হালাল হারাম এর ব্যাপারে “কেন” দ্বারা প্রশ্ন করা ।

 প্রশ্ন-বিস্তারিত: মৃত প্রানী খাওয়া যদি হারাম হয় তাহলে মানুষ মরা মাছ কেন খায়?


উত্তর : কোনো বিষয় হালাল হারাম হওয়ার অর্থ হলো, মহান আল্লাহ এবং তার রাসুল কোনো কিছু খেতে নিষেধ করেছেন, অথবা অনুমতি দিয়েছেন। এই ভিত্তিতে বিভিন্ন বর্ণনা এবং কিয়াস এর উপর ভিত্তি করে বিভিন্ন শাখা প্রশাখাগত বিষয় নির্ধারণ করা হয়েছে। আর শরীয়তের বিষয় হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারবেন না যে, গরু কেন হালাল, আর শুকর কেন হারাম। সাধারণ চিনির শরবত হালাল, আর কেন মদ হারাম। আপনি মুমিন হলে কেন দ্বারা প্রশ্ন করার আপনার কোনো অধিকারই থাকবেনা। মুমিন হলো যে, বলবে, ছামি’না ওয়া আত্ব’না, শুনলাম এবং মেনে নিলাম। ব্যস। শরীয়তের কোনো কোনো বিষ”য় বৈজ্ঞানিক ভাবেই কল্যাণকর প্রমাণিত হয়েছে। এর মানে এই না যে, যেহেতু বৈজ্ঞানিক ভাবে কল্যাণকর প্রমানিত হয়েছে, তাই হালাল করা হয়েছে। না এটা নয়। বরং, কোনো কিছু বৈজ্ঞানিক ভাবে ভালো প্রমাণিত হোক চাই না হোক, শরীয়ত এর হালাল হারাম বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণের মুখাপেক্ষী নয়। বৈজ্ঞানিক ভাবে ভালো প্রমাণিত হোক বা না হোক তাতে কিচ্ছু আসে যায় না। শরীয়ত যেটাকে হালাল বলেছে, সেটা হালাল। শরীয়ত যেটাকে হারাম বলেছে, সেটা হারাম। এ ক্ষেত্রে আপনার যে অবকাশটুকু আছে, তা হলো, হালাল হারামের ব্যাপারে শরীয়তের দলিল আদিল্লার মজবুতি বা দুর্বলতা - এ নিয়ে চিন্তা গবেষণা বা পর্যালোচনা করতে পারেন, এর বেশী নয়। 

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...