কিভাবে তাফহীমুল কুরআন এ্যাপের অনলাইন ওয়ালেটে কানেক্টেড হবেন (পুরো নিয়ম) :

আস সালামু আলাইকুম, 


১। একটি নতুন জিমেইল আইডি তৈরী করে জিমেইল আইডি ও পাসওয়ার্ড 01879115953 এই নাম্বারে হোয়াটসএ্যাপে পাঠিয়ে দিবেন: 

নিয়মটি এখান থেকে  অবশ্যই দেখে নিন।  


২। ওয়ালেটের জন্য অবশ্যই একটি নতুন জিমেইল লাগবে । জিমেইল তৈরী করার সময় জিমেইল আইডি এবং পাসওয়ার্ড আলাদা জায়গায় কপি করে রাখুন এবং জিমেইল ও মোবাইল ভেরিফিকশন অবশ্যই SKIP করে যান:  

ভেরিফিকশন SKIP করে একটি নতুন জিমেইল তৈরী করতে এখানে ক্লিক করুন। 


৩। তৈরীকৃত জিমেইল দিয়ে  তাফহীমুল কুরআন এ্যাপে প্রাথমিক রেজিষ্ট্রেশন করে রাখুন :

এ্যাপে প্রাথমিক রেজিষ্ট্রেশন ।  


৪। ওয়ালেট তৈরি হওয়ার পর প্রথম লগইন কিভাবে করবেন : 

এ্যাপ থেকে ওয়ালেটে লগইন ও আপলোড ডাউনলোড নিয়মাবলী


==========================================================


বি:দ্র: অবশ্যই খেয়াল রাখবেন : 

১। নতুন  জিমেইল তৈরী করার সময়  রিকভারী ইমেইল, রিকভারি ফোন নাম্বার, ইমেইল ভেরীফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন দিবেন না।  SKIP  এ ক্লিক করে  স্কিপ করে যাবেন। ভিডিও দেখুন । ওয়ালেট তৈরী হয়ে গেলে  রিকভারী ইমেইল, রিকভারি ফোন নাম্বার, ইমেইল ভেরীফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন দিয়ে নিতে পারবেন। ইনশাআল্লাহ।  

২। কোনো ভাবেই পুরোনো জিমেইল দিয়ে  হবেনা।  এবং কোনোভাবেই লক করা জিমেইল দিয়ে হবেনা। কারণ ওয়ালেটে কানেক্টেড করার জন্য আমাদেরকে জিমেইলে প্রবেশ করতে হবে, এরপর কানেক্টেড হয়ে যাওয়ার পর, জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন এবং জিমেইল লক করে দিতে পারবেন ইনশাআল্লাহ। 


========================================================

নতুন জিমেইল আইডি কেন লাগবে ? 

(((

১) আপনার নিজস্ব জিমেইলের অধীনে  গুগল ড্রাইভের ১৫ জিবি তাফহীম এ্যাপের ওয়ালেটের জন্য ব্যবহৃত হবে। 


২) আপনার ফাইলগুলো আপনার গুগল ড্রাইভেই  থাকবে।


৩) গুগল ড্রাইভের সাথে আপনার  এ্যাপের কানেকশন করার জন্য আমাদেরকে একবার একাউন্ট ওপেন করতে হবে, সেখানে আমরা ওয়ালেট সেট আপ করে দিয়ে আসবো। এজন্য আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড লাগবে। 


৪) এরপর আপনি আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড সহ টু ফ্যাক্টর অথেনটিকেশন অন করে দিতে পারবেন। 


৫) তাফহীম এ্যাপে ওয়ালেট রেজিষ্ট্রেশন  এর সময়  আপনার অরিজিনাল জিমেইল পাসওয়ার্ড না দিয়ে ভিন্ন একটি পাসওয়ার্ড দিবেন। এবং সেটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। 


৭) যেহেতু ওয়ালেট সেটাপের জন্য প্রথমে একবার জিমেইলের অরিজিনাল পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে, সেহেতু আমরা পুরোনো জিমেইল নেইনা। সম্পুর্ন নতুন একটি জিমেইল আইডি নেই যেখানে প্রথমত আপনার কোনো ডাটা থাকেনা। এরপর ওয়ালেটে যখন আপনি কানেক্টেড হয়ে যাবেন, তখন সেই নতুন অরিজিনাল  জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন সহ টু ফ্যাক্টর অথেনটিকেশন দিয়ে দিতে পারবেন। 


একটি নতুন জিমেইল খুলতে এবং এ্যাপে (ভিন্ন পাসওয়ার্ড দিয়ে) রেজিষ্ট্রেশন করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। 


উল্লেখিত, প্রসিডিওর এর জন্যই আমরা মাত্র একহাজার টাকায় ১৫ জিবি হোস্টিং ব্যবহার করার ব্যবস্থা করে দিচ্ছি। নইলে ১৫ জিবি হোস্টিং নিতে হলে, অন্তত প্রতি বছর ৬/৭ হাজার টাকা বিল আসতো। যেটা সাধারণ বহু মানুষের পক্ষে সম্ভব না। অথচ এখন ১০০ বা ২০০ টাকা বছরে খরচ হতে পারে। 


আপনি যদি ১৫ জিবি হোস্টিং সহ একটি ডোমেইন কিনেও এ্যাপের সাথে কানেক্ট করতে চান, সেখানেও সেই ডোমেইন হোস্টিং এর পাসওয়ার্ড প্রথমবার ওয়েব ডিজাইনার ( বা আমাদের সাথে) শেয়ার করতে হবে। এবং হোস্ট ড্রাইভে পিএইচপি স্ক্রিপ্ট বা অন্য যেকোন স্ক্রিপ্ট এর মাধ্যমেই সেই হোস্টিং স্পেস আপনার ওয়েবসাইট বা এ্যাপের সাথে কানেক্টেড থাকবে।


আমরাও তাফহীম অনলাইন ওয়ালেটের ক্ষেত্রে  মুলত এই কাজটিই করছি। আপনার গুগল ড্রাইভে আমরা একটি জাভা স্ক্রিপ্ট ফাইল রেখে সেটাকে Diploy করে দিয়ে আসবো। আর  এই ডিপ্লয় সিস্টেম গুগলেরই প্রোভাইডকৃত একটি সিস্টেম।  যাতে কোনো ব্যক্তি এই সিস্টেমে তার ড্রাইভ ব্যবহার করতে পারে। 

এ্যাপ যদি আল্লাহ না করুন হারিয়ে যায়, তথাপি আপনার তৈরি কৃত ফাইল আপনার ড্রাইভেই থেকে গেল। 


অতএব, উল্লেখিত কারণ সমূহের জন্যই আমরা একটি নতুন জিমেইল চাইছি। 


আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 

ভালো থাকবেন।


মা'আস সালাম।

মোহাম্মদ নুর হোসেন।

)))


==========================================================

((( বিস্তারিত  ১ : 

আলহামদুলিল্লাহ, আমরা অনলাইন ওয়ালেট সিস্টেম চালু করেছি। আপনার জিমেইল আইডিতে ওয়ান লাইন ওয়ালেটের মাধ্যমে আপনার ফাইলগুলো ওয়েব ড্রাইভে অটোসিংক করার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে আপনি তাফহিম এ্যাপ থেকে যে কোনো ফাইল তৈরী, হিসাব নিকাশ, বা লেখা যোগ করলেই তা অনলাইনে অটো আপলোড ও অটো সিংক হয়ে যাবে এবং আজীবন আপনার ফাইল ও তথ্য সমূহ থেকে যাবে এবং মোবাইল হারিয়ে গেলে অথবা মোবাইল পরিবর্তন করলেও আপনার সমস্ত ফাইল পেয়ে যাবেন ইনশাআল্লাহ । বুকমার্কস, নোটস, ফাইল তৈরী, রিপোর্ট বই, টালি খাতা, মাসিক আয় ব্যয়, কর্জে হাসানার হিসাব সহ সমস্ত ফাইল অনলাইনে অটো সেভ থাকবে ইনশাআল্লাহ। ওয়ালেট তৈরির খরচ হচ্ছে: 300 টাকা । (বি:দ্র:) ওয়ালেট নেওয়া ছাড়া ভবিষ্যতে এই এ্যাপের ফাইল সিস্টেম ব্যবহার করা যাবেনা। বিকাশ/নগদ/রকেট : ০১৮৭৯১১৫৯৫৩ এ নাম্বারে বিকাশ করে একটি নতুন জিমেইল আইডি খুলে হোয়াটসএ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।))))


(((বিস্তারিত ২: 

 আমরা অনলাইন ওয়ালেট সিস্টেম চালু করেছি, আলহামদুলিল্লাহ। যেখানে আপনি স্মুথলি ফাইল আপলোড ডাউনলোড করতে পারবেন, ইনশাআল্লাহ। এবং আজীবন আপনার ফাইল থেকে যাবে । মোবাইল হারিয়ে গেলে অথবা মোবাইল পরিবর্তন করলেও আপনার সমস্ত ফাইল পেয়ে যাবেন । আপনার নিজস্ব অনলাইন ওয়ালেট এর সাথে কানেক্ট হলেই এ বিভাগ গুলো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এ এ্যপে আপনার তৈরীকৃত যে ফাইল গুলো অনলাইনে সিকিউরড ভাবে আপনার পারসোনাল ওয়ালেটে সেভ রাখতে পারবেন, :

 (১) আলকুরআন বুকমার্কস
(২) আলকুরআন নোটস
(৩) আল কুরআন দারস ফাইল ও যে কোন ফাইল তৈরী
(৪) ছাত্র ও বড়দের রিপোর্ট বই
(৫) সব সময় যখন তখন ব্যবহারের জন্য অনলাইন নোট (খুবই প্রয়োজনীয় এবং পার্সোনাল জরুরী একটি বিষয়)
(৬) টালি খাতা
(৭)মাসিক আয় ব্যয়
(৮) কর্জে হাসানার হিসাব
(৯) প্রজেক্ট ভিত্তিক আয় ব্যয় (ডিফল্ট প্রজেক্ট ও আনলিমিটেড প্রজেক্ট )
(১০) মসজিদ মাদ্রাসা অথবা যে কোনো সুধী / দাতা তালিকার অনুদান হিসাব
(১১) ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জমা খরচ হিসাব
(১২) আল কুরআন আয়াত বাই আয়াত গবেষণা নোট

উপরোক্ত মোট ১২ ধরণের ফাইল ছাড়াও আপনার মোবাইলের যে কোনো ফাইল, জরুরী ছবি, তথ্য, এই এ্যাপের মাধ্যমে রেকর্ডেড অডিও ইত্যাদি অনলাইনে সেভ রাখার জন্য আপনার জন্য মোট ১২ টি ওয়েব এ্যাপ আমরা তৈরী করবো এবং এর মাধ্যমে আপনার সিকিউরড অনলাইন ওয়ালেট তৈরী করে আপনার এই এ্যাপের সাথে আমাদের পক্ষ থেকে কানেক্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
 ফাইলে ‍কিছু লিখলে এবং সেভ করলেই তা ওয়ালেটে অটো আপলোড / অটো সিংক হয়ে যাবে। আলাদা ভাবে আপলোড করারও দরকার হবেনা।
এর খরচ হচ্ছে: 1000 টাকা । ০১৮৭৯১১৫৯৫৩ এ নাম্বারে বিকাশ করে নিচের কল বাটন থেকে কল অথবা মেসেজ পাঠিয়ে দিলেই হয়ে যাবে , ইনশাআল্লাহ, আর কোনো হিডেন খরচ নাই।  সাথে থাকার জন্য জাজাকুমুল্লাহ। 

))))


তাফহীমুল কুরআন এ্যান্ড্রয়েড এ্যাপ লিংক  - Al quran Search And Browse 





No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...