সাদাক্বাতুল ফিতর সরাসরি খাদ্য দিয়ে আদায় করতে পারেন। আবার টাকা দিয়েও আদায় করতে পারেন। তবে টাকা দিয়ে আদায় করতে চাইলে খাদ্য দ্রব্যের নিম্ন বর্ণিত প্রকার ও পরিমাণের বাজার দর অনুযায়ী ঐ পরিমাণ খাদ্যদ্রব্যের মূল্য টাকা দিয়ে আদায় করতে হবে। নিম্নে পরিমাণ বর্ণিত হলো :
১। আটা বা গম : অর্ধ সা’ তথা ১ কেজি ৬৫০ গ্রাম । (বা, এর বাজার মূল্য)
২। যব : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য)
৩। কিসমিস : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য)
৪। খেজুর : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য)
৫। কিসমিস : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য)
২০২২ সালের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মূল্য ঘোষণা করা হয়েছে :
১। আটা বা গম : অর্ধ সা’ তথা ১ কেজি ৬৫০ গ্রাম । (বা, এর বাজার মূল্য - ৭৫ টাকা। )
২। যব : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ৩০০ টাকা । )
৩। কিসমিস : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ১৪২০ টাকা । )
৪। খেজুর : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ১৬৫০ টাকা )
৫। কিসমিস : এক সা’ তথা ৩ কেজি ৩০০ গ্রাম। ( বা, এর বাজার মূল্য - ২৩১০ টাক। )
No comments:
Post a Comment