রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
“স্বর্ণ ও রেশমী বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন্য সেগুলো হারাম”।
সিলসিলা আস-সাহীহাহ ১৮৬৫, ৩০৩০।
“স্বর্ণ ও রেশমী বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন্য সেগুলো হারাম”।
সিলসিলা আস-সাহীহাহ ১৮৬৫, ৩০৩০।
যে দুনিয়াতে স্বর্ণ পড়বে সে যদি জান্নাতে যায় তাহলে সে জান্নাতে স্বর্ণ পড়তে পারবেনা।
রাসুল (সাঃ) বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি দুনিয়াতে স্বর্ণ পরিধান করবে, আল্লাহ তার প্রতি জান্নাতের স্বর্ণ হারাম করে দিবেন”।
মুসনাদে আহমাদ,আদাবুয যিফাফ ২২২ পৃষ্ঠা।
রাসুল (সাঃ) বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি দুনিয়াতে স্বর্ণ পরিধান করবে, আল্লাহ তার প্রতি জান্নাতের স্বর্ণ হারাম করে দিবেন”।
মুসনাদে আহমাদ,আদাবুয যিফাফ ২২২ পৃষ্ঠা।
একবার রাসুলুল্লাহ (সাঃ) এর সামনে এক সাহাবী স্বর্ণের আংটি পড়ে আসেন, রাসুলুল্লাহ (সাঃ) ঐ সাহাবীর আংগুল থেকে আংটি খুলে ফেলে দেন।
“রাসুল (সাঃ) এক লোকের হাতে স্বর্ণের একটি আংটি দেখলেন। তিনি তা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, ”তোমাদের কোন ব্যক্তি যদি আগুনের টুকরো হাতে রাখতে চায় তাহলে সে যেনো এই আংটি হাতে রাখে”।
সহীহ মুসলিম।
“রাসুল (সাঃ) এক লোকের হাতে স্বর্ণের একটি আংটি দেখলেন। তিনি তা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, ”তোমাদের কোন ব্যক্তি যদি আগুনের টুকরো হাতে রাখতে চায় তাহলে সে যেনো এই আংটি হাতে রাখে”।
সহীহ মুসলিম।
রাসুলুল্লাহ (সাঃ) পুরুষের জন্য স্বর্ণের আংটিকে আগুনের টুকরা বলেছেন,
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন,”যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে স্বর্ণের কড়া বা আংটি পড়ায়”।
আবুদাঊদ, মিশকাত হা/৪৪০১, বাংলা মিশকাত হা/৪২০৫।
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন,”যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে স্বর্ণের কড়া বা আংটি পড়ায়”।
আবুদাঊদ, মিশকাত হা/৪৪০১, বাংলা মিশকাত হা/৪২০৫।
--------------------------------------------------------------
QUESTION: সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পাথরের আংটি পড়া কি ঠিক?
QUESTION: সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পাথরের আংটি পড়া কি ঠিক?
ANSWER: সমস্যা বা বিপদ থেকে মুক্তির জন্য, কল্যানের জন্য আংটি পড়া শিরক কারণ এর দ্বারা সে আংটিকে তাকদীরের মালিক মনে করে। এছাড়াও এটা এক প্রকার তাবীজ, তাবীজ পরা সম্পূর্ণ শিরক এবং হারাম।
নিয়ত ঠেক রেখে শুধু সৌন্দর্যের জন্য আংটি পড়া যাবে, তবে পুরুষদের জন্য বিলাসবহুল আংটির পেছনে টাকা অপচয় করা ঠিকনা।
রাসুলুল্লাহ (সঃ) রূপার আংটি পড়েছেন। কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) আকীক পাথরের আংটি পড়েছেন এটা একটা জাল হাদীস।
পুরুষের জন্য স্বর্ণের আংটী হারাম।
নিয়ত ঠেক রেখে শুধু সৌন্দর্যের জন্য আংটি পড়া যাবে, তবে পুরুষদের জন্য বিলাসবহুল আংটির পেছনে টাকা অপচয় করা ঠিকনা।
রাসুলুল্লাহ (সঃ) রূপার আংটি পড়েছেন। কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) আকীক পাথরের আংটি পড়েছেন এটা একটা জাল হাদীস।
পুরুষের জন্য স্বর্ণের আংটী হারাম।
===================================
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ خَاتَمٌ مِنْ شَبَهٍ، فَقَالَ لَهُ: مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ؟ فَطَرَحَهُ، ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ؟ فَطَرَحَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا
একদা জনৈক ব্যক্তি পিতলের আংটি পরে নবী ﷺ–এর নিকট আসলে তিনি তাকে বলেন, ব্যাপার কি, আমি তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? একথা শুনে সে ব্যক্তি তা খুলে ফেলে দেয়। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে আসলে, তিনি তাকে বলেন, আমি তোমাকে জাহান্নামীদের অলংকার পরা অবস্থায় দেখছি! তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দেয় এবং বলে, ইয়া রাসূলাল্লাহ্! আমি কী ধরনের আংটি ব্যবহার করবো? তিনি ﷺ বলেন, এক মিসকাল (৪.৩৭৪ গ্রাম) ওযনের কম রূপা দিয়ে আংটি তৈরী করে তা ব্যবহার কর। (আবু দাউদ ৪২২৩ তিরমিযি ১৭৮৫ নাসায়ি ৫১৯৫)
অতএব, এরপরও কেন আপনি স্বর্ণের চেইন বা আংটি পড়ে নামাজ আদায় করবেন ?
No comments:
Post a Comment