ফাসেক এর শব্দিক অর্থ "কোন কিছু থেকে বেরিয়ে যাওয়া,"
পরিভাষায় ফাসেক বলাহয় "আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া" ফাসেকী হচ্ছে পাপাচারীতা, বিস্তারিত জানতে তাফসির দেখুন, সূরা :নূর, আয়াত ৫৫। ফাসেক
দুই প্রকার, বড় ফাসেক, ছোট ফাসেক, বড় ফাসেক হচ্ছে
আল্লাহর প্রেরিত কিতাব, প্রেরিত রাসূল কে অস্বীকার করা, বা কোন ফরজ ওয়াজিব বিধান অস্বীকার করা,
যেমন নামাজ, রোজা, হজ্ব, যাকাত ইত্যাদি, এরা যদি নিজেরা তওবা না করে তবে "এদের জন্য কেয়ামত দিবসে
কোন সুপারিশ কাজে আসবে না "(আল কোরান) ছোট
ফাসেক হচ্চে, সুদ, ঘোষ,জিনা, ব্যাভিচার,মিথ্যা সাক্ষ, ইত্যাদি, এর জন্য যদি ফাসেক তওবা করে তবে মাফ পাবে,অন্যথায় আখেরাতে আজাব ভোগ করতে হবে !
No comments:
Post a Comment