প্রশ্ন ২০ : বে নামাজীর পশু জবেহ করা যাবে কি?


অধিকাংশ আলেমের মতে বেনামাজীর জবেহ করা পশুর গোসত খাওয়া সঠিক নয়।

তবে কোন কোন আলেম তা খাওয়ার পক্ষে মত দিয়েছেন।   তবে বেনামাজীকে শিক্ষা দিতে হবে যে তুমি নামায পড়না অতএব, তোমার জবেহ করা প্রাণীর গোশত খাওয়া যাবে না।

এছাড়া আহলে কিতাবদের জবেহ কৃত পশুর গোশত খাওয়া যাবে।

শুধুমাত্র মুশরিকদের জবেহকৃত পশু এবং আল্লাহ ছাড়া অন্য কারে নামে উৎসর্গীকৃত বা কোন দেব দেবীর নামে জবেহকৃত পশুর গোশত খাওয়া হারাম।


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...