7কিন্তু
মাত্র জাবর কাটা কিংবা শুধু খুর চেরা পশুর গোশ্ত তোমাদের জন্য হারাম।
তোমরা উট, খরগোস ও শাফন খাবে না, কারণ সেগুলো জাবর কাটলেও তাদের খুর চেরা
নয়। তাই সেগুলো তোমাদের পক্ষে নাপাক। 8শূকরও নাপাক; খুর চেরা হলেও সে জাবর কাটে না। তোমাদের জন্য এগুলোর গোশ্ত হারাম এবং তাদের মৃতদেহও ছোঁবে না।
link
link