সাহরীর শেষ সময়

সাহরীর শেষ সময় তথা  রোজা শুরু হওয়ার সর্বশেষ সময়ঃ

.
ইবনু উম্মে মাকতুম রাঃ অন্ধ ছিলেন, তিনি আজান দিতেন, তিনি কি সুবহে সাদিক দেখতে পেতেন? তিনি সুবহে সাদিক নিজে দেখতে পেতেন না। তাহলে তিনি কিভাবে আজান দিতেন?
.
লোকেরা যখন বলতো সুবহে সাদিক হয়েছে তখন তিনি আজান দিতেন। সুতরাং
.
১) লোকেরা দেখতো সুবহে সাদিক হয়েছে। আর এখন যে সেহরির শেষ সময় বলেন, আপনি কি দেখতে পান সুবহে সাদিক হয়েছে?
.
২) লোকেরা প্রতিদিন ঠিক ঠিক ঘড়ি দেখে সুবহে সাদিকের কথা বলতো? না। তাহলে তাদের বলায় দুই দশ মিনিট এদিক ওদিক হতো। কিন্তু এ নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। কারণ, অন্ধ ইবনু উম্মে মাকতুম রাঃ এর জন্য লোকেদের কথা ছাড়া আজান দেওয়ার কায়দা ছিলনা।
.
তাহলে সেই কয়েক মিনিটের জন্য কি সাহাবায়ে আজমাঈনদের সকলের রোজা ভেংগে গেছে? না ভেংগে যায়নাই।
.
অতএব, মূলত রোজা হচ্ছে দিনের সাথে সম্পর্কিত। সুবহে সাদিকের সাথে নয়। বরং সাবধানতার জন্য শেষ সময় সুবহে সাদিক নির্ধারণ করা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে,
.
১) দুই চার পাচ মিনিট এদিক ওদিক হয়ে গেলেই রোজা হবেনা।
.
২) আবার এর মানে এও নয় যে, সুবহে সাদিকের অন্ধকার কেটে গিয়ে ফর্সা হয়ে গেছে, কিন্তু সেই ফর্সা হওয়ার সময়ও আপনি খাচ্ছেন।
َكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ [٢:١٨٧]
আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]
এই আয়াতে দেখুন, এখানে "সুবহে সাদিক শুরু হওয়ার সাথে সাথে" লেখা নাই, এইটা বানোয়াট। বরং লেখা আছে "ভোরের শুভ্র রেখা পরিস্কার দেখা যেতে হবে।"
সুতরাং, মূল কথা হলো লোকদের জন্য সেহরী খাওয়ার ব্যাপারটি কঠিন করে দেওয়া যাবেনা। "জরুরি প্রয়োজনে" "অন্ধকার থাকা কালীন"ও খেয়ে নেওয়া যেতে পারে।
আর হাদিসেই আছে, তোমরা ইবনু উম্মে মাকতুমের আজান শোনা কালীন খাওয়ার পাত্র হাতে থাকলে, তা রেখে দিওনা, বাকী খাবার শেষ করো।
সুতরাং, বুঝা গেল, জরুরি ক্ষেত্রে অন্ধকার থাকাকালীন আজানের সময়ও খাওয়া যাবে।
বিভিন্ন হাদিস গ্রন্থের, রমজান অধ্যায়ের হাদিস গুলো গভীর মনযোগ দিয়ে পড়লে অনেক বিষয়ই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
বরং, আজান চলাকালীন সময়ে খেলে রোজা হবেনা, কোনো একটি হাদিসেও একথা বলা হয়নাই।
আপনারা ইসলামকে লোকদের জন্য কেন কঠিন করে তোলেন?

---------------------------------------------------------------------------------------------------

(মুয়াত্তা ইমাম মালিক : ১৬০ )
সাহরীর সেহরীর শেষ সময়

সাহরীর সেহরীর শেষ সময়

সাহরীর সেহরীর শেষ সময়

সাহরীর সেহরীর শেষ সময়


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...