আর যদি সবাই রাফে ইয়াদাইন না করে এবং চুপে আমিন বলে তাহলে আপনিও তা করুন। এ বিষয়গুলো নিয়ে কোন দলাদলি বা ফিতনা সৃষ্টি করা যাবেনা।
এ ব্যাপারে খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর মুহতারামের বক্তব্য দেখুন :
No comments:
Post a Comment