প্রশ্ন: ইসলামে গনতন্ত্র জায়েজ নেই,,তবে কেন অনেক ইসলামি দল গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে যেমনঃবাংলাদেশ জামায়াত ইসলামি।
উত্তর: কুরআনের আয়াত - ওয়া শাইউর হুম ফিল আমরি - আল্লাহর বিধিবিধান এর ব্যাপারে তাদের সাথে পরামর্শ করো। - এ আয়াতটি ইসলামী গণতন্ত্রের ভিত্তি। তবে, ইসলামে ঢালাও গণতন্ত্র নয়, বরং, নিয়মতান্ত্রিক গণতন্ত্র রয়েছে। এদেশের মানুষ ইসলাম চায় না কুফুরী চায় - এ মতামত দেওয়ার অধিকার তাদের রয়েছে। যদি ইসলাম চায় তাহলে সেই মত ব্যক্ত করার অধিকার তাদের রয়েছে। ঠিক এই দৃষ্টিকোণ থেকেই প্রচলিত গণতন্ত্রের এ অংশটির জন্যই ইসলামী দলগুলো গণতান্ত্রিক উপায়ে চেষ্টা করে থাকে। দেখুন, মক্কার মানুষ ইসলাম চায়নি, তাই সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, রাসুল সা: হিজরত করেছেন। কিন্তু মদীনার মানুষ ইসলাম চেয়েছে, তাই সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। অতএব, ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না, এটার রায় জনগণ দিবে। জনগণ সত:স্ফুর্ত ভাবে যদি ইসলাম চায়, তাহলে তো কোনো কথা নেই। ইসলাম প্রতিষ্ঠত হবে। তবে, কোথাও যদি ক্ষমতা বা বিপ্লবের মাধ্যমে হয়, সেটা দ্বিতীয় পদক্ষেপ। কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে, জনগণের কাছে ইসলাম পেশ করতে হবে, এবং তাদেরকে বাছাই করার স্বাধীনতা বা মতামত পেশ করার স্বাধীনতা দিতে হবে। আর এজন্যই ইসলামী দলগুলো গণতান্ত্রিক পন্থায় কাজ করে থাকে। আর এটা শুধু জায়েজই নয়, বরং, রাসুল সা: এর প্রাথমিক কাজ দ্বারা প্রমাণিত ।
No comments:
Post a Comment