1)
Al Quran Search And Browse: (Version : Laptop / Desktop Windows Version, recommended, Supported, Updated.)Tafhimul Quran Desktop App - Tafhimul Quran Windows App - Al quran Search And Browse For Windows - তাফহীমুল কুরআন উইন্ডোজ এ্যাপ
আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।
///////////////////////////////////////
2)
প্রবেশ করুন কুরআন হাদীসের এক বিশাল জগতে।
নিম্নে জেকর ফর এ্যান্ড্রয়েডের দুটি ভার্সন দেয়া হলো:
( বিশেষ দ্রষ্টব্য : জেকর এর আপডেট ভার্সন আলকুরআন ব্রাউজ এ্যাান্ড সার্চ এ্যাাপ আমরা ডেভেলপ করে প্লে স্টোরে আপলোড দিয়েছি। আপাতত: জেকর ডিস্ট্রিবিউট বন্ধ করা হলো। আপনার আর কুরআন সার্চ এ্যাপ এখান থেকে ডাউনলোড কর নিন :
আল কুরআন সার্চ এ্যাপ ডাউনলোড
)
১। Version 1 : এক্সট্রাক্ট বিহীন।
এথানে পাবেন : পুরো ত্রিশ পারা কুরআন শরীফের আরবী আয়াত, বাংলা অনুবাদ ও তাফসীর আরবী শব্দ (জের জবর সহ অথবা জেরজবর ছাড়া আরবী শব্দ দিয়ে), বাংলা শব্দ দিয়ে এবং ইংরেজী শব্দ দিয়ে সার্চ করার সুবিধা।
** শব্দ তালিকা : সার্চ করার জন্য বাংলা ইংরেজী ও আরবী মিলিয়ে বিল্ট ইন ৫২০০০ (বায়ান্ন) হাজার শব্দের বিশাল শব্দতালিকা ।
প্রথমে কুরআন সার্চ ইঞ্জিন জেকর ফর এ্যান্ড্রয়েড এ্যাপ ডাউনলোড করার পর ইনষ্টল করে নিন। এখান থেকে : ডাউনলোড।
এরপর এখান থেকে কুরআন ডাটা বান্ডল Quran.txt ডাউনলোড করুন : ডাউনলোড।
কুরআনের ডাটা বান্ডল Quran.txt কোনরূপ এক্সট্রাক্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র মোবাইলের ফাইল ম্যানেজার দিয়ে নতুন একটি ফোল্ডার তৈরী করে রিনেম করে Zekr নামকরণ করুন। এরপর তার মধ্যে Quran.txt ফাইলটি ডাউনলোড করে কপি করে রাখতে হবে। এরপর জেকর এ্যাপস ইনষ্টল করার পর ওপেন করে “ফোল্ডার যোগ করুন” আইকনে ক্লিক করে ইতিপূর্বে তৈরীকৃত Zekr ফোল্ডারটি লংপ্রেস করে সার্চ ইঞ্জিনে লোড করে নেবেন। ব্যাস হয়ে গেল।
বিস্তারিত নিয়ম :
জেকর এ্যাপটি ইনষ্টল করার পর আপনার স্ক্রীণ এরকম দেখাবে :
ইনষ্টল করার পর আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করুন।
সেখানে একটি নতুন ফোল্ডার তৈরী করুন।
নাম দিন ZEKR.
এরপর এখান থেকে কুরআন ডাটা বান্ডল Quran.txt ফাইলটি ডাউনলোড করুন : ডাউনলোড।
এবার ফাইল ম্যানেজার ওপেন করে ডাউনলোড ফোল্ডার থেকে ডাউনলোড কৃত QURAN.TXT ফাইলটি কপি করে ইতিপূর্বে তৈরীকৃত ZEKR ফোল্ডারে পেস্ট করে দিন। (নিয়ম : প্রথমে File manager ওপেন করুন, এরপর Download ফোল্ডার ওপেন করুন, সেখানে অথবা QURAN.TXT ফাইলটি যেখানেই ডাউনলোড হয়েছে খুজে বের করুন। QURAN.TXT ফাইলের উপর লংপ্রেস করুন। কপি করুন। এবার ব্যাকে এসে ইতিপূর্বে তৈরীকৃত ZEKR ফোল্ডারটি ওপেন করুন। এখানে স্ক্রীণে লংপ্রেস করুন। এবার পেষ্ট আইকনে ক্লিক করে QURAN.TXT ফাইলটি পেষ্ট করে দিন। ব্যাস হয়ে গেল : )
এবার মূল জেকর এ্যাপ ওপেন করে “ফোল্ডার যোগ করুন” আইকনে ক্লিক করুন।
এবার যেখানে ZEKR নামক ফোল্ডারটি তৈরী করেছেন সেখানে ওপেন করে ZEKR ফোল্ডারের উপর লংপ্রেস করে ধরে রাখুন।
দেখবেন ফোল্ডারের নামের পাথ জেকর এ্যাপ এর মেইনস্ক্রীনে লোড হয়েছে। এবার শব্দ তালিকায় ক্লিক করে যে কোন শব্দ নির্বাচন করে সার্চ করুন।
(বি:দ্র: সার্চ করার পূর্বে খেয়াল করুন : এক্সটেনশন নির্ধারণ করুন: এখানে html এবং txt উভয়টিতে টিক মার্ক দেয়া আছে কিনা।)
শব্দ তালিকায় ক্লিক করে “নামায” সিলেক্ট করে সার্চ- এ ক্লিক করুন :
সার্চ রেজাল্ট দেখুন : (ফার্ষ্ট স্ক্রল এনাবল করা আছে, অত্যন্ত দ্রুত স্ক্রল হবে) :
যে কোন রো এর উপর হালকা ট্যাপ দিলে কালার চেঞ্জ হয়ে যাবে :
এবার যে কোন রো এর উপর লংপ্রেস করুন। ঐ আয়াতটি সহ মূলসুরাটি ওপেন হবে । আমরা সুরা বাকারা ৪৩ নং আয়াত এই রো এর উপর লংপ্রেস করলাম । ফলে সুরা বাকারার ৪৩ নং আয়াতটি সামনে নিয়ে পুরো সুরা বাকারা ওপেন হয়ে গেল : ( স্ক্রল করে দেখুন এখানেও অত্যন্ত দ্রুত স্ক্রল হবে):
এবার সুরা বাকারার ৪৩ নং আয়াতের রো এর উপর আবার লং প্রেস করুন : পুরো আয়াতটি ব্যাখ্যা সহ কপি হয়ে যাবে। ম্যানুয়ালি কপি করার জন্য ডাবলক্লিক করুন :
উপরের মেনুতে ক্লিক করে শেয়ার মেনু ওপেন করুন :
ফেসবুক সিলেক্ট করুন : শুধুমাত্র পোষ্ট অপশনটি ওপেন হবে :
লংপ্রেস করে পেষ্ট অপশন এনাবল করুন :
পেষ্ট করে পোষ্ট করে দিন :
সাথে সাথেই রিডার স্ক্রীন / মূলকিতাব স্ক্রীন এ্যাক্টিভেট হয় যাবে : এবং আপনার পোষ্টটি ব্যাকগ্রাউন্ডে পোষ্ট হতে থাকবে :
এবার মোবাইলের ব্যাক বাটন চেপে সার্চ রেজাল্ট স্ক্রীণে আসুন। দেখুন সার্চ রেজাল্ট কিল হয়নি । সুরা বাকারা ৪৩ নং আয়াতটি সিলেক্টেড অবস্থায়ই আছে। অর্থাৎ, আপনার হিসাবের সুবিধার জন্য এটি অত্যন্ত সহযোগীতা করবে। Zekr এর পিসি ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা নেই। কোন আয়াতের মুল সুরা দেখার পর, সার্চ রেজাল্টে ব্যাক করার কোন ব্যবস্থা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, ZEKR এ্যানড্রয়েড ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা রয়েছে :
এবার অন্য কোন আয়াত সিলেক্ট করুন। পোষ্ট করুন অথবা অফিস ফাইল ওপেন করে যে কোন বিষয়ে কোরআন হাদীসের বিষয় অভিধানও তৈরী করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ।
এ্যাপটি যদি ভালো লেগে থাকে তাহলে এই 01884597895 (personal)নাম্বারে ২০০/= টাকা বিকাশ করে দিন।
হাদিয়া :
জেকর এ্যাপটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে ”এ্যাড ফ্রি” এবং ”ফ্রি ডাউনলোড” এ দ্বীনি এ্যাপটির জন্য তৈরীর প্রজেক্টে “আপনার সামর্থ্য অনুযায়ী” (কমপক্ষে ২০০/= টাকা) এবং ” বিত্তশালীগণ যাকাতের টাকা” প্রেরণ করে নিয়মিত অংশগ্রহণ করুন। আপনার দান গোপন রাখা হবে। যদিও এ্যাপ আমরা ”এ্যাড ফ্রি” এবং “ফ্রি ডিষ্ট্রিবিউশন এবং ডাউনলোড” করে দেই, কিন্তু গুগলের ফিস, ডাটা এডিট ও ডেভেলপমেন্ট খরচ, এবং আপলোড ফিস অবশ্যই পরিশোধ করতে হয় । অতএব আপনার সহযোগীতা কাম্য।
.
বিকাশ নম্বর : 01884597895 (personal)
.
-------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
২। Version 2 : এক্সট্রাক্ট সহকারে :
এখানে পাবেন :
(১) আরবী ইংরেজী ও বাংলা শব্দ দিয়ে কুরআন পূর্ণ ত্রিশ পারা আরবী আয়াত, বাংলা অনুবাদ ও তাফসীর সার্চ
(২)পূর্ণ বুখারী শরীফ ১০খন্ড হাদীস সার্চ
(৩) এবং আরবী রুট ওয়ার্ড দিয়ে কুরআনের আয়াত সার্চ।
প্রথমে : সেভেনজিপ ডাউনলোড করে নিন : ডাউনলোড ।
সেভেনজিপ ইনষ্টল করুন।
এরপর : জেকর এ্যাপ ও ডাটাবান্ডল ডাউনলোড করে নিন : ডাউনলোড ।
এরপর সেভেনজিপ দিয়ে ডাটাবান্ডল এক্সট্রাক্ট করে নিন। এর মধ্যে জেকর এ্যাপ পাবেন, ইনষ্টল করুন। জেকর এ্যাপ ওপেন করুন। “ফোল্ডর যোগ করুন” আইকনে ক্লিক করে ডাটা বান্ডল গুলো লংপ্রেস করে লোড করে নিন। শব্দ তালিকায় দেওয়া শব্দ দিয়ে অথবা শব্দ লিখে সার্চ করুন। ব্যস হয়ে গেল কুরআন হাদীস সার্চ সফ্টওয়্যার।
এখানে পাবেন :
** Data Bundle : আরবী ও বাংলা তরজমা সহ ৩০ পারার সম্পূর্ণ তাফসীর, ১১৪ টি সূরার ভূমিকা এবং সম্পূর্ণ বুখারী শরীফ ১০ খন্ড, এ্যারাবিক সার্চ এবং রুট ওয়ার্ড সার্চের জন্য হরকত বিহীন ও হরকত সহ - কুরআনের ২টি স্ক্রীপ্টসহ শব্দতালিকা ও ডাটাবান্ডল মিলিয়ে পবিত্র কুরআন শরীফের সর্বমোট সাতটি পান্ডুলিপি ।
** শব্দ তালিকা : সার্চ করার জন্য বাংলা ইংরেজী ও আরবী মিলিয়ে বিল্ট ইন ৫২০০০ (বায়ান্ন) হাজার শব্দ ।
সবমিলিয়ে : জিপ ১৭ এমবি মাত্র।
বিস্তারিত নিয়মাবলী নীচে দেওয়া হল :
ArabicSearch: শুধুমাত্র আরবীতে পুরো কুরআন শরীফ। দুইবার, একবার হরকত সহ, একবার হরকত বিহীন।
সার্চ করার জন্য বংলা, আরবী ও ইংরেজীর বিল্ট ইন শব্দ তালিকা :
এই ডকুমেন্টের শেষে ডাউনলোড লিংক দেওয়া আছে। সেখানে “ডাউনলোড” এ ক্লিক করলে নিচের স্ক্রীনের ন্যায় আসবে : (নিয়মাবলী খুব ভালোভাবে পড়ে নিন:)
ডাউনলোড বাটনে ক্লিক করুন :
ডাউনলোড এনিওয়েতে ক্লিক করুন :
ডাউনলোড হয়ে যাবার পর আপনার মোবাইলের ফাইলম্যানেজার ওপেন করে ডাউনলোড ফোল্ডার ওপেন করুন । সেখানে Noor.7z নামে একটি ফাইল পাবেন।
এবার Noor.7z ফাইলটি ওপেন করুন। ওপেন না হলে আপনার মোবাইলে সেভেনজিপ ইনষ্টল করে নিন । এ ডকুমেন্টের একেবারে নিচের দিকে সেভেনজিপ ডাউনলোড লিংক দেওয়া আছে।
এবার সেভেনজিপ দিয়ে Noor.7z ফাইলটিকে এক্সট্রাক্ট করুন । যেমন : নিম্নের স্ক্রীনের একেবারে নীচের দিকে টিকমার্কটি দিয়ে OK বাটনে ক্লিক করুন :
Noor.7z এক্সট্রাক্ট হয়ে যাবার পর শুধুমাত্র Noor নামে একটি ফোল্ডার পাবেন। এবার সেভেনজিপ close (বন্ধ) করে দিন।
এখন আপনার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করুন, সেখান থেকে এইমাত্র এক্সট্রাক্ট করা টার্গেট ফোল্ডারটি ওপেন করুন। (It may be "Download" ফোল্ডার) । সেখান থেকে Noor ফোল্ডারটি ওপেন করুন । এর মধ্যে মোট আটটি ফাইল/ফোল্ডার পাবেন। Zekr-api 8-signed.apk ক্লিক করে ইনষ্টল করে নিন :
ইনষ্টল হয়ে যাবার পর আপনার স্ক্রীনটি এরকম দেখাবে :
”ফোল্ডার যোগ করুন” বাটনে ক্লিক করুন। ব্রাউজ করে ডাউনলোড ফোল্ডারে যান। যেখানে Noor ফোল্ডারটি এক্সট্রাক্ট করেছেন, উক্ত ফোল্ডারটি ওপেন করুন :
সেখানে মোট ছয়টি ফোল্ডার পাবেন। সেখান থেকে Trans ফোল্ডারের ওপর লংপ্রেস করুন / ক্লিককরে হোল্ড করুন (সিঙ্গেল ক্লিক করে ওপেন করবেন না, বরং Trans ফোল্ডারের ওপর লংপ্রেস করে ধরে রাখুন) :
দেখুন Trans ফোল্ডারের ডাইরেক্টরী পাথ Zekr app এর হোমস্ক্রীনে এ্যাড হয়ে গেছে :
আবার “ফোল্ডার যোগ করুন” বাটনে ক্লিক করুন। এবার Expl ফোল্ডারটির উপর লংপ্রেস করে ধরে রাখুন। দেকুন Expl ফোল্ডারটির ডাইরেক্টরী পাথ হোমস্ক্রীণে যোগ হয়ে গেছে। এভাবে বাকী সবগুলো ফোল্ডার যথা: Vumika, Bukhari, Roots, ArabicSearch ফোল্ডারগুলোও এক এক করে লংপ্রেস করে যোগ করে নিন । সবশেষে হোমস্ক্রীণ অনেকটা এরকম দেখাবে:
এবার সবগুলো ডাইরেক্টরীরে সামনে থেকে টিকমার্ক উঠিয়ে দিয়ে শুধুমাত্র Trans (প্রথম ডাইরেক্টীর) সামনে টিকমার্ক দিন। এবং EXT এর নিচের txt এ টিকমার্ক দিয়ে দিন :
শব্দ তালিকায় ক্লিক করে “নামায” সিলেক্ট করে সার্চ- এ ক্লিক করুন :
সার্চ রেজাল্ট দেখুন : (ফার্ষ্ট স্ক্রল এনাবল করা আছে, অত্যন্ত দ্রুত স্ক্রল হবে) :
যে কোন রো এর উপর হালকা ট্যাপ দিলে কালার চেঞ্জ হয়ে যাবে :
এবার যে কোন রো এর উপর লংপ্রেস করুন। ঐ আয়াতটি সহ মূলসুরাটি ওপেন হবে । আমরা সুরা বাকারা ৪৩ নং আয়াত এই রো এর উপর লংপ্রেস করলাম । ফলে সুরা বাকারার ৪৩ নং আয়াতটি সামনে নিয়ে পুরো সুরা বাকারা ওপেন হয়ে গেল : ( স্ক্রল করে দেখুন এখানেও অত্যন্ত দ্রুত স্ক্রল হবে):
এবার সুরা বাকারার ৪৩ নং আয়াতের রো এর উপর আবার লং প্রেস করুন : পুরো আয়াতটি ব্যাখ্যা সহ কপি হয়ে যাবে। ম্যানুয়ালি কপি করার জন্য ডাবলক্লিক করুন :
উপরের মেনুতে ক্লিক করে শেয়ার মেনু ওপেন করুন :
ফেসবুক সিলেক্ট করুন : শুধুমাত্র পোষ্ট অপশনটি ওপেন হবে :
লংপ্রেস করে পেষ্ট অপশন এনাবল করুন :
পেষ্ট করে পোষ্ট করে দিন :
সাথে সাথেই রিডার স্ক্রীন / মূলকিতাব স্ক্রীন এ্যাক্টিভেট হয় যাবে : এবং আপনার পোষ্টটি ব্যাকগ্রাউন্ডে পোষ্ট হতে থাকবে :
এবার মোবাইলের ব্যাক বাটন চেপে সার্চ রেজাল্ট স্ক্রীণে আসুন। দেখুন সার্চ রেজাল্ট কিল হয়নি । সুরা বাকারা ৪৩ নং আয়াতটি সিলেক্টেড অবস্থায়ই আছে। অর্থাৎ, আপনার হিসাবের সুবিধার জন্য এটি অত্যন্ত সহযোগীতা করবে। Zekr এর পিসি ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা নেই। কোন আয়াতের মুল সুরা দেখার পর, সার্চ রেজাল্টে ব্যাক করার কোন ব্যবস্থা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, ZEKR এ্যানড্রয়েড ভার্সনের ক্ষেত্রে এ সুবিধাটা রয়েছে :
এবার অন্য কোন আয়াত সিলেক্ট করুন। পোষ্ট করুন অথবা অফিস ফাইল ওপেন করে যে কোন বিষয়ে কোরআন হাদীসের বিষয় অভিধানও তৈরী করে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ।
আরবী শব্দ দিয়ে সার্চ : (RECOMMENDED FROM THE BUILDER - (NOOR HOSSAIN).
প্রথমে এ্যারাবিক সার্চ ডাইরেক্টরীর ArabicSearch ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে নিন । অন্যান্য সব ডাইরেক্টরী থেকে টিকমার্ক উঠিয়ে দিন :
এবার যে কোন আরবী শব্দ লিখতে শুরু করুন। ড্রপডাউনলিষ্ট ওপেন হবে । এ ড্রপ ডাউনে পবিত্র কুরআন শরীফ দুইবার রয়েছে। একবার হরকতসহ আরেকবার হরকত বিহীন । সুতরাং, এ শব্দতালিকায় যে আরবী শব্দ পাবেন না, তার কুরআন শরীফে নেই। এবার শব্দ তালিকা থেকে শব্দ সিলেক্ট করে সার্চ করুন : (বেশী ক্রাইটেরিয়া পেতে হলে হরকতবিহীন শব্দ সিলেক্ট করুন) :
দেখুন হরকত বিহীন সার্চ রেজাল্ট এসেছেو এবার সার্চ রেজাল্টের যে কোন রো এর উপর লংপ্রেস করলে و হরকত সহ আয়াতو অনুবাদو তাফসীর পেয়ে যাবেন :
আমরা সার্চ রেজাল্টের সুরা আনআম - ৪৫ নং আয়াতের রোতে লংপ্রেস করেছি । দেখুন সুরা আনআম এর ৪৫ নং আয়াতটি হরকত সহ সংস্করণو অনুবাদ ও পূর্ণ তাফসীর ওপেন হয়েছে :
রুট ওয়ার্ড সার্চের জন্য হাইফেন টাইপ করুন : (রুট ডাইরেক্টরী সিলেক্ট করে নিন) :
অথবা -r টাইপ করুন :
যে কোন আরবী শব্দের রুট ওয়ার্ড ও প্রতিটি আয়াতে কতগুলো রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে এবং ঐ রুট ওয়ার্ডগুলো কুরআনের আর কোথায় কোথায় ব্যবহার হয়েছে, বিস্তারিত জানতে পারবেন । যেমন : Root ডাইরেক্টরী সিলেক্ট করে সার্চ বক্সে আমরা -r লিখে সুরা ফাতিহার প্রথম আয়াত সার্চ করেছি : ফলে সুরা ফাতিহার প্রথম আয়াতটির একবার হরকত বিহীন, একবার হরকত সহ , অনুবাদ ও তাফসীর এসেছে। এরপর সুরা ফাতিহার প্রথম আয়াতে মোট কয়টি রুট ওয়ার্ড আছে তার তালিকা, ঐ রুট ওয়ার্ড গুলি কুরআনে সর্বমোট কতবার ব্যবহৃত হয়েছে, কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে তার পূর্নাঙ্গ তালিকা সার্চ রেজাল্টে ওপেন হল :
এই রো নাম্বার সার্চ বক্সে লিখলেই সেটা কত নম্বর আয়াত তা শো করবে। যেমন : উপরের চিত্রের হামদ শব্দটি মোট ৬৮ টি স্থানে ব্যবহৃত হয়েছে। তন্মধ্যে একটি রো নাম্বার দেখুন -36 (প্রথম লাইনে) । এখন মোবাইলের ব্যাক বাটন চেপে হোমস্ক্রীণে আসুন। সার্চ বক্সে -36 (হাইফেন সহ ছত্রিশ) লিখুন তাহলেই পেয়ে যাবেন এটা কুরআনের কত নং সুরার কত নং আয়াত :
দেখুন এটা হলো সুরা বাকারার ৩০ নং আয়াত। এবার সিলেক্ট করে সার্চ করুন। দেখুন সুরা বাকারার ৩০ নং আয়াত অনুবাদ ও তাফসীর সহ ওপেন হয়েছে, এমনকি সুরা বাকারার ৩০ নং আয়াতে মোট কতগুলো রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে (তা আরবী অক্ষরক্রমিক সিরিয়ালে এসেছে) এবং ঐ রুট ওয়ার্ডগুলোর কুরআনের অন্যান্য আয়াতে আরো কতবার করে ব্যবহৃত হয়েছে তাও এসেছে । দেখুন রো ৩৬ নং আয়াতে হামদ ও খালফ রুট ওয়ার্ড দুটির ব্যবহার হয়েছে :
বাংলা/ইংরেজী শব্দ দিয়ে সার্চ করার জন্য Trans/Expl ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে নিন।
আমাদের দেশে কুরআনের যে স্ক্রীপটি প্রচলিত আছে তাকে বলা হয় “Simple Script" আর মধ্যপ্রাচ্য সহ আরব বিশ্বে কুরআনের যে পান্ডুলিপিটি ব্যবহৃত হয় তা হল "Uthamani Script". এ দুটি পান্ডুলিপিতে (১) শব্দ সংখ্যা (২) শব্দ গঠন প্রক্রিয়া (৩) জের/জবর/পেশ/সাকিন ইত্যাদি চিহ্নের পদ্ধতি (৪) আয়াত ও শব্দ গণনা প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু তফাত রয়েছে। এ তফাত গুলো বুঝে নেয়া অত্যন্ত জরুরী। যেমন সুরা বা্ক্বার ১৪ নং আয়তটি দেখুন :
TIP (1) : গুরুত্বপূর্ণ :
সার্চবক্সে যা টাইপ করলে ড্রপডাউন লিষ্টে যা পাবেন :
(এরপর ক্লিক করে সার্চ করলেই নির্দ্দিষ্ট বিষয়টি পেয়ে যাবেন :)
১। যে কোন সুরার নামের প্রথম দুই/এক অক্ষর বাংলায় বা ইংরেজীতে টাইপ করলে সুরার নাম পেয়ে যাবেন। সার্চ ক্লিক করলে পূর্ণ সুরাটি চলে আসবে।
২। যে কোন সুরার নম্বর বাংলায়/ইংরেজীতে টাইপ করলেই ঐ নম্বরে কোন সুরা তা পেয়ে যাবেন।
৩। ’সু’ বা Su টাইপ করলেও = সুরার নামের তালিকা পাবেন।
৪। ইংরেজীতে sura লিখলেও সুরার তালিকা পেয়ে যাবেন।
৫। বাংলায় ভূ টাইপ করলে = সকল সুরার ভূমিকার তালিকা পাবেন।
৬। ইংরেজীতে Vu টাইপ করলে = সকল সুরার ভূমিকার তালিকা পাবেন।
৭। যেমন বাংলায় ৮৩ টাইপ করলে = তিরাশি নং সুরা পেয়ে যাবেন (৮৩-সুরা-মুতফফিফীন) আবার ৫০ টাইপ করলে = পঞ্চাশ নং সুরা পেয়ে যাবেন। (৫০-সুরা-ক্বাফ)
৮। মুদ = সুরা মুদ্দাস্সের: ,
ইস = সুরা বনী ইসরাঈল।
৯। - (হাইফেন সহ আরবী অক্ষর টাইপ করলে ) = আরবী রুট ওয়ার্ডের তালিকা পাবেন।
১০। -r ( হাইফেন ও ইংরেজী ‘আর’ অক্ষর টাইপ করলে) = আয়াত, সুরা নম্বর, এবং রো নম্বর পাবেন, (যে কোন আয়াতে কতগুলো রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে এবং আর কোথায় কোথায় কতবার ব্যবহৃত হয়েছে তার পূর্ণ তালিকা পাবেন। এ্যাডভান্সড ইউজার এবং প্রোগ্রামারদের জন্য প্রযোজ্য। )
১১। নির্দিষ্ট সুরার নির্দিষ্ট আয়াতে যেতে চান ? সার্চবক্সে “(” প্রথম বন্ধনী টাইপ করুন, সাথে সুরার নম্বর । এবার স্ক্রল করে যে কোন আয়াতে চলে যান। (অত্যন্ত দ্রুত স্ক্রল হবে, ফাস্ট স্ক্রল এনাবলড করা আছে। )
১২। রুট সার্চের জন্য :
ক। -(হাইফেন) টাইপ করে যে কোন আরবী শব্দ টাইপ করুন যেমন : -ابابيل ( হাইফেন টাইপ করার পর আবাবীল রুট ওয়ার্ডটি সিলেক্ট করে সার্চ করলে কোন কোন সুরায় কোন কোন আয়াতে মোট কতবার আবাবীল শব্দটি ব্যবহৃত হয়েছে তার তালিকা পাবেন। শুধুমাত্র Roots ডাইরেক্টরীতে অবশ্যই টিকমার্ক দিয়ে সার্চ করতে হবে। )
খ। -r ( হাইফেন ও ইংরেজী ‘আর’ অক্ষর টাইপ করলে) অথবা ”(” (প্রথম বন্ধনী) টাইপ করলে সমস্ত সুরার নাম, আয়াত নম্বরের তালিকা এবং রো নাম্বারের তালিকা পেয়ে যাবেন। এখান থেকে হাইফেন ও ইংরেজী আর অক্ষর সম্মলিত রো নাম্বার ও তার পাশের আয়াত নাম্বারটি সিলেক্ট করে সার্চ করলে ঐ আয়াতে কতগুলো রুট ওয়ার্ড রয়েছে, ঐ রুট ওয়ার্ডগুলো কোন কোন আয়াতে কতবার এসেছে তার পূর্ণ সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। ( এ বিষয়টি প্রোগ্রামারদের জন্য প্রতিটি আয়াতের জন্য একটি ইউনিক প্রোগ্রামিং রো নাম্বার সন্নিবেশ করা হয়েছে)
--------------------------------------------------------------------------------------------------------
TIP -(2) : Zekr এ্যাপ দ্বারা কুরআন ও হাদীসের যে কোন ডকুমেন্ট “টেক্সট”/”এইচটিএমএল” (.txt / .html) ফর্মেটে সার্চ করা যাবে। ড্রপডাউনলিষ্টে পবিত্র কুরআনের সমস্ত শব্দের প্রতিটি রূপ সম্বলিত ১৯৪২৯+১৬৭০০ টি শব্দের পুরো তালিকা সংযোজন করে দেওয়া হয়েছে। এ তালিকার বাইরে পবিত্র কুরআনে কোন শব্দ নেই। সুতরাং, প্রথমে কীবোর্ড দিয়ে সার্চ বক্সে একটি আরবী অক্ষর লিখুন, ঐ নির্দ্দিষ্ট অক্ষরটি অনুযায়ী ড্রপডাউন লিষ্ট এ্যাক্টিভ হবে। এবার মোবাইলের ব্যাক বাটন চেপে কীবোর্ড এবং ড্রপডাউন লিষ্ট উভয়টি বন্ধ করে দিন, এখন সার্চ বক্সে শুধু আপনার টাইপ করা অক্ষরটিই আছে, এ অবস্থায় স্ত্রীণের উপরের বামপাশের কোনায় ড্রপডাউন লিষ্টে ক্লিক করুন, এবার দেখুন ড্রপডাউন লিষ্টটি আপনার টাইপকরা অক্ষর সম্বলিত শব্দাবলী নিয়ে পুরো স্ক্রীনজুড়ে সর্বাধিক জায়গা নিয়ে ওপেন হয়েছে, এবার স্ক্রল করে ড্রপডাউন থেকে ঐ অক্ষর দ্বারা তৈরী আপনার প্রয়োজনীয় শব্দটি সিলেক্ট করুন। এবার প্রয়োজনে এডিট বক্সে কীবোর্ডের ব্যাকস্পেস চেপে চেপে (আরবী) শব্দের শেষের দিক থেকে একটি করে অক্ষর মুছতে থাকুন এবং তাহলেই দেখবেন সর্বাধিক সার্চ ক্রাইটেরিয়া সম্বলিত ড্রপডাউনে আস্তে আস্তে বেশী শব্দ প্রদর্শন করতে থাকবে, এবার সার্চ বাটনে ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে এন্টার দিন। তবে হরকতবিহীন সার্চ এর উপর বেশী গুরুত্ব দিন। তাহলে সবচেয়ে বেশী ক্রাইটেরিয়া এবং সঠিক ফলাফল পাবেন। হরতকত বিহীন সার্চ রেজাল্টের যে কোন রো এর উপর লংপ্রেস করলেই ঐ আয়াতের হরকত সহ সংস্করণ, অনুবাদ ও তাফসীর পেয়ে যাবেন।
-----------------------------------------------------------------------------------------------------------
Tip (3) : গুরুত্বপূর্ণ : আপনি যদি সার্চ রেজাল্টে কোন সুরার একটি মাত্র আয়াতও সার্চ করে পান, তাহলে ঐ আয়াতের উপর লংপ্রেস করলেই পূর্ণ সুরাটি ওপেন হয়ে যাবে। অথবা ”(” প্রথম বন্ধনী টাইপ করে বাংলায় যে কোন নম্বর টাইপ করুন।
--------------------------------------------------------------------------------------------------------------
Tip (4) :
ArabicSearch ডাইরেক্টরীতে হরকত বিহীন আরবী সার্চেই সবচেয়ে বেশী ক্রাইটেরিয়া পাওয়া যাবে।
তবে Expl ডাইরেক্টরীতে টিকমার্ক দিয়ে হরকত বিহীন আরবী যে কোন হাদীসও খুজতে পারবেন। কারণ তাফসীর হলো হাদীসের এক বিশাল ভান্ডার।
-----------------------------------------------------------------------------------------------------------
.
(A) Version 2: API-Level - 8-Android Froyo- (lower-google-signed-apk) - (জিপ ১৭ এমবি মাত্র)- :- ডাউনলোড ।
.
.
-------------------------------------------------------------
হাদিয়া :
জেকর এ্যাপটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে ”এ্যাড ফ্রি” এবং ”ফ্রি ডাউনলোড” এ দ্বীনি এ্যাপটির জন্য তৈরীর প্রজেক্টে “আপনার সামর্থ্য অনুযায়ী” (কমপক্ষে ২০০/= টাকা) এবং ” বিত্তশালীগণ যাকাতের টাকা” প্রেরণ করে নিয়মিত অংশগ্রহণ করুন। আপনার দান গোপন রাখা হবে। যদিও এ্যাপ আমরা ”এ্যাড ফ্রি” এবং “ফ্রি ডিষ্ট্রিবিউশন এবং ডাউনলোড” করে দেই, কিন্তু গুগলের ফিস, ডাটা এডিট ও ডেভেলপমেন্ট খরচ, এবং আপলোড ফিস অবশ্যই পরিশোধ করতে হয় । অতএব আপনার সহযোগীতা কাম্য।
.
বিকাশ নম্বর : 01884597895 (personal)
.
---------------------------------------------------------------------------------------------------------------
.
.
-------------------------------------------------