যিশইয় ১: ৪-৫
বিদ্রোহী প্রজাদের প্রতি ঈশ্বরের ভর্ৎসনা
2প্রভু পরমেশ্বর বললেন, আকাশ ও পৃথিবী, শোন আমার কথা! যে সন্তানদের আমি লালন পালন করলাম তারা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে। 3পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।
4হে পাপিষ্ঠ জাতি, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী প্রজা, তোমরা উচ্ছন্নে যাও! তোমাদের পাপ তোমাদের টেনে নীচে নামাবে! তোমরা তোমদের প্রভু পরমেশ্বরকে, ইসরায়েলের পবিত্র ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে আছ। 5কেন তোমরা বিদ্রোহ করে চলেছ? তোমরা কি আরও বেশী শাস্তি পেতে চাও? হে ইসরায়েল, এরই মধ্যে তোমার মাথা ক্ষতে ভরে গেছে, তোমার হৃদয় ও মন আঘাতে জর্জরিত। 6মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা তোমার অক্ষত নেই। তোমার দেহ থেঁতলান, ঘায়ে ও গভীর ক্ষতে ভরা। সেই ক্ষত পরিষ্কার করা হয় নি কিম্বা বেঁধেও দেওয়া হয় নি। ক্ষতে কোন প্রলেপও লাগানো হয় নি। 7তোমার দেশ ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে তোমার শহর-নগর। যখন তুমি চেয়ে চেয়ে দেখছ এসব, তখন বিদেশীরা তোমার দেশ দখল করে নিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে। 8একমাত্র জেরুশালেমই বাকী, দ্রাক্ষাক্ষেত্রে পাহারাদারের কুঁড়ের মত অথবা শশা ক্ষেতের ছাউনির মতই অরক্ষিত অবরুদ্ধ এক নগরী। 9সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যদি কিছু লোককে রক্ষা না করতেন, তাহলে জেরুশালেম সদোম-ঘমোরার মত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত।
======================================================
যিশাইয় ১: ২১-২৪
পাপময় নগরী
21যে নগরী একদিন সততার আবাস ছিল, সেই নগরীতে আজ ভ্রষ্টাচারী বারাঙ্গনার কার্যকলাপ চলছে! একসময় এই নগরী ধর্মনিষ্ঠ মানুষে পূর্ণ ছিল কিন্তু আজ সেখানে শুধু খুনীদের বাস। 22হে জেরুশালেম, একদিন তুমি ছিলে খাঁটি রূপোর মত, কিন্তু আজ তাতে খাদ মিশেছে, অকেজো হয়ে গেছ তুমি। তুমি ছিলে নির্ভেজাল সুরার মত, কিন্তু আজ সেই সুরা আর নেই, তাতে জল মিশেছে। 23তোমার নেতৃবৃন্দ বিদ্রোহী এবং তোমার বন্ধুরা চোর। তারা সকলে ঘুষ নেয়, উপহার ভালবাসে। তারা বিচারালয়ে অনাথ আতুরের পক্ষে দাঁড়ায় না, সুবিচারের ব্যবস্থা করে না, অসহায় বিধবার আবেদন গ্রাহ্য করে না।
24তাই, এখন শোন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য পরাক্রমশালী ঈশ্বর কি বলছেনঃ আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব! তোমরা শত্রুরা, আমার উপর আর কোন উপদ্রব করতে পারবে না। 25তোমাদের উপরে আমি আঘাত হানব। ধাতুকে যে ভাবে শোধন করা হয়, সেইভাবে আমি তোমাদের শোধন করব, তোমাদের মধ্যে থেকে সমস্ত খাদ ও মালিন্য আমি দূর করে দেব। 26বহুকাল আগে তোমাদের যে রকম শাসনকর্তা ও পরামর্শদাতা ছিল, সেই রকম শাসনকর্তা ও পরামর্শদাতা আমি তোমাদের দেব। তখন ‘জেরুশালেম ধর্মনিষ্ঠ সজ্জনের নগরী’ বলে আবার আখ্যাত হবে।
======================================================
যিশাইয় ২: ৬-৮
ঔদ্ধত্যের অবসান
6হে ঈশ্বর, তুমি তোমার প্রজাদের, যাকোবের বংশধরদের পরিত্যাগ করেছ! প্রাচ্যদেশ ও ফিলিস্তিয়ার যাদুবিদ্যা ও মন্ত্র-তন্ত্রে পূর্ণ হয়েছে এ দেশ2:6 হিব্রু: অস্পষ্ট। সম্ভাব্য পাঠ-প্রাচ্যদেশ....এ দেশ।। বিদেশীদের সঙ্গে হাত মিলিয়েছে এদেশের মানুষ। 7তাদের দেশ স্বর্ণ-রৌপ্যে পরিপূর্ণ, তাদের ঐশ্বর্য বৈভবের সীমা নাই। অশ্বে পূর্ণ তাদের দেশ, কত যে রথ তাদের আছে, তা গুণে শেষ করা যায় না। 8অলীক প্রতিমায় পূর্ণ তাদের দেশ, নিজেদের হাতে গড়া বস্তুর পূজা করে তারা।
9প্রতিটি মানুষকেই অবনত করা হয়, অপমানিত, লাঞ্ছিত করা হয়। হে প্রভু পরমেশ্বর, তুমি ওদেরও ক্ষমা করো না।
10প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে আত্মরক্ষার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য তোমরা লুকাও পর্বতের গুহায়, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা কর!প্রকা 6:15; ২ থিষ 1:911এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত। 12সেইদিন যারা ক্ষমতাবান, যারা গর্বোদ্ধত, অতিশয় আত্মাভিমানী, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের প্রত্যেককে অবনত করবেন। 13লেবাননের সমস্ত উচ্চ সীডার বৃক্ষ এবং বাশানের ওক বৃক্ষকে তিনি ধ্বংস করবেন। 14তিনি উচ্চ পর্বতরাজি, 15প্রত্যেকটি সুউচ্চ মিনার, প্রতিটি দুর্গপ্রাকার মাটির সঙ্গে মিশিয়ে সমতল করে দেবেন। 16অপরূপ সুন্দর বৃহত্তম জাহাজগুলিকেও তিনি ডুবিয়ে দেবেন। 17-18মানুষের দর্প চূর্ণ হবে, তার ঔদ্ধত্য ভেঙ্গে গুঁড়িয়ে যাবে। সমস্ত অলীক প্রতিমা অদৃশ্য হয়ে যাবে এবং একমাত্র প্রভু পরমেশ্বর সেইদিন গৌরব ও মহিমায় ভূষিত হবেন।
19প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে। 20সেইদিন তারা তাদের হাতে গড়া স্বর্ণ ও রৌপ্য প্রতিমা ইঁদুর ও চামচিকার কাছে ছুড়ে ফেলে দেবে। 21প্রভু পরমেশ্বরের আগমনকালে দুলে উঠবে ধরণী। লোকে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও প্রতাপের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বত কন্দরে লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে লুকাবার চেষ্টা করবে। 22মরণশীল মানুষের উপর ভরসা করো না। আস্থা স্থাপন করো না তাদের উপর। সে তো নগণ্য মানুষ মাত্র!
====================================================
যিশাইয় ৩: ১৬-২৬
জেরুশালেমের কামিনীকুলের প্রতি সাবধানবাণী
16প্রভু পরমেশ্বর বলছেনঃ দেখ, জেরুশালেমের কামিনীকুল কত অহঙ্কারী! তারা উদ্ধতভঙ্গীতে পথ চলে, ছলনায় পূর্ণ তাদের দুটি চোখ। তাদের লঘু পদসঞ্চার নূপুরের নিক্কণ তোলে। 17আমি তাদের শাস্তি দেব, তাদের ন্যাড়া করে দেব এবং চিরদিনের জন্য তাদের মাথায় টাক পড়ে যাবে।
18এমন একদিন আসছে, যে দিন প্রভু পরমেশ্বর জেরুশালেমের কামিনীকুলের যা কিছু গর্বের ধন আছে—নূপুর, মস্তকবন্ধনী, টায়রা, চন্দ্রহার, 19চুড়ি, ওড়না, সব কেড়ে নেবেন। 20বাজুবন্ধ ও মেখলা, 21আংটি, নাকছাবি ও নথ, 22তাদের সমস্ত দামী পোষাক, ঘাঘরা, শাল, টাকা-পয়সার থলি, আতর, দর্পণ, 23মসলিনের পোষাক, উষ্ণীষ ও আবরণের বস্ত্র, রেশমী রুমাল, চাদর ও মাথা ঢাকবার বড় ওড়না—সব তিনি কেড়ে নেবেন।
24আতরের সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ বার হবে তাদের কাছ থেকে। মেখলার পরিবর্তে তারা মোটা দড়ি ব্যবহার করবে, সুন্দর চুলের বদলে তাদের মাথায় টাক পড়বে, মিহি সূক্ষ্ম কাপড়ের পরিবর্তে রুক্ষ চটের পোষাক পরবে তারা। তাদের রূপ-সৌন্দর্য পরিবর্তিত হয়ে যাবে, লজ্জাজনক অবস্থায় পড়বে তারা!
25শহরের পুরুষেরা, এমন কি সর্বাপেক্ষা শক্তিশালী যে ব্যক্তি, সে-ও যুদ্ধে নিহত হবে। 26নগরদ্বার ভরে যাবে কান্না আর বিলাপে। নগরীর অবস্থা হবে ভূলুন্ঠিতা বিবসনা রমণীর মত।
===================================================
যিশাইয় ৮: ৭
আসিরিয়ারাজের আগমন
5প্রভু পরমেশ্বর আমার কাছে আবার বার্তা পাঠালেন। 6তিনি বললেন, এই লোকেরা শীলোহ্8:6 শীলোহ্= জেরুশালেমে পূর্বদিকের বিরাট এক পাহাড়ী ঝর্ণা থেকে বার হয়ে এসেছে এই শীলোহ্ জলধারা।-এর শান্ত স্রোতধারাকে বর্জন করেছে আর এখন তারা রাজা রৎসীন এবং রাজা পেকহর ভয়ে কাঁপছে। 7তাই, আমি, প্রভু পরমেশ্বর যিহুদীয়াকে আক্রমণ করার জন্য আসিরিয়ার সম্রাট ও সৈন্যবাহিনীকে নিয়ে আসব। তারা ইউফ্রেটিস নদীর বন্যার মত দুকুল ভাসিয়ে এগিয়ে আসবে। 8বন্যার বেগে তারা যিহুদীয়াকে ভাসিয়ে নিয়ে যাবে, দুরন্ত ঢেউ তার কাঁধ ছাপিয়ে যাবে, ডুবিয়ে দেবে সব। কিন্তু, ইন্মানুয়েল! আমাদের সঙ্গে ঈশ্বর বর্তমান, তিনি দুই পক্ষ বিস্তার করে দেশকে রক্ষা করবেন।8:8 সবকিছু। “কিন্তু...রক্ষা করেন"-অথবা সবকিছু। তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। ঈশ্বর আমাদের সঙ্গে থাকুন।
9হে জাতিবৃন্দ একত্রিত হও সকলে! শোন, পৃথিবীর প্রান্তনিবাসীরা, তোমরা যুদ্ধের পরিকল্পনা কর, কিন্তু সাবধান! 10পরিকল্পনা কর, যত পার মন্ত্রণা কর কিন্তু দেখো, সবই ব্যর্থ হবে। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।
================================================
যিশাইয় ৩০: ৯-১৪
অবাধ্য জাতি
8ঈশ্বর আমাকে এই জাতির মানুষের সম্বন্ধে একটি বই লিখতে বলেছেন। তাহলে এরা কেমন লোক, কতখানি তারা মন্দ-এ সম্বন্ধে একটি স্থায়ী বিবরণ লিপিবদ্ধ থাকবে। 9এরা সবসময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, সবসময় মিথ্যাচরণ করে, সবসময় ঈশ্বরের উপদেশ শ্রবণে ও পালনে অস্বীকার করে। 10তারা প্রবক্তা নবীদের চুপ করে থাকতে বলে। তারা তাদের বলে, আমাদের মনের মত কথা বল, ধর্মজ্ঞানে আমাদের প্রয়োজন নেই। আমাদের গড়া মায়াজালের মধ্যেই আমাদের থাকতে দাও। 11আমাদের পথ ছেড়ে সরে যাও, আর আমাদের পথরোধ করো না। ইসরায়েলের আরাধ্য তোমার ঐ পবিত্র ঈশ্বরের কথা আমরা আর শুনতে চাই না।
12ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর কিন্তু বলেনঃ আমার কথা তোমরা উপেক্ষা করে নিপীড়ন ও বঞ্চনার উপরেই আস্থা স্থাপন করেছ। 13তোমরা অপরাধী। তোমাদের পাপ এমন একটি উঁচু দেওয়ালের মত, যাতে ফাটল ধরে পড়ে যাবার উপক্রম হয়েছে, হঠাৎ মুহূর্তের মধ্যে সব তোমাদের উপরে ধসে পড়বে। 14মাটির পাত্রের মত তোমরা ভেঙ্গে চূরমার হয়ে যাবে। পাত্রটির এমন কোন বড় টুকরো থাকবে না যার সাহায্যে অঙ্গার তোলা যায় বা জালা থেকে জল তোলা যায়।
======================================================
যিরমিয় ২: ৫-২৮
ইসরায়েলের পূর্বপরুষদের পাপ
4হে যাকোবের বংশধরগণ, ইসরায়েলের সমস্ত কুল, শোন প্রভু পরমেশ্বরের বার্তা! 5প্রভু পরমেশ্বর বলেছেনঃ
আমার বিরুদ্ধে তোমাদের পূর্বপুরুষেরা কি কি অভিযোগ এনেছে?
আমার মধ্যে কোন দোষ তারা পেয়েছে,
যাতে তারা আমার কাছ থেকে চলে গেছে মুখ ফিরিয়ে?
অসার প্রতিমার পূজা করে তারাও হয়েছে অসার।
6আমার কথা তারা ভাবল না একবারও,
আমি তাদের উদ্ধার করে আনলাম মিশর থেকে,
মরুপ্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে এলমা পথ দেখিয়ে।
মরুভূমি আর বালিয়াড়ি ভরা বন্ধুর পথ, ধূ ধূ মরুদেশ তিমির অন্ধকার,
জনপ্রাণীর চিহ্ন সেখানে নেই, চলে না সে পথে কোনও পথচারী।
7আমি নিয়ে এলাম তাদের উর্বরা এক সুজলা সুফলা দেশে, ফুলে-ফলে,
শস্যসম্ভারে প্রাচুর্যের মাঝখানে।
পরিবর্তে তারা এসে দূষিত করে দিল সব,
অশুচি করে দিল আমার সে দেশ যা আমি দিয়েছিলাম তাদের।
8আমার বিধি ব্যবস্থায় প্রাজ্ঞ যারা, সেই যাজকেরা জানল না আমাকে, পুরোহিতেরাও করল না অন্বেষণ,
এল না আমার কাছে। শাসকেরা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে,
নবীরা ভাবের আবেগে উচ্চারণ করল বেলদেবের প্রশস্তি,
আরাধনা করল তুচ্ছ অসার প্রতিমার।
প্রজাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের অভিযোগ
9তাই আমি প্রভু পরমেশ্বর, আবার অভিযোগ আনব আমার প্রজাদের বিরুদ্ধে,
অভিযোগ আনব তাদের বংশধরদের বিরুদ্ধে।
10পশ্চিমে সাইপ্রাস দ্বীপে যাও,
পূর্বদিকে কেদরদেশে পাঠিয়ে দাও কাউকে, দেখবে,
এমন ঘটনা কখনও ঘটেনি আগে।
11কোনও জাতি কি কখনও আরাধ্য দেবতা বদল করেছে,
অবশ্য যদিও সে প্রকৃত দেবতা নয়?
কিন্তু আমার প্রজারা তাদের দেবতা আমাকে করেছে বদল,
যে আমি তাদের এনে দিয়েছিলাম সম্মান ও গৌরব।
ঐ দেবতারা তাদের জন্য কিছুই করতে পারেনি।
12এই ঘটনায়, হে অন্তরীক্ষ, চমকিত হও,
ঘৃণায় আতঙ্কে শিহরিত হও, স্তম্ভিত হও বিস্ময়ে!
13দুটি পাপ করেছে আমার প্রজারা;
তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে,
ত্যাগ করেছে নিরন্তর উৎসারিত জলের প্রস্রবণ,
আর মাটি খুঁড়ে তৈরি করেছে জলাধার,
যাতে ফাটল ধরেছে, জল থাকে না সেখানে।
ইসরায়েলের অবিশ্বস্ততার ফল
14ইসরায়েল ক্রীতদাস ছিল না,
দাসত্বের মধ্যে জন্ম হয়নি তার,
তাহলে কেন তার শত্রুরা তাকে তাড়া করে ফেরে?
15তাকে দেখে সিংহের মত গর্জন করে তারা,
মরুভূমি করে দিয়েছে তার দেশ বিধ্বস্ত হয়েছে তার নগর-জনপদ,
সব আজ পরিত্যক্ত নির্জন।
16মেম্ফিস আর তফনহেষের মিশরীরা
তার মাথা ভেঙ্গে দিয়েছে।2:16 মেমফিস আর … ভেঙ্গে দিয়েছে:608-605 খ্রীস্ট পূর্বাব্দে মিশরের এই দুটি শহর থেকে ইসরায়েলের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছিল।
17ইসরায়েল, তুমি নিজেই ডেকে এনেছ এ দুর্দৈব নিজের উপর!
তুমি তোমার প্রভু পরমেশ্বর, আমাকে পরিত্যাগ করেছ,
যখন আমি তোমাকে নিয়ে আসছিলাম পথ দেখিয়ে, তখনই।
18তুমি কি ভেবেছ মিশরে ফিরে গেলে,
নীল নদীর জল পান করলে তুমি লাভবান হবে? ভেবেছ কি,
আসিরিয়ায় ফিরে গেলে, ইউফ্রেটিস নদীর জল পান করলে
লাভবান হবে তুমি?
19তোমার নিজের পাপ তোমার দণ্ডবিধান করবে,
আমার কাছ তেকে তোমার এই চলে যাওয়া দোষী সাব্যস্ত করবে তোমায়।
আমাকে, তোমার প্রভু পরমেশ্বরকে, ত্যাগ করে যাওয়া,
আমার প্রতি আর অনুরক্ত না থাকা
–এ যে কত বড় ভুল—কত তিক্ত এ অবস্থা সেদিনই তুমি উপলব্ধি করবে মর্মে মর্মে।
আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান ঈশ্বর, বললাম এ কথা।
প্রভু পরমেশ্বরের আরাধনায় ইসরায়েলের প্রত্যাখ্যান
20সর্বাধিপতি প্রভু বলেনঃ
হে ইসরায়েল, বহুকাল আগে তুমি আমার কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছিলে,
করেছিলে অস্বীকার আমার বাধ্য হয়ে চলতে, আরাধনা করতে আমায়।
প্রতিটি উচ্চ পর্বতে, প্রতিটি শ্যামল বৃক্ষতলে আরাধনা করতে তুমি উর্বরতা দানের দেবতাদের।
21সেরা একটি দ্রাক্ষালতার চারার মত তোমায় রোপণ করেছিলাম আমি।
সে চারা তৈরি করা হয়েছিল উৎকৃষ্ট বীজ থেকে।
কিন্তু দেখ, এখন তুমি কি হয়েছ!
তুমি এখন একটি নিকৃষ্ট বুনো দ্রাক্ষালতা।
22প্রচুর সাবান দিয়ে ধুলেও মুছবে না সে পাপ,
আমি তোমার পাপের কলঙ্ক দেখতে পাব।
23কেন তুমি বল যে নিজেকে অশুচি করনি তুমি,
আরাধনা করনি কখনও বেল দেবতার?
দেখ, কি ভাবে তুমি পাপাচার করেছ উপত্যকার বুকে।
কামনায় জর্জরিত বন্য গর্দভীর মত
24ছুটে চলেছ তুমি মরুভূমির দিকে স্খলিত চরণে।
সে যকন কামাবেগে মত্ত হয়, তখন কে পারে তাকে নিয়ন্ত্রণ করতে?
কোন গর্দভকে তখন তার পিছনে ছুটে ক্লান্ত হতে হয় না,
প্রজননের সময়ে তাকে পাওয়া যায় সহজেই।
25হে ইসরায়েল, অপর দেবতাদের পিছনে ছুটে ক্লান্ত করো না চরণ তোমার,
তৃষিত হয়ো না তাদের জন্য।
কিন্তু তুমি বললে, না আমি আর ফিরতে পারি না।
কনানীয় দেবতাদের আমি ভালবেসেছি,
আমি তাদেরই করব অনুসরণ।
ইসরায়েল শাস্তির যোগ্য
26প্রভু পরমেশ্বর বলেন, চোর ধরা পড়লে যেমন সে অপমানিত ও লাঞ্ছিত হয়, ঠিক তেমনই লাঞ্ছিত হবে ইসরায়েলের সমস্ত মানুষ—তোমাদের রাজা, রাজকর্মচারী, পুরোহিত ও প্রবক্তা নবী সকলেই। 27তোমরা, যারা গাছকে পিতা বল আর পাহাড়কে বল মাতা—তোমরা সকলেই হবে লাঞ্ছিত ও অপমানিত। এই ঘটনা ঘটবেই কারণ তোমরা আমার কাছে ফিরে না এসে মুখ ফিরিয়ে চলে গেছ। কিন্তু বিপদে পড়লে আমাকেই ডাক উদ্ধার করার জন্য।
28কোথায় তোমার সেই দেবকুল, যাদের তুমি গড়েছ নিজেদের জন্য? তোমরা যেদিন বিপদে পড়বে, সেদিন তাদেরই বলো উদ্ধার করতে, যদি তারা পারে। যিহুদীয়া, তোমার যত নগর আছে, দেবতাও আছে ততগুলিই।
===============================================================
যিরমিয় ৩: ৬-৯
অনুতাপের আহ্বান
6যোশিয়ের রাজত্বকালে প্রভু পরমেশ্বর আমাকে বলেছিলেন, তুমি কি দেখেছ, ইসরায়েল—ঐ নারী কি করেছে? সে আমার কাছ থেকে চলে গেছে এবং প্রতিটি পর্বতচূড়ায় ও প্রতিটি বৃক্ষের নীচে ব্যভিচারিণীর আচরণ করেছে।২ রাজা 22:1—23:30; ২ বংশা 34:1—35:27 7আমি ভেবেছিলাম, এসব কাজ করার পর হয়তো সে আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, সে আর ফিরে এল না। তার অবিশ্বাসিনী বোন যিহুদীয়া এই সবই দেখল। 8যিহুদীয়া এটাও দেখতে পেল যে, আমি ইসরায়েলকে পরিত্যাগ করলাম এবং দূর করে তাকে তাড়িয়ে দিলাম, কারণ সে আমার কাছ থেকে চলে গিয়ে পতিতাবৃত্তি নিয়েছে। তবুও যিহুদীয়া, ইসরায়েলের বোন, এতে একটুকুও ভয় পেল না। সে-ও পতিতাবৃত্তি গ্রহণ করল। 9এর জন্যে সে একটুও লজ্জিত হল না। গাছ-পাথর পূজা করে ব্যভিচারের কদাচারে দেশকে অশুচি করে তুলল।
====================================
যিরমিয় ৫: ১-৯
জেরুশালেমের পাপ
1হে জেরুশালেমবাসী, রাস্তায় বেরিয়ে পড়,পথে পথে দৌড়াও,
খোঁজ চারিদিকে। বাজারে চাঁদনীচকে খুঁজে দেখ, এমন কাউকে পাও কি না,
যে ন্যায্য কাজ করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করে।
যদি তেমন কাউকে খুঁজে বার করতে পার,
তাহলে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে মার্জনা করবেন।
2তোমরা নিজেদের প্রভু পরমেশ্বরের ভক্ত বলে শপথ কর,
জেনো, তোমাদের এ মিথ্যা শপথ।
3প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা,
তিনি আঘাত করলেন তোমাদের,
তবু তোমরা গ্রাহ্য করলে না।
তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের।
চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।
4তখন আমি ভাবলাম, এরা নেহাতই অসহায়,
অজ্ঞ! কিছুই বোঝে না,
মূর্খের মত ব্যবহার করে,
এরা জানে না, ঈশ্বর কি চান তাদের কাছে।
5আমি ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে যাব,
এ কথা বলব তাদের সকলের কাছে।
তারা নিশ্চয় জানে ঈশ্বরের নির্দেশ কি,
জানে প্রভু পরমেশ্বর কী চান তাদের কাছে,
কিন্তু তারা সকলে অস্বীকার করল ঈশ্বরের কর্তৃত্ব,
চাইল না তাঁর বাধ্য থাকতে।
6সেইজন্যই অরণ্যের সিংহ হত্যা করবে তাদের,
মরুভূমির নেকড়ের দল তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে,
তাদের শহরগুলিতে হানা দেবে চিতাবাঘ,
ঘরের বাইরে বার হলেই ঐ পশুরা তাদের ছিঁড়ে ফেলবে,
কারণ অসংখ্য তাদের পাপ,
বার বার তারা দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে।
7প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন,
কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব?
তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা।
সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি।
কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে।
8হৃষ্টপুষ্ট অশ্বের মত কামপ্রবৃত্তিপূর্ণ তারা,
পরস্ত্রীর প্রতি তাদের অদম্য আসক্তি।
9এসবের জন্য কি আমি তাদের শাস্তি দেব না?
এসব আচরণের জন্য কি এই জাতির উপর নেব না প্রতিশোধ?
============================
যিরমিয় ৫: ১৫-১৭
প্রভু পরমেশ্বরের কাছে পরিত্যক্ত ইসরায়েল
12প্রভু পরমেশ্বরের প্রজারা তাঁকে অস্বীকার করেছে। তারা বলেছে, সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না।5:12 ‘সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না–অথবা তাঁর সঙ্গে আমরা কিছু করতে চাই না। আমাদের জীবনে দুর্দিন আসবে না। যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না। 13-14প্রবক্তা ঋষিরা বাতাসভরা ফানুস ছাড়া আর কিছুই নয়, ওরা প্রভু পরমেশ্বরের কাছ থেকে কোনও বার্তাই পায়নি। সর্বশক্তিমান প্রভু আমাকে বলেছেন, যিরমিয়, যেহেতু এই লোকেরা এই ধরণের কথা বলেছে, সেইহেতু আমি তোমার মুখে অগ্নিময় ভাষা দেব। সেই আগুনে ঐ সব লোকেরা কাঠের মত পুড়ে যাবে।
15হে ইসরায়েল, তোমাদের আক্রমণ করার জন্য প্রভু পরমেশ্বর দূর দেশ থেকে একটি জাতিকে আনছেন। এরা একটি শক্তিশালী সুপ্রাচীন জাতি, এদের ভাষা তোমরা জান না। 16তাদের ধনুর্ধরেরা শক্তিমান যোদ্ধা, নির্মমভাবে তারা মানুষকে হত্যা করে। 17তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্নছ্ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।
18প্রভু পরমেশ্বর বলেন, সেই সময় আমি অবশ্য তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব না। 19তারা যখন জিজ্ঞাসা করবে, কেন আমি তাদের এই অবস্থা করেছি, তখন তুমি তাদের বলবে, যেহেতু তারা আমাকে পরিত্যাগ করে নিজেদের দেশে বিদেশীদের পূজিত দেবতাদের আরাধনা করেছে, সেই হেতু যদিও সে দেশ তাদের নয়, কিন্তু সেই দেশে তারা বিদেশীদের দাসত্ব করবে।
=============================================================
যিরমিয় ৭: ৩৩-৩৪
হিন্নোম উপত্যকায় পাপাচার
29হে জেরুশালেমের অধিবাসী, শোক কর,
কেটে ফেলে দাও তোমাদের মাথার চুল,
পর্বতশিখরে অন্ত্যেষ্টিক্রিয়ার গান গাও,
কারণ আমি, প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছি,
প্রত্যাখ্যান করেছি আমার প্রজাদের।
30যিহুদীয়ার মানুষ একটি ঘৃণ্য কাজ করেছে। যা আমি ঘৃণা করি, সেই অলীক প্রতিমাকে আমার মন্দিরে প্রতিষ্ঠিত করে মন্দির অপবিত্র করেছে। 31হিন্নোম উপত্যকায় তারা তোফৎ নামে একটি বেদী তৈরি করেছে। সেখানে তারা তাদের ছেলেমেয়েদের বলিদান করে হোম করবে। এ কাজ করতে আমি তাদের আদেশ দিইনি—এ কথা আমার মনেও আসেনি।লেবীয় 18:21; ২ রাজা 23:10; যির 32:35 32তাই এমন একদিন আসবে, যেদিন এর নাম আর তোফৎ বা হিন্নোম উপত্যকা থাকবে না, এর নাম হবে ‘হত্যার উপত্যকা’। সেখানেই তারা লোকদের কবর দেবে, কারণ তাদের কবর দেবার আর কোনও জায়গা থাকবে না। 33মৃতদেহগুলি হবে পাখি ও বন্যপশুদের আহার, তাদের তাড়াবার জন্য কেউ থাকবে না। 34দেশটি মরুভূমি হয়ে যাবে। যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে পথে আনন্দ-উল্লাসের পরিসমাপ্তি ঘটাব আমি। বিবাহ-উৎসবের আনন্দমুখর ধ্বনি আর শোনা যাবে না সেখানে।
==================================================
যিরমিয় ১৫: ১-৩
যিহুদীয়াবাসীর ধ্বংস
1তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মোশি ও শমুয়েলও যদি আমার সামনে দাঁড়িয়ে আবেদন জানাত, তাহলেও আমি এদের উপর দয়া করতাম না। ওদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে, চলে যাক ওরা। যাত্রা 32:11-14; গণনা 14:13-19; ১ শমু 7:5-9 2ওরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে,
‘কোথায় যাব আমরা?’ তখন তাদের বলবে, প্রভু পরমেশ্বর এই কথা বলছেন,
মহামারীতে মৃত্যুই যাদের জন্য নির্ধারিত,
মহামারীর গ্রাসে পড়ুক ওরা! যুদ্ধে মরণ যাদের জন্য নির্দিষ্ট,
যুদ্ধের কবলেই পড়ুক তারা! দুর্ভিক্ষে মৃত্যু যাদের শেষ পরিণতি,
দুর্ভিক্ষ গ্রাস করুক তাদের! বন্দীত্বই যাদের জীবনের বিধিলিপি,
বন্দীশালাই হোক তাদের শেষ পরিণাম!13:10
3আমি, প্রভু পরমেশ্বর, তাদের বিরুদ্ধে চারটি ভয়ঙ্কর সংহারক পাঠাতে মনস্থ করেছি। তারা যুদ্ধে নিহত হবে, কুকুরে তাদের টেনে নিয়ে যাবে, পাখিরা ছিঁড়ে খাবে আর অবশিষ্টদের খেয়ে শেষ করবে বন্য জন্তুরা।
=============================================
যিহিষ্কেল ২২: ৩-১৬
জেরুশালেমবাসীর অপরাধ
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, নরঘাতকে পূর্ণ এই মহানগরীর বিচার করার জন্য তুমি কি প্রস্তুত? তাহলে তার সমস্ত জঘন্য অনাচারের কথা তাকে জানিয়ে দাও। 3আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, তাকে জানিয়ে দাও: তোমার স্বজাতির অসংখ্য মানুষকে হত্যা ও অলীক মূর্তিপূজা করে নিজেকে অশুচি করার অপরাধে তোমার সর্বনাশ ঘনিয়ে এসেছে। 4হত্যার অপরাধে তুমি অপরাধী এবং নিজের হাতে গড়া অলীক মূর্তি পূজা করে নিজেকে তুমি অশুচি করেছ। তারই ফলস্বরূপ তোমার সর্বনাশ আসন্ন, তোমার শিয়রে শমন! সেই জন্যই সমস্ত জাতির কাছে আমি তোমাকে বিদ্রূপের পাত্র করেছি, হাস্যাস্পদ করেছি সমস্ত দেশের কাছে। 5তোমার দুর্নীতির জন্য নিকটে কিম্বা দূরের সমস্ত দেশই তোমাকে বিদ্রূপ করবে। 6সমস্ত ইসরায়েলী নেতা নিজেদের বাহুবলের উপর নির্ভরশীল হয়ে হত্যায় মেতেছে। 7নগরীর একজনও তার পিতামাতাকে শ্রদ্ধা করে না। তোমরা বিদেশীদের প্রতারণা কর, বিধবা ও অনাথ পিতৃ-মাতৃহীনের উপর জুলুম করার সুযোগ নাও।যাত্রা 20:12; 22:21-22; দ্বি.বি. 5:16; 24:17 8আমার কাছে যা কিছু পবিত্র সে সবের প্রতি তোমাদের কোন সম্ভ্রম নেই, তোমরা সাব্বাথের নিয়ম লঙ্ঘন কর।লেবীয় 19:30; 26:2 9তোমরাই আবার মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের প্রাণনাশ কর। তোমরা মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খাও। কেউ কেউ আবার সব সময় লালসা চরিতার্থ করতেই ব্যস্ত। 10কেউ কেউ সৎমাকে নিয়ে সংসার করে। রজঃস্বলা নারীকে ধর্ষণ করে। 11কেউ কেউ আবার ব্যভিচার করে এবং নিজেদের পুত্রবধূ ও সৎবোনদের পর্যন্ত সতীত্ব নাশ করে।লেবীয় 18:7-20 12তোমাদের মধ্যে কিছু লোক ঘুষ নিয়ে নরহত্যার আদেশ দেয়। কিছু লোক আবার স্বজাতি ইসরায়েলীদেরও সুদে ঋণ দেয় এবং সেই সুযোগে ধনী হয়। তোমরা আমাকে পরিত্যাগ করেছ—একথা বলেছেন প্রভু পরমেশ্বর।যাত্রা 22:25; 23:8; লেবীয় 25:36-37; দ্বি.বি. 16:19; 23:19
13তোমাদের এই সমস্ত অন্যায় জুলুম ও হত্যার উপর আমার বজ্রমুষ্টি নেমে আসবে। 14তোমাদের উপর আমার শোধ নেওয়ার পালা যখন চলবে, তখন তোমাদের মনের জোর থাকবে কি? থাকবে কি যথেষ্ট বাহুবল? আমি, প্রভু পরমেশ্বর বলছি, আমার কথায় নড়চড় হবে না। 15আমি তোমার জাতিকে প্রতিটি দেশে নানা জাতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব এবং তোমাদের সমস্ত অপকর্মের অবসান ঘটাব, 16ফলে অন্যান্য জাতি তোমাদের ঘৃণ্য করবে কিন্তু তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
==================================================
মথি ২৩: ৩৭-৩৮
আসন্ন দণ্ড সম্বন্ধে যীশুর ভবিষ্যদ্বাণী
(লুক 11:47-51)
29ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল! ধিক তোমাদের! তোমরা নবীদের জন্য সমাধি রচনা কর ও সাধুদের স্মৃতিস্তম্ভকে সাজাও। 30আর বল, ‘আমাদের পিতৃপুরুষদের আমলে যদি আমরা বেঁচে থাকতাম তাহলে নবীদের হত্যাকাণ্ডে আমরা অংশগ্রহণ করতাম না।’ 31এ কথার দ্বারা তাহলে তোমরা স্বীকার করছ যে নবীদের যারা খুন করেছে তোমরা তাদেরই সন্তান।প্রেরিত 7:52। 32তোমরাও তোমাদের পিতৃপুরুষদের ধারা অনুসরণ করে চলেছ। 33ওরে সর্পের দল!কেউটের বংশ! নরক দণ্ড এড়াবে কি করে?মথি 3:7। 34দেখ, আমি তোমাদের কাছে পাঠাব নবীদের, জ্ঞানী ব্যক্তি ও শাস্ত্রবিদদের। তাঁদের কাউকে তোমরা করবে হত্যা, কাউকে করবে ক্রুশবিদ্ধ, কাউকে তোমাদের সমাজভবনে নিয়ে কশাঘাত করবে এবং এক নগর থেকে অন্য নগরে তাদের তাড়া করে বেড়াবে।মথি 10:23; ১ থিষ 2:15। 35আর এভাবে ধার্মিক হেবলের রক্তপাত থেকে শুরু করে বরখিয়ের পুত্র সখরিয় যাঁকে তোমরা মন্দির ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে-তাঁর রক্তপাত পর্যন্ত পৃথিবীতে যত নির্দোষ রক্ত পাত হয়েছে, তার সমস্ত দায় তোমাদের উপর বর্তাবে।আদি 4:8; ২ বংশা 24:20-21। 36আমি তোমাদের সত্য বলছি, এ যুগের লোকেরাই এ সবের জন্য দায়ী হবে।
37জেরুশালেম, ওগো জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ এবং তোমার কল্যাণের জন্য যাঁরা প্রেরিত হয়েছিলেন, তাঁদের করেছ প্রস্তরাঘাত। পক্ষীজননী যেমন নিজের ডানার নীচে তার শাবকদের জড়ো করে রাখে, তেমনি কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, কিন্তু তা তুমি করতে দাওনি।লুক 13:34-35; 19:41-44; প্রেরিত 7:59; ১ থিষ 2:15। 38তাই, তোমার মন্দির হবে ঈশ্বর পরিত্যক্ত ও জনশূন্য।যির 22:5; ১ রাজা 9:7-8। 39আমি তোমাদের বলছি, তোমরা যতদিন না বলবে, ‘ধন্য তিনি, প্রভুর নামে যাঁর আগমন’ ততদিন তোমরা আর আমার দর্শন পাবে না।
জেরুজালেমের জন্য দুঃখ প্রকাশ
37“জেরুজালেম! হায় জেরুজালেম! তুমি নবীদের খুন করে থাক এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাক। মুরগী যেমন বাচ্চাদের তার ডানার নীচে জড়ো করে তেমনি আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তারা রাজী হয় নি। 38হে জেরুজালেমের লোকেরা, তোমাদের বাড়ী তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। 39আমি তোমাদের বলছি, যে পর্যন্ত না তোমরা বলবে, ‘যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক,’ সেই পর্যন্ত আর তোমরা আমাকে দেখতে পাবে না।”
===================================================
মথি ২৪: ২
1ঈসা বায়তুল-মোকাদ্দস থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় তাঁর সাহাবীরা তাঁকে বায়তুল-মোকাদ্দসের দালানগুলো দেখাবার জন্য তাঁর কাছে আসলেন। 2তখন ঈসা তাঁদের বললেন, “তোমরা তো এই সব দেখছ, কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, এখানে একটা পাথরের উপরে আর একটা পাথর থাকবে না; সমস্তই ভেংগে ফেলা হবে।”
==========================================
লুক ২৩: ২৮-৩০
ক্রুশের উপরে হযরত ঈসা মসীহ্
26সৈন্যেরা যখন ঈসাকে নিয়ে যাচ্ছিল তখন শিমোন নামে কুরীণী শহরের একজন লোক গ্রামের দিক থেকে আসছিল। সৈন্যেরা তাকে জোর করে ধরে ক্রুশটা তার কাঁধে তুলে দিল যেন সে ঈসার পিছনে তা বয়ে নিয়ে যেতে পারে। 27অনেক লোক ঈসার পিছনে পিছনে যাচ্ছিল। তাদের মধ্যে অনেক স্ত্রীলোকও ছিল। তারা বুক চাপ্ড়ে কাঁদছিল। 28ঈসা তাদের দিকে ফিরে বললেন, “জেরুজালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না। তোমাদের নিজেদের জন্য এবং তোমাদের ছেলেমেয়েদের জন্য কাঁদ, 29কারণ এমন দিন আসছে যখন লোকে বলবে, ‘যাদের কখনও ছেলেমেয়ে হয় নি এবং যারা কখনও বুকের দুধ শিশুদের খাওয়ায় নি সেই বন্ধ্যা স্ত্রীলোকেরা ধন্যা।’ 30সেই সময়ে লোকে বড় বড় পাহাড়কে বলবে, ‘আমাদের উপর পড়,’ আর ছোট ছোট পাহাড়কে বলবে, ‘আমাদের ঢেকে রাখ।’ 31গাছ সবুজ থাকতে যদি লোকে এই রকম করে তবে গাছ শুকনা হলে পর কিনা হবে!”
32সৈন্যেরা দু’জন দোষী লোককেও হত্যা করবার জন্য ঈসার সংগে নিয়ে চলল। 33যে জায়গাটাকে মাথার খুলি বলা হত সেখানে পৌঁছে তারা ঈসাকে ও সেই দু’জন দোষীকে ক্রুশে দিল- একজনকে ঈসার ডান দিকে ও অন্যজনকে বাঁদিকে। 34তখন ঈসা বললেন, “পিতা, এদের মাফ কর, কারণ এরা কি করছে তা জানে না।”
তারা গুলিবাঁট করে ঈসার কাপড়-চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। 35লোকেরা দাঁড়িয়ে দেখছিল। ধর্ম-নেতারা ঈসাকে ঠাট্টা করে বললেন, “সে তো অন্যদের রক্ষা করত। যদি সে আল্লাহ্র মসীহ্, তাঁর বাছাই-করা বান্দা হয় তবে নিজেকে রক্ষা করুক!”
36সৈন্যেরাও তাঁকে ঠাট্টা করতে লাগল। তারা ঈসাকে খেতে দেবার জন্য তাঁর কাছে সিরকা নিয়ে গিয়ে বলল, 37“তুমি যদি ইহুদীদের বাদশাহ্ হও তবে নিজেকে রক্ষা কর।”
38ক্রুশে তাঁর মাথার উপরের দিকে একটা ফলকে এই কথা লেখা ছিল, “এই লোকটি ইহুদীদের বাদশাহ্।”
39যে দু’জন দোষী লোককে সেখানে ক্রুশে টাংগানো হয়েছিল তাদের মধ্যে একজন ঈসাকে টিট্কারি দিয়ে বলল, “তুমি নাকি মসীহ্? তাহলে নিজেকে ও আমাদের রক্ষা কর।”
40তখন অন্য লোকটি তাকে বকুনি দিয়ে বলল, “তুমি কি আল্লাহ্কে ভয় কর না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ। 41আমরা উচিত শাস্তি পাচ্ছি। আমাদের যা পাওনা আমরা তা-ই পাচ্ছি, কিন্তু এই লোকটি তো কোন দোষ করে নি।” 42তারপর সে বলল, “ঈসা, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন।”