প্রশ্ন: ৮৮ : পাত্রী পছন্দ করা ।

প্রশ্ন: আমার এক নিকটাত্মীয়ের জন্য পাত্রী দেখেছিলাম। পাত্র পিতামাতার একমাত্র ছেলে। সকল দিক থেকে পাত্রী পছন্দ হবার পর জানতে পারলাম, পাত্রীর ডান হাতের কনিষ্ঠ আঙুল ছোট বেলায় এক দুর্ঘটনায় হারিয়েছেন। এই মুহুর্তে আমরা কি সিদ্ধান্ত নিবো বুঝতে পারছি না। ১.আমরা তার আঙুলের না থাকার জন্য যদি তাকে পাত্রী হিসেবে অনুপযুক্ত বলি, আমরা কি গুনাহগার হবো? ২. এই মেয়েকে অবহেলা করার কারনে ভবিষ্যতে আরও পাত্রী খারাপ হবার সম্ভাবনা আছে কি? ৩. পাত্রীর ও তার পরিবারের বদদোয়া ও অভিশাপ লাগবে না-কি??


উত্তর: আসলে পাত্রীর অভিভাবকের উচিত ছিল সেই বিষয়টি আপনাদেরকে প্রথমেই অবগত করানো। যদি তারা প্রথমেই অবগত করিয়েছে কিন্তু এরপরও আপনার পরবর্তীতে অনুপযুক্ত বলছেন, তাহলে আপনাদের জন্য এটা সঠিক হবে না।

আর যদি তারা প্রথমে বিষয়টি গোপন রেখেছে, কিন্তু আপনাদের পাত্রী পছন্দ হয়ে যাবার পর বিষয়টি আপনারা জানতে পেরেছেন, তবে সেক্ষেত্রে তখন যদি আপনারা ফিরে আসেন তবে আপনাদের দোষ হবে না।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...