সাদাকাতুল ফিতর আদায়ের পদ্ধতি

 সাদাক্বাতুল ফিতর সরাসরি খাদ্য দিয়ে আদায় করতে পারেন।  আবার টাকা দিয়েও আদায় করতে পারেন। তবে টাকা দিয়ে আদায় করতে চাইলে খাদ্য দ্রব্যের নিম্ন বর্ণিত প্রকার ও পরিমাণের বাজার দর অনুযায়ী  ঐ পরিমাণ খাদ্যদ্রব্যের মূল্য টাকা দিয়ে আদায় করতে হবে। নিম্নে পরিমাণ বর্ণিত হলো : 


১। আটা বা গম : অর্ধ সা’ তথা ১ কেজি ৬৫০ গ্রাম । (বা, এর বাজার মূল্য) 

২। যব :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য) 

৩। কিসমিস :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য) 

৪। খেজুর :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য) 

৫। কিসমিস :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য) 


২০২২ সালের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক  মূল্য ঘোষণা করা হয়েছে : 


১। আটা বা গম : অর্ধ সা’ তথা ১ কেজি ৬৫০ গ্রাম । (বা, এর বাজার মূল্য - ৭৫ টাকা। ) 

২। যব :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ৩০০ টাকা । ) 

৩। কিসমিস :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ১৪২০ টাকা । ) 

৪। খেজুর :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ১৬৫০ টাকা ) 

৫। কিসমিস :  এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ২৩১০ টাক। )


উপরোল্লিখিত মূল্যই চূড়ান্ত নয়। বরং, আপনি আপনার এলাকায় স্থানীয় বাজার যাচাই করে মূল্য নির্ধারণ করতে পারেন। আর সরাসরি খাদ্য দ্রব্য দিতে চাইলে উপরোল্লিখিত খাদ্য কিনে দিতে হবে। কারণ, অন্য খাদ্য দিতে চাইলে তাহলে আপনাকে উপরোক্ত টাকায় মূল্য নির্ধারণ করে এরপর ঐ মূল্য দিয়ে অন্য খাদ্য কিনে দিতে হবে। তবে, যারা সরাসরি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে বলেন, তাদের অনেকেই ঐ একই মূল্যমানের টাকা দিয়ে অন্য খাদ্যদ্রব্য দিয়েও ফিতরা আদায় করা যাবে বলে মত দিয়েছেন।
.
এছাড়াও টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে, এই মর্মে ইমাম বুখারী রাহঃ এর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবী শাইবা রাহঃ তার হাদীসের কিতাব “মুসান্নাফ ইবনে আবী শাইবা” এর ৬ষ্ঠ খন্ডে ”দিরহাম দিয়ে জাকাতুল ফিতর আদায় করা” শিরোনাম এনেছেন। এ শিরোনামের অধীনে তিনি একাধিক আছার উল্লেখ করেছেন।
.
আল্লাহু আ’লাম।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...