ব্যাপ্টাইজ কি ?

একটি বিশেষ পদ্ধতি বা অনুষ্ঠান অবলম্বন করে বিশেষ কাজে বা কর্মক্ষেত্রে একজনের অনুপ্রবেশ। যেমন : ১) মুসলমানদের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাইয়াত হওয়া। ২) জিহাদের জন্য আনুষ্ঠানিক বাইয়াত হওয়া ৩) আল্লাহ বলেছেন, আল্লাহর রঙে রঞ্জিত হও, এখানে কালেমা গ্রহণ করার পর একজন মুসলমানের পুরোপুরি ইসলামে প্রবেশ করা । ইত্যাদি। ঠিক তেমনি, খ্রীষ্টানদের মধ্যেও খ্রীষ্টানত্ব চূড়ান্ত ভাবে গ্রহণ করা হলো বা তাদের নির্দিষ্ট মতবাদ ও আদর্শে একজন ব্যাক্তি প্রবেশ করলো বা তাকে প্রবেশ করানো হলো, বা তার প্রবেশ কে গ্রহণ করে নেওয়া হলো - এ চূড়ান্ত বিষয়টিই হয়তো কোনো অনুষ্ঠানের মাধ্যমে করা হলো। এ পুরো বিষয়টিই হচ্ছে ব্যাপ্টাইজড।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...