প্রশ্নোত্তর পর্ব - ১৭

 মোঃরেজাউল ----10.03.2021::03.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সংগা

প্রশ্ন-বিস্তারিত:     আলেম হতে হলে কতটুকু কোরআন হাদিস জানতে হবে।

উত্তর : প্রথমত আসলে আলেম এর প্রধান সংজ্ঞা ও লক্ষণ হচ্ছে, সে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে নির্ধারিত সীমারেখা মেনে চলে।  অতএব,  আপনার দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে  যে বিষয়গুলির প্রয়োজন তা আপনাকে জানতে হবে এবং আল্লাহকে ভয় করে সেই সীমারেখাগুলো মেনে চলতে হবে। এইটাতো গেল একটি দিক। কিন্তু ব্যপক অর্থে, আসলে ইসলামের বিভিন্ন দিকের বিস্তারিত ও তাত্বিক  এবং বাস্তব জ্ঞান অর্জন করা একজনের আলেমের কর্তব্য। যাতে সমাজের সাধারণ মানুষ তাদের প্রশ্নের উত্তর গুলো, দ্বীনী দিকনির্দেশনা গুলো একজন আলেমের কাছে খুজে পায়। মোট কথা, দ্বীনকে জীবিত রাখার জন্য একজন আলেমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই জন্যই তাদেরকে নবীদের ওয়ারিশ বলা হয়েছে, তাদের বিপুল মর্যাদার কথা বলা হয়েছে। শুধুমাত্র জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং, এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিত্য নতুন উদ্ভাবিত নাগরিক, সামাজিক ও রাষ্ট্রিয় সমস্যাগুলো ইসলামের আলোকে সমাধান করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য তাদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা ও সাহস থাকাও আবশ্যক। মানুষকে দ্বীনের আসল ট্রাকে ধরে রাখার জন্য একজন আলেমের গুরুত্ব অপরিসীম। এজন্য একজন খাটি তাক্বওয়াবান আলেম যেমন সাধারণ মানুষের চাইতে বিপুল পরিমাণ পুরস্কার ও মর্যাদা লাভের যোগ্য ঠিক বিপরীতে একজন পথভ্রষ্ট আলেম সাধারণ শাস্তির চাইতে বেশী শাস্তি প্রাপ্য। কারণ, একজন নামধারী পথভ্রষ্ট আলেম, মানুষের ঈমান ও আমলের যে ক্ষতি করে ফেলতে পারেন, মানুষকে যে পরিমাণ পথভ্রষ্ট করে ফেলতে পারেন, তা একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয়না।



Khalid ----10.03.2021::04.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:

প্রশ্ন-বিস্তারিত:      ১৮: আল-কাহাফ,:আয়াত: ১১,فَضَرَبْنَا عَلٰۤى اٰذَانِهِمْ فِی الْكَهْفِ سِنِیْنَ عَدَدًاۙতাফহীমুল কুরআন:তখন আমি তাদেরকে সেই গূহার মধ্যে থাপড়ে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি।ফী যিলালিল কুরআন:অতপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে (ঘুমের) পর্দা লাগিয়ে রাখলাম।কানের সাথে ঘুমের যে সম্পর্ক তার বৈজ্ঞানিক  বিশ্লেষণ সম্পর্কে যদি বলতেন

উত্তর : খুব স্বাভাবিক। আমি যদি আপনার ঘুমের সময় আপনার কানের কাছে গিয়ে খুব জোরে চিতকার করি, তাহলে তো আপনার ঘুম ভেঙ্গে যাবে।  আপনার ঘুম কে নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণ করার জন্য অবশ্যই আপনার কানে এমন একটি পর্দার ব্যবস্থা থাকতে হবে, যাতে শব্দের কারণে আপনার ঘুম না ভাঙ্গে। তবে, একজন মানুষ সাধারণ ভাবে যখন ঘুমায়, এমনিতেই প্রাকৃতিক ভাবে তার কানে তখন একটা অদৃশ্য পর্দা পড়ে যায়, যা মহান আল্লাহ বৈজ্ঞানিক ভাবেই ব্যবস্থা করে রেখেছেন, ফলে খুব সাধারণ আওয়াজ বা সামান্য আওয়াজ, যা সে জাগ্রত অবস্থায় শুনে, কিন্তু ঘুমন্ত অবস্থায় তা শুনেনা, এবং  তার ঘুমও ভাঙ্গেনা, এবং সে শান্তিপূর্ণ ভাবে ঘুমাতে পারে। এই মহান নিয়ামতটি মহান আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন।  কিন্তু, এই গুহাবাসীদের বেলায় এই ব্যাপারটিকে আরো গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, তাদের দীর্ঘদিনের ঘুমের জন্য কানের উপর অদ্রৃশ্য এই পর্দার আরো বেশী জরুরী ছিল। এবং সেই ব্যবস্থা সাধারণ মানুষদের চাইতে আরো বেশী গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল।



ইয়াসমিন। ----10.03.2021::06.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তালাক সম্পর্কে।

প্রশ্ন-বিস্তারিত:     যদি কোন পুরুষ,, কোন মহিলা কে তালাক দেয়,আর সেই মহিলা যদি না জানে,,অর্থাৎ তার অমতে তালাক দেয়,তাহলে কি তা তালাক হবে?আর সেই পুরুষ যদি দীর্ঘ ১২ বছর,,পর ভুল বুজতে পেরে,, যদি সেই মহিলাকে নিতে চায়,,(,মানে পুনরায় বিবাহ করে)তাহলে কি তা যায়েজ হবে।*আর সেই মহিলা যদি অন্য কোন জায়গায় হিল্লাহ না হয়,,তাহলে তার পূর্বের স্বামী কি  সংসার করতে পারবে?

উত্তর : ১) স্ত্রীকে তালাক দেওয়ার জন্য স্ত্রীর মতামত নেওয়ার কোন প্রয়োজন নেই। আর,   আসলে মূলত: তালাক দেওয়ার পর তা স্ত্রীর নিকট পৌছিয়ে দেওয়াও স্বামীর দায়িত্ব। কিন্তু পৌছাতে বিলম্ব হওয়ার কারণে আসলে তালাক এর ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না। তালাক হয়ে যাবে।  তবে, তালাকের খবর পৌছতে  দীর্ঘদিন বিলম্ব হওয়ার কারণে, স্ত্রী ক্ষতিপূরণ চেয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। কারণ যথাসময়ে যদি তালাকের খবর মহিলার কাছে পৌছাতো তাহলে সে নিজের জন্য অন্য ব্যবস্থা করতে পারতো। কিন্তু যদি দুই তিন বছর পর বা দীর্ঘসময় পর তালাকের খবর পৌছায়, অথচ এই মহিলা তার পথ চেয়ে আছে, এইটা একটা অমানবিক ব্যপার, এবং এজন্য স্বামীকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে, এাখন তালাকের খবর পৌছানো দেরী হওয়ার ক্ষেত্রে স্বামীর কোন দোষ আছে কিনা তা ধর্তব্য নয়।  ২)  তাহলীল এর প্রশ্ন আসবে শুধুমাত্র তিন তালাকের ক্ষেত্রে । এই বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া দরকার।  এক বা দুই তালাকের ক্ষেত্রে বা খোলা তালাকের ক্ষেত্রে তাহলীল ( বা হিলা)  এর প্রশ্ন নেই।  তাই কুরআন যখন তালাকের আলোচনা করেছে তখন বলেছে- “তালাক” হচ্ছে দুই বার।  সুতরাং, তিন তালাক দেওয়া আসলে শরীয়ত পছন্দ করেনা। ভবিষ্যতে যদি তাদের ভুল ভাঙ্গে বা ফিরে পেতে চায় তবে সেই পথ যেন খোলা থাকে, তাই সর্বোচ্চ দুই তালাক দেওয়াই উচিত এবং শরীয়তও এটা পছন্দ করে। এবং এটা একজন ব্যাক্তির জ্ঞানের পরিচয়।



ইয়াসমিন। ----10.03.2021::06.42  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তালাক সম্পর্কে।

প্রশ্ন-বিস্তারিত:     ১/যদি কোন পুরুষ তার স্ত্রীর অজান্তে বা তার অমতে তালাক দেয়,, তাহলে কি তা তালাক হবে?২/আর যদি সেই পুরুষ দীর্ঘ ১২ বছর পর তাকে পুনরায় বিবাহ করে এবং ভুল স্বীকার করে তাকে নিয়ে সংসার করতে চায় তা কি জায়েজ হবে?(যদি ঐ মহিলা অন্য আরেক জায়গায় বিবাহ করেনি,)

উত্তর উত্তর : ১) স্ত্রীকে তালাক দেওয়ার জন্য স্ত্রীর মতামত নেওয়ার কোন প্রয়োজন নেই। আর,   আসলে মূলত: তালাক দেওয়ার পর তা স্ত্রীর নিকট পৌছিয়ে দেওয়াও স্বামীর দায়িত্ব। কিন্তু পৌছাতে বিলম্ব হওয়ার কারণে আসলে তালাক এর ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না। তালাক হয়ে যাবে।  তবে, তালাকের খবর পৌছতে  দীর্ঘদিন বিলম্ব হওয়ার কারণে, স্ত্রী ক্ষতিপূরণ চেয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। কারণ যথাসময়ে যদি তালাকের খবর মহিলার কাছে পৌছাতো তাহলে সে নিজের জন্য অন্য ব্যবস্থা করতে পারতো। কিন্তু যদি দুই তিন বছর পর বা দীর্ঘসময় পর তালাকের খবর পৌছায়, অথচ এই মহিলা তার পথ চেয়ে আছে, এইটা একটা অমানবিক ব্যপার, এবং এজন্য স্বামীকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে, এাখন তালাকের খবর পৌছানো দেরী হওয়ার ক্ষেত্রে স্বামীর কোন দোষ আছে কিনা তা ধর্তব্য নয়।  ২)  তাহলীল এর প্রশ্ন আসবে শুধুমাত্র তিন তালাকের ক্ষেত্রে । এই বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া দরকার।  এক বা দুই তালাকের ক্ষেত্রে বা খোলা তালাকের ক্ষেত্রে তাহলীল ( বা হিলা)  এর প্রশ্ন নেই।  তাই কুরআন যখন তালাকের আলোচনা করেছে তখন বলেছে- “তালাক” হচ্ছে দুই বার।  সুতরাং, তিন তালাক দেওয়া আসলে শরীয়ত পছন্দ করেনা। ভবিষ্যতে যদি তাদের ভুল ভাঙ্গে বা ফিরে পেতে চায় তবে সেই পথ যেন খোলা থাকে, তাই সর্বোচ্চ দুই তালাক দেওয়াই উচিত এবং শরীয়তও এটা পছন্দ করে। এবং এটা একজন ব্যাক্তির জ্ঞানের পরিচয়। এখন আপনার প্রশ্নের ক্ষেত্রে দেখতে হবে, স্বামী কি  এক তালাক বা দুই তালাক দিয়েছিল, নাকি তিন তালাক দিয়েছিল।



মো.মকবুল হোসেন----15.04.2021  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবির নামাজ ৮রাকাত পড়া যাবে কি?

প্রশ্ন-বিস্তারিত:     তারাবির নামাজ ৮ রাকাত পড়া যাবে কি?

উত্তর : পড়া যাবে। তবে ২০ রাকাত পড়া ‍ উত্তম। কিন্তু ২০ রাকাত পড়তে যদি সামর্থ্য না হন, তাহলে ৮ রাকাতই পড়ুন।



Md Morshed Alom----15.04.2021::10.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: koraner. kon kon suray koyta sijda ase

প্রশ্ন-বিস্তারিত:     kon kon suray sijda ase.  surar name. soho.. 

উত্তর : এই এ্যাপের হোম স্ক্রীণের নিচের দিকে Quick অপশনে দেখুন।



হাফিজ মো ফখরুল আমিন রুম্মান ----15.04.2021::11.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কেরআানে রামাদান শব্দটা কতবার এসেচে

প্রশ্ন-বিস্তারিত:     আমি ওইটার উওর জানতপ চাই 

উত্তর : এইটা সার্চ এ্যাপ । সার্চ করে দেখুন।



আইরিন ----15.04.2021::11.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  আমি  পড়া লেখা করিনি আমার লেখায় বুলহবে দয়াকরে বুজেনিবেন  আমার শামীর ছলানিয়ে কিছু প্রশ্ন

প্রশ্ন-বিস্তারিত:     আমার  শামী রিকসা চালক তারসাতে প্রায়  ঝগড় হয় এক নামাজ পড়েনা  দুই রোজা থাকেনা সে থাকতে পারেনা বলেন  তিন লজ্জাস্থানের  লোমপালানা স্ত্রীকে সময় দেনা বালভাসাও দিতেপারে না  তার পুরুশ আগে সমস্যা  থাকার কারনে সন্তান  হনা এসব কিছু নিয়ে সংগসারে অশান্তি  হয় এখন আমি কি করব আমার  উতর পেলে  খুব খুশি  হতাম আমার  মোনকে শানতনা দিতাম

উত্তর : আপনি কোর্টে গিয়ে তালাকের জন্য আবেদন করুন। কোর্ট আপনাকে তালাক করিয়ে দেবে। অথবা, একজন কাজীর সাথে আলাপ করুন। কিভাবে তালাক গ্রহণ করা যায়।



Md Morshed Alom----15.04.2021::02.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: suye thake koran pora jabe ki

প্রশ্ন-বিস্তারিত:     mobile a. koran pora jabe ki. suye theke. oju sara.. 

উত্তর : মোবাইলে অবশ্যই কুরআন পড়া যাবে, এবং কুরআন পড়তে অজু লাগবেনা।



মমেনা বেগম----15.04.2021::03.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বেতের নামায

প্রশ্ন-বিস্তারিত:     আমি শেষ রাতের জন্য যদি বেতেরের নামাজ রাখি যদি আদায় না করতে পারি ঘুমের কারণে সে ক্ষেত্রে আমার করনীয় কি আমি কি পরবর্তীতে বেতের নামাজ আদায় করতে পারবো? 

উত্তর : এর দুইটি উত্তর : ১) যারা মনে করে বিতর নামাজ সুন্নাত, তাদের মতে আপনার আর কাজা করা লাগবে না। ২) আর যারা মনে করেন, বিতর নামাজ ওয়াজিব, তাদের মত অনুযায়ী, আপনি পরদিন সকালে বা ফজরের পূর্বে বিতর নামাজ কাজা আদায় করবেন।



sumaiya ----15.04.2021::04.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: insulin

প্রশ্ন-বিস্তারিত:     insulin ki iftarir age newa jabe ??

উত্তর : এ ব্যাপারে মূলনীতি হলো,  ইঞ্জেকশনের মধ্যে যদি গ্লুকোজ জাতীয় বা এমন কোন উপাদান থাকে যা শরীরে পুষ্টি যোগায় তাহলে তা নেওয়া যাবে না, আর যদি এমন কোন উপাদান না থাকে তাহলে নেওয়া যাবে।



মো আবু জাফর হ‌াওলাদার ----15.04.2021::05.45  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বাচ্চা‌দের নাম

প্রশ্ন-বিস্তারিত:     আমার নাম মো:আবু জাফর হাওলাদার আ‌মি আমার বাচ্ছার নাম খালিদ বিন ওয়া‌লিদ রাখ‌তে চাই এই ক্ষেতে কোন সমস‌্যা আ‌ছে কি না মতামত আসা কর‌ছি , অ‌নে‌কে ব‌লে যে খা‌লি‌দের ছে‌লে ওয়া‌লিদ এটা রাখা যা‌বে না , আ‌মি সাহা‌বির নাম অনুসা‌রে রাখ‌তে চাই।

উত্তর : জ্বি তারা ঠিকই বলেছেন। খালিদ বিন ওয়ালিদ এর নাম হচ্ছে আসলে খালিদ।  তাই আপনি খালিদ রাখলেই যথেষ্ট।



মোঃরনি হোসেন----15.04.2021::07.24  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দোয়া

প্রশ্ন-বিস্তারিত:     তারাবির নামাজের পর যে দোয়া পড়ি তা না পরলে কি গোনাহ হবে আর এই দোয়া কোথায় আছে

উত্তর : না পড়লে গোনাহ হবেনা, পড়লেও অসুবিধা নাই। যারা এগুলি বলে তাদের কাজই হচ্ছে আপনার নামাজের মধ্যে অযথা সন্দেহ ঢুকানো।



মো সজিবুল ইসলাম ----15.04.2021::09.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মারাত্মক ভুল

প্রশ্ন-বিস্তারিত:     সূরা বাকারার ৫০-৫৫ নাম্বার আয়াতে "আমি" হবে কিন্তু ভুলবশত "আমার" লেখা হয়েছে। যদি সমাধান করে দেন খুব ভালো হয়।

উত্তর : না এটা ভুল নয়।  এ ব্যাপারে জাকির  নায়েকের একটা লেকচার আছে দেখে নিতে পারেন।



মোঃ মফিজুল ইসলাম ----15.04.2021::09.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানাজার নামাজ

প্রশ্ন-বিস্তারিত:        গায়েবানা জানাজার নামাজ জায়েজ আছে কি  তাহার দলিল কি

উত্তর : জায়েজ আছে। রাসুল সা: নিজেই পড়েছেন।



জান্নাতুল ফেরদৌস ----16.04.2021::04.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোগিদের জন্য

প্রশ্ন-বিস্তারিত:     পরিবারের আপনজনেরা অসুস্থ তাদের জন্য দোয়া 

উত্তর : আল্লাহ পাক সুস্থ করে দিন।  লা বা’ছা তুহুরুন ইনশাআল্লাহ।



হোছাইন,চকবাজার। ----16.04.2021::04.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: "আযান এর প্রতিধ্বনি "

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম, মুসলিম সংখ্যা গরিষ্ঠ এইদেশে প্রতিওয়াক্ত সালাতের পূর্বে চতুর্দিক এর মসজিদ সমুহ থেকে সুমধুর আজান প্রচারিত হয়ে থাকে,আমরা জানি আজান শুনলে জওয়াব দিতে হয় প্রশ্নহচ্ছে আজানের জওয়াব কি একবার দিলে হবে না যতবার শুনি ততবার জওয়াব দিতে হবে।

উত্তর: একবার দিলেই হবে।



এজাহরুল হক রিয়াদ----16.04.2021::05.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     রাত 12টার পরে এশার নামাজ পড়া যাবে কী???

উত্তর : পড়া যাবে। তবে বিনা ওজরে  পড়লে মাকরূহ হবে।



মারিয়া----16.04.2021::10.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআন

প্রশ্ন-বিস্তারিত:     কোরআন খতম উত্তম নাকি অর্থসহ পড়া উত্তম 

উত্তর : অবশ্যই অর্থ সহকারে পড়া উত্তম এবং সওয়াব বেশী।



মোঃ মাহবুবুল আলম ----16.04.2021::10.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হালাল ও হারাম

প্রশ্ন-বিস্তারিত:     যদি কোন ব্যাক্তি অসৎ উপায়ে অর্থ উপার্জন  করে সম্পদশালী হয়,এবং পরে সে আর অসৎ উপার্জন না করতে চায়, কিংবা সৎ পথে চলতে চায়, তাহলে কি উপার্জিত সম্পদ কি বৈধতা পাবে নাকি ঐ সম্পদ ব্যবহার করা হারাম হবে?

উত্তর : অবশ্যই ঐ সম্পদ ব্যবহার করা হারাম হবে। বরং, হারাম পন্থায় যাদের কাছ থেকে ঐ সম্পদ অর্জন করেছে তাদেরকে ফেরত দিতে হবে। আর যদি তাদেরকে পাওয়া সম্ভব না হয়, তাহলে বিনা সওয়াবের নিয়তে  গরীবদের দান করে দিতে হবে।



সানজিদা জাফর----16.04.2021::10.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সমিতির ঋণ

প্রশ্ন-বিস্তারিত:      আমি বিপদে পড়ে সমিতি থেকে ঋণ নিলে আমি কি গুনাগার হব।

উত্তর : আপনার বিপদটা যদি এমন হয়, যে, আপনার জান চলে যেতে পারে, তাহলে জায়েজ হবে।



সানজিদা জাফর----16.04.2021::10.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কদমবুচি করা

প্রশ্ন-বিস্তারিত:     ঈদের সময় সবাই পা ধরে সালাম করা এটা কি গুনাহ পর্যায়ে পড়বে

উত্তর :  এইটা আসলে স্থানীয় সংস্কৃতি।  কিন্তু ইসলামী সংস্কৃতি নয়।  তবে ইসলামী সংস্ক্তির সাথে কোন কোন চিন্তায় সাংঘর্ষিক।    তাই না করাই উত্তম।



মোঃ ইব্রাহিম ----16.04.2021::10.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাতের নেসাব প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     নেসাব সম পরিমাণ অর্থ এক বছর অতিবাহিত হয়েছে এটার যাকাত দিতে হবে এটা ঠিক আছে প্রশ্ন হল এ এক বছরের মধ্যে আমি আরো কিছু অর্থের মালিক হয়েছি  কিন্তু এক বছর পূর্ণ হয়নি এখন হিসাব করার সময় আমি কিভাবে হিসাব করব ? জানালে উপকৃত হব। 

উত্তর : সুন্দর প্রশ্ন।  জ্বি  সমস্ত সম্পদেরই হিসাব করবেন।  যেমন: বছরের শুরুতে ১০ লক্ষ টাকা ছিল। কিন্তু বছর পূর্ণ হওয়ার ১ মাস পূর্বে আরো ২ লক্ষ টাকা যুক্ত হলো। এখন আপনাকে  ১২ লক্ষ টাকার যাকাত দিতে হবে।



হাওয়া খাতুন----16.04.2021::12.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা হায়েজ পানাহার

প্রশ্ন-বিস্তারিত:     রমজানের রোজা অবস্থায় হায়েজের দিনগুলিতে পানাহার না করে এবং পরবর্তীতে রোজা গুলো আদায় করলাম এরকমই উত্তম?নাকি এমতাবস্থায় পানাহার করে পরবর্তীতে রোজা আদায় করা উত্তম?

উত্তর : না । পানাহার করবেন। একটা মূলনীতি মনে রাখবেন, শরীয়ত আপনাকে যেখানে সুযোগ দিয়েছে সেই সুযোগ গ্রহণ করবেন। অযথা শরীয়তকে কঠিন করবেন না।



মোহাম্মদ লোকমান হোসেন ----16.04.2021::02.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রুকু

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামুআলাইকুম ,কোরআনের ১৪টি  সেজদা চেনার উপায় বা চিহ্ন ৷

উত্তর : ১৪ টি সিজদা। এই এ্যাপের প্রথম স্ক্রীণের নীচের দিকে quick অপশনে সিজদার আয়াতগুলো পাবেন। আর কুরআন অধ্যয়ন স্ক্রীণে (বড় বাটনে)  রুকু ও সিজদা পাবেন।



হাবিবুর রহমান----16.04.2021::04.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  রোজা

প্রশ্ন-বিস্তারিত:     রোজা না রেখে তারাবি পড়া যাবে

উত্তর : তারাবি সুন্নত । রোজা ফরজ।  আপনি যদি ওজর বশত রোজা রাখতে না পারেন, তবে ফিদিয়া আদায় করতে হবে। সে ক্ষেত্রে তারাবি পড়তে পারবেন।



হাসান আব্দুল্লাহ খান----16.04.2021::06.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইমামের পিছনে নামাজ আদায়

প্রশ্ন-বিস্তারিত:     ইমামের পিছনে নামাজ আদায় করলে মুসুল্লিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না জানতে চাই।

উত্তর: ইমাম যদি সজোরে পড়েন, তবে মুসুল্লী ফাতিহা পড়বেনা, আর ইমাম যদি চুপে চুপে পড়ে তবে মুসুল্লী চুপে চুপে সুরা ফাতিহা পড়ে নিতে পারে। এই প্রশ্নের উত্তর আরো বহুবার বহুবার দেওয়া হয়েছে। প্রশ্ন করার আগে, আগের প্রশ্নগুলো পড়বেন। সেখানে আপনার প্রশ্নটি পেয়ে গেলে আর প্রশ্ন করবেন না।  এখন থেকে রিপিট প্রশ্ন মুঝে দেওয়া হবে।



আবু মুসা----16.04.2021::08.04  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কতো জায়গায় নামাজের কথা বলা হয়েছে

প্রশ্ন-বিস্তারিত:     একই

উত্তর : এই এ্যাপে সার্চ করে দেখুন।



asad----16.04.2021::09.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: cloud message

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম,  আপনাদের cloud message  আসে, কিন্তু পড়তে পারিনা। আমি কিছু দিতে চেয়েছিলাম, কিভাবে দিব জানতে চাইছিলাম। 

উত্তর : বিকাশ নগদ  রকেট :  01879115953



সাদ্দাম খান----16.04.2021::10.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইমান কি

প্রশ্ন-বিস্তারিত:     বিস্তারিত জানতে চাই

উত্তর : এই এ্যাপের তাফসীর পড়তে থাকুন।



আকরাম----16.04.2021::10.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজার কাজা

প্রশ্ন-বিস্তারিত:     ফরজ রোজা অবস্থায় মহিলাদের মাসিক হলে পরে কি তা কাজা আদায় করতে হবে?

উত্তর :  এটা কাজা নয়। বরং এটা নিয়ম।  আপনি ঐ কয়দিন খানাপিনা করবেন। এরপর রমজানের পরে ঐ দিনগুলোর সমপরিমাণ দিন রোজা রেখে দিবেন।



জাহিদ----16.04.2021::11.04  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজার নিয়ত

প্রশ্ন-বিস্তারিত:     রোজার নিয়ত সাধারণত কখন করতে হয়?ফজরের আজানের আগে নাকি পরে?আমাদের এলাকায় দেখা যায় মসজিদে হুজুর ফজরের নামাজ পড়িয়ে তারপর রোজার নিয়ত করায়!!গতকাল একটা পোস্ট দেখলাম যে, রোজার নিয়ত যদি ফজরের ওয়াক্তের আগে না করা হলে নাকি রোজা হবেনা!!

উত্তর: এইগুলো নিয়ে এত পেরেশান বা ফিতনা সৃষ্টি করার কোন মানে নেই। আমি তো মনে করি সেহরী খেলেই রোজার নিয়ত হয়ে যায়। আলাদা নিয়ত করার দরকারই নেই। কারণ আপনার মনের মধ্যেতো আছে আপনি কেন সেহরী খাচ্ছেন। সেইটাই আপনার নিয়ত।



ইকবাল হোসেন পলাশ ----16.04.2021::11.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: গীবত সম্পর্কিত

প্রশ্ন-বিস্তারিত:     কারো নাম না ধরে গীবত করা কি জায়েজ? 

উত্তর : এটা এভাবে বলা যায়, এ ধরণের খারাপ কাজ যদি কেউ করে তবে তার এ ধরণের শাস্তি হয়।



নাজমুল ----17.04.2021  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আযান

প্রশ্ন-বিস্তারিত:     আসসালাতু খাইরুন মিনান নাউম বলেনি। ফজরের নামাজ  হবে কি?

উত্তর : নামাজ হবে।



মোঃ শাকিল হোসেন ----17.04.2021::06.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দারিয়ে প্রসব করা যাবে কিনা না,?

প্রশ্ন-বিস্তারিত:     আমরা মালেশিয়া কর্মরত আছি, এখানে ১২/১৪ ঘন্টা কাজ করতে হয়, সব সময়ে  ফুল প্যান্ট পরে থাকতে হয়, প্যান্ট পড়ে বসে প্রসব করতে সমস্যা হয়, বসে প্রসব করলে প্যান্ট নাপাক হয়ে যায়, তাই দারিয়ে প্রসব করা যাবে কিনা? 

উত্তর : করা যাবে।



বজলুর রহমান----17.04.2021::05.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আল্লাহ্ কোথায়  আছে

প্রশ্ন-বিস্তারিত:     কেউ বলে আল্লাহ্ উপরে আছে। আবার কেউ বল আল্লাহ্  সব জায়গাই  বিরজমান।

উত্তর : তার জ্ঞান ও নিয়ন্ত্রণ সব জায়গায় বিরাজ মান । যেমন : আমি যদিও ঢাকাতে থাকি, কিন্তু  রাজশাহীতে আমার জনগণ বেশী, সবাই আমার পক্ষে এবং সবসময় সবঘটনা সঠিক ভাবে আমাকে  ইনফর্ম করে, আমার হুকুমে সবাই চলে প্রশাসন চলে, আমি সেখানে যা খুশি করতে পারি। তাই আমি বলে থাকি রাজশাহীতে আমিই আছি অথবা রাজশাহী আমার হাতের ‍মুঠোয়।



তারিফ ----17.04.2021::11.15  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দাজ্জাল কে

প্রশ্ন-বিস্তারিত:     দাজ্জালের কে

উত্তর : এই এ্যাপের সুরা আহযাবের ৭৭ নং টিকা পড়ুন।



মারুফ খান----17.04.2021::12.20  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাতের বিধান

প্রশ্ন-বিস্তারিত:     ১০০০ টাকার যাকাত কত টাকা

উত্তর : 25 টাকা ।



মারুফ খান----17.04.2021::12.20  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     ১০০ টাকার. যাকাত কত টাকা

উত্তর : 2.5 টাকা। (আড়াই টাকা)



sakibul sumon----17.04.2021::02.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: sunnatte mokkadd na adai korle ki gun hoi?

প্রশ্ন-বিস্তারিত:     5wakto foroj namaj jamater sathe adai korbo,sunnatte mokkadd ah adai na korle ki guna hobe?

উত্তর : সুন্নাত নামাজ না পড়া দুর্ভাগ্যজনক।



kaieb----17.04.2021::02.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  স্বামির আদেশ ছাড়া ইস্ত্রি কোন যাইগা জেতে পারবে?

প্রশ্ন-বিস্তারিত:     পিতা অনেক অসুস্থ কিন্তু স্বামী জেতে মানা করলো যাওয়া যাবে সেখানে?

উত্তর : না, যাওয়া যাবে না। স্বামীর মন রক্ষা করে চলার চেষ্টা করা উচিত। একজন পুরুষকে খুশি করতে একজন মহিলার কাছে সবকিছু আছে। কিন্তু মহিলারা অহংকারী হওয়ার কারণে সংসারে অশান্তি হয়।



kaieb----17.04.2021::02.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নারীর কাছে পিতা না স্বামির গুরুত্ব বেশি?

প্রশ্ন-বিস্তারিত:     এক জন নারীর কাছে পিতা না স্বামী গুরুত্বপূর্ণ? 

উত্তর : বিয়ের আগে পিতা, বিয়ের পরে স্বামী।



khadija akter----17.04.2021::02.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মেয়েদের মাসিক হলে কি রোজা রাখা যাবে

প্রশ্ন-বিস্তারিত:     রোজার রাখার পর যদি হঠাৎ মাসিক হয়ে তাহলে রোজা রাখা যাবে বা মাসিক সময় রোজা রাখার ইচ্ছা থাকলে কী রোজা রাখা সম্ভব

উত্তর : অবশ্যই না। সে সময় খানাপিনা করতে হবে।



আবু সুফিয়ান----17.04.2021::01.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবাহ

প্রশ্ন-বিস্তারিত:     চাচি মামিকে বিবাহ করা যাবে কী

উত্তর : না ।



মোঃসুমন----17.04.2021::07.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রমজান মাসে

প্রশ্ন-বিস্তারিত:     শয়তানকে বন্দী করে রাখা হয় কী 

উত্তর : রাখা হয়।



বাপ্পি----17.04.2021::09.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাহাজ্জুদ এর নামাজ এর নিয়ত কি?

প্রশ্ন-বিস্তারিত:     অামি তাহাজ্জুদ এর নিয়ত পারি না

উত্তর : কোন নিয়ত লাগবে না। শুধু মনে মনে নিয়ত করবেন, আমি তাহাজ্জুদের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য দাড়ালাম। আল্লাহু আকবার।



হাবিবুর রহমান----18.04.2021::12.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা

প্রশ্ন-বিস্তারিত:     রমজান মাসে স্ত্রী সহবাসের নিয়ম জানতে চাই

উত্তর :  দিনে হারাম, রাতে হালাল। এছাড়া আর বিশেষ কোনো নিয়ম নাই।



Md Samim islam Sahin ----18.04.2021::04.36  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: nobiji

প্রশ্ন-বিস্তারিত:     tarabi koto rakayat

উত্তর : ২০ রাকাত।



ফাহিম বিশ্বাস ----18.04.2021::05.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামায এর বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     ১.আমাদের মসজিদে তারাবির নামায দ্রুত পড়া হয়, এক্ষেত্রে করণীয় কি?একা একা পড়া যাবে?২.জামাতে ৪ রাকাত বিশিষ্ট নামাযে শেষের ১ রাকাত পেলে বাকি নামায কিভাবে পড়বো বিস্তারিত জানতে চাই। 

উত্তর ১। আমরা আসলে একটা দু:খজনক সময় পাড় করছি।  এইটাই আপনার প্রশ্নের উত্তর। তবুও আপনাকে একা পড়ার অনুমতি দেওয়া যায় না। জামাতের সাথেই পড়ুন।  পরবর্তীতে একা আরো দুই চার রাকাত পড়তে পারেন।  ২) শেষের একরাকাত পেলেন মানে এইটা আপনার প্রথম রাকাত হলো।  ব্যস, বাকী নামাজ স্বাভাবিক ভাবেই পড়বেন।



আবু সুফিয়ান----18.04.2021::02.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবীহ সলাত

প্রশ্ন-বিস্তারিত:     আমি সৌদি আরবে মসজিদ তারাবীহ সলাত আদায় করলাম সেই খানে মোট 7রকাত তারাবীহ পড়াচ্ছে আমার প্রশ্নহচ্ছে?৭রাকত তারাবীহ কী হাদীস আছে? মোট কত রাকাত হাদীস আছে দয়াকরে জানাবেন।

উত্তর : তারাবীহর রাকাত সংখ্যা নিয়ে অনেক হাদীস আছে মতভেদ আছে। আরেকটি মূলনীতি হচ্ছে শরীয়তে ফরজের মোকাবেলায় সবই নফল ( সুন্নাতও নফল)। সুতরাং, সাত রাকাত পড়ুক চাই ৬০ রাকাত পড়ুক । কিছুই আসে যায় না।  বেশী পড়লে বেশী সওয়াব কম পড়লে কম সওয়াব। এগুলো নিয়ে পেরেশান হয় শুধুমাত্র ফিতনাবাজরা ।



md.Asif----18.04.2021::07.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কসম ও কাফফারা

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম আমি বন্ধুদের সাথে ইসলামিক বিষয়ে কথা বলতে গিয়ে কোন এক বন্ধু ব্যঙ্গ করায় আমি আল্লাহর নামে কসম করি তাদের আমি আর কখনো হাদীস বা ইসলামিক বিষয় নিয়ে নসীহত করবো না। আমার এই কসম কি হবে? আর যদি হয়, আমি যদি তা ভাঙ্গতে চায় সে ক্ষেত্রে রমাদানের রোজার সাথে কাফফারার নিয়ত করলে হয়ে যাবে? নাকি আমার ৩ টি নতুন রোজা রাখতে হবে রমাদানের পর।

উত্তর : না এ কসমের জন্য কাফফারাই লাগবে না। বরং,  আপনার বন্ধুদের মধ্যে সময় সুযোগ এবং তাদের মেজাজ এবং চিন্তাধারা  বুঝে দাওয়াতী কাজ করলেই কসম ভঙ্গ ও কাফফারা হয়ে যাবে। মূলনীতি হচ্ছে, অবৈধ বিষয়ে কসম করলে তার কাফফারা হলো ঐ অবৈধ কাজটি পরিত্যাগ করা । আলাদা কোন কাফফারা লাগবেনা।



আশরাফুল ইসলাম----18.04.2021::07.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআনুল কারীম

প্রশ্ন-বিস্তারিত:     মোবাইল স্কেনে কোরান মাজিদ পড়লে কি অযু করা আবশ্যক।

উত্তর : না।



রেজাউল ইসলাম----18.04.2021::04.36  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রেজাউল ইসলাম নামের  কি

প্রশ্ন-বিস্তারিত:     অর্থ

উত্তর : ভাই এখানে নামের অর্থ দেওয়া হয় না।



দেওয়ান আহমদ----18.04.2021::10.04  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আমরা কি আপনাদের এই এপ থেকে অনুদান পেতে পারি

প্রশ্ন-বিস্তারিত:     আমরা দেখলাম আপনারা অনুদানের জন্য টাকা নিচ্ছেন,,, তাহলে এখান থেকে কি আমার পরিবার অনুদান পেতে পারি,,,ঋন শুধ করা আমাদের জন্য কষ্টকর হযে গেছে

উত্তর : আসলে অনুদন, যাকাত, দান ইত্যাদির খাত রয়েছে।  ইসলামী কাজের ক্ষেত্রে অনুদান নেওয়া হয়। সেইটা একটা বিষয়। আর এছাড়া আপনি যদি অনুদান গ্রহণের উপযুক্ত হন, যাকাত গ্রহণের উপযুক্ত হন, তবে যাকাত বা দান গ্রহণ করতে পারেন। তাতে কোনো অসুবিধা নাই। বরং, কেউ যদি অভাবীকে দান করে সেইটা অধিক উত্তম।



সাবিকুন নাহার----18.04.2021::10.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হায়েয  সম্পর্কিত প্রশ্ন সম্পর্কিত প্রশ্ন

প্রশ্ন-বিস্তারিত:     যদি কোরান তেলয়াত অবস্থায়  হায়েয  চলে আসে  

উত্তর : কুরআন তিলাওয়াত বন্ধ করে দিবেন।



মুহাম্মাদ নজরুল ইসলাম----18.04.2021::10.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     নামাজের মধ্য প্রথম রাকাতে সুরায় ফাতিহা পড়ার পর সুরায় ইয়াসিন পড়েছি কিছু দ্বিতীয় রাকাতে গিয়ে সুরায় ফাতিহা পড়ার পর যদি সুরায় বাকারা পড়ি তাহলে কি নামাজ হবে কিনা?

উত্তর : নামাজ হয়ে যাবে। তবে এরূপ করা উচিত নয়।



Alia----18.04.2021::11.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: tilawat e sijdah

প্রশ্ন-বিস্তারিত:     tilawat e sajdahr dewar niyom bistarito jante chai

উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2020/03/blog-post_16.html



হাফিজুর----18.04.2021::11.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামি দল গুলো এক হয় না কেনো

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামি দল গুলো এক হয় না কেনো

উত্তর : তাদেরকে জিজ্ঞেস করুন।



সাবানা বেগম----18.04.2021::02.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: টার্চ ফোনের কুরআন ওযু ছাড়া পড়া বা স্পর্শ করা যাবে কি না?

প্রশ্ন-বিস্তারিত:     ওইটাই আরকি যানতে চাচ্ছি।।।

উত্তর : জ্বি স্পর্শ করা যাবে, পড়া যাবে।



রোমান খান ----18.04.2021::02.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজের ভুল প্রসংগে

প্রশ্ন-বিস্তারিত:     চার রাকাআত নামাজের শেষ বৈঠকে শুদু তাশাহুদ পড়ে ভুলে যদি দাঁড়িয়ে যাই? তাহলে কি নামাজ হবে? দাড়িয়ে আবার বসে পুনরায় তাশাহুদ পড়ে সাহু সিজদা দিলে নামাজ হবে কিনা?

উত্তর : জ্বি নামাজ হয়ে যাবে।



সাবানা বেগম ----18.04.2021::02.24  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রমযান মাসে রোযা কাজা না করার জন্য জন্ম নিয়ন্ত্রনের বড়ি খাওয়া জায়েজ কিনা?

প্রশ্ন-বিস্তারিত:     ওইটাই আরকি জানার সিলো

উত্তর : না। জায়েজ নয়।



সাবানা বেগম----18.04.2021::02.24  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বাড়ি করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ কিনা?

প্রশ্ন-বিস্তারিত:     আমি একজন প্রাইমারির শিক্ষিকা।আমি বাসা করার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারব কি না?

উত্তর : লোন যদি সুদমুক্ত হয়, তবে নিতে পারবেন, আর সুদভিত্তিক হলে নিতে পারবেন না।



আবুল হোসেন----18.04.2021::04.42  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আয়াত প্লে হয়না

প্রশ্ন-বিস্তারিত:     গত দুইদিন যাবত তাফহীমুল কোরআন এপে আয়াত প্লে হচ্ছে না।প্লে বাটনে ক্লিক করলে  6/7 KB করে টানে এবং আয়াত প্লে হয়না। কিন্তু অন্যান্য এপে ঠিকই ২০০  kb টানে।

উত্তর : ভাই এটা সংশ্লিষ্ট মোবাইলের প্রবলেম অথবা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে।



হাসান মোহাম্মদ ইয়াছির ----18.04.2021::10.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সিজদাহ্

প্রশ্ন-বিস্তারিত:     পবিত্র কোরআন মাজীদে কত তম পারায় প্রথম সিজদাহ্? 

উত্তর : এই এ্যাপের Quick বিভাগ দেখুন।



আছমা----18.04.2021::10.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআনে  কোন  কোন  সুরায় কয়টি সেজার আায়াত

প্রশ্ন-বিস্তারিত:       

উত্তর : এই এ্যাপের Quick বিভাগ দেখুন।



Fatin----18.04.2021::11.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিকাশ সংক্রান্ত

প্রশ্ন-বিস্তারিত:     বিকাশ থেকা পেমেন্ট এ টাকা আসছে, এখন পর্যন্ত কোনো ফোন আসে নাই!!আর পেমেন্ট হয়ার কারনে ফোন নাম্বার নাই!!!

উত্তর : এক বছর পর্যন্ত রেখে দিবেন। এরপর কোন অভাবীকে দিয়ে দিবেন । যদি আপনি নিজেই অভাবি ও দরিদ্র হোন, তাহলে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন।



সিপন ----19.04.2021::08.19  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তামাক

প্রশ্ন-বিস্তারিত:      রোজা থাকার পর যদি কেউ গুল দিয়ে দাঁত মাজে  তাহলে কি রোজা নষ্ট হবে

উত্তর : রোজা নষ্ট হয়ে যাবে।



মোঃ শরিফুল ইসলাম----19.04.2021::09.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আনুগত্য

প্রশ্ন-বিস্তারিত:     প্রশ্ন. ইসলামী দলের নেতার আনুগত্য এবং পিতা মাতার আনুগত্য এই দুই আনুগত্যের কোনটির গুরুত্ব বেশি দিতে হবে? সার্বক্ষণিক ভাবে।নির্দিষ্টভাবে, যেমন:- একজনের পিতা মৃত্যুবরণ করেছেন এমতাবস্থায় তাকে তার নেতা যাইতে দিচ্ছে না। এক্ষেত্রে করণীয় কি?দুইভাবেই দলিল সহ বিষয় টি বুঝাইলে উপকৃত হব।

উত্তর : রাসুল সা: প্রায়ই বিভিন্ন ব্যাক্তিকে মা বাবার খেদমতের জন্য জিহাদ থেকে অব্যহতি দিয়েছেন। জিহাদ যখন ফরজে আইন থাকে তখন নেতার আনুগত্য জরুরী। আর জিহাদ যখন ফরজে কিফায়া থাকে, এবং একদল লোক জিহাদে লিপ্ত থাকলেই অন্যান্য ব্যাক্তিও দায়মুক্ত থাকে, সেরকম অবস্থায় বাবা মায়ের খিদমতের দিকে নজর দেওয়া উচিত । তবে সর্ববস্থায়, নেতাকে বাবা মায়ের বিষয়টি জানাতে এবং নেতাও বাবা মায়ের কথা বিবেচনা করবেন। আল্লাহ বলেছেন, কঠিন করোনা, সহজ করো। অতএব,  উপরোক্ত ক্ষেত্রে নেতার উচিত ছিল পিতার মৃত্যুর কারণে তাকে ছুটি দেওয়া। তবে সবাই যদি বাবা মায়ের খিদমতের বাহানা দেয় তবে জিহাদ করবে কে ? তাই  নেতা এবং আনুগত্যকারী উভয়কেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে এবং শরীয়তের নিয়মগুলো সহজ হিসেবেই এ্যাপ্লাই করা উচিত।



নূর মোহাম্মদ রানা----19.04.2021::03.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা রেখে ব্রাশ করা যাবে কি

প্রশ্ন-বিস্তারিত:     

উত্তর : যাবে।



zainal abedin----19.04.2021::01.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজার বিশুদ্ধতা নিয়ে।

প্রশ্ন-বিস্তারিত:     রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমানো যাবে কি?

উত্তর : যাবে। তবে  আপনি কতটুকু সংযমী তার উপরে নির্ভর করে। যদি সংযমী না হতে পারেন, তবে রোজা অবস্থায়  জড়িয়ে ধরে ঘুমানো উচিত হবেনা।



নুর হোসাইন----19.04.2021::11.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওযুতে গাড় মাসেহ করার বিধান।

প্রশ্ন-বিস্তারিত:     ওযুতে গাড় মাসেহ করা কি বিদয়াত?

উত্তর : না বিদআত না।



রেজোয়ান ----19.04.2021::02.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: উত্তরাধিকার মিরাস বন্টন

প্রশ্ন-বিস্তারিত:     আমার দাদা জীবিত আছেন।কিন্তু আমার বাবা জীবিত নেই। আমি আমার দাদার সম্পদের অংশ পাবো কি না? ইসলামী শরীয়াহর ফয়সালা কি?

উত্তর : না, আপনি আপনার দাদার ওয়ারিশী সম্পত্তি পাবেন না। এর সমাধান হচ্ছে,  আপনার দাদা তিন ভাগের এক ভাগ সম্পত্তি  অসীয়ত করতে পারেন। তিনি আপনাকে যতটুকু দিতে চান, ঐ সম্পত্তিটুকু অসীয়ত নামা দলিল করে  আপনাকে দিয়ে যেতে পারেন। এটাই ইসলামী শরীয়তের সমাধান।



নুর হোসাইন----19.04.2021::11.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত বিষয়ে।

প্রশ্ন-বিস্তারিত:     আমার কাচে গতো রমজানে সাত লক্ষ্য টাকা চিলো,বর্তমানে আমার কাচে প্রায় সাড়ে এগারো লক্ষ্য টাকা আচে,এখন কি আমি সাত লক্ষ্য টাকার যাকাত দিবো নাকি সাড়ে এগারো লক্ষ্য টাকার যাকাত দিতে হবে? জাযাকাল্লাহ খাইর।

উত্তর : সাড়ে এগারো লক্ষ টাকার যাকাত দিবেন।  আর আমাদের এ্যাপ ফাউন্ডেশনে যাকাতের টাকা পাঠাতে পারেন।



Ali----19.04.2021::02.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মহামারীর দোয়া

প্রশ্ন-বিস্তারিত:     মহামারীর দোয়া কি?

উত্তর https://alquranindex114.blogspot.com/2021/04/blog-post_19.html



noman----19.04.2021::03.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: না জেনে শুনে গুনাহ করলে কী গুনাহ এর খাতায় গুনাহ লিখা হবে

প্রশ্ন-বিস্তারিত:     

উত্তর : না জানার কারণটি তালাশ করতে হবে। না জানার কারণ যদি হয় তার ইচ্ছাকৃত গাফলতি বা জানতে না চাওয়া, সেক্ষেত্রে ডাবল গুণাহ হবে।  আর যদি মাজুর হয়, যে , সত্যিই তার পক্ষে জানা সম্ভবই ছিলনা, তবে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন। সুতরাং বিষয়টি পারিপার্শ্বিক এবং বিশেষ বিশেষ অবস্থা সপেক্ষ বিষয়।



kaieb----19.04.2021::03.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আল্লাহকে কি সপ্নের মধ্যে দাখা সম্ভব?

প্রশ্ন-বিস্তারিত:     এক জন মানুষ সপ্নের মধ্যে কি আল্লাহকে দেখতে পারবে?

উত্তর : না।



আমেনা খাতুন----19.04.2021::04.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:      গর্ভাবস্থায়  কোনো মায়ের যদি বার বার বমি হয়  সেক্ষেত্রে   তার কি রোজা ভেঙে যাবে? 

উত্তর: জ্বি রোজা ভেঙ্গে যাবে। যদি রোজা রাখতে খুব বেশি কষ্ট হয়, তবে রোজা ছেড়ে দিবে। পরবর্তীতে সুস্থ হলে রোজা রাখবে আর ভঙ্গ রোজাগুলোর ক্বাজা  রোজা  রেখে দিবে।



মোফাচ্ছেল হক----19.04.2021::04.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা রেখে চুল কাটা যাবে

প্রশ্ন-বিস্তারিত:     রোজা রেখে চুল ইত্যাদি নখ কাটা যাবে নাকি

উত্তর : জ্বি কাটা যাবে।



সাইফুল্লাহ ----19.04.2021::04.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এক ঘরের ২ বোন কে একজন বিয়ে করতে পারবে কি?

প্রশ্ন-বিস্তারিত:     একজন যদি বিধবা নারী হয়

উত্তর : না। দুইবোনকে একত্রে বিবাহ করা যাবে না।



mahfuja jannat tamanna----19.04.2021::07.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অজু

প্রশ্ন-বিস্তারিত:      অজু পরে আয়না ধেক্লে অজু ভেংগে যায়?? 

উত্তর : না।



মাসরুর আহমাদ----19.04.2021::07.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বর্তমান অবস্হায় জিহাদ ফরজ কি না??

প্রশ্ন-বিস্তারিত:     জিহাদ ফরজ কখন এই সমপর্কে

উত্তর : জিহাদ সর্ববস্থায় ফরজ। তবে কখনও ফরজে কিফায়া, আবার কখনও ফরজে আইন।



Mahmuda----19.04.2021::07.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙ্গে যায় ???

প্রশ্ন-বিস্তারিত:     স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙ্গে যায় ??? 

উত্তর : না।



Nadira Sikder ----19.04.2021::08.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআনের সৃরার নামকরণ

প্রশ্ন-বিস্তারিত:     কোরআনের সৃরার নামকরণ কে করেছিলেন?এই প্রশ্ন টা কয়েক দিন আগে করেছিলাম কিন্তু উত্তর এখনো পাই নি।

উত্তর : রাসুল সা: নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ, আর আল্লাহর ইশারার প্রেক্ষিতে রাসুল সা: বিভিন্ন সুরাকে বিভিন্ন নামে ডেকেছেন। এটি একটি ঐতিহাসিক সত্য।  এছাড়া সুরার নামকরণ এমন কোন গুরুত্বপূর্ণ বিষয়না  যে,  এটা নিয়ে এত মাথা ঘামাতে হবে। সুরার নামকরণের চাইতে সুরার মধ্যে কি বলা হয়েছে সেইটা আসল গুরুত্বপূর্ণ। নাস্তিকেরা এই জিনিসগুলো নিয়ে বেশী মাথা ঘামায়, ঈমানদারদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকানোর জন্য এটি প্রচার করা হয়। সুরা বাক্বারার নাম যদি সুরা আলিফ লাম মিম হয়, তাতে কি আসে যায় ?  সাহাবাগণ সুরার বিভিন্ন আলামত বা বিভিন্ন নিশানী দিয়েও সুরার নামকরণ করেছেন।   একে অপরের সাথে কথা বলার জন্য কোন একটি চিহ্ন দিয়েও সুরাটির কথা উল্লেখ করেছেন। ফলে একই সুরা বিভিন্ন নামে পরিচিত হয়েছে। একজন মানুষের দুই তিনটি নাম থাকে না ?  অতএব, নাস্তিকদের পাল্লায় পড়বেন না।



মো.সোহেল----19.04.2021::09.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওজু

প্রশ্ন-বিস্তারিত:     মুখে ও নাকে এক সাতে পানি ব্যবহার করা কি সটিক? 

উত্তর : না ।



মোহাম্মদ আবদুল কাদের ----19.04.2021::09.58  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআনের

প্রশ্ন-বিস্তারিত:     হাফেজি কুরআনের 7 পারা 6পৃষ্টায় শুরুতে একটা আয়াত নেই

উত্তর : আমাদেরকে জানানোর জন্য জাজাকুমুল্লাহ। পরবর্তী আপডেট এ সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।



Tanjim Salehen  Fahim----19.04.2021::11.03  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাহাজ্জুদ

প্রশ্ন-বিস্তারিত:     তাহাজ্জুদ পডার সঠিক নিয়ম কি??এবং রমাদানে ফজর নামাযের পর তাহাজ্জুদ পড়া যাবে কি না??

উত্তর : তাহাজ্জুদ পড়ার সঠিক সময় হচ্ছে মধ্য রাত থেকে ফজরের পূর্ব পর্যন্ত ।   ফজর নামাজের পর শুধু তাহাজ্জুদ নয় কোন নামাজই পড়া যাবেনা, সূর্যোদয়ের পরে পড়তে হবে।



তোফাজ্জল----19.04.2021::10.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবাহ

প্রশ্ন-বিস্তারিত:     প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে ২য় বিয়ে করা কি জায়েজ ? 

উত্তর : জায়েজ।



khadija akter----20.04.2021::03.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মেয়েদের মাসিক হলে কি রোজা রাখা যাবে

প্রশ্ন-বিস্তারিত:     রোজা রাখার পর যদি হঠাৎ মাসিক হয়ে যায় তাহলে কী রোজা রাখা যাবে অথবা মাসিক সময় রোজা রাখলে কি কোন সমস্যা হবে

উত্তর : না রোজা রাখা যাবেনা, রোজা ভেংগে ফেলতে হবে। যে কয়দিন ভাং্গা হবে সে কয়দিনের রোজা পরবর্তীতে রমজানের পরে রেখে দিবে।



Moushumi ----20.04.2021::03.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: c section

প্রশ্ন-বিস্তারিত:     সিজার করা কি কবীরা গুনাহ? 

উত্তর : না কবিরা গুণাহ নয়। এটা অবস্থার উপর নির্ভর করে। যদি এমন হয় সিজার না করলে বাচ্চা বা মা নাও বাচতে পারে বা তাদের জীবনের আশংকা দেখা দেয়, তবে সিজার করা জরুরী।  তবে স্বাভাবিক অবস্থায় বা সৌখিনতার বশে করা উচিত নয়, এতে মায়ের স্থায়ী কিছু ক্ষতি হয়ে যায়।



আসলাম উদ্দিন ----20.04.2021::05.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবির সালাতে সানা পড়া

প্রশ্ন-বিস্তারিত:     তারাবির সালাতে প্রতি দু’রাকাআতেই কি সানা  পড়া লাগবে। 

উত্তর : পড়ে নেওয়া উচিত।



মোঃ মাহাবুল ইসলাম----20.04.2021::06.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: mabulislam768@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     বেতের নামাজ কত রাকাত?যদি এক রাকাত হয় তাহলে পড়ার নিয়ম ?

উত্তর https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_57.html



রাকিবুল ইসলাম ----20.04.2021::10.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবির সালাত

প্রশ্ন-বিস্তারিত:     যদি ইমাম দ্রুত সালাত আদায় করে।তবে ইমামের পেছনে সালাত আদায় না করলে।বাড়িতে একাকী সালাত আদায় করলে।শরীয়তের দৃষ্টি কোন থেকে জানতে চাই??

উত্তর : জামায়াতের সাথেই আদায় করা বেশী ভালো।



১।----20.04.2021::11.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     রৌপ্য সাড়ে বাহান্ন তোলার হিসেব মতে বর্তমান বাংলাদেশে কত টাকা যাকাত দিতে হবে? 

উত্তর: আপনার এলকার স্বর্ণের দোকানে জিজ্ঞেস করবেন প্রতি তোলার দাম কত। তার পর তাকে সাড়ে বায়ান্ন দিয়ে গুণ করবেন।



মোঃ জসিম উদ্দীন ----20.04.2021::01.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফেতরা

প্রশ্ন-বিস্তারিত:     ফেতরা দেওয়া কী? ফরজ, ওয়াজিব, সুন্নাত,নফল 

উত্তর : এটা নিয়ে মতভেদ আছে, কোন কোন ইমামের মতে ওয়াজিব আবার কোন কোন ইমামের মতে সুন্নাতে মুয়াক্বাদা। যাই হোক, ফিতর আদায় করা উত্তম। দরিদ্র ব্যাক্তিরা এই উসিলায় কিছু পায়।



মো: মুরাদ----20.04.2021::02.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শরীয়া প্রশ্ন

প্রশ্ন-বিস্তারিত:     হাফ হাতা সার্ট বা হাফ হাত হাতা গেঞ্জি পড়ে নামাজ পড়লে কি কোন সমস্যা হবে?

উত্তর : সমস্যা হবেনা, নামাজ হয়ে যাবে। তবে ফুল হাতা হলেই উত্তম।



রাজিয়া----20.04.2021::03.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজার নিয়ম কানুন

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম,, রোজা রেখে নখ ও শরীরের অবান্ছনীয় লোম কাটা যাবে কিনা??  

উত্তর: যাবে।



md sifat ullah----20.04.2021::03.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: হালাল-হারাম

প্রশ্ন-বিস্তারিত:     free fire game খেলা কি হারাম না হালাল এই সম্পর্কে জানতে চাই।

উত্তর : শুধু এই গেম না, আমাদের মতে এ জাতীয় সব গেম খেলাই জায়েজ নয়, সময় নষ্টের কারণে এবং জীবের ছবি থাকার কারণে নাজায়েজ। তবে ইসলামের সামরিক প্রশক্ষণের ক্ষেত্রে এর ব্যবহারে উপকৃত হলে, সেক্ষেত্রে ছাড় রয়েছে।



মোঃ আঃ হান্নান ----20.04.2021::03.34  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সিজদাহ্

প্রশ্ন-বিস্তারিত:     পবিত্র কুরআন শরীফে কোন কোন সুরায় তিলাওয়াতের সিজদাহ্ আছে?

উত্তর : এই এ্যাপের হোমস্ক্রীণের নীচের দিকে Quick অপশনে ক্লিক করুন।



নাহিদুল ইসলাম----20.04.2021::05.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রমজানের বিষয়

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হল যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন রমজানের একটি রোজা ভাঙ্গে  কিন্তু সে জানে না যে একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে টানা 60 দিন রোজা রেখে ওই রোজার কাজা দিতে হয় এখন সে তো না জেনে রোজা ভঙ্গ করছে , এখন সে কি ঐ রোজার কাফফারা টানা ৬০ ধরে রোজা রেখে দিতে হবে কিনা দয়া করে জানাবেন।

উত্তর : কোনো বিষয় তার নিজের দোষে না জানা থাকলে, সে জন্য শরীয়তের বিধান চেঞ্জ হবে না।  কারণ, দৈনন্দিন জীবনে যার যেটুকু প্রয়োজন, সেটুকু জেনে নেয়া ফরজ।



ইনা----20.04.2021::04.30  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামুআলাইকুম।মেয়েদের শ্বশুরবাড়ি থেকে যে গহনা দেয়া হয় তা তো বউ নিজের ইচ্ছামতো বিক্রি করতে পারেনা বা এমন কিছু পারেনা।কিন্তু ব্যবহার করতে পারে।তাহলে সেই গহনার মালিক কে?বা এই গহনার যাকাত কে দিবে।

উত্তর : এমতাবস্থায় যিনি বিক্রি করার অধিকার রাখেন, তিনি যাকাত দিবেন।



জাফর হাজারী----20.04.2021::04.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?

প্রশ্ন-বিস্তারিত:     একজন হিন্দু ভাইকে রক্ত দেয়া যাবে কি? যদি দেয়া যায় রোজা রেখে দেয়া যাবে কিনা?

উত্তর : হিন্দু মুসলমান কোনো কথা নয়। সবাইকেই দেওয়া যাবে।  তবে খেয়াল রাখতে হবে, রক্ত দেওয়ার পর যদি মাথা ঘুরানো বা অন্য কোন কারণে রোজা ভাংতে হয়, তাহলে যে ব্যাক্তি অধিক শক্তিশালী সে দিবে। আর যদি এমন হয়, আর কাউকে পাওয়া যাচ্ছে না, এবং রক্ত না হলে রোগীর জীবন বিপন্ন হতে পারে, এমতাবস্থায় রক্ত দেওয়া যাবে।



হাবিবুর রহমান----20.04.2021::06.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা তারাবি

প্রশ্ন-বিস্তারিত:     রোজা না রেখে তারাবি পড়া যাবে কি?

উত্তর : রোজা ফরজ, আর তারাবী সুন্নাত। আপনি তারাবী পড়বেন।



মিল্লাত ----20.04.2021::10.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অযু ভাংগা

প্রশ্ন-বিস্তারিত:     অযু করার পর সন্তান বুকের দুধ পান করলে কি অযু ভেঙে যাবে? 

উত্তর : না।



ভালো আলেম হওয়ার জন্য কি করতে হবে----20.04.2021::10.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আলেম

প্রশ্ন-বিস্তারিত:     আলেম

উত্তর : ভালো আলেম হওয়ার জন্য কুরআন হাদীসের গভীর অধ্যয়নের প্রয়োজন। আর সবচেয়ে/ বেশী প্রয়োজন আল্লাহকে ভয় করা । কারণ, ভালো আলেম এর প্রধান গুণই হচ্ছে, সে আল্লাহকে ভয় করে। যে কোন মূল্যের বিনিময়ে আল্লাহর বিধানের বিপরীত কাজ করেনা।



ওয়ালিউর ----21.04.2021::04.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     জুমার ফরজ নামাজের আখেরি বৈঠক পেয়েছি বাকিটা কিভাবে পরবো??? অনেক সময় ঈদের নামাজ এক রাকা'ত  পায় তারা কিভাবে পরবে? জানাবেন প্লিজ 

উত্তর : ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি  দাড়িয়ে যাবেন এবং  স্বাভাবিক  ভাবে দুই রাকাত নামাজ আদায় করবেন।



আল আমিন----21.04.2021::05.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অযু ভঙ্গ

প্রশ্ন-বিস্তারিত:     আমার প্রায় নামজের মধ্যে বায়ুর সমস্যায় থাকি। আমি তখন বায়ু ত্যাগ করি না আটকিয়ে রাখি এভাবে কি নামাজ হবে? আবার অনেক সময় অযুর মাঝখানে সময় বায়ু সমস্যা হয় তখন কি করব। আর নামাজ ছাড়াও মাঝে মাঝে ওজুর অলসতার কারণে বায়ু আটকিয়ে রাখি এ ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি।

উত্তর : প্রথমত: এ বিষয়টি একজন ভালো ডাক্তার দেখিয়ে ঔষধ খান। যদি এতে ভালো না হন, এবং এইটা আপনার রোগে পরিণত হয়ে থাকে, তাহলে এক অজুতে এক ওয়াক্তের নামাজ আদায় করবেন।  এর মাঝে বায়ু আসলেও পুনরায় অজু করতে হবে না। কিন্তু প্রতি ওয়াক্তের জন্য নতুন করে অজু করতে হবে।



মোঃ শাহিন----21.04.2021::04.58  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত প্রদান সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     অন্যের কাছে টাকা ধার দেওয়া থাকলেও কি সেই টাকার যাকাত দিতে হবে? 

উত্তর : জ্বি, যদি আপনি নিশ্চিত থাকেন টাকা আপনি পাবেন, তাহলে প্রতি বছরই যাকাত দিতে হবে। আর যদি নিশ্চয়তা না থাকে টাকা পাবেন কি পাবেন না, তাহলে শেষ যে বছর টাকা পাবেন, শুধু সেই বছরের যাকাত দিতে হবে।



Sabbir hossain----21.04.2021::09.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Sud

প্রশ্ন-বিস্তারিত:     sud kawa ki???

উত্তর : হারাম।



নুরুল হোছাইন ----21.04.2021::01.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আজান প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     নামাযের আজান আপ এ প্রবেশ না করলে বা অটোমেটিক আজান আসে না কেন?

উত্তর  : এ্যাপ আপডেট করে নিন। এরপর আপনার মোবাইলের ব্যাটারি অপশনে গিয়ে put apps to sleep তালিকা থেকে এই এ্যাপ রিমুভ করে দিন, এবং app that wont put to sleep  এ তালিকায় এই এ্যাপটি যুক্ত করে দিন।



মুহাম্মদ দিদারুল আলম ----21.04.2021::01.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবী কত রাকাআত?

প্রশ্ন-বিস্তারিত:     তারাবীর রাকাত ৮ না ২০

উত্তর : ২০ রাকাত। ৬৩ রাকতের কথাও আছে। ৬৩ রাকাতও পড়তে পারেন।



মো: সোহেল রানা ----21.04.2021::01.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত সম্পর্কিত

প্রশ্ন-বিস্তারিত:      প্রশ্ন:  ব্যবহৃত স্বর্ণ অলংকার এর ওপরে যাকাত ফরজ হবে কি?

উত্তর  : জ্বি যাকাত ফরজ। অনেক মহিলা সাহাবী নিজেদের ব্যবহৃত স্বর্ণ দিয়ে দিয়েছেন।



আবদুস সালাম আজাদ ----21.04.2021::01.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা

প্রশ্ন-বিস্তারিত:     সাহরি শেষ ঘুমানোর পারে স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা বা রোজার কোনো সমস্যা হবে কিনা? 

উত্তর : রোজা হবে, রোজার কোন সমস্যা হবে না।



Md Arif----21.04.2021::02.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ১ এ ৭০

প্রশ্ন-বিস্তারিত:     রমাদান মাসে ১টা গুনাহ করলে কি ৭০টা গুনাহ হবে?

উত্তর : এই হিসাবটা কি খুব দরকার ? একটা গুণাহ হলেই তার শাস্তি কি সহ্য করতে পারবেন ? মোমবাতির আগুণে নিজের আংগুল কয় মিনিট রাখতে পারবেন ?  জাহান্নামের আগুণ এর চেয়েও ভয়াবহ।



আবুল হোসেন ----21.04.2021::12.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা সম্পর্কে।

প্রশ্ন-বিস্তারিত:     রোজা রেখে মাথার চুলে  মেহেদি লাগানো যাবে কি না?

উত্তর : যাবে।



mekail hossain ----21.04.2021::05.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: wearing mask

প্রশ্ন-বিস্তারিত:     can wear mask in the time of sejdah? 

উত্তর : Yes you can



আসাদুল্লাহ ----21.04.2021::07.31  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুন্নত

প্রশ্ন-বিস্তারিত:     হাইয়ালাসলালা বললে দারানো কি??

উত্তর : ইক্বামতের শুরু থেকেই দাড়িয়ে যাওয়া উচিত এরপর কাতার ঠিক করার একটা ব্যাপার থাকে, দেখে শুনে কাতার ঠিক করা দরকার।



হাবিব উল্লাহ ----21.04.2021::07.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এশার সলাত প্রসঙ্গ

প্রশ্ন-বিস্তারিত:     এশার আজানের আগে এশার সালাত পড়া যাবে কিনা। যেমন আমি দোকানে কাজ করি কাজ শেষ  হয় প্রায়  রাত একটার সময়। দোকান খোলা হয় যখন এশার আজান হয়।তাই  আমি আগে পড়ে নিতে পারবো কিনা।জানতে চাই। 

উত্তর : যদি এশার ওয়াক্ত হয়ে গিয়ে থাকে তবে পড়ে নিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো এভাবে নিয়মিত জামায়াত ক্বাজা করা যাবেনা। ফরজ নামা জামায়াতের সাথে আদায় করা ওয়াজিব। তাই জামায়াতের সাথে নামাজ আদায় করার ব্যবস্থা করা দরকার ।



মোঃ মফিজুল ইসলাম ----21.04.2021::09.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  গায়েবানা জানাজা ও ফজরের সূননাত

প্রশ্ন-বিস্তারিত:     ১গায়েবানা জানাজার হাদীস খানা কোন কিতাবে কত নামবার হাদীস২ফজরের সূননাত নামাজ জামায়াত সেসে সূরজ ঊঠা আগে পরাজাবে কি

উত্তর : ১।  ভাই এইটা সার্চ এ্যাপ, হাদীস বিভাগে জানাজা বা জানাযা লিখে সার্চ দিন।  ২। না, সূর্যোদয়ের পরে পড়বেন।



মুহাম্মদ মইন উদ্দীন----21.04.2021::11.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মানবতার তরে ইসলাম

প্রশ্ন-বিস্তারিত:     মানবতার কল্যাণে কুরআন কি বলে? এই বিষয়ে আয়াত সমূহের একটা তালিকা চাই।

উত্তর : আসলে কুরআনের মূল বিষয়বস্তুই হচ্ছে মানুষ ও মানবতার কল্যাণ। কুরআনের প্রতিটি আয়াতই মানবতার কল্যাণের জন্য।  মানবতার কল্যাণের জন্য স্পেসিফিক যে কাজ গুলো, যেমন ক্ষুধার্তকে অন্ন দেওয়া, এতিমের ভরণ পোষণ, ইসলামী রাষ্টের দায় দায়িত্ব ইত্যাদি বিষয়গুলো কিভাবে কালেক্ট করবেন তার একটি নিয়ম তাফহীমুল কুরআনের ভূমিকায় বলা হয়েছে। এই এ্যাপের কুরআন অধ্যয়ন বিভাগে তাফহীমুল কুরআনের ভূমিকা ভালোভাবে পড়ুন। সেখানে কুরআনের একটি বিষয় সন্ধান করার নিয়মবলী বলা আছে।



nasimrana108@gmail.com----22.04.2021::04.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শাহাদাত

প্রশ্ন-বিস্তারিত:     শাহাদাত আংগুল উঠানোর দোয়া

উত্তর : এখানে অন্য কোন দোয়া নেই। আত্তাহিয়্যাতু পড়ার সময় যখন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করবেন তখন উঠাবেন। এবং এটুকু পাঠ শেষ হলে আংগুল নামিয়ে ফেলবেন।



রেজাউল করিম, ওমান----22.04.2021::05.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোহর

প্রশ্ন-বিস্তারিত:     বিবাহ বন্দবের সময় মোহর না দিতে পারলে, যদি ১০/১৫ বছর পরে দেয়, তাহলে নির্ধারিত মোহর দিতে হবে না পরিমানে বেড়ে যাবে?

উত্তর : বিবাহ বন্ধনের সময় দেওয়াই দরকার। যদি না পারেন তাহলে দুই এক বছরের মধ্যেই পরিশোধ করা উচিত। কোন নিয়ম ভংগ করে সেই নিয়মের আলোকে প্রশ্নের উত্তর জানতে চাওয়া উচিত নয়।  আপনি এত দেরী করে মোহর দিলে টাকার মূল্যমান কমে যাবে, এতে স্ত্রীকে ঠকানো হবে।  অতএব, ১৫ বছর পর টাকার মূল্যমান জেনে তখন দেওয়া উচিত। যেমন আপনি বাংলাদেশ ব্যাংকে জানবেন, ১৫ বছর আগের ১০০০ টাকা  বর্তমানের কত টাকার সমান, সেই অনুযায়ী আদায় করবেন।



মোঃ আমান উল্যাহ (আমান)----22.04.2021::04.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আলিফ লাম মীম

প্রশ্ন-বিস্তারিত:     আলিফ লাম মীমের অর্থ কোরআনে নাই কেন 

উত্তর : এটি একটি বাকরীতি।  কোন সাহাবী এমনকি ঐ সময়ে কুরআন বিরোধীরাও এর বিরুদ্ধে আপত্তি তুলেননি, এবং এ কারণে কেউ এর অর্থও জানতে চাননি। আর কুরআনে এর অর্থ নেই কারণ আলিফ লাম মীম এর অর্থ জানার সাথে কুরআনের বিধিবিধান পালনের কোন সম্পর্ক নেই।



Me. Manik Mondol----22.04.2021::08.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: sopno dos hole ke gosol cara ke namaj habe

প্রশ্ন-বিস্তারিত:     

উত্তর : জ্বি, ফরজ গোসল আদায় করে নামাজ পড়তে হবে।



মনজুর----22.04.2021::02.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: গোসল

প্রশ্ন-বিস্তারিত:     গোসলের ফরজ কয়টি ও কি কি?

উত্তর https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_3.html



Sakib----22.04.2021::03.00  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: sura

প্রশ্ন-বিস্তারিত:     আমি কিভাবে সকল সুরা একবারে ইন্টারনেট থেকে ডাউনলোড করব?

উত্তর : ভাই একটা একটা করে সুরা ডাউনলোড করতে হবে। প্রথম স্ক্রীণের তিলাওয়াত বিভাগ থেকে তিলাওয়াত ডাউনলোড বাটনে ক্লিক করার পর আগত স্ক্রীণ থেকে একটা একটা সুরার নামের উপর ক্লিক করে একটা একটা করে ডাউনলোড করে নিবেন।



Md Rahat----22.04.2021::03.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Jinah

প্রশ্ন-বিস্তারিত:     জিনা করলে যেসব শাস্তির কথা বলা হয়েছে,, যেমন ' দুনিয়াতে অভাবের সম্মুখিন হবে চেহারার নুর চলে যাবে,,,,  এগুলা কি তাওবা করার পর ও শাস্তি হবে

উত্তর : না।



মোঃ রমজান হোসেন ----22.04.2021::03.25  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিকাশ কোম্পানির ক্যাশব্যাক নেওয়া যাবে কিনা???

প্রশ্ন-বিস্তারিত:     বিকাশ কোম্পানি অনেক সময় গ্রাহকদের কে ক্যাশব্যাক সম্পর্কিত বিভিন্ন অফার দিয়ে থাকে,,যেমন ৫০ টাকা রিচার্জ করলে ৪৫ টাকা ক্যাশব্যাক,,,,তো আমি বলতে চাচ্ছি যে তাদের ক্যাশব্যাক গ্রহন করা যাবে কিনা?এবং গ্রহন করলে সেটা সুদ হবে কি না???

উত্তর : ক্যাশব্যাক গ্রহণ করা যাবে, এবং এটা সুদ হবেনা, বরং, এটা প্রমোশনাল গিফট। পন্য ক্রয়ের বা সেবা গ্রহণের বিপরীতে প্রমোশনার অফার গ্রহণ করা জায়েজ।



খন্দকার রাইয়ান আলম----22.04.2021::04.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নাপাকি সংক্রান্ত

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।সালাত আদায়ের সময় আমার লজ্জাস্থানে মনে হইসিলো কিছু হচ্ছিলো।।কিন্তু কুমন্ত্রণা মনে করে সালাত আদায় করে ফেলি এবং পরে দেখি যে লজ্জাস্থান থেকে প্রস্রাব বের হয়েছে।আমার প্রশ্ন হচ্ছে আমার সালাত কি হয়েছে নাকি পুনরায় দোহরিয়ে নিবো?আরেকটি প্রশ্ন হচ্ছে সালাত আদায় করার পর আমার মনে হচ্ছে আমি ঠিকভাবে সালাম ফিরাইনাই।দুইপাশে সালাম ফিরিয়েছি নিশ্চিত তারপরও সন্দেহ যাচ্ছেনা।বারবার ই এটা মাথায় ঘুরছে এমতাবস্থায় আমি সালাত টা পুনরায় পড়বো? 

উত্তর ১)  নামাজ পুনরায় পড়তে হবে।  ২) মূলনীতি হলো,  সন্দেহ কোন জিনিস সাব্যস্ত করে না। অতএব, এসব ওয়াস ওয়াসা মন থেকে দুর করে ফেলুন। নিশ্চিন্ত থাকুন।



কাউছার আহমেদ----22.04.2021::01.03  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআনে মোট কতটি ছিজদাহ আছে?

প্রশ্ন-বিস্তারিত:     আলহামদুলিল্লাহ বিগত দশ দিনের প্রচেষ্টায় এই অ্যাপের মাধ্যমে একটি খতম কমপ্লিট করি কিন্তু কিছু কিছু সূরা ও আয়াত এর সেষে যে সেজদা গুলি থাকে সেগুলো বুঝতে না পারায় আমি একটি সেজদা দিতে পারিনি তাই আমার প্রশ্নটা হল কোরআনে মোট কয়টি সিজদা আছে? এবং এখন আমি সব গুলো সেজদা দিয়ে দিলে হবে তো? 

উত্তর : আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ কবুল করুন।  কুরআনে ১৪ টি মতান্তরে ১৫ টি সুরা আছে। যে আয়াতে সিজদা আছে সেই আয়াতের উপরে নীল রংে লিখা আছে সিজদার আয়াত। যদি এমনটি না পেয়ে থাকেন, তবে এ্যাপ ডিলিট করে পুনরায় ইনষ্টল করে নিন। এখন যেহেতু আপনি একটি সিজদা দিতে পারেননি, সেহেতু একটা সিজদা দিয়ে নিলেই হবে ইনশাআল্লাহ।



মোঃ রুবেল রানা----22.04.2021::04.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মেয়েদের পিরিয়ড

প্রশ্ন-বিস্তারিত:     মেয়েদের পিরিয়ড কত দিন থাকে।বা পিরিয়ড যদি মনে হয় যে ৩/৪ দিন পর দেখা যায় আর রক্ত খনন হচ্ছে না তাহলে কি ৩/৪ দিন পর হইতে নামাজ বা রোজা রাখতে পারবে কি না দয়া করে জানাবেন?

উত্তর : এই মেয়াদ একেক জনের জন্য একেক রকম। যদি ৩/৪ দিন পর শেষ হয়ে যায়, তখন থেকেই গোসল করে নামাজ আদায় শুরু করতে হবে।



ayesha ----22.04.2021::05.56  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: amar bapare

প্রশ্ন-বিস্তারিত:     namaz porte na chawa rage jawa

উত্তর : প্রশ্নটি বুঝা গেলনা ভাই।



হাবিবুর রহমান----22.04.2021::07.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যুবক যুবতি বাবা মার থাকা

প্রশ্ন-বিস্তারিত:     যুবক ছেলের সঙ্গে এক বিছানায় দির্ঘদিন থাকা যাবে কি? অনুরূপ মা মেয়ে থাকতে পারবে কি?।প্রশ্ন হলো স্বামীর যদি  স্ত্রী কাছে যাওয়ার ইচ্ছা জাগে, অন্ধাকারে স্বামিকে না ধরে ছেলের গায়ে হাত দেয়। স্বামি স্ত্রীর কি হবে।

উত্তর : এখানে প্রথমেই মূলনীতি ভংগ করা হয়েছে। ছেলে বা মেয়ের  ১০ বছর হলেই তাদের বিছানা আলাদা করে দিতে হবে। কোন ক্রমেই এক বিছানায় রাখা যাবে না। উপরোক্ত ভুল যেহেতু অনিচ্ছাকৃত হয়েছে, তাই আল্লাহর কাছে তওবা করে গভীর অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। এবং অবশ্যই বিছানা আলাদা করে দিতে হবে।



রেজোয়ান ----22.04.2021::07.58  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মহিলাদের  মেনস্ সম্পর্কে।

প্রশ্ন-বিস্তারিত:     ১৫ দিন  আগে  মেনস্ হয়েছে ১৫ দিন  পরে আবার  মেনস্ হলো। এই অবস্থায় সে কি নামাজ  রোজা করতে  পারবে ? (তার ঠিক মতো মেনস্ হয় না )

উত্তর : না এই অবস্থায় নামাজ পড়বে না। যখন শেষ হবে, তখন গোসল করে নামাজ আদায় করবে। ঠিক মতো না হওয়ার একটা অর্থ এমন যে এটাই তার ক্ষেত্রে নিয়ম। তাই এই নিয়মই তার পালন করতে হবে। এ ব্যপারে একজন অভিজ্ঞ মহিলা ডাক্তারের সাথে পরমার্শ করতে হবে  এবং প্রয়োজনে চিকিৎসা নিতে হবে।



কাউছার আহমেদ----22.04.2021::05.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোরআনে মোট সেজদা সংখ্যা কত?

প্রশ্ন-বিস্তারিত:     বিগত দশ দিনে আল্লাহর রহমতে এই অ্যাপটির মাধ্যমে একটি কোরআন খতম দিয়েছি আলহামদুলিল্লাহ । কিন্তু কোরআনে সূরা ও আয়াত এর শেষ কিছু কিছু জায়গায় সেজদা দিতে হয়। সেই সেজদা গুলো আমি দিতে পারিনি কারণ সেজদার চিহ্ন গুলো আমি এই অ্যাপে ধরতে পারিনি। সেজদা গুলো কি আমি এখন দিতে পারবো কিনা আর কোরআনে মোট সেজদা সংখ্যা কত?

উত্তর : প্রতিটি সিজদার আয়াতেই নীল অক্ষরে লিখা আছে সিজদার আয়াত। এছাড়া এই এ্যাপের Quick অপশনেও সিজাদার আয়াতগুলো দেওয়া আছে। আপনি এ্যাপ ডিলিট করে নতুন করে ইনষ্টল করে নিন। এখন আপনি ১৪ টি বা ১৫ টি সিজদা দিয়ে নিতে পারেন।



ইমামতি করার সময় মুক্তাদি হঠাৎ অসুস্থ হলেকি ইমাম নামাজ চালিয়ে যাবেন?  ----22.04.2021::08.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: aflin1971@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     ইমামতি করার সময় মুক্তাদি হঠাৎ অসুস্থ হলেকি ইমাম নামাজ চালিয়ে যাবেন? 

উত্তর : ইমাম নামাজ চালিয়ে যাবেন। তবে আশে পাশের দুই তিন জন নামাজ ছেড়ে দিয়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন।



হাফিজুল ইসলাম----22.04.2021::10.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবি নামায কত রাকাত

প্রশ্ন-বিস্তারিত:     ২০ না ৮

উত্তর : ২০ রাকাত। ৬৩ রাকাত পর্যন্ত পড়া যায়।



সুরাজ সেখ----23.04.2021::06.26  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফজরের কেরাত কামন হবে।

প্রশ্ন-বিস্তারিত:     সূরা 17আয়াত78ফজরের বেশি করে কোরআন পড়া নামাজের খেতরে না বাইরে।

উত্তর : এটা নামাজের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ধরা যাবে।



মাযহারুল ইসলাম----23.04.2021::09.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  কোরআনের আয়াত সংক্রান্ত

প্রশ্ন-বিস্তারিত:     সমুদ্রের পানি গুলো যদি কালি বানানো হয় আর গাছগুলো যদি কলম বানানো হয় তবুও আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না , একটু কুরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতে আছে

উত্তর ১৮ নং সুরা আল কাহাফ এর ১০৯ নং আয়াত, ৩১ নং সুরা লুকমান এর ২৭ নং আয়াত।



দাইয়ান ----23.04.2021::11.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:      আসসালামু আলাইকুম। আমার প্রায়  65/70,000 হাজার টাকা এবং গহনা আছে যেগুলো  খুব বেশি না।আমার ব‍্যবহারের জন‍্য। জমানো যে টাকা গুলো আছে সেখানে  বেশির ভাগ টাকা আমার ছেলের গিফটের টাকা।ছোট বাচ্চা।এবং আমার  কিছু জমানো।এখন এই টাকা  দিয়ে প্রথম নিয়ত করেছিলাম বাড়ি কিনব কিন্তু এখন নিয়ত করেছি হজ্জ করব। কিন্তু আমার স্বামী  এ ব‍্যাপারে জানে না।আমার যাকাত দিতে হবে কিনা? জিনিসের ও যাকাত দিতে হবে কিনা? জিনিস  আমার  আর বাচ্চার মিলে এক ভরির কম হবে।  আসসালামুআলাইকুম

উত্তর : স্বর্ণ সাড়ে সাত ভরির কম হলে যাকাত আসবে না। যদিও কিছু মতভেদ আছে, তবে আমাদের মতে আপনার যাকাত হয়নি।



সাবিকুন্নাহার মিম----23.04.2021::11.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা রাখা

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম। ৩দিন ধরে আমার মধ্যে করোনার লক্ষন দেখতে পাচ্ছি ঠান্ডা ছাড়াই আমি ঘ্রাণ পাচ্ছি না।এখন এই অবস্থায় আমি রোজা না রাখলে কি কিছু হবে?

উত্তর : না রোজা ছেড়ে দিয়ে ঘরোয়া চিকিৎসা নিতে থাকুন। পরবর্তীতে সুস্থ হলে ছেড়ে দেওয়া  রোজা গুলো কাজা করে দিবেন।



বিবাহ ----23.04.2021::02.56  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বিবাহ

প্রশ্ন-বিস্তারিত:     বিবাহ কি ফরজ না সুননাহ 

উত্তর : যদি এমন হয়, বিবাহ না করলে সে হারামে লিপ্ত হয়ে পড়বে, তাহলে বিবাহ ফরজ। আর স্বাভাবিক ক্ষেত্রে বিবাহ সুন্নাত।



উমর ফারুক----23.04.2021::03.16  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাতের খাত।

প্রশ্ন-বিস্তারিত:     মেয়ের জামাই কে যাকাত দেয়া যাবে কি?

উত্তর : যাবে।



Zubaida Afrin ----23.04.2021::04.52  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা

প্রশ্ন-বিস্তারিত:     চতুর্থ রমজানে ওযু করার সময় কুলি করতে গিয়ে আমার খেয়াল না তাকায়  হঠাৎ কিছু পানি ঢুকে পরে  এতে আমার রোজা ভঙ্গ হবে??  আর পানিতে কিন্তু আমার অনিচ্ছায় ঢুকেছে ।  রোজা টা ভঙ্গ হবে তা আমি জানতে চাই?????    

উত্তর : আসলে মূল কথা হলো, কুলি করা অজুর জন্য জরুরী ফরজ নয়, বরং, রোজাটা ফরজ। তাই আলিমদের মতে কুলি করতে গিয়ে গলায় পানি ঢুকে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়।  এটা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যাই হোক। কোন ভাবেই গড় গড়া করা যাবে না। তাই, সাবধানতার জন্য, আপনার উচিত হবে, একটি রোজার কাজা আদায় করা ।



যাকাত----23.04.2021::05.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     যাকাতের টাকা একবারে না দিতে পারলে পরে দেওয়া যাবে কি?  

উত্তর : জ্বি কিস্তি করে দেওয়া যাবে।



তরিকুল----23.04.2021::05.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জমি বন্টন

প্রশ্ন-বিস্তারিত:     আমার পিতা মাতা জীবিত আছে ৷ আমি যে জমি পিতা থেকে পাব তা আমার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে কে দিব৷ তারা কে কি পরিমান পাবে৷ 

উত্তর : পিতা মাতা মৃত্যুর পর প্রশ্ন করবেন। জীবিত থাকাকালীন  এসব প্রশ্ন অন্যায় ।



Zubaida Afrin ----23.04.2021::07.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবি

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম।  সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত   হয়ে এ গরমে  শরীরের সামর্থ্য থাকে না.. তার কারণে  রাতে  তারাবির নামাজ  পড়তে পারিনা  .. কিন্তু চেষ্টা করি 8 রাকাত নামাজ পড়ার ।  কি কারণে যদি তারাবি নামাজ না পড়ি তাহলে সমস্যা হবে????  

উত্তর : না সমস্যা হবে না। চেষ্টা করবেন শেষ রাতে পড়তে শেষ রাতে ৮ রাকাত পড়ে নিলেও হবে। রোজা ফরজ, তারাবী সুন্নাত।



Mohammad Tahfizul Huda ----23.04.2021::07.44  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ঈমান, তাওহিদ ও রিসালাত

প্রশ্ন-বিস্তারিত:     ঈমান, তাওহিদ ও রিসালাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

উত্তর : এই এ্যাপের সাহিত্য বিভাগে এই নামের বই আছে, ডাউনলোড করে পড়ে নিন।



Zubaida Afrin ----23.04.2021::07.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জন্মদিন উপলক্ষে

প্রশ্ন-বিস্তারিত:     কারও জন্মদিন হিসেবে তার জন্য দু'রাকাত নফল নামাজ আদায় করা কি জায়েজ আছে??  বা জন্মদিন উপলক্ষে তার পছন্দনীয় খাবার রান্না করা অথবা কোন জিনিস  হাদিয়া হিসেবে তাকে দেওয়া জায়েজ আছে???? ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলো কি জায়েজ আছে???? 

উত্তর : এগুলো ব্যাক্তিগত ভাবে ঘরোয়া পরিবেশে করতে পারেন। কিন্তু এগুলোকে রসম বানিয়ে নেওয়া রেওয়াজ বানিয়ে নেওয়া যাবেনা।  যেমন আপনার দেখাদেখি অন্যরাও শুরু করলো। অতএব,  এগুলো না করাই উত্তম।



তানভীর ----23.04.2021::05.15  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফরজ গোসলের বিধান কি?

প্রশ্ন-বিস্তারিত:     জানতে  চাই

উত্তর : https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_3.html



মোঃ রফিকুল ইসলাম ----23.04.2021::11.04  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সদাকা

প্রশ্ন-বিস্তারিত:     আস্সালামু আলাইকুম। মসজিদের নামে  ওয়াক্ফ কৃত জমির আয় থেকে ইমাম -মুয়াজ্জিনের বেতন দেয়া যাবে কি না?

উত্তর : দেওয়া যাবে।



মোঃ শাহীন আলম----23.04.2021::11.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     স্ত্রী র সম্পদের যাকাত কাকে দিতে হবে, স্বামী না স্ত্রী কে??

উত্তর : স্ত্রীকেই দিতে হবে। তবে যদি স্বামী আদায় করে দেয়, তাতেও চলবে।



আবদুল জব্বার ----24.04.2021::12.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  তারাবির সালাত

প্রশ্ন-বিস্তারিত:     প্রশ্নের শিরোনাম:----”তারাবির সালাত ?”---পুর্নাঙ্গ প্রশ্ন:---রাসুল সঃ এর  জীবন এ তারাবির সালাত কয় রাকাআত  আদায় করেছেন?

উত্তর : তিনি তারাবী পড়েছিলেন বিতর সহ ২৩ রাকাত।



Md Hossain Ali----24.04.2021  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: দুনিয়া

প্রশ্ন-বিস্তারিত:     পূথীবি সূষ্টির দুনিয়া টার অবস্থা কেমন ছিলো

উত্তর :  পানি ছিল।



আব্দুর রাজ্জাক ----24.04.2021::10.42  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মাসআলা

প্রশ্ন-বিস্তারিত:     একটি জমি বন্ধক নিয়ে,সে জমি তে না গিয়ে সেটা আধি দেওয়া হয়েছে, এখন সে জমির ভাগের ফসল নেওয়া কি বন্ধকওয়ালা লোকের জন্য জায়েজ নাকি নাজায়েজ?

উত্তর : সম্পূর্ণ নাজায়েজ ।  উক্ত আধি ফসর জমির মূল মালিক পাবে। মূলনীতি হলো বন্ধকী জমি থেকে  বন্ধক গ্রহীতা কোন রকম সুবিধা গ্রহণ করতে পারবেনা, সেটা সুদ হবে। বন্ধকী জমি শুধুমাত্র টাকার একটা গ্যারান্টি, এর বেশী কিছু নয়।



আব্দুল্লাহ আল মামুন ----24.04.2021::02.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সাহু সেজদা

প্রশ্ন-বিস্তারিত:     নামাজে ভুলে লোকমা দিলেও কি সাহু সেজদা দিতে হবে 

উত্তর : না।



সিয়াম ----24.04.2021::02.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জায়েজ ও হারাম বিষয়ক

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমান প্রযুক্তির যুগে সোস্যাল মিডিয়ার মাধ্যমে দ্বীনের কাজ করতে দেখা যায়৷ এক্ষেত্রে অনেক ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরুপঃ ধরুন একটি ইসলামিক গ্রুপের নাম ছদ্মনাম "সত্যের দাওয়াত" এই গ্রুপের কাজ ইসলাম কে প্রচার ও প্রসার করা এবং বিভিন্ন সমস্যার ইসলামিক শরীয়া মোতাবেক সমাধান দেয়া। এই গ্রুপের ছেলে মেয়ে পৃথক মেসেঞ্জার গ্রুপ রয়েছে কিন্তু এডমিন যদি হয়ে থাকে কয়েকজন ছেলে৷ তবে কি ছেলে হয়েও মেয়েদের কাছে ইসলাম প্রচার করতে পারবে? অফিসিয়াল ফেসবুক আইডির মাধ্যমে মেয়েদের মেসেঞ্জার গ্রুপে এড থেকে তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে? এতে  পর্দার আইন লঙ্ঘন করা হবে না? এটা কি জায়েজ হবে? যদিও কেউ জানেনা এডমিন রা ছেলে নাকি মেয়ে। 

উত্তর : আসলে এই বিষয়ে অনুমতি এই জন্য দেওয়া যায়না যে, পদস্খলনের সমূহ সম্ভাবনা থাকে। যদি অনুমোদন দেওয়া হলো, এবং এই উসিলায় কোথাও পদস্খলন বা অনাকাংখিত কোন কিছু হয়, তাহলে অনুমতি দাতার উপরও বর্তায় (স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে)।  অতএব, যদি ছেলে না মেয়ে বুঝা না যায়, এবং ইসলামের যথাযথ নিয়ম মেনে প্রশ্নের উত্তর দেওয়া হয়, তাহলে জায়েজ । তবে, এক্ষেত্রে কোন অনাকাংখিত কিছুর জন্য উত্তর দাতাগণ দায়ি থাকবেন না।



মো: মুরাদ----24.04.2021::04.56  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: শরিয়া প্রশ্ন

প্রশ্ন-বিস্তারিত:     খাটের উপরে শোয়া অবস্থায় যদি, খাটের নিচে কেউ ফ্লোরের উপর কোরআন মাজীদ তেলাওয়াত করতে পারবে কি?

উত্তর : এগুলো আদব ও সম্মানের ব্যাপার । তাই, উচু স্থানেই কুরআন রেখে তিলাওয়াত করা উচিত।



মোঃ আব্দুস সাবুর----24.04.2021::05.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুদ সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     কোন সুদি ব্যাংকের লাভ গ্রহন করা এবং খাওয়া যাবে কি?

উত্তর : না।



মোঃ আব্দুস সাবুর----24.04.2021::05.47  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুদ সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:      --কোন সুদি ব্যাংকের লাভ গ্রহন করা এবং খাওয়া যাবে কি?

উত্তর : অবশ্যই না।



সোহেল----24.04.2021::07.01  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানাজার নামাজের নিয়ত বা দোয়া

প্রশ্ন-বিস্তারিত:     জানাজার নামাজের নিয়োত বা দোয়া।

উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_30.html



আব্দুল মোতালেব----24.04.2021::07.33  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুন্নত ও বেতের নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     ও বেতের নামাজ বাসায় একা একা পড়লে জোরে জোরে তেলাওয়াত করা যায় কি না ?

উত্তর : যাবে।



মোঃ রাজু আহমেদ----24.04.2021::07.42  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বসে নামায আদায় সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     যদি কোন ব্যক্তি সামনে কাতারের ডান দিকে বসে নামাজ আদায় করে তার ডান পাশে যদি অন্য কোন ব্যক্তি নামায আদায় করে তাহলে তার নামায হবে কি না অনেকে বলে তার নামায হবে না এটা কি সঠিক

উত্তর : দু:খিত আপনার প্রশ্নটি বুঝা গেলনা।



ওযু ছাড়া কি এপস এর কুরান পরা এবং ধরা যাবে----24.04.2021::09.09  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ওযু ছাড়া কি এপস এর কুরান পরা এবং ধরা যাবে

প্রশ্ন-বিস্তারিত:      

উত্তর : জি পড়া যাবে, ধরাও যাবে।



শফিকুল ইসলাম----24.04.2021::09.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জানাযার নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     জানাযার নামাজের পর লাশ কাধে নিয়ে চল্লিশ কদম হাটা কি শরিয়ত সম্মত?

উত্তর : না।



মোঃ শোয়াইব ইসলাম----24.04.2021::09.58  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তামাক পাতা

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামে তামাক পাতা খাওয়ার হুকুম কি?

উত্তর : বেশির ভাগ আলেমের মতে মাকরূহ। কোন কোন আলেমের মতে হারাম।



আরিফ----25.04.2021::01.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     গৃহ পালিত পশুর উপর যাকাতের নিয়ম কি? যদি নিসাব সমপরিমাণ  টাকা দিয়ে ভূমি বন্ধক রাখা হয় তাহলে ঔই টাকার উপর কি যাকাত দিতে হবে?

উত্তর : ১)  এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, যা এখানে সম্ভব নয়। যাকাত সংক্রান্ত একটি বই পড়ুন। ২)  জ্বি ঐ টাকার যাকাত দেওয়া লাগবে। এবং বন্ধকী জমি থেকে বন্ধক গ্রহীতা কোন রূপ ‍সুবিধা নিতে পারবেনা।



Mohammad Ferdous Hasan----25.04.2021::05.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পিতার চরিত্র খারাপ হলে সন্তানের করনীয় কি?

প্রশ্ন-বিস্তারিত:     আমার বাবা পূর্বে একজন গরুর ব্যবসায়ী ছিল শিক্ষিত না হওয়াই হালাল হারাম ঠিক বুঝে নাই?হালাল কিছু ইনকামের চেষ্টা করে না, শুদের টাকা নিতে থাকে, তা আমার উপর ছাপিয়ে দেয় আমার কখাও শোনেনা নামাজ রোজাও ঠিক মতো করেনা মায়ের উপর অত্যাচার করে সমাজের বড় জনদের বিচারও মানে না,এমন কি আমাদের বাড়ীর তলাটা পর্যন্ত (সন্তান হয়েও)কিনে নিয়ে থাকতে হচ্ছে এমত অবস্থায় সন্তানের করনীয় কি? 

উত্তর : কিছুই করনীয় নেই।  বাবাকে সুন্দর ভাষায় বুঝাবেন। সুন্দর ভাষায় বুঝানে একদিন দুইদিন তিনদিন কাজ হবে। কাজ না হলে নাই। আপনার মতো আপনি চলবেন।  আর আপনি  সন্তান হয়ে কিনতে গেলেন কেন? অন্য কোথাও কিনতেন ।



মো:ইউনুছ আলী----25.04.2021::07.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলাম অর্থ  কি

প্রশ্ন-বিস্তারিত:     ইসলাম অর্থ  সম্পর্কে জানতে চাই।

উত্তর : ইসলাম অর্থ মহান আল্লাহর নিকট আত্মসমর্পন করা। এ প্রশ্নের উত্তর গুলো আগে দেওয়া হয়েছে। প্রশ্ন করার পূর্বে প্রশ্নগুলো পড়বেন।



মোহাম্মদ আব্দুল্লাহ ----25.04.2021::10.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: চরিত্র

প্রশ্ন-বিস্তারিত:     (১) একজন চরিত্রহীন ব্যাক্তি কি চরিত্রবান হতে পারবে ?? একজন ব্যাক্তি অনেক পাপ কাজ করেছে , যেমন : সে ব্যাক্তি অনেক  যেনা  ( পুরুষদের সাথ ) করেছে । এছাড়াও শরীয়তের সকল আহকাম লঙ্ঘন করেছে , এবং ব্যাপক পর্ণগ্রাফি দেখেছে । এখন সে এই সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে , আল্লাহর কাছে তওবা করেছেন ।

উত্তর : জ্বি তিনি তওবা করে ঐসব জিনিস থেকে ফিরে থাকলে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলে আল্লাহ ক্ষমা করবেন।



মোহাম্মদ আব্দুল্লাহ ----25.04.2021::12.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পর্ণগ্রাফি ও হস্তমৈুনের আসক্তি

প্রশ্ন-বিস্তারিত:     একজন ব্যাক্তি চরম ভাবে পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে পড়েছেন। তিনি এর কবল থেকে নিজেকে কোনোভাবেই মুক্ত করতে পারছেন না। তিনি গুগল এ পর্ণগ্রাফি সম্পর্কে অনেক কিছু জেনেছেন ,অনেক ওয়াজ নছীহত শুনেছেন ফলে তিনি এগুলো থেকে নিজেকে বিরত রাখেন এবং বার বার তওবা করার পরও তিনি আবার পর্ণগ্রাফি দেখেন আর হস্তমৈথূন করেন । তিনি এখন এর কবল থেকে রক্ষা পেতে চান কিন্তু পারছে না তিনি এখন কি করবেন ?? তিনি আসক্তি চরম মাত্রায় পৌঁছেছেন ।

উত্তর : এর একটা পদ্ধতি হলো  তওবা করতে থাকতে হবে। আর প্রথমবার তওবার সাথে সাথে ৫০ টাকা মসজিদে দান করে আসবেন। এরপর আবার করে ফেললে  এবার ১০০ টাকা দিবেন এবং তওবা করবেন।  এরপর আবার হয়ে গেলে ২০০ টাকা দিবেন এবং তওবা করবেন। এভাবে প্রতিবার গুণাহ হয়ে গেলে টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। আশা করা যায় এ পদ্ধতি অবলম্বন করলে পাপ পথ থেকে ফিরে আসতে পারবেন।



আবু ইউসুফ----25.04.2021::12.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আরবিতে সাত সালাম

প্রশ্ন-বিস্তারিত:     তেলাওয়াত

উত্তর: এই এ্যাপের প্রথম স্ক্রীণের নিচের দিকে  Quick অপশন দেখুন।



মোঃ ইমরান হোসেন----25.04.2021::02.25  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বাড়িতে ফরজ সালাত আদায় করা কি জায়েজ আছে

প্রশ্ন-বিস্তারিত:     বাড়ির পাসে মসজিদ থাকা অবস্থায় নিজ ঘরে নামাজ পড়া জাবে কি

উত্তর : না জামায়াতের সাথে ফরজ নামাজ পড়া ওয়াজিব। তবে বিশেষ কারণ বশত বা অসুস্থতা বশত মাঝে মধ্যে ঘরে পড়া যাবে।



বেতেরের নামাজ কত রাকাত তা দলীল সহ বলেন----25.04.2021::03.44  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বেতেরের নামাজ কত রাকাত তা দলীল সহ বলেন

প্রশ্ন-বিস্তারিত:     

উত্তর https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_57.html



মাহিন----25.04.2021::04.03  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এপস সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     এপসের তাফসীরের যে pdf দেওয়া আছে এগুলো পরতে পারছিনা

উত্তর : আপনার মোবাইলে প্লে স্টোর থেকে এমএস অফিস এ্যাপটি ইনষ্টল করে নিন।



ইস্রাফিল আকবর----25.04.2021::01.46  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আলহামদুলিল্লাহ

প্রশ্ন-বিস্তারিত:     আলহামদুলিল্লাহ এর অর্থ জানতে চেয়েছি

উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহর ।



মাসুদ----25.04.2021::05.56  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা বিষয়ক

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমানে প্রচন্ড গরম। ধান মারায়ের সময়। রোজা রেখে ধান মারায় করা প্রচন্ড কষ্ঠ সাধ‍্য। অনেকেই অসুস্থ হয়ে  পড়ছে। এমতাবস্থায়  রোজা না রেখে পড়ে কা জা আদায় করা যাবে কি?

উত্তর : ধান মারায় রাতে করতে হবে।



মোঃহাসান----25.04.2021::07.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা রাখার পর হঠাৎ করে প্রস্বাব করার সয়ম বিজ্র বের হরে কি রোজা বেঙ্গে যাবে  কি ?

প্রশ্ন-বিস্তারিত:     রোজা রাখার পর হঠাৎ করে প্রস্বাব করার সয়ম বিজ্র বের হরে কি রোজা বেঙ্গে যাবে  কি ?

উত্তর : না ।



মো আসাদুজ্জামান ----26.04.2021::12.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফিতরা

প্রশ্ন-বিস্তারিত:     একই সংসারে থেকে সামর্থবান ছোট ভাইয়ের ফিতরা বড় ভাই আদায় করতে পারবে কি না

উত্তর : পারবেন।



Maksud Elahy----26.04.2021::04.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আল্লাহ্‌ তায়ালার আকার/ আকৃতি?

প্রশ্ন-বিস্তারিত:     অনেকে বলেন আল্লাহ তায়ালার কোন আকার নেই।  তিনি নিরাকার। আবার অনেকেই বলেন উনার আকার আছে।  কোন টি সঠিক?

উত্তর : জ্বি উনার জন্য যে ধরণের আকার প্রযোজ্য  এবং সম্মানের সেই ধরণের আকার উনার আছে। তবে আপনি কোন সামঞ্জস্য কল্পনাই করতে পারবেন না।  এ জন্য নিরাকার বলা হয় এই অর্থে।  মূলত: কোন কিছুই তার মত নয় , বা তার কোন তুলনা হতে পারেনা।  (সুরা ইখলাস)।  অতএব, তার আকার আপনার কল্পনার বাইরে, এই জন্যই নিরাকার বলা হয়।  নিরাকার এর অর্থ এখানে আকার নেই, এটা নয়, বরং, নিরাকার এর অর্থ হলো তার আকার তিনি নিজেই জানেন এবং তার আকারের কোন তুলনা নেই, কোন সামঞ্জস্য নেই।



মো: সোহেল রানা ----26.04.2021::09.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     প্রশ্ন: উদাহরণ স্বরূপ নিসাব পরিমাণ সম্পদ(1 লক্ষ টাকা) আমার কাছে 1 বছর গচ্ছিত রাখা আছে এবং গত 3/2/1 মাস আগের আরো 50 হাজার টাকা আছে। আমার প্রশ্ন এই 50 হাজার টাকার যাকাত হবে কি? 

উত্তর : মূলনীতি হলো পরবর্তীতে যে সম্পদ যুক্ত হয়েছে সেই সম্পদ সহই যাকাত আদায় করতে হবে।  যেমন আপনার  প্রশ্নের ক্ষেত্রে ১৫০০০০ টাকার যাকাত আদায় করতে হবে। (নিসাব হওয়া শর্ত, যেমন ঋণ যদি থঅকে ১৪০,০০০ টাকা তাইলে তো আর নিসাব হবে না। )



বিজয়----26.04.2021::09.23  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইতিহাস

প্রশ্ন-বিস্তারিত:     কাবা শরিফ কে বানান 🕋

উত্তর : হযরত আদম আ:



মোঃ রুবেল----26.04.2021::11.01  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জ্বিন আসরের কবল থেকে রক্ষা পেতে দোয়া

প্রশ্ন-বিস্তারিত:     জ্বিন আসরের কবল থেকে রক্ষা পেতে দোয়া

উত্তর : সুরা ইখলাছ, সুরা ফালাক্ব, সুরা নাছ ও আয়াতুল কুরছী, তিনবার করে পড়ে হাতে ফু দিয়ে সারা শরীর মুছে ফেলতে হবে, পানিতে দম করে পানি খাবে ও উক্ত পানি দ্বারা গোসল করবে।  এ ছাড়াও যারা জ্বিন ছাড়াতে অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করতে হবে।



khalid----26.04.2021::12.20  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: mosthab

প্রশ্ন-বিস্তারিত:     mostahb mane ki

উত্তর : এর অর্থ সুন্দর। করলে নেকী আছে না করলে গুণাহ নাই। শরীয়তে মুস্তাহাবের পজিশন হলো সুন্নাতে গাইরে মুয়াক্বাদাহ।



মোহাম্মদ আব্দুল্লাহ ----26.04.2021::01.04  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: উত্তর

প্রশ্ন-বিস্তারিত:     আমার প্রশ্নের উত্তর পাই নাই

উত্তর :  প্রশ্নটি আবার পাঠান। উত্তর দেওয়া মত হলে উত্তর পাবেন ইনশাআল্লাহ।



এম.এস. আই. আনোয়ার----26.04.2021::03.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মুসলিম শরীফ এবংমিশকাত শরীফ সম্পর্কে:-

প্রশ্ন-বিস্তারিত:     এই আ্যাপের মধ্যে "আল হাদীস" যেটা আছে ঐখানে মুসলিম শরীফের হাদীসের নাম্বাগুলো মিলাতে পরিনা।অর্থাৎ এখনত প্রায় বইয়ের মধ্যে দলিল থাকে অমুক কিতাবের এত নাম্বার হাদীস।কিন্তু ঐ দলিলের সাথে এই আ্যাপের মুসলিম শরীফের সাথে মিলাতে পারিনা।এখনকি এটা দলিল ভূল নাকি এই আ্যাপের মুসলীমের হাদীস নাম্বার ঠিক নাই।মিশকাত শরীফের মোট হাদীস সংখ্যা কত?

উত্তর : হাদীসের নাম্বারের ক্ষেত্রে একেক প্রকাশনীর একেক রকম হয়েছে। আমরা এ বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরো ব্যাপক কাজ করবো ইনশাআল্লাহ।



Muntasir Chowdhury ----26.04.2021::04.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইবাদত

প্রশ্ন-বিস্তারিত:     ইবাদত সম্পর্কে জানা 

উত্তর : আল্লাহর হুকুম অনুযায়ী জীবনের ২৪ ঘন্টা পরিচালনা করাই ইবাদত।



এস রহমান----26.04.2021::07.21  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:

প্রশ্ন-বিস্তারিত:     নিজের (আপন) ভাই বোন যদি গরিব  হয়, তাহলে তাকে যাকাতের টাকা দেয়া যাবে কি না?  

উত্তর : দেয়া যাবে।



Md.Saiful islam----26.04.2021::07.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা

প্রশ্ন-বিস্তারিত:     রোজা থাকলে লালা গিলতে পারবে কিনা৷

উত্তর : গিলতে পারবে। তবে এই অভ্যাস না করাই উত্তম।



সাইফুল ইসলাম----26.04.2021::07.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজার বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     রোজা থাকা অবস্থায় লালা গিলে ফেললে রোজা হবে কিনা৷

উত্তর : রোজা হবে।



মোঃ জাকির হোসেন----26.04.2021  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলাম

প্রশ্ন-বিস্তারিত:     রাসুলুল্লাহ  সাঃ বাস্তব  জিবনে যেভাবে দাওয়াতি কাজ করেছেন তার উদাহরণ  জানতে চাই

উত্তর: এই এ্যাপের তাফসীর পড়তে থাকুন।



Mominul Islam----26.04.2021  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: islammominul919@gmail.com

প্রশ্ন-বিস্তারিত:     কুরআন মাজিদ এর আয়াত সংখ্যা কত

উত্তর 6236



আশরাফ----26.04.2021::10.17  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সমকামিতা

প্রশ্ন-বিস্তারিত:     পুরুষে পুরুষে আদর বা কিচ করা যাবে কিনা,মিলন না করে এমনে আদর করলে কি সমকামিতা হয়ে যাবে?

উত্তর: জ্বি অবশ্যই সমকামীতা হবে।



munni----27.04.2021::03.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: quran kotom

প্রশ্ন-বিস্তারিত:     kivabe quran kotom adai korte hoy

উত্তর : কুরআন খতম করবেন আরবী ও অর্থ অনুবাদ পড়া  সহকারে, কুরআনের অর্থ বুঝা ফরজ।



Afifa Jerin Salma----27.04.2021::02.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: islam

প্রশ্ন-বিস্তারিত:     what's the meaning of islam? please tell me details..

উত্তর : Islam means surrounded to Allah. Obey Allah in your 24 hours lifetime.



আকরাম----27.04.2021::10.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বনী ইসরায়িল সুরার নামকরন।

প্রশ্ন-বিস্তারিত:     এই সুরার নাম অনেকে ইসরা বলে এটা কি ঠিক? 

উত্তর : জ্বি ঠিক।



মোঃ কাবের আলী ----28.04.2021::03.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোবাইলে এ্যড দেখে অর্থ আয়।

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমানে অনলাইনে একধরণের কোম্পানি বেরিয়েছে যারা টাকার বিনিময়ে লোকজনকে আই ডি খোলায় আর আইডি ধারি লোকজন মোবাইলে এ্যড দেখলে কোম্পানি ঐসব লোকজনকে টাকা দেয়। এই আয়ের বৈধতা সম্পর্কে জানতে চাই। 

উত্তর : অবৈধ এবং হারাম।



মনজুর আহমাদ ----28.04.2021::05.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অমুসলিমদের ফিতরার অর্থ দেয়া যাবে কিনা?

প্রশ্ন-বিস্তারিত:     আমার এমন কোন মুসলিম প্রতিবেশি বা কেউ নেই যে, ফিতরার অর্থ প্রদান করবো। এমতাবস্থায় ফিতরার অর্থ অমুসলিমদের দেয়া যাবে কিনা?প্রবাসে থাকাকালীন ফিতরার অর্থ কি দেশে আদায় করা যাবে?

উত্তর : দেশে আদায় করা যাবে।



মোঃ নোমান ----28.04.2021::02.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জাকাত

প্রশ্ন-বিস্তারিত:     জাকাত কাকে দেওয়া যাবে? ভাই বোন শশুর শাশুড়ি খালা মামা কে জাকাত দেওয়া যাবে?

উত্তর: আপনি যাদের কথা উল্লেখ করেছেন, সবাইকেই যাকাত দেওয়া যাবে।  মূলনীতি হলো: পুত্র, পুত্রের পুত্র, এভাবে যত নিচে যাবে, অথবা পিতা, দাদা , দাদার পিতা এভাবে যত উপরে যাবে, তাদেরকে যাকাতা দেওয়া যাবেনা।



মোঃ ইমরান ----28.04.2021::02.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: অজু

প্রশ্ন-বিস্তারিত:     অজু ছারা কোরআন পড়া যাবে কি? 

উত্তর : যাবে।



কামরুল হাসান ----28.04.2021::01.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামী আন্দোলন

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামী আন্দোলন করা কি ফরজ 

উত্তর: ইসলামী আন্দোলন একটি পরিভাষা।  আসলে মূল বিষয়টি হলো  জিহাদ। জিহাদ সর্বাবস্থায় ফরজ। তবে জিহাদের চূড়ান্ত রূপ অস্ত্র ধারণ বা সশস্ত্র যুদ্ধ - সেটার বিশেষ সময় ও প্রেক্ষাপট রয়েছে।



সুমনা----29.04.2021  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বাচ্চার মা কি রোজা রাখতে পারেন এবং না রকলে কোন সমস্যা হবে কী?

প্রশ্ন-বিস্তারিত:     বাচ্চার মা কি রোজা রাখতে পারেন এবং না রকলে কোন সমস্যা হবে কী? 

উত্তর : যদি এমন হয়, বাচ্চা বুকের দুধ ছাড়া কিছু খায়না, মা যদি রোজা রাখে দুধ শুকিয়ে গেলে বাচ্চার জীবন হানির আশংকা দেখা দেবে, এমতাবস্থায় মা রোজা ছেড়ে দিবে। পরবর্তীতে  ছেড়ে দেওয়া রোজা গুলো রেখে দিবে।



ইব্রাহিম----29.04.2021::08.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জিহাদ

প্রশ্ন-বিস্তারিত:     কাদের বিরুদ্ধে জিহাদ করা জায়েয ?

উত্তর : হযরত আবু বকর রা:  এমন একটি গোত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, যারা মুসলমান ছিল, তাদের কথা ছিল তারা  নামাজ রোজা হজ্ব সবকিছু পালন করবে, কিন্তু শুধুমাত্র যাকাত দিতে অস্বীকার করেছিল। হযরত আবু বকর রা: বলেন, তারা যদি উটের একটি দড়িও যাকাত হিসেবে দিতে অস্বীকার করে তাবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হবে।  রাসুল সা: বুখারীর ২৫ নং  হাদীসে বলেছেন, আমি লোকদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি শুধু তারা ছাড়া যারা আল্লাহকে এক  ও  আমাকে রাসুল বলে মেনে নিবে, সালাত ক্বায়েম করবে, ও যাকাত দিবে। এখানেও যাকাতের কথা এসেছে। মূল কথা হচ্ছে, যেসব কাফেররা ইসলামের পথে বাধা দেয় তাদের বিরুদ্ধে তো জিহাদ করতেই হবে, উপরন্তু কোন মুসলমানও যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে জমীনে বিশৃংখলা সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধেও জিহাদ ফরজ।



সোহেল ----29.04.2021::09.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাহাজ্জুদ নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     তাহাজ্জুদ 

উত্তর : মধ্যরাত থেকে শুরু করে সুবহে সাদিক এর পূর্ব পর্যন্ত যে নফল/সুন্নাত নামাজ আদায় করা হয়।



এড আবদুল লতিফ----29.04.2021::10.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ভুল সংশোধন

প্রশ্ন-বিস্তারিত:     তাফহিমুল কুরআনের কুরানের সুরা সাবার ২৬ নং আয়াতে বলো, আমাদের রব হবে, এখানে আছে আমাদের বর,প্লিস টিক করুন না হয় যথাযথ ব্যবস্তা নিন,

উত্তর : জাজাকুমুল্লাহ, ঠিক করে দিয়েছি ভাই, আগামী আপডেট এর পরে এ্যাপ ডিলিট করে আবার ইনষ্টল করে নিবেন, সঠিকটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।



মোঃ সহিদুল ইসলাম ----29.04.2021::01.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সুরা আরাফ

প্রশ্ন-বিস্তারিত:     হাফেজী কুরআনে সুরা আরাফ দেখায় না। এছাড়াও কোথাও কোথাও কোন শব্দ বাদ পড়েছে এমন। তাই দ্রুত সংশোধন করা দরকার। 

উত্তর : ভাই আমার মোবাইলে তো দেখায় আলহামদুলিল্লাহ। (মোবাইল পরিবর্তন করে দেখেন।) কোন সুরার কত নাম্বার আয়াতের কোন শব্দ বাদ পড়েছে, তা উল্লেখ করে বলে সংশোধান করা হবে ইনশাআল্লাহ।



Ziaur rahman----29.04.2021::01.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সংগঠন

প্রশ্ন-বিস্তারিত:     রব শব্দের অর্থ সংগঠন কিভাবে হতে পারে?

উত্তর : কোথায় দেখেছেন? আমাদের এ ব্যাপারে জানা নেই।



সেখ মোরসেলিম হক----29.04.2021::01.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কবিরা গুনাহার লিষ্ট

প্রশ্ন-বিস্তারিত:     ১০১টি

উত্তর : এই এ্যাপের সাহিত্য বিভাগে কবিরা গুণাহ নামে একটি বই আছে। ডাউনলোড করে পড়ে ফেলুন।



মাহমুদ হোসেন নামের অর্থ কি----29.04.2021::02.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নাম

প্রশ্ন-বিস্তারিত:     মাহমুদ হোসেন নামের অর্থ কি

উত্তর : ভাই, নামের অর্থ এখানে দেওয়া হয় না।



মোঃ হাবিব ----29.04.2021::04.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত ফান্ডের টাকা

প্রশ্ন-বিস্তারিত:     পানির নলকূপ স্থাপন করে দেওয়া যাবে 

উত্তর : না।



নুরুল হোছাইন ----29.04.2021::05.37  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: আজান প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     আজান বন্ধ করবো কিভাবে?

উত্তর : এ্যাপ আনইনষ্টল করে পুনরায় ইনষ্টল করে নিন।



হোছাইন,চকবাজার। ----29.04.2021::08.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: "জুতা বদল"

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম, ইফতার মাহফিল থেকে বাহিরে এসে দেখি আমার সেন্ডেলগুলা নেই খুব সম্ভব চুরি নয় ভুলে কেউ নিয়ে গেছে আমি নিরুপায় হয়ে অন্য জনের একজোড়া সেন্ডল নিয়ে এসেছি একাজটার ন্যায় সংগত সামাধান জানালে খুশি হবো

উত্তর : মসজিদে এলান করে যার জুতা নিয়ে এসেছেন তাকে ফেরত দেওয়া তার কাছে পৌছে দেওয়া আপনার কর্তব্য।



ফারিয়া ----29.04.2021::09.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পোস্ট

প্রশ্ন-বিস্তারিত:     আপনাদের এই এ্যাপসে আগে ধারাবাহিকভাবে সুন্দর করে বিভিন্ন উপকারী পোস্ট দেওয়া ছিল জান্নাত, জাহান্নামের বর্ননা, বিভিন্ন দোয়া ছিলো কিন্তু সেই গুলো এখন আর পাচ্ছি না, কিভাবে আবার পেতে পারি? 

উত্তর : স্ক্রল করে একেবারে নিচের দিকে যান। পুরোনো পোষ্ট দেওয়া হয়েছে। এ্যাপ আপডেট করে নিন।  পোষ্ট এর ডাটাবেজ চেঞ্জ করা হয়েছে। এ্যাপ আপডেট না করলে পুরোনো পোষ্ট পাবেন না।



মুহাম্মদ উল্লাহ আবুধাবি হইতে----29.04.2021::07.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযার মাসায়েল

প্রশ্ন-বিস্তারিত:     একটি ফরয রোযার ফিদয়া কত টাকা দিলে আদায় হবে

উত্তর : কমপক্ষে ৭০ টাকা। বেশীও দিতে পারেন।



মহিউদ্দিন ----29.04.2021::10.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাতের খাত কয়টি

প্রশ্ন-বিস্তারিত:     যাকাত সম্পর্কে 

উত্তর : এই এ্যাপ থেকে ৯ নং সুরা তওবার ৬০ নং আয়াতের টিকাগুলো দেখুন।



IsmaiL----30.04.2021::02.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: খারাপ চিন্তা কিভাবে দূর করা যায় ?

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম ভাই অনেক দিন ধরে লক্ষ করতাছি আমার মনে বেশি বেশি খারাপ চিন্তা আসে আল্লাহ তায়ালা বেপারে এতো খারাপ যা বলার বাইরে ভাই এক আল্লাহ তায়ালার কসম আমি এগুলো মনে আনতেই চাই না এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বিভিন্ন বই পড়ি আমার অবস্থা এমন হয়েছে যে আমি যত  বেশি আল্লাহ তাআলার দিকে ঝুঁকি তত বেশি অশ্লীল চিন্তা ভাবনা আসে এগুলো মনে আসলে যেন আমার উপর আসমান ভেঙে পড়ে এতো কষ্ট লাগে এমন কি আমি মাঝে মাঝে কান্না করতে করতে পাগল এর মত লাগে নিজের কাছেকিভাবে এ থেকে মুক্তি পাবো প্লিজ বলবেন

উত্তর : হুওয়াল আউয়ালু ওয়াল আ-খিরু  : এই দোয়াটা বেশী বেশী পড়ুন।  এছাড়াও এই এ্যাপের কুরআন, অনুবাদ, তাফসীর মনযোগ দিয়ে পড়ুন। বিশেষ করে কুরআনের ২৯ ও ৩০ পারার সুরাগুলোর অনুবাদ ও  তাফসীর পাঠ করুন।



এস আহমদ ----30.04.2021::03.03  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     এই মুহুর্তে আমার বেতনের ব্যাংক হিসাব থেকে ব্যাংক ঋণ আছে প্রায় ১লক্ষ টাকা যেখানে প্রতিমাসে আমার বেতন থেকে ৭৬৫০/-সাত হাজার ছয়শ পঞ্চাশ টাকা করে কেটে রাখে। অন্যদিকে ইসলামী ব্যাংকে এম এস এস একাউন্টে চারহাজার টাকা করে জমা করে (গত চার বছরে এবং চলমান) বর্তমান ব্যালেন্স ১৯২০০০/-এক লক্ষ বিরানব্বই হাজার টাকা সর্বশেষ কিস্তি নিয়ে জমা। এমতাবস্থায় রমজানে জাকাত হিসেব করে দিতে চাইলে আমার কতটাকা যাকাত আসবে? অনুগ্রহ করে জানালে উপকৃত হব।মেইল আইডি:sasbd2002@gmail.com

উত্তর : সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ নিসাব ধরলে আপনার যাকাত আসেনা।



Md Jabir bin islam ----30.04.2021::03.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযার না রাখার বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     কোনো ব্যক্তি যদি রোযা না রেখে আল্লাহর হক নষ্ট করে থাকে এবং যাকাত না দিয়ে আল্লাহর হক এর পাশাপাশি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে এখন তার করণীয় কি?

উত্তর : সে রোযা গুলোর জন্য ক্বাজা আদায় করবে, কাফফারা দিবে । এবং বান্দাহর যে হক নষ্ট করেছে, সেই হক ফিরিয়ে দিবে, অর্থাৎ, যাকাতগুলো দিয়ে দিবে।



নাফিস আহ্মেদ জিহাদ----30.04.2021::05.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: প্রেম

প্রশ্ন-বিস্তারিত:     ইউসুফ (আঃ) ও জুলেখার কি প্রেম ছিলো? তাদের কি বিয়ে হয়েছিলো ? কুরানের আয়াত দারা দলিল চাই

উত্তর : নাঊজুবিল্লাহ।  এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং, জুলায়খা তার কুপ্রবৃত্তি চরিতার্থ করতে চেয়েছিল ইউসুফ আ: এর মাধ্যমে। কিন্তু ইউসুফ আ: আল্লাহর মেহেরবানীতে নিজেকে পুত:পবিত্র রাখেন। যে মহিলার কু-চরিত্র একজন নবীর নিজ অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, তাকে একজন নবী কিভাবে বিবাহ করেন?  বরং, যারা এগুলো বলে তাদের কাছে কুরআনের দলিল চাইবেন।  বিশেষ করে আপনারা তো আসলে এই এ্যাপের  তাফসীর পড়েন না, শুধু প্রশ্ন করেন। এই এ্যাপের সুরা ইউসুফ এর তাফসীর (অনুবাদ ও টিকাগুলো) পড়ুন। তবে আর প্রশ্ন করতে হবে না।



মতিন----30.04.2021::07.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মদ জুয়া সম্পর্কে আয়াত

প্রশ্ন-বিস্তারিত:     মদ নিষেদ করা

উত্তর : আল-বাকারা, আয়াত ২১৯,  আন-নিসা, আয়াত ৪৩,  আল-মায়িদাহ, আয়াত ৯০, ৯১



মতিন----30.04.2021::07.32  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মদ জুয়া নিষেদ সম্পর্কে আয়াত

প্রশ্ন-বিস্তারিত:     মদ নিষেদ করা হয়েছে

উত্তর: আল-বাকারা, আয়াত ২১৯,  আন-নিসা, আয়াত ৪৩,  আল-মায়িদাহ, আয়াত ৯০, ৯১



এজাহরুল হক রিয়াদ----01.05.2021::04.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মোহরআনা

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমানে সমাজে মহরআনা ধরা হয় দশ লাখ থেকে পনের লাখ। তখন আমরা এই টাকা কি ভাবে দিবো। ইসলাম কী বলে???

উত্তর : ইসলাম বরে পুরুষের সামর্থ্য অনুযায়ী এবং মহিলার পরিবারের অন্যান্য মেয়েদের মোহর কেমন ছিল - এ দুটির সমন্বয় করে মোহরানা ধার্য করতে হবে। এবং কোনো ক্রমেই পুরুষের সামর্থ্যের বাইরে যেতে পারবে না।



মোঃ শাহরিয়া কামাল----01.05.2021::04.44  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বদর যুদ্ধ

প্রশ্ন-বিস্তারিত:     কুরআনে কোন সূরার কত নাম্বার আয়াতে আছে?

উত্তর : সুরা আনফাল পড়ুন।



মোঃ শাহরিয়া কামাল----01.05.2021::04.44  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বদর যুদ্ধ

প্রশ্ন-বিস্তারিত:     বদর যুদ্ধ ইতিহাস কুরআনের কোন সূরার কত নাম্বার আয়াত আছে?

উত্তর : সুরা আনফাল পড়ুন (তাফসীর সহ)।



এম ডি আবদুল্লাহ আমার প্রশণ ----01.05.2021::05.19  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: বেতের নমাজে দুই রাকাতে বসা যাবেনা

প্রশ্ন-বিস্তারিত:     এটা কুরানের কত নং সুরা ও আয়াত এবং হিদিছে কোথায় কত নং হাদিছে আছে আমি বিস্তারিত জানতে চাই 

উত্তর : ভাই যে এই কথা বলছে, দলিল তো তাকে দেখাতে বলবেন।



Md Asadul----01.05.2021::08.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জামায়াতে নামাজে

প্রশ্ন-বিস্তারিত:     3,4রাকাতে সুরা মিলাতে হয় কি?

উত্তর : না। তবে মিলালেও কোন অসুবিধা নাই।



Md Asadul----01.05.2021::08.49  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জামায়াতে নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     3,4 রাকাতে প্রতি রাকায়াতে সুরা মিলাতে হয় কি?

উত্তর : না। তবে মিলালেও কোন অসুবিধা নাই।



Md Kaizar Sayed----01.05.2021::09.14  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Tajweed.

প্রশ্ন-বিস্তারিত:     Assalamualaikum. Please make it convenient ti insert Colour Tajweed Rules like Gunnah, Ikhfa'a, Idgham, Iqlab, Qalqala etc. in each and every Ayat so far as applicable and practicable. These will be very much helpful for ordinary man like me so far as correct pronunciation is concerened . Jajakallah Khair. Alhamdulillah, Shukran.

উত্তর : Wa Alaikum As Salam. Sorry to say, As of now, We have'nt capacity to add such advantages, we will try later, if the correspending codes will be at hand. Jajakumullah, for being with us.



me Robin hossen----01.05.2021::11.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Ami insaner upor julum korasi...akhon Ami amr vul bojhte peresi

প্রশ্ন-বিস্তারিত:     ALLAHtalar dorbare khoma chaile and touba korle ki khoma paoa Jabe?kinto  jar upor julum korasi tar Kase khoma chaoa  sombhob na...kintu uchit...,.ekhon Ami khoma pabar jonno ki korbo? churi Kora ki julum?

উত্তর : জ্বি যার উপর যুলুম করেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। যার মাল চুরি করেছেন বা আত্মসাৎ করেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার মাল ফেরত দিতে হবে। তার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।



আবদুস সালাম আজাদ ----01.05.2021::01.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জামাতে নামাজ

প্রশ্ন-বিস্তারিত:     জামাতে নামাজের সময় মুক্তাদিকে রুকু সিজদায় ইমামের সাথে আল্লাহুআকবার বলতে হবে কিনা?ইমামের সাথে সুরা পড়তে হবে কিনা? যেখানে ইমাম আওয়াজ করে সুরা পড়েনা তখন মুক্তাদি কিকরবে? যেমন যোহর আছোর এবং ৩/৪রাকাত ওআলা নামাজ। 

উত্তর : শুধু ইমাম যখন সজোরে তিলাওয়াত করে ঐ সময় মুক্তাদি তিলাওয়াত করবে না। বাকী সব কিছুই মুক্তাদীকে পড়তে হবে।



Shahariaz Shohag----01.05.2021::02.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইফতার

প্রশ্ন-বিস্তারিত:     ইফতারে কী বেশি খাবার খাওয়া যাবে? বিস্তারিতভাবে বলুন।

উত্তর : না ভাই একটু কম খাওয়াই ভালো। বেশী খেলে পেরেশান লাগবে, এবং সারাদিন ক্ষুধার্ত থাকার পর একবারে বেশী খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো  নয়।



Shahariaz Shohag----01.05.2021::03.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইউটিউব চ‍্যানেল

প্রশ্ন-বিস্তারিত:     আপনাদের কি কোন ইউটিউব চ‍্যানেল আছে? থাকলে একটু বলুন। Please, Please.

উত্তর : এই এ্যাপের প্রথম স্ক্রীণে Manuals লেখার উপর ক্লিক করুন।



kalam----01.05.2021::06.55  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তারাবীহ

প্রশ্ন-বিস্তারিত:     তারাবীহ নামাজ চার রাকাত করে পড়া যাবে কি? 

উত্তর : পড়া যাবেনা এমন নয়। তবে মাসনুন হলো দুই দুই রাকাত করে পড়া। এটিই উত্তম।



ফাহিম বিশ্বাস ----01.05.2021::09.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামাযের বিষয়ে

প্রশ্ন-বিস্তারিত:     ১.জামায়াতের সাথে নামাজ আদায়ে, শেষ বৈঠকে ভূল করে ইমামের আগে সালাম ফিরালে কি করণিয়?২.ইমামের সাথে বিতের নামায আদায়ের সময়,যখন দোয়া কুনুতের জন্য হাত উত্তোলন করা হয়, ভূলে রুকুতে চলে গেলে কি করণিয়?৩.যখন নিজে নিজে বিতের নামায আদায় করি, তখন ভূলে কুনুত না করে যদি শেষ বৈঠকে চলে যায় তহলে কি করণিয়?

উত্তর ১। নামাজ পুনরায় আদায় করতে হবে।  ২। রুকু থেকে দ্রুত মাথা উঠিয়ে যথারীতি দোয়া কুনুত পড়তে হবে। ৩। কোন অসুবিধা নাই নামাজ হয়ে যাবে।



Md. Abul kalam azad----01.05.2021::09.53  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: telivision deka

প্রশ্ন-বিস্তারিত:     telivision regular deka jabe kona

উত্তর : আপনি কি দেখছেন, সেইটার উপরে নির্ভর করবে।  এক মুহুর্ত দেখেন বা রেগুলার দেখেন সেইটা আসল কথা না।



শরিফুল ইসলাম ----01.05.2021::07.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামি আন্দোলন

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামি আন্দোলন যদি না করি তাহলে কি আমরা আল্লাহর প্রীয় বান্দা হতে পারবো 

উত্তর : না। বরং, মুনাফিক্ব এর খাতায় নাম উঠে যেতে পারে।



মোঃরোমান ----01.05.2021::10.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  রোজা নিয়ে,,

প্রশ্ন-বিস্তারিত:     আমি রোজ রাখলে আজ কয়েক দিন যাবত আমার শরীরে অনেক জ্বর আসে পুরো শরীর কে নর্মাল করে পেলে কিন্তু সোন্দার পরে ইফতার করলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যা-ই,এখন আমাকে কি করার যদি রোজা না একদিন রোজা না রেখে পরে রাখতে পারবো কি না,,?

উত্তর : ভাই এরকমটি অনেকেরই হয়। তবে, যদি আপনি বেশী অসুস্থতা মনে করেন , তবে রোজা ছেড়ে দিতে পারেন, পরে সুস্থ হলে রোজাগুলো  ক্বাজা করে নেবেন।



অলিউল্লাহ----01.05.2021::10.43  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত কারা কারা নিতে পারেন

প্রশ্ন-বিস্তারিত:     বলেন 

উত্তর : এই এ্যাপ থেকে সুরা তাওবার ৬০ নং আয়াত এর সবগুলো টিকা সহকারে পড়ুন।



MD MIZANUR RASHID ----02.05.2021::12.45  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর।

প্রশ্ন-বিস্তারিত:     ১/ যাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? ২/ কয়টি পদ্ধতিতে ফিতরা দেয়া যায় এবং এর পরিমান কি? দয়া করে, বিস্তারিত বলবেন। ৩/ আমার পরিবারে ৬ জন মানুষ এবং অতিরিক্ত  ১জন থাকে এখন এই অতিরিক্ত ১জনের ফিতরা কি আমাকে বহন করতে হবে?  জানাবেন দয়া করে। 

উত্তর : https://alquranindex114.blogspot.com/2021/05/blog-post_5.html



md.abubakar----01.05.2021::10.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: talaq

প্রশ্ন-বিস্তারিত:     আমার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়ে দিয়েছি।কিন্তু সে মানেনি।এখনো আমার ঘরে রয়েছে।প্রশ্ন হলো তালাক হয়ে গেছে কি না?দয়া করে জানাবেন।

উত্তর : জ্বি তালাক্ব হয়ে গেছে। তার মানা না মানায় কিছু আসে যায় না। তবে একসাথে তিন তালাক্ব দিলে এক তালাক্ব প্রযোজ্য হবে কোন কোন ইমামের এমন মত রয়েছে। সে হিসেবে, তার উপর এক তালাক পতিত হয়েছে। এবং  তার সাথে ঘর করতে পারবেন।  তবে এই তালাক্বটি হিসাবে রাখতে হবে। আর মনে রাখবেন, একসাথে তিন তালাক দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। আপনার শাস্তি হওয়া উচিত। আপনার হাতে আর একটি তালাক্বের ক্ষমতা আছে। যদি ঘর করতে চান। এরপর তালাক্ব দিতে চাইলে কাজী অফিসে গিয়ে এক তালাক্ব দিবেন এবং স্ত্রীর নামে কাগজ পাঠিয়ে দিবেন। তাহলেই যথেষ্ট হবে। এক সাথে তিন তালাক্ব, অথবা বিচ্ছিন্ন হতে চাইলে তিন তালাক্ব - এগুলোর কোন দরকার পড়েনা।  বিচ্ছিন্ন হতে চাইলে এক তালাক্ব বা দুই তালাক্বই যথেষ্ট। ফলে পরবর্তীতে মিল হতে চাইলে পথ খোলা থাকে কিন্তু তিন তালাক্ব দিয়ে ফেললে আর পথ খোলা থাকেনা। অতএব, বিষয়টি ভালোভাবে বুঝে নেবেন।



আবু তাহের----02.05.2021::04.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জাকাত

প্রশ্ন-বিস্তারিত:     আমি জমির ব্যাবসা করি।যে পরিমাণ জমি ক্রয় করা আছে তাতে অনেক টাকা জাকাত আসে। আমার হাতে এখন নগদ কোনো টাকা নাই। এখন আমি কি করবো।

উত্তর : ধরেন আপনার কাছে ৫ বিঘা জমি আছে। এই জমি যত টাকা দিয়ে কিনেছেন, সেই ক্রয় মূল্যের উপর যাকাত কত টাকা আসে তা নির্ধারণ করে (হিসাব করে) আলাদা একটা জায়গায় মোট জাকাতের পরিমাণের টাকাটা লিখে রাখবেন।  এরপর যখন / যেদিন জমি বিক্রয় করতে পারবেন, সেদিন সেই লিখিত  যাকাতের টাকাটা আদায় করবেন। এখন ধরেন, কোন জমি বিক্রয় করে লস করলেন, তাহলে লস হওয়া টাকাটার যাকাত সমন্বয় করে নেবেন। আর যদি লাভ করেন তবে সমন্বয় করা লাগবেনা, সেটা পরবর্তী বছরের যাকাতের হিসেবে যোগ হবে।



Musfika Jahan----02.05.2021::11.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: hayej

প্রশ্ন-বিস্তারিত:     hayej obosthai nari gon ki ki amol korte parbn

উত্তর : সাধারণ দোয়া দরূদ সবই পড়তে পারবেন। কোন কোন আলেমের মতে মৌখিক/ মুখস্থ  কুরআনও পড়তে পারবেন। তবে অনেকের মতে অল্প দুই তিনদিনের হলে  কুরআন না পড়ই উচিত। যদি বেশীদিনের হয়, তবে মুখস্ত থাকা কুরআন পড়তে পারবেন।



ওমর----02.05.2021::12.24  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামায

প্রশ্ন-বিস্তারিত:     যোহর আর আছর নামাযে, ইমামের পিছনে কি আমরাও মনে মনে কিরাত পারবো? 

উত্তর: জ্বি  পড়বেন।



ওমর----02.05.2021::12.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: নামায

প্রশ্ন-বিস্তারিত:     যোহর আর আছর নামাযে ইমামের পিছনে, আমরাও কি মনে মনে কিরাত পারবো? 

উত্তর : জ্বি পড়বেন। এইটা উত্তম।



১।সম্পর্ক ----02.05.2021::02.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সৎ ও নিজের

প্রশ্ন-বিস্তারিত:     নিজের স্বামীকে হত্যা করে ২ জন বাচ্ছাকে সাথে নিয়ে অন্য স্বামী গ্রহন করে বাট অন্য স্বামীর সন্তান   আগের স্বামীর সন্তান কি নিজের ভাইবোন হবে না সৎ ভাইবোন? আর তার দুই স্বামীর সন্তান গুলো কি রক্তের সম্পর্কের ?

উত্তর : এরা সৎভাইবোন নয়, বরং আপন ভাই বোনের মতই। যেহেতু মা এক, সেহেতু তাদের বিবাহ এবং পর্দা সংক্রান্ত সকল বিধি বিধান, আপন ভাইবোনের মতই প্রযোজ্য হবে।



১।বসবাস----02.05.2021::02.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ভাইবোন

প্রশ্ন-বিস্তারিত:     যুবতী ভাই বোন কি এক সাথে ঘুমাতে পারবে? এবং নিজের মায়ের সাথে কি যুবক ছেলে ঘুমাতে পারবে? 

উত্তর : অবশ্যই না। এগুলো পরিস্কার হারাম।



রোমান খান ----02.05.2021::02.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত প্রসংগে

প্রশ্ন-বিস্তারিত:     আমি একটা সরকারি জব করি,,,মাসে যে বেতন পাই পরিবার ও নিজের জন্য খরচ হয়ে যায়,,,আর বিদেশ থেকে কিছু টাকা পেয়েছি যাহা আত্মীয়স্বজনদের ধার দিয়েছি,,আমার কোনও ডিপি এস ব্যাংক ব্যালেন্স ও নেই। তবে আমার স্ত্রীর হয়তো সাড়ে চার কি পাঁচ ভরির মতো সর্ন আছে।ঈদের যে বোনাস পাই তাহা বাবা মা,,ভাই বোন স্ত্রী সন্তানদের জন্য হয়তো খরচ হয়ে যাবে।এমতাবস্থায় আমার যাকাত দেওয়া লাগবে কি বা যাকাত আদায়ের নিয়মটা একটু বললে উপকৃত হবো ইনশাআল্লাহ। 

উত্তর : সেই পাচ ভরি স্বর্ণ এবং আত্মীয় স্বজনকে ধার দেওয়া টাকা, এক সাথে মিলিয়ে যদি সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ মূল্য হয় তবে  শতকরা আড়াই টাকা হিসেবে যাকাত দেওয়া লাগবে।



আব্দুল খালেক----02.05.2021::05.35  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মাইক দ্বারা ইবাদত করা যাবে কিনা?

প্রশ্ন-বিস্তারিত:     মাইক দ্বারা ইবাদত করা যাবে কিনা?কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন!

উত্তর: আপনার প্রশ্নটি বুঝা গেলনা।



Ashraf Uddin ----03.05.2021::03.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআন

প্রশ্ন-বিস্তারিত:     কুরআন কি নেকি অর্জনের জন্য এসেছে? 

উত্তর : কুরআন এমন একটি বিধিবিধানের কিতাব যার বিধিবিধান অনুযায়ী চলা ফরজ।  হ্যাঁ, এইটা এমন একটা কিতাব যা পাঠ করলেও সওয়াব পাওয়া যায়। এটা কুরআনের একটা স্পেশালিটি বা বিশেষত্ব।



মিরাজ----03.05.2021::12.54  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সূর্য বা চন্দ্র গ্রহন

প্রশ্ন-বিস্তারিত:      রাসুল ( সঃ) গ্রহন এর সময় নামাজ পড়তেন কিন্তু কেন?

উত্তর : কুরআনে বলা হয়েছে, “ছামি’না ওয়া আত্ব’না”  অর্থাৎ, শুনলাম এবং মেনে নিলাম, ।  ইসলামে কেন প্রশ্নের খুব বেশী প্রয়োজন নাই। অতিরিক্ত কেন প্রশ্ন মানুষকে পথভ্রষ্ট করে দিতে পারে।



মোঃ রাসেল হোসেন ----03.05.2021::02.12  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: প্রতিবন্ধী সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     প্রতিবন্ধী সম্পর্কে কুরআন হাদীসে কী বলা হয়েছে? এবং তাদের জন্যে পরকালে কী পুরষ্কার রয়েছে জানতে চাই।

উত্তর : কুরআনে পরিস্কার বলে দেওয়া হয়েছে- কারো সামর্থ্যের অতিরিক্ত আল্লাহ কারো উপরেই চাপিয়ে দেন না। প্রতিবন্ধীও এই আয়াতের সাথে সম্পৃক্ত। এছাড়া পাগল, সেন্সলেস, বুদ্ধিপ্রতিবন্ধী (যে আসলে কোন কিছুই বুঝেনা),  ইত্যাদির উপর শরীয়তের বিধিবিধান প্রযোজ্য নয়। তবে যদি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে, শারীরিক প্রতিবন্ধী হয়, তবে যতটুকু সামর্থ্য হয় ততটুকুই ইবাদত পালন করবে। এটুকুই।



মোঃ মিজানুর রহমান----03.05.2021::02.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোযার নিয়্যত সম্পর্কে

প্রশ্ন-বিস্তারিত:     সেহরী খাওয়া শেষ করে রোযার যে নিয়্যতটা আমরা পড়ি তা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। কারনে কিছু কিছু জায়গায় শুনেছি নিয়্যতটা সহীহ না, অর্থাৎ এ দোয়ার অর্থ নাকি আমি আগামিকাল যে রোযাটা রাখবো এ টাইপ্স। মানে আগামিকাল বোঝানো হয় এ দোয়া দ্বারা এমন শুনেছি। আর কিছু জায়গায় শুনেছি রোযা এক ফরজ রোযার নিয়্যত এক ফরজ...নাওয়াই তু আন আসুমা গদাম, মিন শাহরি রমদানুল মোবারক এ দোয়াটার কথা বলছি...

উত্তর : আপনি যে রোযার নিয়তে সেহরী খাচ্ছেন, এতেই নিয়ত হয়ে যাচ্ছে। নিয়ত টা আসলে মনের সাথে সম্পৃক্ত। মুখের উচ্চারণের সাথে নিয়তের সম্পর্ক নেই। মুখের উচ্চারণ হচ্ছে পড়া।  আর নিয়ত হচ্ছে মনের মধ্যে নিয়ত করা । এটুকুই যথেষ্ট।



মোঃ মিজানুর রহমান----03.05.2021::02.13  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইমাম আবু হানিফা (রঃ) এর রমজান মাসে ৬১ খতম প্রসঙ্গে

প্রশ্ন-বিস্তারিত:     প্রখ্যাত কয়েকজন মুফতির নিকট শুনেছি ইমাম আবু হানিফা (রঃ) রমজান মাসে মোট ৬১ খতম দিতেন। দিনে এক খমত রাতে এক খতম। মোট ৬০ খতম। আর খতমের ব্যাপারে দুই রকম শুনেছি, একজন বলেছেন তারাবীতে এক খতম, অন্যজন বলেছেন ইদের রাতে এক খতম। মোট ৬১ খতম..উপরের কথা গুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এ ব্যাপারে স্ট্রং কোন রেফারেন্স কি আছে? অর্থাৎ বিখ্যাত কোন বই অথবা কিতাবের রেফারেন্স? যদি সত্য হয় তাহলে রেফারেন্স সহ জানাবেন। আর বাকি এক খতম কোনটা?  তারাবীহ নাকি ইদের রাত সেটাও ক্লিয়ার হতে চাচ্ছি..ধন্যবাদ

উত্তর : ভাই দু:খ জনক হলো, আপনারা কোথাও কিছু শুনেন, শুনেন এক জায়গায়, আর দলিল তালাশ করেন আরেক জায়গায়, কেন ভাই ? যার কাছ থেকে শুনেছেন, দলিল তো তার কাছে চাইবেন। যাদের কাছে শুনবেন দলিল তাদের কাছে চাইবেন ভাই।



মিম----03.05.2021::10.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: জুড়ে আমিন বলা যাবে কি নামাযে?

প্রশ্ন-বিস্তারিত:     নামাযে সুরা ফাতিহা পড়ার পর জুড়ে আওয়াজ করে কি আমিন পড়া যাবে??

উত্তর: যাবে।



MD ARFATUR RAHMAN ----04.05.2021::01.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম:  সুদ হতে রক্ষা পেতে চাই

প্রশ্ন-বিস্তারিত:     বর্তমান প্রেক্ষাপটে সুদ হতে কিভাবে মুক্তি পেতে পারি। ইনশাআল্লাহ

উত্তর :১)  সুদের কোন কারবারে জড়াবেন না।  ২) সুদ মুক্ত ব্যাংক যেগুলো সেখানে টাকা রাখবেন  ৩) সুদমুক্ত সমাজ গড়ার জন্য যারা সংগ্রাম করছে, তাদেরকে সহযোগিতা করবেন, সেই সংগ্রামে আপনিও অংশগ্রহণ করবেন।



আবু সুফিয়ান----03.05.2021::11.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এড্রস এবং শিক্ষাগত যোগ্যতা

প্রশ্ন-বিস্তারিত:     আসসালামু আলাইকুম জিনি উত্তর প্রদান করছেন তার শিক্ষাগত যোগ্যতা জানবেন এবং তিনার পুরো ডিটিল দয়া করে জানাবেন।

উত্তর : এখানে বেশ কয়েকজন আলেমের একটি প্যানেল রয়েছে। তাদের সাথে আলাপ করে উত্তর দেওয়া হয়। । এছাড়া ইন্টারনেটেও বহু আলেমের  বিভিন্ন বিষয়ে লেখা, প্রখ্যাত  ও পরিচিত আলেমদের ইউটিউব লেকচার  ইত্যাদি থেকে উত্তর সংগ্রহ করা হয়।  আমাদের প্যানেলে যারা আলেম রয়েছেন, তারা ব্যাক্তিগত জীবনে ইলমের সেবার সাথেই জড়িত।  তবে আমাদের মূল বক্তব্য হচ্ছে সেই হাদীস যাতে বলা হয়েছে : “কি বললো তা দেখো, কে বললো তা দেখোনা”। কিন্তু আমরা হয়ে গেছি ব্যাক্তি পূজারী। কোন ব্যাক্তির অনেক ফলোয়ার বা ওয়াজ মাহফিলে লক্ষ্য লোক হয়, বা কোন পীরের দরবারে লক্ষ লক্ষ লোক যায়, এগুলো দিয়ে আমরা হক্ব বাতিল চিহ্নিত করি। তিনি কিছু বললেই সেটাই হক্ব হয়ে যায়। আমাদের এ সব মানসিক রোগের চিকিৎসা হওয়া উচিত।



মোঃ কামরুল মোবীন ----04.05.2021::03.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামি দল করা।

প্রশ্ন-বিস্তারিত:     আমাদের দেশে অনেক ইসলামি দল আছে। ইসলামি দল করা কি ফরজ/ ওয়াজিব। নাকি না করলেও চলবে। যদি না করলেও হয়, তাহলে আমরা কাকে উলিল আমর মানব?

উত্তর : ইসলামী দল করা ফরজ। তবে একটি ইসলামী দল করে আরেক দলকে পুরো পুরি বাতিল বা কাফির ভাবা উচিত নয়। বৃহত্তর ঐক্যের লক্ষ নিয়ে কাজ করতে হবে। যেহেতু রাসুল সা: এর সময়ের আল জামায়াত এখন বর্তমান নেই, সম্ভবও নয়, তাই পৃথক ইসলামী দলে থেকেও বৃহত্তর ঐক্যের লক্ষে কাজ করতে হবে, এবং সেরকম মনোভাব পোষণ করতে হবে, যাতে পৃথিবী ব্যাপী একসময় আলজামায়াত গঠন করা যায়।



দেলোয়ার হোসেন ----04.05.2021::04.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সালাত

প্রশ্ন-বিস্তারিত:     জামাতে নামাজ পড়তে গিয়ে দেখি সামনে কাতারে দাঁড়ানোর জায়গা নেই পিছনে আমি ছাড়া আর কেহ নেই এখন আমি একা। এখন আমার করনীয় কি?আমি কি একা দাঁড়িয়ে যাব? সামনের কাতারে মুসল্লীকে ইশারা দিয়েও ২য় কাতারে আনতে পারছিনা।

উত্তর : জ্বি আমাদের এখানে এই নিয়মটি প্রচলিত নয়। ইমাম সাহেবদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা উচিত।  আপাতত: একাই দাড়িয়ে যান।



ডা. মিনহাজুল আবেদীন ----04.05.2021::01.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: মীরাস বন্টনের নিয়ম

প্রশ্ন-বিস্তারিত:     মীরাস বন্টনের বিস্তারিত নিয়ম জানতে চাই

উত্তর : ভাই এখানে বিস্তারিত নিয়ম কানুন বলার সুযোগ নেই।  এ বিষয়ে কোন বই পড়ুন।



মাহিন হোসেন----04.05.2021::01.59  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: তাকী উসমানীর বইসমূহ যুক্ত করার অনুরোধ

প্রশ্ন-বিস্তারিত:     তাকী উসমানীর বইসমূহ যুক্ত করার অনুরোধ

উত্তর : কিছু বইয়ের নাম পাঠালে ভালো হয় আমরা খুজে দেখবো, ইনশাআল্লাহ।



আসলাম হোসেন----04.05.2021::05.10  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: প্রস্রাব এর পর টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার জরুরি  কিনা

প্রশ্ন-বিস্তারিত:     প্রস্রাব এর পর টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার জরুরি  কিনা

উত্তর : বরং, টিস্যুর চেয়ে পানি ব্যবহারই বেশী জরুরী।



সোলায়মান ----04.05.2021::07.50  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইতিকাফ

প্রশ্ন-বিস্তারিত:     ইতিকাফ অবস্থায় সাধারণ গোসল করা যায় কি?

উত্তর : জ্বি গোসল করবেন। কোনো অসুবিধা নাই।



মোঃ আলমগীর ----05.05.2021::04.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: পর্দা

প্রশ্ন-বিস্তারিত:     বড় মেয়েদেরকে বাড়ীতে গিয়ে পড়া যাবে কি না। অথবা ব্যাচ করে পড়া যাবে কি না।

উত্তর : না।



rokeya----05.05.2021::08.40  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: makka bijoy koto sale

প্রশ্ন-বিস্তারিত:     makka bijoyer details.

উত্তর : এই এ্যাপের তাফসীর দেখুন।



মোঃওমর ফারুক রাজু----05.05.2021::09.44  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কুরআনের অর্থ

প্রশ্ন-বিস্তারিত:     প্রঃজনাব, কুরআনের অনেক জায়গায় আল্লাহ তায়ালা নিজের অর্থে আমরা ব্যবহার করেছেন। যেমন আমরা তোমাদেরকে দিয়েছি। এরকম কিছু অর্থ দেখচি।আমার প্রঃ হলো আল্লাহ তো একক তাহলে এখানে বহুবচন ব্যবহার করলেন কেনো?

উত্তর : এই প্রশ্নের উত্তর আরো বহুবার দেওয়া হয়েছে। দয়া করে আগের প্রশ্নোত্তর গুলো পড়বেন। হয়তো আপনার উত্তর পেয়েও যেতে পারেন। এতে একই প্রশ্ন বার বার করার দরকার হয়না।  মহান আল্লাহ রাজকীয় ভঙ্গিতে আমি এর জায়গায় আমরা ব্যবহার করেছেন। কুরআন একটি রাজকীয় কিতাব, এবং কথার গুরুত্ব বুঝানোর জন্য রাজকীয় ভঙ্গিতে আমরা বলা হয়েছে। এ ব্যপারে জাকির নায়েকের একটা লেকচার আছে। দেখে নিতে পারেন।



মোঃ আলিম----05.05.2021::09.48  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ধর্ম ভাই,বোন,বাপ যায়েজ নাকি নাযায়েজ?

প্রশ্ন-বিস্তারিত:     ধর্মের দোহাই দিয়ে যারা ধর্ম ভাই, বোন, বাবা বানায় এবং তাতে পর্দা বেপর্দার কোনো খেয়াল থাকে না। এটা করা কী যায়েজ?

উত্তর : না। পরিস্কার হারাম।



রোমান খান ----05.05.2021::12.07  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফিতরা আদায়ের সঠিক নিয়ম

প্রশ্ন-বিস্তারিত:     ফিতরা টাকা দিলে সঠিক হবে নাকি শস্য খাবার দিতে হবে,,, সঠিক পরিমানটা জানলে উপকৃত হবো ইনশাআল্লাহ 

উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/05/blog-post_5.html



মোঃ নাহিদ মিজান ----05.05.2021::12.08  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: যাকাত

প্রশ্ন-বিস্তারিত:     স্ত্রীর যাকাত কি স্বামী আদায় করতে পারে অথবা স্বামীর যাকাত স্ত্রী আদায় করতে পারে কি? 

উত্তর : পারবে।



humaira sultana----05.05.2021::12.28  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: salat

প্রশ্ন-বিস্তারিত:     tarabi r salat koto rakat??

উত্তর : ২০ রাকাত।



রিদওয়ানুল করিম----05.05.2021::02.39  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফিতরা

প্রশ্ন-বিস্তারিত:     এই বছর ফিতরার পরিমাণ কতো জানালে উপকৃত হতাম?

উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/05/2021.html



নাজমুল ইসলাম ----05.05.2021::03.41  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: রোজা বৃত্তান্ত

প্রশ্ন-বিস্তারিত:     একজন লোক মাটি কেটে সংসার চালায়।সে ছাড়া তার সংসারে রোজকার আর কেও নাই। কথা হলো, সে মাটি কাটতে গিয়ে রোজা রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না।এই কাজ ছাড়া তার সংসারও চলেনা।প্রশ্ন হচ্ছে, সে রোজা না রাখার কারণে কী করতে হবে??তার কাফফারা কী??বিস্তারিত জানাবেন?

উত্তর: আলেমদের মতে এই জন্য যা করতে হবে, তা হলো, তাকে বাকী এগারো মাস অল্প অল্প করে রমজানের জন্য সঞ্চয় করতে হবে, যাতে ঐ একমাস সে কাজ না করে ঐ টাকায় রমজান চালিয়ে নিতে পারে।



Md Siddik----05.05.2021::04.18  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: jihad

প্রশ্ন-বিস্তারিত:     jihader kotha konsurai ace

উত্তর : সুরা আনফাল, সুরা তওবা, সুরা মুহাম্মদ, সুরা সফ - ইত্যাদি বহু সুরায়ই জিহাদের কথা বলা হয়েছে। এই এ্যাপে বাংলা বা আরবী সার্চ বিভাগে জিহাদ, যুদ্ধ লিখে সার্চ দিন।



aklima----05.05.2021::06.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: namaze dua masurar por kon dua porte hoi?

প্রশ্ন-বিস্তারিত:     hadise bornito dua

উত্তর : এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ক্বাবরি, ওয়া আউজুবিকা মিনান্নার, ওয়া আউজুবিকা মিন ফিতনাতির মাসিহিদ্দাজ্জাল, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহইয়াইয়া ও মামাতি। “ হে আল্লাহ, কবরের আজাব জাহান্নামের আযাব দাজ্জালের ফিতনা এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার আশ্রয় চাই”।



Md.Anamul Haque----05.05.2021::06.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Zakat

প্রশ্ন-বিস্তারিত:     Sir, Abadi jomi abong utpadoner upokaroner upor mullow  hisab kare zakat dite  hobe ki na?

উত্তর : জ্বি  এটাকে ফসলের ওশর বলা হয়।  যদি ফসল ফলাতে কৃত্রিম সেচ দিতে হয়, তাহলে উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ এবং যদি প্রাকৃুতিক পানিতেই ফসল হয়ে যায়, তাহলে ১০ ভাগের এক ভাগ ফসল  ওশর  (যাকাত) হিসেবে আদায় করতে হবে।



aklima----05.05.2021::06.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: namaze dua masurar por kon dua porte hoi

প্রশ্ন-বিস্তারিত:     hadise bornito dua

উত্তর : এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ক্বাবরি, ওয়া আউজুবিকা মিনান্নার, ওয়া আউজুবিকা মিন ফিতনাতির মাসিহিদ্দাজ্জাল, ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহইয়াইয়া ও মামাতি। “ হে আল্লাহ, কবরের আজাব জাহান্নামের আযাব দাজ্জালের ফিতনা এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার আশ্রয় চাই”।



Md.Anamul Haque----05.05.2021::06.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: sud

প্রশ্ন-বিস্তারিত:     Sir, fosol Lagar somoy 50000 ba 100000 taka diye fosol katar pore 4 mon ba 5 mon dhan neya sud hobe ki na? asol takar kat ti hobe na.

উত্তর : ঐ সময় বাজার দর যা থাকে সেই দরে  ৫০০০ টাকার ফসল দিবে - এই শর্তে জায়েজ হবে। নইলে সুদ হবে।



তানজিম আহমেদ ----05.05.2021::11.05  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ঋণ নেওয়া।

প্রশ্ন-বিস্তারিত:     আমার কাছ থেকে কেউ টাকা ধার নিল। নেওয়ার সময় বলল আমি খুশি হয়ে তোমাকে কিছু টাকা বাড়িয়ে ফিরত দিব। কিন্ত কত বাড়িয়ে দিবে তা উল্লেখ করে নি। এখন প্রশ্ন হল যদিও সে খুশি হয়ে কিছু টাকা বাড়িয়ে দিবে,  নেওয়ার সময় যে বলল কিছু বাড়িয়ে দিবে সেই বর্ধিতাংশ কি আমার জন্য যায়েজ হবে? আমি জানতে চাচ্ছিলাম এটা কি কোন ভাবে সুদ হয়ে যায় কি না?? সে কিন্ত টাকার পরিমান উল্লেখ করে নি এবং খুশি হয়েই বাড়িয়ে দিবে বলেছে।ধন্যবাদ 

উত্তর : এখন ধরেন সে বাড়িয়ে দিলনা, আপনি বেজার হবেন কিনা  ?  আসল প্রশ্ন সেটা নয়,  ভাই, এভাবেই সুদের প্রচলন শুরু হয়। বরং, কেউ টাকা ধার নিল, কিন্তু বাড়িয়ে দিবে কিনা বললোনা। কিন্তু দেওয়ার সময় ঠিকই খুশি হয়ে কিছু বাড়িয়ে দিল। এইটা জায়েজ। বরং, সচ্ছল ধারকারীদের এই দিকটা খেয়াল রাখলে সমাজে সুদের প্রচলন কমে আসতো। অর্থাৎ, ধার নেওয়ার সময় বাড়িয়ে দিবে কিনা, এটা বলা যাবেনা। কিন্তু ফেরত দেওয়ার সময় ঠিকই কিছু বাড়িয়ে দিল। এইটা জায়েজ বরং, উৎসাহমূলক। কিন্তু ‍যদি  ধার নেওয়ার সময়ই বাড়িয়ে দেওয়ার কথা বলে, তাহলে সুদ হয়ে যাবে।



দেলোয়ার হোসেন ----06.05.2021::01.02  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলাম কি

প্রশ্ন-বিস্তারিত:     আমি জানতে চাওয়া

উত্তর : ইসলাম হচ্ছে মহান আল্লাহর কাছে আত্মসমর্পন।



HM kashem----06.05.2021::04.29  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: Bitar namaz

প্রশ্ন-বিস্তারিত:     Bitar namaz Kay Rakat.       1 Rakat  porar niyem.

উত্তর : এক রাকাত পড়তে হলে অন্য দুই রাকাত নফলের সাথে মিলিয়ে পড়া যাবে। আর বিতর নামাজ তিন রাকাত পড়ার দলিল : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_57.html



সানাউল্লাহ আনসারী ----06.05.2021::05.51  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফকির ও মিসকিন

প্রশ্ন-বিস্তারিত:     আল কুরআনে বর্ণিত যাকাতের আটটি খাতের মধ্যে প্রথমটি হচ্ছে ফকির আর দ্বিতীয়টি হচ্ছে মিসকিন। প্রশ্ন হলো ফকির ও মিসকিন এর মধ্যে পার্থক্য কি?

উত্তর : ১) ফকির হচ্ছে যার কোন সম্পদই নাই, এবং মানুষের কাছে চাইতে পারে।  ২) মিসকীন হচ্ছে তার সামান্য কিছু সম্পদ তো আছে কিন্তু আসলে তার ইনকাম কম হওয়ার কারণে চুলায় ঠিক মতো হাড়ি চড়ে না।  কিন্তু সামাজিক সম্মানের কারণে বা স্বভাবগত কারণে কারো কাছে চাইতেও পারেন না। মোট কথা এক গরীব ভদ্রলোক।  অথবা গরীব রিকশাচালক বা ভ্যান চালক বা অটো চালক। সমাজের এইসব লোকদেরকে খুজে খুজে দান করা বা যাকাতের টাকা দেওয়া অধিক সওয়াবের কারণ।



সাইকুব মিনাৱ----06.05.2021::12.22  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: কোনো সুন্নতেৱ নিয়ত কৱলে কি তা অবশ্যই আদায় কৱতে?

প্রশ্ন-বিস্তারিত:     আছৱেৱ ফৱজ নামাযেৱ আগেৱ চাৱ ৱাকাত সুন্নত নামাযেৱ নিয়ত কৱে ভুলে দুই ৱাকাতে ফিৱিয়ে ফেলি তখন দেখি আৱ সুন্নত পড়াৱ সময় নেই তখন কি সেই সুন্নত নামায আবাৱ শুৱু থেকে ফৱজ নামাজ শেষে পড়ে দিতে হবে৷দয়া কৱে জানালে আপনাদেৱ প্ৰতি কৃতঙ্গ হব৷

উত্তর: না আছরের ফরজ নামায শেষে আর পড়তে পারবেন না।  মাগরিবের ফরজ সুন্নাত নামায শেষে আদায় করে দিবেন। আর তাছাড়া আছরের পূর্বের সুন্নাত চার রাকাত খুব বেশী জরুরী নয়। মাঝে মাঝে পড়লেন আবার মাঝে মাঝে ছেড়ে দিলেন।



আলম----06.05.2021::03.57  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ইসলামী আনদোলন করা কী ফরজ,

প্রশ্ন-বিস্তারিত:     ইসলামী আনদোলন না করে মারা গেলে কেমন মরন হবে।

উত্তর : আসলে ইসলামী আন্দোলন একটি ব্যাপক পরিভাষা।  জিহাদ এবং ইক্বামাতে দ্বীনও ব্যাপক পারিভাষিক অর্থেই ব্যবহৃত হয়।  এ দুয়ের সমন্বয়েই ইসলামী আন্দোলন। হাদীসে এসেছে, যে ব্যাক্তি জিহাদ করলোনা এবং জিহাদ করার  চিন্তাও  করলোনা, সে মুনাফিক্ব এর মৃত্যুবরণ করলো।



মোঃসোলাইমান মাছউদ ----06.05.2021::06.11  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: এতেকাফ অবস্থায় সাধারণ গোসল

প্রশ্ন-বিস্তারিত:     এতেকাফ অবস্থায় সাধারণ গোসল করা যায় কি?

উত্তর : যায়।



সারোয়ার ----06.05.2021::07.06  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: প্রসব-পরবর্তী 40 দিনের আগে

প্রশ্ন-বিস্তারিত:     প্রসব পরবর্তী 40 দিনের আগে যদি রক্ত পড়া বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে শরীয়ত বিধান কি হবে? 

উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/05/blog-post_7.html



মোঃওমর ফারুক রাজু----06.05.2021::09.38  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: ফিতরা

প্রশ্ন-বিস্তারিত:     প্রঃফিতরার টাকা কত দিতে হবে?

উত্তর : https://alquranindex114.blogspot.com/2021/05/2021.html



khadija akter----07.05.2021::04.27  তারিখে প্রশ্ন করেছেন

শিরোনাম: সূরা আল বাকারার কোথায় রোজা নিয়ে লেখা আছে

প্রশ্ন-বিস্তারিত:     রোজার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি

উত্তর : এই এ্যাপের সাহিত্য বিভাগে আসান ফেকাহ নামে দুটি বই আছে। ডাউনলোড করে পড়ে ফেলুন।


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...