ডাকে বা নিলামে বিক্রি করা ইসলামে জায়েজ ?

 উত্তর : আসলে এমন কোনো ক্ষেত্র যেখানে বিক্রেতা তার ঐ জিনিসের মূল্য নির্ধারণে অপারগ বা সমাজে তার মূল্য নির্ধারণ করা সম্ভব হচ্ছেনা, অথবা কোনো কর্তৃপক্ষ এমন কোনো জিনিস বিক্রয় করছেন, যেখানে সমাজের সমস্ত ক্রেতার অধিকার সমান, কারো কাছে নির্দিষ্ট করে বিক্রি করা সম্ভব নয়, এমন ক্ষেত্রে ডাকে বিক্রি করা জায়েজ । তবে, ডাকে বিক্রিটাকে আমাদের সমাজে অবৈধভাবে অধিক মুনাফার আশায় এমনটি করা হয়ে থাকে। আবার কোথাও কোথাও ভুক্তভোগী হয় সাধারণ জনগণ। যেমন: বাজারে জেলেরা যখন মাছ নিয়ে আসে তখন বাজারের মাছ ব্যবসায়িদের সামনে বাজার কমিটি ঐ মাছ নিলামে বা ডাকে উঠায়। দেখা যায়, ব্যবসায়ীরা রেষারেষি করে তার বাজার মূল্যের চাইতেও দ্বিগুণ মূল দিয়ে ডাকে কিনে নেয়, এরপর এর প্রভাব পড়ে সাধারণ জনগণের উপর, তাদের রেষারেষি বা মুনাফালোভীর কারণে, সাধারণ ক্রেতাদের দ্বিগুণ মূল্যে মাছ ক্রয় করতে হয়। এ বিষয়টি সম্পূর্ণ না জায়েজ এবং হারাম। এভাবে আরো অনেক বিষয় আছে, যেটাকে ডাকের নামে আসলে সাধারণ ক্রেতাদের উপর জুলুম চাপিয়ে দেওয়া হয়। এই ধরণের হারাম কার্য থেকে রাষ্ট্র ও সমাজের সরে আসা উচিত। বাংলাদেশে হাট কেনা বেচার ডাক সিস্টেমটিও অবৈধ এবং হারামের পর্যায়েই পড়ে। কারণ, এর মাশুল গুণতে হয় মূলত: সাধারণ ক্রেতা বিক্রেতাদের। তাই এই বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্টদের গভীর ভাবে ভাবা উচিত। কারণ এর প্রভাব শেষ পর্যন্ত দ্রব্যমূলের উপরেই পড়ে এবং দ্রব্যমূল্য বিনা কারণে উর্ধবগতি হয়।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...