মৃত ব্যক্তির গোসলের পর নাপাক বের হলে করণীয়

 ইসলামে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জরুরি কাজ। কখনও কখনও গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে নাপাক বের হয়। তখন কেউ বলে আবারও গোসল করাতে হবে। আর কেউ বলে শুধু অজু করালে চলবে। এক্ষেত্রে শরিয়তের বিধান হচ্ছে- মৃত ব্যক্তির শরীর থেকে কোনো নাপাক বের হলে শুধু নাপাকির জায়গা ধুয়ে ফেলতে হবে। আবার গোসল কিংবা অজু করানো লাগবে না।


তাবেয়ি হজরত শাবা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাম্মাদকে জিজ্ঞাসা করলাম, গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু নির্গত হলে কী করণীয়? তিনি উত্তরে বললেন, সেই স্থানটা ধুয়ে ফেলতে হবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১১০৩৯)।

বিখ্যাত তাবেয়ি হজরত হাসান বসরী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু বের হলে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আবার অজু করানো লাগবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৪০; আলমাবসূত, সারাখসি : ২/১২৯; ফাতহুল কাদির : ২/৭৪; আলবাহরুর রায়েক : ২/১৭৩; আদ্দুররুল মুখতার : ২/১৯৭)

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...