প্রশ্ন-বিস্তারিত: একজন গুনাগার পাপি ব্যাক্তি যার দোয়া মন্দ কাজের ফলে কবুল হয়না, এমন ব্যক্তি যদি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর দরূদ পাঠ করে তবে কি সে দরূদ পাঠের নিশ্চত ফজিলত লাভ করবে?(যেমন তার উপর আল্লাহর রহমত বর্ষন হওয়া,গুনাহ মিটে যাওয়া ইত্যাদি)
উত্তর : দেখুন মন্দ কাজ, গুনাহ এগুলোর কিছু স্তর আছে, যেমন: নামাজ রোজা হজ্জ ইত্যাদি আল্লাহর হক, আবার অন্য ক্ষেত্রে আছে বান্দার হক্ব। দরূদ যতই পড়ুক, দোয়া যতই করুক, অন্যের সম্পদ আত্মসাতের গুনাহ মাফ হবেনা, বা বান্দার হক্ব মাফ হবেনা। এছাড়া দৈনন্দিন ছগিরা গুনাহ দরুদ শরীফ পড়লে মাফ হবে। কিন্তু ফরজ নামাজ আদায় না করে বা কবীরা গুণাহ করলে, তা মফের জন্য তওবা শর্ত, শুধু দরূদ শরীফ দ্বারা তা মাফ হবেনা। সুতরাং, কবীরা গুনাহ এবং বান্দার হক্ব নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া ছোট খাটো ছগিরা গুণাহ, দরূদ শরীফ পড়লে মাফ হয়ে যাবে।
No comments:
Post a Comment