সিগারেট খাওয়া হারাম না মাকরূহ ?

প্রশ্ন: সিগারেট খাওয়া হারাম না মাকরূহ ?

উত্তর : যেহেতু বিড়ি সিগারেট কথাটি কুরআন হাদীসে সরাসরি উল্লেখ নাই, তাই এরজন্য মুজতাহিদ স্কলারদের মতামতের উপর নির্ভর করতে হবে। এক্ষেত্রে দুই ধরণের মত পাওয়া যায়, কেউ কেউ হারাম বলেছেন, আবার কেউ কেউ মাকরূহ বলেছেন। এখন শরীয়তে কোনো বিষয় হারাম হতে হলে স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে, এমন একটি শর্তও রয়েছে। আবার নেশা বলতে কুরআনে যা বুঝানো হয়েছে, তা হচ্ছে এমন ভাবে জ্ঞান লোপ পাওয়া যে, সে যা বলছে, ঐ নেশা পান না করলে সে তা বলতো না। সে যা বলছে, তা সে জানছে না। এ ধরণের পরিস্থিতি মদ খেলে হয়। কিন্তু সিগারেট খেলে এরকম পরিস্থিতি হয়, তা সম্ভবত না। সুতরাং, আপনার সামনে হারাম হওয়ার ও মাকরূহ হওয়ার দুটি মত রয়েছে। আপনি যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন। তবে, কেউ এটিকে সমর্থন করেছেন, এমন মতামত কারো থেকেই পাওয়া যায় না। এটি সর্বসম্মত ভাবে দোষনীয়, অন্তত এ ব্যাপারে সবাই একমত। আর মাকরূহ মানে জায়েজ, বিষয়টা এমন নয়। মাকরূহ মানে দোষনীয়। আর যদি দোষনীয় হয়, তাহলে সেটা জায়েজ হয় কি করে ? তবে, মদের মত হারাম হতে হলে তার স্পস্ট নস থাকা লাগে। তাই বেশীর ভাগ স্কলার গণ সরাসরি হারাম বলতে নারাজ। 

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...