দ্বিতীয় বিবরণ ১: ১৬



click for link

  16তখন আমি তোমাদের বিচারক মণ্ডলীকে এই আদেশ দিয়েছিলাম: তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের অভিযোগ শুনবে এবং অভিযোগকারী ও তার জ্ঞাতিভাই কিম্বা তার প্রতিবেশী বিদেশীর ন্যায়বিচার করবে।

গণনা পুস্তক ১৫;৩০






click for link


30কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে। 31কারণ সে প্রভু পরমেশ্বরের বাক্যের অবমাননা করেছে এবং তাঁর নির্দেশ অমান্য করেছে। সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে হবে। তার অপরাধের দণ্ড তার উপরেই বর্তাবে।

গণনা পুস্তক ১৫:১৫-১৬




 ( click here for original link )

15ইসরায়েলী সমাজ এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী, সকলের জন্যই এক বিধি। তোমরা বংশপরম্পরায় চিরস্থায়ী এই বিধি পালন করবে। প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তোমরা ও বিদেশীরা, সকলেই সমান। 16তাই তোমাদের এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের সকলের জন্যই এক বিধান এবং একই অনুশাসন।লেবীয় 24:22

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...