প্রশ্ন : ৯১ : কোনো সুদি ব্যক্তির বাড়িতে খাওয়া কি জায়েজ?

প্রশ্ন : কোনো সুদি ব্যক্তির বাড়িতে খাওয়া কি জায়েজ?  
উত্তর : হ্যাঁ, যিনি সুদ খান, তার বাসায় খাওয়া জায়েজ রয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে তার বাসায় খাওয়া-দাওয়া না করলে আপনার জন্য ভালো, তাহলে আপনি সেটা পরিহার করতে পারবেন। এটা আপনার রুচির বিষয়। এ ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এই লোকের সব উপার্জন হারাম, তাহলে তার বাসায় খাওয়া-দাওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনার জন্য খাওয়াটা হারাম নয়।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...