কবরে লাশ রাখার দোওয়া - কবরে লাশ রাখার সময় মিনহা খালাক্বনাকুম বলা যাবে কি ?

 

(أ) عَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ لَمَّا وُضِعَتْ أُمُّ كُلْثُوْمٍ ابْنَةُ رَسُوْلِ اللهِ  فِى الْقَبْرِ قَالَ رَسُوْلُ اللهِ  ( مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى) قَالَ ثُمَّ لاَ أَدْرِىْ أَقَالَ بِسْمِ اللهِ وَفِىْ سَبِيْلِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ أَمْ لاَ..
(ক) আবু উমামা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর কন্যা উম্মু কুলছূমকে যখন কবরে রাখা হয়, তখন রাসূল (ছাঃ) বলেছিলেন, ‘মিনহা খালাক্বনা-কুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা’। অতঃপর তিনি ‘বিসমিল্লা-হি ওয়া ফী সাবীলিল্লা-হি ওয়া ‘আলা মিল্লাতি রাসূলিল্লা-হি’ বললেন কি-না আমি জানি না। 

মুসনাদে আহমাদ, হাদীস নং-২২১৮৭।
মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৩৪৩৩।
সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৬৭২৬।
খুলাসাতুল আহকাম, হাদীস নং-৩৬৫১।
জামেউল মাসানীদ ওয়াস সুনান, হাদীস নং-১১০২৪।
মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-৪২৩৯।
কানযুল উম্মাল, হাদীস নং-১৮৮১।
আলমুসনাদুল জামে, হাদীস নং-৫২৫৩।


যদিও, এ হাদীসটিকে অনেকে জয়ীফ বলেছেন,  কিন্তু যেহেতু উল্লেখিত গ্রন্থ সমূহে হাদীসটি এসেছে, সে হিসেবে আমল করা যেতে পারে। 

শায়েখ বিন বা’জ তার মাজমুয়ায়ে ফতোয়ার ১৩ তম খন্ডের পৃষ্ঠা ১৯৬ ও ১৯৭ তে এ আলোচনায় বলেছেন, এই দোয়া পাঠ করা সুন্নাহ। 

ইমাম নববীর কিতাবেও উপরে বর্ণিত আবু উমামার  হাদীসটি আনা হয়েছে, এবং, তিনি একে মুস্তাহাব বলেছেন। তিনি ব্যাখ্যায় বলেন, যদিও এ হাদীসের রাবী দুর্বল, তবে, ফজীলতের ক্ষেত্রে একে গ্রহণ করা যায়। 


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...