তাফহীম এ্যাপে টালি খাতা / আয় ব্যয় / কর্জে হাসানা ইত্যাদি বিভাগ যোগ করা প্রসঙ্গে ।



    الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ 

কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে, তারা বলেঃ “ব্যবসা তো সুদেরই মতো।” অথচ আল্লাহ‌ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। (আল-বাক্বারা: ২৭৫)

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ 

আর হজ্বের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহের সন্ধান করতে থাকো তাহলে তাতে কোন দোষ নেই।( আল-বাক্বারা: ১৯৮)\n \nটিকা: 218 : এটিও প্রাচীন আরবের একটি জাহেলী ধারণা ছিল। হজ্জ সফর কালে অর্থ উপার্জনের জন্য কোন কাজ করা তারা খারাপ মনে করতো। কারণ তাদের মতে, অর্থ উপার্জন করা একটি দুনিয়াদারীর কাজ। কাজেই হজ্জের মতো একটি ধর্মীয় কাজের মধ্যে এ দুনিয়াদারীর কাজটি করা তাদের চোখে নিন্দনীয়ই ছিল। কুরআন এ ধারণার প্রতিবাদ করছে এবং তাদের জানিয়ে দিচ্ছে, একজন আল্লাহ‌ বিশ্বাসী ব্যক্তি যখন আল্লাহর আইনের প্রতি মর্যাদা প্রদর্শন করে নিজেদের অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালায় তখন আসলে সে আল্লাহর অনুগ্রহ সন্ধান করে। কাজেই এক্ষেত্রে সে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সফর করতে গিয়ে তার মাঝখানে তাঁর অনুগ্রহের সন্ধানও করে ফেরে, তাহলে তার কোন গোনাহ হবে না।



প্রশ্ন:   একই এপ্স এর ভিতরে এত কিছু না দিয়ে অন্য এপ্স বানান...


উত্তর: 

ভাই,  এ বিষয়ের  টা ব্যাখ্যা আছে। আলাদা পোস্ট দরকারঃ
১) আরেকটা এ্যাপের জন্য শুধু চুলা আর কড়াইতেই ১০/১২ এমবি সাইজ হয়, মূল এ্যাপ হয়তো ১ এমবির কম। এবারের আপডেট এ প্রায় ১৩ টা সেকশন যোগ করেছি। আকার বেড়েছে এক এমবির কম বেশী। আপনি আলাদা এ্যাপ নিলে ১০০ এমবিতেও হতো না।
২) তাফহীম এ্যাপের পাঠকদের প্রতি এবং সংগঠনের মায়ায় তাফহীম পাঠকদের সুবিধা দেওয়াই আমার মূল লক্ষ। পয়সা কামানো নয়। তারা যেন এক এ্যাপ থেকেই সুবিধা গুলো পায় এই লক্ষ। নইলে এ্যাডসেন্স এর অধীনে তাফহীম এ্যাপ দিয়ে কমপক্ষে ত্রিশটা (আরো বেশী হবে, কম করে বললাম) এ্যাপ বানানো যেতো।
৩) তাফহীমের একটা ব্রান্ড ভ্যালু আছে। যেমন, আজকের পোস্ট এর একই ইনবক্স কারী জানেন না, আমার একটা বাংলা-ইংরেজি-আরবী তিন ভাষায় ডিকশনারি ( সার্চ সিস্টেম সহ) একটা এ্যাপ আছে। তাই, নতুন জিনিস চালু করলে ব্রান্ড এর অধীনেই যেমন তারাতারি চালু হয়, আবার পাঠকও সেটা পায়, নইলে প্লেস্টোর এর এসইও তে (এ্যাফেক্টিভ) ইনক্লুড হতেই কোনো কোনো এ্যাপের দীর্ঘদিন লেগে যায়, আবার কোনোটা হয়তো, সাড়া জীবনেও অন্তর্ভুক্ত হয়না।
৪) যেহেতু পাঠককে সুবিধা দেওয়াই আমার প্রাইম টার্গেট, তাই এই এ্যাপেই থাকুক। আকার বৃদ্ধি মাত্র কয়েক কেবি।
৫) কুরআনে একটি আয়াত আছে, তোমরা হজ্জ্বের উদ্দেশ্যে যখন যাও, তখন, পথে যদি সেই সাথে কিছু ব্যবসা বাণিজ্য করো, তাতে দোষ নাই। " তাফসীরে বলা হয়েছে, অনেকেই দ্বীন আর দুনিয়াকে আলাদা মনে করে, আসলে দ্বীন আর দুনিয়া আলাদা জিনিস নয়।
৬) এক সুবিধার টানে এ্যাপটি মোবাইলে রাখা। যেমন, পাঠককে বিভিন্ন সুবিধা দিতে পারলে, সে যখন তখন এ্যাপ ডিলিট করবেনা। যেমন ধরেন, টালিখাতা আয় ব্যায় সেকশনে যদি কেউ ইনশাআল্লাহ ২/৩ মাস হিসাব রাখে, বা ৬ মাস হিসাব রাখে, সে তখন হুট করে এ্যাপ ডিলিট করবেনা, ইনশাআল্লাহ।
প্লে কনসোল এর রিপোর্ট অনুযায়ী, আলহামদুলিল্লাহ টালিখাতা / আয় ব্যয় সেকশন এ্যাড করার পর তাফহীম এ্যাপের আনইন্সটল ইনফরমেশন ডাটা লেবেল অনেক অনেক কমে এসেছে। আলহামদুলিল্লাহ।
৭) আপনি দাওয়াতী কাজ করতে পারবেনঃ "ভাই এই এ্যাপে আপনার সব বাকী /নগদ লেনদে, সংসারের হিসাব রাখতে পারবেন। পাশাপাশি কুরআনও পড়তে পারবেন। মন চাইলে পড়বেন। কিন্তু হিসাব লেখা ও তারিখ মাস বছর ভিত্তিক হিসাবের সারাংশ ব্যালেন্স ঋণ উদ্দ্রিত্ত বাইর করতে পারবেন মাত্র এক ক্লিকে। " এভাবে, মূলত তাফহীম তাফসীর তার মোবাইলে আপনি দিয়া আসলেন।
শুধু টেবিলের উপর গোপনে বই রেখে আসতো। এভাবেও অনেক মানুষ দ্ব্বীনের পথে এসেছে।
আলহামদুলিল্লাহ, ইনশআল্লাহ তাফহীম এ্যাপেতো অন্যান্য সুবিধাও দেওয়া হচ্ছে।

1 comment:

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...