প্রশ্ন: ১১২ : নামাজে কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তিনি রাফাইল ইয়াদান করতেন? করলে তিনি কি সারা জীবন ধরে করেছেন নাকি কিছু সময় পরে রহিত করে দিয়েছেন?

আসলে রাফে ইয়াদাইন নামাজের শুরুতে একবার করতে হবে এটা নিয়ে কারোই মতভেদ নেই। তবে যারা একের অধিক রাফে ইয়াদাইন করেন , সেটাও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এবং যারা একবার নামাজের শুরুতে করেন তাদেরটাও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। কিন্তু এটা নিয়ে ঝগড়া করা বা আলাদা মসজিদ নির্মাণ করা - এগুলি সহীহ হাদীস দ্বারাা প্রমাণিত নয়।  

এখন আপনি রাফে ইয়াদাইন করবেন কি করবেন না ? 

 আমার মতামত হলো ( ইমামদের কার্যাবলীর ভিত্তিতে) , আপনি যে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, সেখানে যদি সবাই রাফে ইয়াদাইন করে এবং জোরে আমিন বলে  তবে আপনিও তা করুন, আর যদি সবাই রাফে ইয়াদাইন না করে এবং চুপে আমিন বলে তাহলে আপনিও তা করুন। এ বিষয়গুলো নিয়ে কোন দলাদলি বা ফিতনা সৃষ্টি করা যাবেনা। 

এ ব্যাপারে খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর মুহতারামের বক্তব্য দেখুন : 






No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...