বিড়ি সিগারেট জর্দা হারাম নাকি মাকরূহ ।

 প্রশ্ন-বিস্তারিত:

ভাই আপনি 11-12-2021 তারিখে একটি প্রশ্নোনের উত্তর দিয়েছেন বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া যায় এগুলো মাকরূহ। কিন্তু কোনো দলিল দেননি। ভাই রাসুলুল্লাহ সাঃ এর এই হাদিস গুলো কি ব্যখ্যা করবেন। হাদিস আবুদাউদ 3679.80.81.82 নাশাঈ 5582.87।

উত্তর : দেখুন, আমরা যে দৃষ্টিকোণ থেকে মাকরূহ বলেছি, তার দলিল হলো, কোনো জিনিস হারাম হতে হলে তার সুষ্পষ্ট দলিল লাগবে, কিন্তু হালাল হতে হলে তার দলিল লাগবে না। যেমন: কুরআনে হালাল খাদ্যের কোনো তালিকা নাই, কিন্তু হারাম খাদ্যের তালিকা আছে। এর অর্থ হলো, ঐ হারাম খাদ্যগুলো ব্যতিরেকে বাকি সব হালাল। এখন, আসেন, নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে। ঐ হাদীস গুলোতে স্পষ্ট যে জিনিসগুলির কথা উল্লেখ আছে, তা অবশ্যই হারাম। এখন, পরবর্তীতে উৎপন্ন এমন কোনো দ্রব্য যা ঐ সময়ে ছিলনা, তার ব্যাপারে ঐ হুকুমকে কিয়াস করতে হবে। যেমন : জর্দা। এখন কিয়াস করতে গেলে দেখতে হবে, কোন কারণে মদ হারাম করা হয়েছে। মদ হারাম করা হয়েছে, নেশা হওয়ার কারণে যার ফলাফল হলো ব্যাক্তির স্বাভাবিক জ্ঞান লোপ পায়। এখন শুধু এই ফলাফলের জন্যই মদ হারাম, এমনও নয়, বরং, যেহেতু স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে, মদ হারাম, অতএব, হারাম। কিন্তু কিয়াস করার সময় আপনাকে কারণ খুজে দেখতে হবে। ১) স্বাভাবিক জ্ঞান লোপ পায় ২) নিজের ক্ষতি নিজেই করে।

এখন, জর্দা খাওয়ার দ্বারা স্বাভাবিক জ্ঞান লোপ পায়না, তবে নিজের ক্ষতি করে। যেহেতু প্রধান কারণ পাওয়া যায়নি, তাই মাকরূহ বলা হয়েছে। আর নিজের ক্ষতির কথা যদি বলেন, তাহলে বর্তমানে বিজ্ঞানীরা বলছেন, চিনি ও লবন হচ্ছে সাদা দুটি বিষ। তাহলে, কি চিনি ও লবণ খাওয়াকে কোনো আলেম হারাম ঘোষণা করেছেন ? আরেকটি বিষয় দেখুন: পান্তা ভাত খেলেও অনেকের এক ধরণের ঝিমুনি ভাব আসে। ঘুম আসে। কিন্তু পান্তা ভাতকে কেউ হারাম বলেনি। তবে, কোনো কোনো আলেমের মতে, অতিরিক্ত পচা গলা পান্তা ভাত খাওয়া মাকরূহ।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...