(আদি পুস্তক ৪৫: ২৬-২৭)






( click for original link  )

25তারা মিশর থেকে রওনা হয়ে কনান দেশে তাদের পিতার কাছে এসে উপস্থিত হল। তারা তাঁকে বলল, যোষেফ এখনও বেঁচে আছে, সে সারা মিশর দেশের শাসনকর্তা হয়েছে। 26এ কথা শুনে যাকোব হতবুদ্ধি হয়ে গেলেন, তিনি তাদের কথা বিশ্বাস করতে পারলেন না।
27কিন্তু যোষেফ তাদের যেসব কথা বলেছিলেন সেসব কথা যখন তারা তাঁকে বলল এবং তাঁকে নিয়ে যাওয়ার জন্য যে গরুর গাড়িগুলি পাঠিয়েছিলেন সেগুলি যখন তিনি দেখলেন তখন তাঁর সংবিৎ ফিরে এল। 28ইসরায়েল তখন বললেন, আমার পুত্র যোষেফ যে এখনও বেঁচে আছে তা-ই যথেষ্ট। মৃত্যুর আগে আমি আবশ্যই গিয়ে তাকে দেখব।

আদি পুস্তক ৪১: ৪০-৪৫








41ফারাও যোষেফকে বললেন, আমি তোমাকে সারা মিশর দেশের শাসকরূপে নিযুক্ত করলাম। 42তিনি নিজের হাত থেকে আঙটি খুলে যোষেফের আঙ্গুলে পরিয়ে দিলেন। তিনি তাঁকে রেশমী পোষাক পরালেন এবং তাঁর গলায় সোনার হার পরিয়ে দিলেন।দানি 5:29 43তারপর তিনি তাঁকে রাজপ্রতিনিধির রথে চড়ালেন এবং লোকে তাঁর আগে আগে ‘রাস্তা ছাড়, রাস্তা ছাড়’ বলে চীৎকার করতে লাগল। ফারাও এইভাবে তাঁকে সারা মিশর দেশের শাসনকর্তার পদে নিযুক্ত করলেন। 44তিনি যোষেফকে বললেন, আমিই ফারাও কিন্তু তোমার হুকুম ছাড়া সারা মিশরে কোন লোক কোন কাজ করতে পারবে না। 45ফারাও যোষেফের নাম দিলেন সাফে-নাৎ-পানেহা। তিনি ওন41:45 হেলিওপোলিস। নগরের পুরোহিত পটিফেরার মেয়ে আসে-নাৎ-এর সঙ্গে যোষেফের বিবাহ দিলেন। যোষেফ সারা মিশর দেশ পরিভ্রমণ করলেন।

 click here for original link


Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...