ইসলামে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জরুরি কাজ। কখনও কখনও গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে নাপাক বের হয়। তখন কেউ বলে আবারও গোসল করাতে হবে। আর কেউ বলে শুধু অজু করালে চলবে। এক্ষেত্রে শরিয়তের বিধান হচ্ছে- মৃত ব্যক্তির শরীর থেকে কোনো নাপাক বের হলে শুধু নাপাকির জায়গা ধুয়ে ফেলতে হবে। আবার গোসল কিংবা অজু করানো লাগবে না।
তাবেয়ি হজরত শাবা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাম্মাদকে জিজ্ঞাসা করলাম, গোসলের পর মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু নির্গত হলে কী করণীয়? তিনি উত্তরে বললেন, সেই স্থানটা ধুয়ে ফেলতে হবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১১০৩৯)।
No comments:
Post a Comment