প্রশ্ন-১১: দ্বীন প্রতিষ্ঠার ধারা বলতে কী বুঝায়? মদ হারাম হওয়ার ঘটনার আলোকে পর্যালোচনা করুন।

উত্তর: রাসুল সা: এর উপর পবিত্র কুরআন নাযিল হয় দীর্ঘ তেইশ বছরে। এই তেইশ বছরে ধীরে ধীরে  কুরআনের হুকুম আহকামগুলো পর্যায়ক্রমে নাযিল হয় এবং   সেগুলো সাহাবায়ে আযমাঈন মেনে চলতে থাকেন। সবগুলো হুকুম একদিনে নাযিল হয়নি বরং পর্যায়ক্রমে নাযিল হয়।   লোকদেরকে প্রশিক্ষণের ন্যায় ধীরে ধীরে হুকুম আহকামগুলো স্বত:স্ফুর্ত ভাবে পালন করার উপযোগী করে গড়ে তোলা হয়। 

তাইতো ইসলামের দাওয়াত শুরু করার বেশ কিছুদিন পর মদ হারাম হওয়ার আয়াাত নাযিল হয় এবং লোকেরা স্বত:স্ফুর্ত ভাবে মদ পরিত্যাগ করে, এমনকি অলিতে গলিতে মদ  ফেলে দেওয়ায় মদের নহর বয়ে যায়। 

এটাই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার ধারা। 


প্রশ্ন করার জন্য প্রশ্নোত্তর এ্যাপের লিংক :  Download

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...