প্রশ্ন: ৮৭ : মোহরানা আদায় করা হয়না।

প্রশ্ন: আমাদের এলাকার কিছু কিছু লোক বিয়ে করলে, মোহরানার কিছু টাকা স্বর্ন হিসাব করে দেয়।বাকি টাকা কখন দিবে তার কোন হিসাব নাই,এটা কতটুকু সঠিক??

উত্তর: এটা সঠিক নয়। স্বামী যখন সামর্থবান হবে তখন বাকী মোহরানা পরিশোধ করে দিতে হবে। এটা একটা ঋণ, তাই এই ঋণ পরিশোধের ব্যাপারে যত্নবান হতে হবে। মোহরানা পরিশোধ না করে স্বামী যদি মৃত্যুবরণ করে তবে তার পরিত্যক্ত সম্পদ থেকে অন্যান্য অন্যান্য ঋণ পরিশোধের ন্যায় মোহরানার টাকাও পরিশোধ করতে হবে, এরপর সম্পত্তি বন্টন হবে।

তবে, কেউ যদি স্বামীর দুর্বলতার সুযোাগ নিয়ে বা স্বামীর অমতে কাবিন নামায় অতিরিক্ত মোহরানা ধার্য করে দেয়, তবে সেটা বিবেচনা যোগ্য যে স্বামী পরবর্তীতে প্রকৃতপক্ষে কতটাকা মোহরানা পরিশোধ করা তার উদ্দেশ্য ছিল।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...