নুর মোহামমাদ----০৬.০৭.২০২১ তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানী শবদের অরথো কি?
প্রশ্ন-বিস্তারিত:
উত্তর : আরবি করব বা কুরবান (قرب বা قربان) শব্দটি উর্দূ ও ফার্সীতে (قربانى) কুরবানি নামে রূপান্তরিত। এর অর্থ হলো-নৈকট্য বা সান্নিধ্য। ... আল্লাহ বলেন, ' لِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكاً 'আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির বিধান রেখেছি। ' (সুরা হজ্জ : আয়াত ৩৪)। আবার কারো মতে, কুরবানী শব্দটি হিব্রু কোরবান (קרבן) আর সিরিয়াক ভাষার কুরবানা শব্দদুটির সংগে সম্পর্কিত যার আরবী অর্থ "কারো নিকটবর্তী হওয়া"। আবার কুরবানি শব্দের অর্থ- ত্যাগ, উৎসর্গ, বিসর্জণ ইত্যদি। ইসলামী পরিভাষায় এই উভয় শব্দের সম্মিলিত অর্থেই কুরবানী শব্দটি এসেছে। কুরআনে এসেছে : তোমরা যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্ত আল্লাহর পথে ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবেনা। আবার নহর শব্দের দ্বারাও প্রকাশ করা হয়েছে “ সুতরাং, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড় ও কুরবানী কর।
sakib ali----06.07.2021::08.42 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: islam ki
প্রশ্ন-বিস্তারিত: islam bolta ki bojo
উত্তর : ইসলাম হচ্ছে মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ ।
habibur----06.07.2021::08.39 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জিহাদ
প্রশ্ন-বিস্তারিত: এখন বর্তমানে জিহাদ করার হুকুম কি
উত্তর : শুধু বর্তমানে না জিহাদ সবসময়ই ফরজ। তবে এর রূপ কখন কিভাবে হবে, তা পরিস্থিতির আলোকে নির্ধারণ করতে হবে। মৌখিক দাওয়াত থেকে শুরু করে প্রয়োজনে সশস্ত যুদ্ধ সবই জিহাদের অন্তর্ভুক্ত। রাসুল সা: প্রায় ১৬ টি যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। কিন্তু, ইসলাম প্রচারের প্রথম দিনেই তিনি সশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েননি। এই বিষয়টি প্রয়োজন, পরিস্থিতির উপর নির্ভর করে।
আরিফ ----06.07.2021::08.54 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সালাত কি
প্রশ্ন-বিস্তারিত:
উত্তর দেখুন / উত্তর দিন
মোঃ মনজুরুল ইসলাম ----06.07.2021::09.15 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হারাম হালাল সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: বিড়ি সিগারেট বিক্রি করা কি হারাম?
উত্তর : বিড়ি সিগারেট এর ব্যাপারটিকে অধিকাংশ ওলামা মাকরূহ বলে থাকেন। আবার অনেক ওলামা এটাকে হারাম বলেন। এখন এই আলোকে যদি মাকরূহ মনে করেন তবে বিক্রয় করাও মাকরূহ হবে, আর যদি হারাম মনে করেন, তাহলে বিক্রয় করাও হারাম হবে।
মোঃতাজেরুল ইসলাম ----06.07.2021::10.01 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বর্ণ দিয়ে কুরআন সার্স
প্রশ্ন-বিস্তারিত: আস্ সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদের সকলকেই অভিনন্দন।আপনারা এতো সুন্দর একটি এ্যাপস তৈরি করেছেন। কিন্তু আর একটি কাজ করলে ভালো হতো। বর্ণ দিয়ে কুরআন সার্স অংশে প্রথম বর্ণ দিয়ে তা আছে মাঝে র ও শেষে যদি তা থাকতো তাহলে অনেক উপকার হতো। আমি আশা করি এর উত্তর পাব।
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। সমস্ত প্রশংসাই মহান আল্লাহর। আসলে এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, মহান আল্লাহ অনুগ্রহ করে তৌফিক দিয়েছেন বলেই হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কোন তা এর কথা বলেছেন, বুঝতে পারিনি, তবে গোল তা এর ক্ষেত্রে সার্চ এর ব্যাপারে কিছুটা রেষ্ট্রিকশন আছে। অনেক সময় গোল তা সার্চ এ ধরেনা। আর বর্ণ দিয়ে সার্চ অপশনটা আসলে ডিফল্ট অপশন, ডাটাবেজ এ শব্দটি যেভাবে আছে, তার প্রতিটির শব্দের প্রথম অক্ষর নিয়ে অটোমেটিক এই সার্চ অপশনটি তৈরী । (কোডিং দ্বারাই এটা হচ্ছে)। ফলে, সেখানে ম্যানুয়ালী কিছু যুক্ত করা সম্ভব নয়। কুরআন ডাটাবেজ এ যেভাবে প্রতিটি শব্দ আছে, সেভাবেই সেখানে অক্ষর ও শব্দ প্রদর্শিত হবে। এটা অটোমেটিক কানেক্টেড । তাই ম্যানুয়ালী কিছু করা যাবে না।
Md. Ashraful Islam----07.07.2021::01.02 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Namaj
প্রশ্ন-বিস্তারিত: namajer wajib ki ki?
উত্তর দেখুন / উত্তর দিন
শাহাদাত হোসাইন----07.07.2021::07.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তাওহীদ
প্রশ্ন-বিস্তারিত: আল্লাহ কোথায়
উত্তর : কিছু বিষয় আছে যা মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এর একেবারে যথার্থ বিষয় আমাদের জ্ঞানে ধরবেনা। তাই সেগুলোকে বুঝানোর জন্য আল্লাহ রূপক কিছু বিষয়ের অবতারণা করেছেন। সেটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার জন্যই। সাথে সাথে কুরআনে এও বলে দেওয়া হয়েছে, ”যারা এসব মুতাশাবিহাত এর পিছনে পড়ে থাকে, তাদের অন্তর বক্র” , এবং তাদের ঈমান হারা হওয়া বা ঈমানের মধ্যে সংশয় প্রবেশ করার যথেষ্ট চান্স আছে। তাই মুতাশাবিহাত বিষয়ের পিছনে পড়ে থাকবেন না।
আশ্রাফ হোসাইন ----07.07.2021::06.19 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আপনি জামায়াতের রুকন হতে চান কেন?
প্রশ্ন-বিস্তারিত: আপনি জামায়াতের রুকন হতে চান কেন?
উত্তর দেখুন / উত্তর দিন
Md. Ashraful Islam----07.07.2021::06.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: অযু ভঙগের কারন
প্রশ্ন-বিস্তারিত: বায়ু দিলে অযু ভেঙ্গে যায় এর বৈঙগানি যুক্তি কী?
উত্তর : দেখুন, বিজ্ঞান সব আবিস্কার করে ফেলেছে, বা বর্তমান বিজ্ঞান এমন পরিপূর্ণ হয়ে গেছে যে, বিজ্ঞানের দৃষ্টিতে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব - এই কথাটা সঠিক নয়। কারণ, বিজ্ঞানেরও বহু সীমাবদ্ধতা আছে। তাই মহান আল্লাহর দেওয়া নিয়মকে বিজ্ঞান ব্যাখ্যা করে ফেলবে - এমনটি নাও হতে পারে। আপাতত এটুকু বলা যায় যে, হয়তো বায়ৃ নির্গমনের কারণে ব্যাক্তির দৈহিক ও মানসিক ক্ষেত্রে এমন কোন প্রভাব সৃষ্টি হয়, যা ইবাদতের জন্য সহায়ক নয়, এবং সেই ক্ষতিপূরণটা অজুর অংগ গুলো পানি দ্বারা ধৌত করার মাধ্যমে পরিপূরণ হয়। তাই, অজু করার নির্দেশ দেওয়া হয়েছে।
মো তামিম ----07.07.2021::07.36 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: নামাজে নিয়ত করা যাবে
উত্তর : নিয়ত তো অবশ্যই লাগবে, তবে মৌখিক নয়, মনে মনে । কারণ নিয়ত বিষয়টা মুখের সাথে নয়, মনের সাথে সম্পর্কিত ।
Md.Shariful Islam----07.07.2021::08.55 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কাদের উপর কুরবানী ফরজ?
উত্তর : উপরে এর উত্তর দেওয়া হয়েছে ভাই, একটু দেখে নিন।
Amatullah----07.07.2021::11.49 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: gore showpiece rakha ki jayez?
প্রশ্ন-বিস্তারিত: Assalamualaikum wa rahmatullah.Gorer shunforjo briddir jonno bhibinno showpiece kine ene gore rakha ki jayez ace ?jodio sheta pranir chobi na hoy
উত্তর : ওয়া আলাউকুম আস সালাম। জ্বী, শর্ত সাপেক্ষে, জায়েজ আছে, যদি না তা কোন প্রানীর বা কোনো হারাম বিষয়ের সাথে সম্পর্কিত না হয়। আরেকটি বিষয় হলো - তা যেন অতিরিক্ত অপচয়ের খাতে না পড়ে, এবং এগুলো ঘরে থাকার দ্বারা নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি না করে। কারণ, ঘরকে নামাজ শুন্য রাখতে নিষেধ করা হয়েছে। অতএব, ঘরে যাতে নামাজ পড়ার মত পরিবেশ বজায় থাকে সে দিকে দৃষ্টি রাখা দরকার।
সফিকুল আলম----07.07.2021::12.50 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিতরের নামাজ
প্রশ্ন-বিস্তারিত: বিতরের নামাজ কি একরাকাত পড়লে আদায় হবেনি?
উত্তর : না, এক রাকাত পড়ার কোনো সিস্টেম নাই। তিন রাকাত পড়াই উত্তম। আর, এক রাকাত পড়তে চাইলে, অন্য দুই রাকাত সুন্নাত বা নফলের সাথে মিলিয়ে পড়তে হবে।
মোহাম্মদ শামীম আলী ----07.07.2021::01.06 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দেন মোহর
প্রশ্ন-বিস্তারিত: 1. আমার স্ত্রী র দেন মোহর যা ছিল সম পরিমান সম্পদ দিয়েছি কিন্তু সে আমাকে ক্ষমা করবে না বলছে, তাহলে আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো?
উত্তর : আপনি পরিশোধ করে দিয়েছেন, সেটুকুই যথেষ্ট। তার ক্ষমা করা না করায় কিছু আসে যায় না। তবে, ধরেন, কাবিন নামায় লেখা ছিল টাকা, কিন্তু আপনি দিলেন জমি বা স্বর্ণ। এখন এতে যদি সে সন্তুষ্ট না হয়, তাহলে আপনার দেনমোহর আদায় হয়নি, সেক্ষেত্রে তাহলে ঐ জমি বা স্বর্ণ বিক্রি করে তাকে টাকা-ই দিতে হবে।
md.Asif----07.07.2021::02.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাঁড়ি উপড়ে ফেলা
প্রশ্ন-বিস্তারিত: শাইখ আমার একটা অভ্যাস আছে, আমি আমার দাঁড়ি টেনে ছিঁড়ে ফেলি, মাঝে মাঝে করি, একটা/২ টা। এটা আমি ইচ্ছা করে করি না, নিজের সাব-কনশাস মাইন্ডে করি। এটা একটা ডিসওডার(ট্রিকোটিলোমেনিয়া), চুল ছিঁড়ে ফেলা রোগ। আমার প্রশ্ন আমার কি গুনাহ হবে? কারণ রাসূল সঃ এক সাহাবী কয়েকটা দাঁড়ি ওয়ালা ছিলেন আর উনি ফেলে দেওয়ায় রাসূল সঃ কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। আমি নিজেই ডক্টর, আর আমার এটা এত সিরিয়াস না। কিন্তু ইসলামিক দিক থেকে আমি এটার ব্যাপারে জানতে চাই।
উত্তর দেখুন / উত্তর দিন
জাহারুল ----07.07.2021::03.18 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হজ
প্রশ্ন-বিস্তারিত: হজ কার উপর ফরজ
উত্তর : হজ্বে যাওয়া আসার খরচ এবং এ সময় তার পরিবারের ভরণ পোষণের খরচ যার আছে, তার উপরই হজ্ব ফরজ।
হাসান আব্দুল্লাহ খান----07.07.2021::03.48 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি সংক্রন্ত----
প্রশ্ন-বিস্তারিত: বর্তমান করোনা কালীন অবস্থায় আমি যদি কোরবানির পশু ক্রয় না করে ঐ টাকা গরীব অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে দান করে দেই, তাহলে কি কোরবানি হবে?
উত্তর : না। বরং, কুরবানীর পশু ক্রয় করে কুরবানী করার পর তার গোশত গরীবদের মাঝে বন্টন করে দিন। তাহলে কুরবানীও হলো, তারাও কিছু গোশত খেতে পারলো। তাছাড়া, বছরের এই সময়টাতে অনেকেই আশা করে থাকে কিছু গোশত খাবে বলে। সাধারণত দুর্মুল্যের কারণে কিনে খাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়না। আর আপনারা যদি এমন করেন তাহলে ঈদুল আজহার মূল স্পিরিট আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করা - এটাই আপনারা বিলীন করে ফেলবেন। এইটা বিজাতীয়দের প্রচারণা।
Amatullah----07.07.2021::04.15 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: namaje shesh boitoke shahadat angul k kibabe naravo
প্রশ্ন-বিস্তারিত: amr shunamote namajer shesh boitoke at tahiatu porar shomoy sahadat angul tule abr la ilaha bolar shomoy shahadat angul namiye fela naki bidhat.abr ami ekti hadith porechi j rasul (saw) naki shesh boitoke salam firanor ag porjonto shadat angul k utanama korten.toh ekn kun amolti shotik kinba ami ekon kunti korbo?jodi ekhtu janaten.Jazakumullahu khairan.
উত্তর : প্রথমত বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলাই উত্তম। আপনি যদি আঙগুল একেবারে নাও উঠান তবুও কোনো অসুবিধা নাই। তবে আমরা প্রথম আমলটি করে থাকি। অর্থাৎ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠানো এবং মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলার সময় আঙ্গুল নামিয়ে ফেলা।
কামরুল ইসলাম----07.07.2021::03.57 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইউটিউবে ইনকাম প্রসঙ্গে
প্রশ্ন-বিস্তারিত: অনেক হুজুরদের ইউটিউব চ্যানেল আছে তাদের ইনকাম কি হারাম হচ্ছে,,,???আমার মূল কথা হলো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেই খানে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, ইসলামীক আলোচনা, ইসলামি সংগীত,এককথায় ইসলামীক ভিডিও আপলোড করি,এখন আমার কথা হলো, আমি কি ভিডিও আপলোড করবো নাকি ইউটিউব বন্ধ করে দেব,আর ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে কিছুর টাকার ও প্রয়োজন আছে,যদি সেই খান থেকে কিছু টাকা না পাই তাহলে কি ভাবে ইউটিউবে কাজ করব।ইসলামীক যে চ্যানেল গুলো ইউটিউব থেকে ইনকাম করছে,,,
উত্তর : ইউটিউবে যে এ্যাড দেখানো হয়, মূলত তার বদলেই ইনকাম আসে। এখন আপনি হারাম এ্যাড দেখিয়ে যদি ইনকাম করেন তাহলে সেটা জায়েজ হয় কি করে ? জেনারেল ক্যাটাগরিতেও দেখা যায়, বেপর্দা মহিলাদের দিয়ে এ্যাড দেখানো হয়, সুতরাং, এই এ্যাড দেখানোতে অংশগ্রহণ করা অবশ্যই হারাম। ইউটিউব চ্যানেল বন্ধ করার দরকার নাই। শুধু মনেটাইজ (এ্যাড দেখানোর) জন্য আবেদন করবেন না, অথবা, মনেটাইজ করে থাকলেও তা অফ করে দিন। আপনি দ্বীনের কাজ করতে থাকলে আর্থিক জোগানের পথ মহান আল্লাহই বের করে দিবেন, ইনশাআল্লাহ।
আতাউর রহমান----07.07.2021::06.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জানতে চাই
প্রশ্ন-বিস্তারিত: আমরা অনেক সময় শূনেথাকি নামাজের সেজদায় নিজের কথাগুলো বলাযায় কয়া যায় আমি বাংলা দেশি আমার ভাষায় আমি আমার আল্লাহ কে মনের কথা কি ভাবে ব্যাক্ত করব।
উত্তর : আপনি নফল নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে আপনার মনে কথাগুলো বাংলায়ই বলতে পারেন, অসুবিধা নাই।
মোঃহাবিব উল্লাহ----07.07.2021::05.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মুসলমান অপর মুসলমানের হক
প্রশ্ন-বিস্তারিত: এক মুসলমান অপর মুসলমানের উপর হক কয়টি ও কি কি?
উত্তর : এটি বিস্তারিত আলোচনার বিষয়। পুরো কুরআন মজীদ জুড়েই এ ধরণের বিষয়গুলো বলা হয়েছে। যেমন: সুরা আসরে বলা হয়েছে - একে অপরকে হক্ব ও সবরের উপদেশ দেয়। সুরা সফ এ বলা হয়েছে - তারা সারিবদ্ধ ভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে অপর মুমিনের সাথে গভীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকা। হাদিসে এসেছে - সমস্ত মুমিন একটি দেহের ন্যায়, যদি দেহের কোথাও আঘাত পায় তাহলে সারা শরীরে ব্যাথা অনুভব করে এমনকি জ্বর এসে যায়। সুরা হুজুরাতে সামাজিক নিয়ম কানুনগুলো বিস্তারিত বলা হয়েছে। এগুলো এক মুমিনের জন্য আরেক মুমিনের হক্ব। এছাড়াও মুসলিম শরিফের একটি সহিহ হাদিসে এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টি হকের আলোচনা এসেছে। হকগুলো হলো-১. তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে। ২. সে যখন তোমাকে দাওয়াত করবে তখন তা গ্রহণ করবে। ৩. সে যখন তোমার কাছে পরামর্শ চাইবে, তখন তুমি তাকে পরামর্শ প্রদান করবে। ৪. যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। ৫. যখন সে অসুস্থ হবে, তখন তাকে দেখতে যাবে। ৬. যখন সে মারা যাবে, তখন তার জানাজা ও দাফন-কাফনে অংশগ্রহণ করবে।
রাইসা ----07.07.2021::09.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গোসোল এর ওজু দিয়ে নামাজ পড়া যাবে কি?
প্রশ্ন-বিস্তারিত: গোসোল এর ওজু দিয়ে নামাজ পড়া যাবে কি?
উত্তর : অবশ্যই যাবে।
রাইসা ----07.07.2021::09.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: শেষ জামানা
প্রশ্ন-বিস্তারিত: শেষ জামার হাদিস গুলো কোথায় পাবো। আর এর হাদিস নং অসৎ প্রথম হাদিস নং বললে ভালো হয়
উত্তর দেখুন / উত্তর দিন
raihan----07.07.2021::10.59 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ""বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়েও বৃহৎ"" - কোন সূরার আয়াত??
প্রশ্ন-বিস্তারিত: ""বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়েও বৃহৎ"
উত্তর দেখুন / উত্তর দিন
নুর আলম----07.07.2021::11.47 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইব্রাহিম (আঃ) কে জাতির পিতা বলা হয় কেন
প্রশ্ন-বিস্তারিত:
উত্তর : কুরআন বলে দিয়েছে, তাই।
আব্দুল মালেক জমাদার----07.07.2021::11.14 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জাহান্নাম
প্রশ্ন-বিস্তারিত: জাহান্নামে যাবার পর জান্নতে কী যেতেপারবে
উত্তর : পারবে। হাদীসের গ্রন্থগুলোতে কোনো কোনেটিতে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যাক্তি - এই শিরোনামে হাদীস রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন ----08.07.2021::12.14 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিতর নামাজ
প্রশ্ন-বিস্তারিত: ভূল বসত বিতর নামাজে তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়ে দোয়া কুনুত না পড়েই সেজদায় গেলে করনিয় কি?
উত্তর : কোনো করনীয় নাই, নামাজ হয়ে যাবে।
mahfuj----08.07.2021::12.37 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: শয়তান কিভাবে ধোকা দেয়
প্রশ্ন-বিস্তারিত:
উত্তর : সে পৃথিবীর চাকচিক্যকে বড় করে দেখায়, পরকালের কথা ভুলিয়ে দেয়, এই একটুখানি গুণাহ করলে আর কি হবে, পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবি। - এগুলো হচ্ছে শয়তানের ধোকা।
apurbo ----08.07.2021::02.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: koto tk thakle kurbani dite hobe
প্রশ্ন-বিস্তারিত: amar kotu tuku samortho taka thakle kurbani deya jayej
উত্তর : নিসাব পরিমাণ সম্পদ থাকলে, ধরেন, সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ অর্থ ।
ওসমান গনি ----08.07.2021::05.07 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তাগুতের রুপ কেমন
প্রশ্ন-বিস্তারিত: তাগুত কিভাবে চিনবো
উত্তর : যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষকে অন্য বিধান পালন করতে বাধ্য করে। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধার সৃষ্টি করে। তাগুতের সাথে কুফুরী করা মুমিনদের জন্য ফরজ।
মোশাররফ ----08.07.2021::05.55 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইসলামের স্তম্ব কয়টি
প্রশ্ন-বিস্তারিত: ইসলামের স্তম্ব কয়টি
উত্তর : ইসলাম এর স্তম্ভ পাচটি আর এর চূড়া হলো জিহাদ।
শান্তা ইসলাম ----08.07.2021::09.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সুন্নত মোতাবেক বিয়ে কিভাবে করব?
প্রশ্ন-বিস্তারিত: কেউ যদি এখন সুন্নত মোতাবেক বিয়ে করতে চায় তাহলে কিভাবে সে করবে? সম্পূর্ণ বিস্তারিত জানতে চাই।
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/03/blog-post_7.html
রশিদুল ইসলাম----08.07.2021::10.18 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী প্রসঙ্গ
প্রশ্ন-বিস্তারিত: একটি গরু সাত ভাগে কুরবানী বৈধ হবে কি?
উত্তর : জ্বী অবশ্যই বৈধ । http://sunnidawatbd.blogspot.com/2018/08/blog-post_53.html
খাইরুল বাশার ----08.07.2021::12.50 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: চাদকে দ্বীখন্ড
প্রশ্ন-বিস্তারিত: বিশ্বনবী আংগুলের ইশারায় চাদকে দ্বীখন্ডিত করেচে হাদিস সহ প্রমানিত দেন
উত্তর দেখুন : এই এ্যাপ থেকে সুরা নজম এর বিস্তারিত টিকা গুলি দেখুন। সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সাইদুর রহমান ----08.07.2021::12.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কি কি কুরবানী করা যায়
প্রশ্ন-বিস্তারিত: উত্তর
উত্তর: সর্বমোট ছয় ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। আর তাহলো- উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা
আব্দুল আহাদ----08.07.2021::01.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি কি চার ভাগ করা যায়
প্রশ্ন-বিস্তারিত: কোরবানি কি চার ভাগ করা যায়
উত্তর : করা যায়।
মো ঃ আজিজুর রহমান ----08.07.2021::12.59 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: কুরবানি কত প্রকার ও কী কী , কোরআন ও হাদীসের আলো কে বুঝিয়ে দেন ।
উত্তর দেখুন / উত্তর দিন
Rakibul islam----08.07.2021::01.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: নামাজ পড়ার নিয়ম
উত্তর https://alquranindex114.blogspot.com/2018/12/blog-post_14.html
আহমাদ----08.07.2021::01.38 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী পশু সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী পশু ছাগল গগুরু বেড়ার বয়স কত?
উত্তর: কুরবানির সময় উটের বয়স ৫ বছর হতে হবে। কুরবানির সময় গরু বা মহিষের বয়স ২ বছর হতে হবে। কুরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার ১ বছর বয়সের হতে হবে। তবে, উল্লেখ্য যে, কোন পশু যদি দেখতে নাদুস নুদুস হয়, তাহলে বয়স কিছুটা কম হলেও কুরবানী দেওয়া যাবে। আর যদি কোনভাবেই ঠিক নির্দিষ্ট বয়সের পশু না পাওয়া যায়, তাহলে বয়স কিছু কম হলেও কুরবানী দেওয়া যাবে।
মারুফ খান----08.07.2021::01.52 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: যাকাত
প্রশ্ন-বিস্তারিত: কত টাকা হলে যাকাত দিতে হয়
উত্তর : সাড়ে বায়ান্ন ভরি রূপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা।
মর্জিনা আক্তার----08.07.2021::03.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মায়ের কুরবানি ও যাকাত
প্রশ্ন-বিস্তারিত: আমার বাবা গত ডিসেম্বরে মারা যান। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। উনি মারা যাবার পর আমার মা তার পেনশনের টাকা পাবেন। আমার প্রশ্ন হল- আমার মায়ের উপর কি এই বছর কোরবানি ফরজ হবে এবং তাকে কি যাকাত দিতে হবে??উল্লেখ্য যে, আমার বাবার পেনশনের টাকা এখনো আমার আম্মুর নামে হয়নি এবং উনার নামে কিছু সঞ্চয় পত্র আছে যা দিয়ে উনি মোটামুটি ভাবে সংসার চালান এবং উনার সাড়ে 7 ভরির উপরে সোনা নেই ও গ্রামে কিছু নাল জমি আছে।
উত্তর : টাকা হাতে পাওয়ার পর কুরবানী ওয়াজিব হবে এবং যাকাত ফরয হবে।
মাহমুদুল হাসান----08.07.2021::06.32 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিবাহ
প্রশ্ন-বিস্তারিত: কি রকম মেয়ে বিয়ে করা উত্তম?
উত্তর : অবশ্যই দ্বীনদার মেয়ে ।
রুহুল আমিন----08.07.2021::06.43 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ক্বারী সিলেকশন
প্রশ্ন-বিস্তারিত: Qari Abdur Rahman mosad এর তেলাওয়াতটা খুবসুন্দর, এটা সংযুক্ত করা যায় কিনা?
উত্তর : তিলাওয়াতের ওয়েবসাইট এপিআই থাকতে হয়। যদি থেকে থাকে আমাদেরকে লিংক দিলে আমরা যুক্ত করে দিব ইনশাআল্লাহ।
khairul islam----08.07.2021::06.49 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জিলহজ্জ মাস
প্রশ্ন-বিস্তারিত: জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনে কি কি আমল করা যাবে
উত্তর দেখতে এখানে ক্লিক করুন।
মুহাম্মদ দিদারুল ইসলাম----08.07.2021::08.07 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: অর্থ সংশোধন
প্রশ্ন-বিস্তারিত: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহসূরা জিন সূরা নাম্বার 72আয়াত 22এই আয়াতের দ্বিতীয় অংশেরঅর্থ করা হয়েছে 'তার কাছে কোন আশ্রয় পাবো না' কিন্তু যতটুকু বুঝি অর্থ হওয়া উচিত 'তার কাছে ব্যতীত আর কোন আশ্রয় নেই বা পাবনা'।জাযাকাল্লাহু খাইরান
উত্তর দেখুন / উত্তর দিন
মুহাম্মদ দিদারুল ইসলাম----08.07.2021::08.07 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পোস্টমর্টেম
প্রশ্ন-বিস্তারিত: অনেক সময় বিভিন্ন তদন্তের জন্য মৃতদেহের পোস্টমর্টেম করা হয়। বিশেষ করে আত্মহত্যা বা অপঘাতে বা সন্দেহজনক মৃত্যুতে পোস্টমর্টেম করতে দেখা যায়। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কি?
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post.html
আমিরুল মণ্ডল----08.07.2021::09.35 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইমামের পিছনে মুক্তাদীর সুরা ফাতিহার বিষয়
প্রশ্ন-বিস্তারিত: ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতেহা পড়বে কিনা এবং সৌদি হারাম শরীফে ইমামের পিছনে ফাতেহা পড়ে কিনা সির্রী সালাতে ধন্যবাদ
উত্তর : ইমাম যখন সজোরে তিলাওয়াত করবে এবং ইমাম সাহেবের তিলাওয়াত মুক্তাদির কান পর্যন্ত পৌছাবে তখন মুক্তাদি চুপ করে শুনবে। আর ইমাম যখন চুপে চুপে তিলাওয়াত করবে, তখন মুক্তাদি চুপে চুপে সুরা ফাতিহা তিলাওয়াত করবে।
আব্দুল কাদের----08.07.2021::07.42 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আয়াত ও হাদিস
প্রশ্ন-বিস্তারিত: ফাইলে সেভ করলে হলুদ কালারের করনে পরতে বিরাট অসুভিদা হয় ইতি
উত্তর : জ্বি ইনশাআল্লাহ দেখি পরবর্তী আপডেট এ কিছু করা যায় কিনা ।
b----08.07.2021::10.52 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: oju kra ki?
প্রশ্ন-বিস্তারিত: oju kra ki sunnat na foroz?
উত্তর : অজু করা ফরজ।
Md Mahmud----08.07.2021::10.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সুরা মুলক অর্থ কি
প্রশ্ন-বিস্তারিত: সুরা মুলক অর্থ কি
উত্তর : এই এ্যাপে প্রতিটি সুরার বাংলা অর্থ দেওয়া আছে।
মুনির ----09.07.2021::05.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিষয় ভিত্তিক আয়াত ও হাদীস
প্রশ্ন-বিস্তারিত: আপনারা চাইলে বিষয় ভিত্তিক আয়াত ও হাদীস নির্দেশকের একটি Content সংযোজন করতে পারেন। তাহলে মনে করি এ App's অসাধারণ Unique হয়ে উঠবে।জাযাকাল্লাহ খায়ের।
উত্তর : এ ধরণের টেক্সট বুক বা সফট নোট থাকলে আমাদেরকে মেইল করে পাঠিয়ে দিন। ইনশআল্লাহ যোগ করার ব্যবস্থা করা হবে।
মুস্তাছিম ----09.07.2021::05.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: খেলা দেখা
প্রশ্ন-বিস্তারিত: খেলা দেখা ও সাপোর্টার করা যাবে কি?
উত্তর : অবশ্যই না।
Md.Mahedi Hasan----09.07.2021::05.52 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: অনুবাদ।
প্রশ্ন-বিস্তারিত: পবিএ আল কোরআন সর্বপ্রথম কে অনুবাদ করেন ?
উত্তর : প্রকৃত পক্ষে, পৃথিবীর বিভিন্ন দেশে যখন ইসলামের দাওয়াত পৌছে, এবং লোকদেরকে ইসলামী জীবন বিধানে অভ্যস্ত করা হয়, প্রকৃত ভাবে তখনই কুরআনের অনুবাদের শুরু। এরপর বিভিন্ন ভাষায় বিধিবদ্ধ ভাবে কুরআনের পুরো অনুবাদ গ্রন্থাকারে হয় অনেক পরে। তবে প্রথম কে অনুবাদ করেন, এইটা কোনো উল্লেখেযোগ্য বিষয় নয়, কারণ প্রথম অনুবাদ হওয়ার পর বহু আলেম যাচাই বাছাই করেন, তারপর বহু আলেম আরো অনুবাদ করেন। অতএব, প্রথম কে অনুবাদ করেন, এ ধরণের প্রশ্ন বা ফ্যান্টাসিতে ভোগার কোনো কারণ নাই। একটি ভিন্ন ভাষার মানুষের কাছে প্রথম যিনি ইসলামের দাওয়াত দেন, মূলত: তিনিই প্রথম কুরআনের অনুবাদ করে থাকেন, এটা সর্বকালের জন্যই প্রযোজ্য ।
মোঃ রিফাত হোসেন----09.07.2021::09.40 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ছোঁয়াচে রোগ নিয়ে
প্রশ্ন-বিস্তারিত: ইহুদি ও খ্রিষ্টানদের এই কথার কী উত্তর দেব যে, রাসুল সঃ বলেছেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই ।কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ ।
উত্তর : ছোয়াচে রোগ বলতে কিছু নাই অর্থ, যাতে মানুষ কু সংস্কারে না পড়ে, এই জন্য বলা হয়েছে। কিন্তু, রোগ ছড়ায়, এটা হাদীস দ্বারাই প্রমাণিত, যেমন, মহামারী এলাকা থেকে কাউকে অন্যত্র সফর করতে নিষেধ করা হয়েছে। তাই একজন রোগগ্রস্ত ব্যাক্তিকে যাতে অবহেলা না করা হয়, তাকে একঘরে বন্দী করে মেরে ফেলা না হয় (এমনটি ইদানিং ঘটেছে), মানুষ যাতে এমন নির্দয় পশু হয়ে না যায়, তাই ছোয়াচে রোগ বলতে কিছু নেই বলা হয়েছে। অভিজ্ঞতায় দেখা গেছে, রোগীর সাথে থেকে পূর্ণ খিদমত যিনি করেছেন, তার সেই রোগ হয় নাই। এ ধরণের অনেক প্রমাণ আছে। মহান আল্লাহ যতক্ষণ না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রোগ হবে না।
মোঃ রিফাত হোসেন----09.07.2021::10.18 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী না করলে গুনাহ হবে কীনা
উত্তর : সামর্থ্য থাকার পরেও কুরবানী না করলে ঈদগাহে যেতে নিষেধ করা হয়েছে। এ ধরণের ধমক থেকেই বুঝা যায়, গুণাহ হবে কিনা। কুরবানী ওয়াজিব । না করলে অবশ্যই গুণাহগার হবে। আমরা সমাজে মন্দ লোকদের একঘরে করে দেই। যে ব্যাক্তি কুরবানী করেনা সে অবশ্যই মন্দ লোক।
মোঃ রিফাত হোসেন----09.07.2021::11.50 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হস্তমৈথন
প্রশ্ন-বিস্তারিত: হস্তমৈথন হারাম নয়?কথাটা কী ঠিক
উত্তর : কথাটি সাধারণ ভাবে সঠিক নয়। এটা হারাম। তবে, কোনো বাক্তি যদি কখনো এমন কোন পরিস্থিতিতে পরে যে, ঐ সময় এর মাধ্যমে অধিকতার হারাম কাজ থেকে সে বেচে যেতে পারে, ঐ ধরণের জটিল পরিস্থিতিতে কোনো কোনো আলেম এর অনুমতি দিয়েছেন । যেমন: কোনো খাবার না পেলে, মৃত জন্তু আহার করা বৈধ, সেরকম। তবে গুণাহ কিছুটা হবেই। এজন্য তওবা করতে হবে। বিয়ে করতে হবে। এবং এ ধরণের পরিস্থিতির মুখোমুখি যেন সে না হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তামিম ----09.07.2021::02.58 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পুরুষাঙ্গ
প্রশ্ন-বিস্তারিত: ইসলামে পুরুষাঙ্গের আকারের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা?কারণ অনেকের ছোট, অনেকের বড় অনেকেই মনে করে বিবাহ করতে পারবে না তো কুরআন কি বলে!?
উত্তর : এটা স্ত্রীর পরিতৃপ্তির ব্যাপার। স্ত্রী যদি পরিতৃপ্ত থাকে তবে সাইজে কিছু আসে যায় না। ইসলাম এই বিষয়টাকে সম্পূর্ণ রূপে স্ত্রীর উপর ছেড়ে দিয়েছে। স্ত্রী যদি শুধু সাইজের জন্য না, অন্য যে কোনো কারণে, এমনকি এক ব্যাক্তির চেহারা তার স্ত্রীর পছন্দ না, হতে পারে তার চেহারা সুন্দর, কিন্তু স্ত্রী বলছে, তার চেহারা আমার ভালো লাগেনা, সেক্ষেত্রে স্ত্রী আদালতের স্মরণাপন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ইসলাম এই ইনভেস্টিগেশন করবে না, যে, কেন তোমার ভালো লাগেনা ? এই প্রশ্ন ইসলাম করবেনা। ঠিক যৌন ব্যাপারও তাই। স্বামীর যৌন ক্ষমতা যতটুকু আছে, অথবা একেবারে কম আছে, স্ত্রী যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে কারো কিছু বলার নেই। কিন্তু, স্বামীর যৌন ক্ষমতা স্বাভাবিক আছে, কিন্তু তাতে স্ত্রীর পরিতৃপ্তি হয় না, তাহলে সে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। মোট কথা, স্বামীর কাছেও থাকবে, আবার স্বামীর দ্বারা পরিতৃপ্ত না হওয়ার কারণে সে ব্যাভিচারীনী হবে, এটা ইসলাম চায়না, ইসলামের বক্তব্য হচ্ছে, যদি না পোষায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাও। কিন্তু যদি ব্যাভিচার কর, তাহলে হত্যা করা হবে, সমাজে অনাচার ছাড়নো হবে, এমন কোন থ্রেট ইসলাম মেনে নিবেনা।
আরেফিন।----09.07.2021::03.10 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নবি রাসুল সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন-বিস্তারিত: হারুন (আ:) নবি না রাসুল ছিলেন? কেন তিনি নবি/রাসুল হলেন? আমি যখন ক্লাস ৮ এ পড়তাম তখন ইসলাম শিক্ষা বইতে লিখা ছিলো তিনি নবি ছিলেন কিন্তু রাসুল ছিলেন না, নবি ও রাসুলের পার্থক্য বোঝাতেই তার কথা বলা হয়েছিলো,সেখানে বলা হয়েছিলো তিনি কোনো ওহি পাননি তিনি কেবল মূসা (আ:) এর শরিয়ত প্রচার করতেন তাই তিনি কেবল নবি এই ভাবে ব্যাখ্যা করা হয়েছিলো কিন্তু সুরা ত্বোহার ৪৭ ও ৪৮ আয়াত পড়ার পরে জানতে পারছি তিনি রাসুল ছিলেন। এখন আমার প্রশ্ন ক্লাস ৮ এর বইয়ে কী মিথ্যা কথা বলা হয়েছে? ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন।
উত্তর : না। সঠিক কথাই বলা হয়েছে। মূলত: যেসব নবীর উপর সরাসরি ওহী নাযিল হয়, তারা হচ্ছেন রিসালাত প্রাপ্ত। আর যেসব নবী অন্য নবীর উপর নাযিল কৃত ওহীই প্রচার ও প্রতিষ্ঠার কাজ করেন, তারা নবী। এটা হচ্ছে বুঝার জন্য পারিভাষিক অর্থ মাত্র। কিন্তু, আল্লাহর বানী পৌছে দেওয়ার ক্ষেত্রে - এই অর্থে বানী পৌছে দেওয়া বা রাসুল বলা যেতে পারে। যেমন হযরত জিব্রাঈল আ: কেও রাসুল বলা হয়েছে।
মোঃ মনিরুল হক ভূইয়া ----09.07.2021::03.23 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সালাতুল বিতর
প্রশ্ন-বিস্তারিত: কোন নিয়মে সালাতুল বিতর পড়া উত্তম? বিস্তারিত জানতে চাই।
উত্তর : তিন রাকাত পড়বে, দুই রাকাত পর বৈঠক করবে, তৃতীয় রাকাতে তাকবীর সহকারে দোয়া কুনুত পড়বে।
হাবিবুল্লাহ----09.07.2021::03.45 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মসজীদের নামকরণ
প্রশ্ন-বিস্তারিত: আহলে হাদীস নামে মসজিদের নামকরণ করা কি বৈধ্য।
উত্তর : না বৈধ নয়।
মোঃ মানিক বিন আব্দুল মালেক----09.07.2021::04.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গণতন্ত্র রক্ষায় ইসলাম কি বলে
প্রশ্ন-বিস্তারিত: বিস্তারিত জানতে চাই
উত্তর: ওয়া শাইউর ফিল আমরি - আল্লাহর আদেশ সমূহ নিয়ে তাদের সাথে পরামর্শ কর। কুরআনের এই আয়াত ইসলামে গণতন্ত্রের ভিত্তি। এখন আল্লাহর আদেশ সমূহ বাস্তবায়ন করার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহর আদেশকে পরিবর্তন করা বা মেনে না চলার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়নি, এ ধরণের পরামর্শ হারাম।
আবু বকর সিদ্দিক----09.07.2021::08.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী করা কি ফরজ নাকি ওয়াজিব?
উত্তর : ওয়াজিব।
আঃ রহমান----09.07.2021::10.47 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানির বিষয়
প্রশ্ন-বিস্তারিত: কুরবানির মাসয়ালা কি কি।
উত্তর : কুরবানীর মাসয়ালা নিয়ে আমাদের একটি এ্যাপ আছে, আলহামদুলিল্লাহ। এ্যাপটি দেখুন : https://play.google.com/store/apps/details?id=qurabani.kurbani.masaalah
আঃ রহমান----09.07.2021::10.47 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানির বিষয়
প্রশ্ন-বিস্তারিত: কুরবানির ওয়াজিব হওয়ার মাসয়ালা কি কি।
উত্তর : মুসলিম, বালেগ, বোধসম্পন্ন ও নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া।
আরিফ----09.07.2021::11.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী প্রসঙ্গে
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী করা কি ফরজ নাকি ওয়াজিব
উত্তর : ওয়াজিব।
আবদুর রাজ্জাক ----10.07.2021::12.43 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নিয়ামত
প্রশ্ন-বিস্তারিত: কিয়ামতের দিন আললাহ তায়ালা কাফের ও মুমিন উভয় কে কি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেসা করবেন?
উত্তর : আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে। তবে, পরিপূর্ণ মুমিন ও আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যাক্তি সারা জীবন কাজ করেছে, তাদেরকে এত বেশী জিজ্ঞাসা করা হবেনা, কারণ তারাতো আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর আদেশ পালন করেছে।
মুনিরা----10.07.2021::04.24 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সালাম
প্রশ্ন-বিস্তারিত: নবীজিকে সালাম পাঠাবো কিভাবে?
উত্তর : নামাজের শেষে যে দরূদে ইব্রাহীম পড়েন, সেইটা পড়বেন।
বায়েজিদ আল মামুন----10.07.2021::05.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: যোহর ও আছর এর ফরজ নামাজ একাকি পড়ার বিস্তারিত জানান
উত্তর : নামাজ জামায়াতের সাথে পড়তে হবে।
মু.গোলাম কিবরিয়া----10.07.2021::05.40 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইসলামি অান্দোলন
প্রশ্ন-বিস্তারিত: ইসলামী অান্দোলন করা কি? মুসলিম জীবনে ইসলামী অান্দোলনে গুরুত্ব কতোটুকু
উত্তর দেখুন / উত্তর দিন
মোঃ রিফাত হোসেন----10.07.2021::07.20 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: এক ওয়াক্ত নামাজ না পরলে সে কাফের হয়ে যায় ।হাদিসটি ব্যাখ্যা
উত্তর : কুফুরীতে লিপ্ত হয়ে যায়। তাকে সরাসরি কাফের বলা হবে না। ইসলামী শরীয়ত অনুযায়ী তার শাস্তি হবে। যদি সে নামাজকে অস্বীকার করে, তবে তাকে বুঝার জন্য সময় দেওয়া হবে, যদি এই সময়ের মধ্যেও সে ফিরে না আসে, তবে তাকে আজীবন কয়েদ করা হবে, অথবা হত্যা করা হবে।
মামুনুর রশিদ ----10.07.2021::12.31 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিধর্মীর হক প্রসঙ্গে?
প্রশ্ন-বিস্তারিত: কোনো মুসলমান যদি কোনো বিধর্মীর হক নষ্ট করে অথবা আত্মসাৎ করার পরে মারা যায়? তাহলে এই অবস্থা কি হবে? তার ক্ষেত্রে করনীয় কি? এই মুসলমানের আত্মীয় স্বজন যদি বিধর্মীর হক ফেরত দিতে না চায় তাহলে এই মুসলমানের কবরে হাশরে কি হবে? অথবা যে মুসলমান অন্য বিধর্মীর হক আত্মসাৎ করার সে বিধর্মী মারা গেছে এখন তার হক ফেরত দেওয়ার জন্য তার কোনো আত্মীয়স্বজন পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে করণীয় কি?
উত্তর : একজন বিধর্মীর হক অথবা মুসলমানের হক - যার হকই নষ্ট করুক, একই বিধান। নিজের নেক আমল দ্বারা পরিশোধ করতে হবে, সমস্ত নেক আমল দিয়ে দেওয়ার পরেও হক্ব পরিমাণ না হলে, মজলুম ব্যাক্তির কৃত গুণাহের বোঝা যিনি হক নষ্ট করেছেন তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এখন মজলুম ব্যাক্তি বিধর্মী হবার কারণে জূলুম কারীর সওয়াব নিয়ে সে কি করবে, সেই প্রশ্ন ভিন্ন প্রশ্ন। জুলূমকারী বা হক্ব নষ্টকারীর এই প্রশ্ন জানার কোন দরকার নাই। তার কাছ থেকে হিসেব যথাযথ ভাবে বুঝে নেওয়া হবে, এইটাই ফাইনাল।
তুহিন----10.07.2021::02.04 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: গোসল করার পরে ওজু করা জরুরী
উত্তর : গোসলা যদি সঠিক ভাবে হয়ে থাকে তবে জরুরী নয়।
Samiul Islam Tosif----10.07.2021::03.02 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: একটা ছেলে আর মেয়ে একে অপরের বেস্টফ্রেন্ড কিন্তু তারা একে অপরের সাথে পর্দা মেনে বন্ধুত্ব করে । এটা কি ইসলামে জায়েজ ?
প্রশ্ন-বিস্তারিত: স্কুলে,কলেজে, বিশ্ববিদ্যালয়ে,কোচিংয়ে বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব( মেয়ের সাথে ছেলে এবং ছেলে-মেয়ে বন্ধুত্ব) করা কি ইসলামে জায়েজ ? না , মানে আমি প্রেমের কথা বলছি না । ধর , একটা ছেলে আর মেয়ে একে অপরের বেস্টফ্রেন্ড কিন্তু তারা একে অপরের সাথে পর্দা মেনে বন্ধুত্ব করে । কিন্তু তারা প্রেম করছে না । এটা কি ইসলামে জায়েজ ?
উত্তর : এগুলো হারাম। পর্দা ফরজ। এই ফরজ লংঘন করার হারাম গুণাহে লিপ্ত হবে। প্রেম অর্থাৎ জেনা করার তো ভিন্ন গুণাহ। বাইরে পর্দা করেও অনেক সময় জেনায় লিপ্ত হয়ে যেতে পারে। অতএব, একটার সাথে আরেকটা মিলানোর কোনো কারণ নেই। পর্দা লংঘনের এক গুণাহ এবং জেনায় লিপ্ত হওয়ার আরেক গুণাহ।
মু নাজিম উদ্দিন----10.07.2021::07.41 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সালাতের প্রয়োজনীয় প্রশ্ন
প্রশ্ন-বিস্তারিত: যদি কেউ তিন রাকাত বিশিষ্ট নামাজের জামায়াতে প্রথম দুই রাকাত পেলনা তাহলে সে কিভাবে পরবর্তীতে নামাজ শেষ করবে?
উত্তর : দুই রাকাত ইমামের সাথে পড়বে, ইমাম সালাম ফিরানোর পর , সে দাড়িয়ে বাকি দুই রাকাত পড়ে নেবে।
আবু নোমান----10.07.2021::08.55 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: চাকরিতে টাকা দেওয়া
প্রশ্ন-বিস্তারিত: written এবং vivaতে প্রথম।এরপরও টাকা না দিলে চাকরিতে নিয়োগ দেয় না,আবার এমন ব্যক্তি কে নিয়োগ দেয় যার সংশ্লিষ্ট পদের নূন্যতম যোগ্যতাটুকু নেই এক্ষেত্রে টা কী দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা?
উত্তর : জ্বী এ ধরণের ক্ষেত্রে টাকা দিয়ে চাকুরী নেওয়া যাবে, যদি রিটেন এবং ভাইভাতে প্রথম হওয়া সত্বেও টাকা ছাড়া চাকুরী না দেয়। তবে, যদি টাকা না দিয়ে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাক্বওয়ার উপর নির্ভর করে, এবং কোনো ক্রমেই ঘুষ দিয়ে চাকুরী নিবে না, এর উপর দাড়িয়ে থাকে, তবে সেটাই উত্তম।
আবু নোমান----10.07.2021::09.21 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: টাকা দিয়ে চাকরি
প্রশ্ন-বিস্তারিত: 1529 নং প্রশ্নের জবাবটি খেতাবের হাওলাসহ বিস্তারিত দেওয়ার অনুরোধ রইল।।
উত্তর দেখুন / উত্তর দিন
এ এস এম মহিউদ্দীন----10.07.2021::09.45 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সংশোধন
প্রশ্ন-বিস্তারিত: সূরা মায়েদার ৫ নং আয়াতের ব্যাখ্যায় ২২ নং টিকা সম্পূর্ণ আসেনি।
উত্তর : জাজাকুমুল্লাহ। ঠিক করে দিয়েছি। পরবর্তী আপডেট এর পরে ডিলিট করে পুনরায় ইন্সটল করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
মোহাম্মদ নুর হোসাইন----11.07.2021::01.35 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: অডিও সমস্যা
প্রশ্ন-বিস্তারিত: ভাই আমি কোরআন তেলাওয়াত অডিও তে ক্লিক করলে আমার অডিও গুলা বাজে না আরোবি কোরআনের আয়াতে ক্লিক করার পর আয়াতগুলো উচ্চারিত হয় না
উত্তর: ভাই বুঝতে পারলাম না। আপনার মোবাইলের ভার্সন জানাবেন। পুরোনো ভার্সনের মোবাইলে অনেক ফিচার কাজ করবে না।
MD. osman----11.07.2021::05.24 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী ইতিহাস
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী ইতিহাস
উত্তর দেখুন / উত্তর দিন
আব্দুল্লাহ আল জাহিদ ----11.07.2021::05.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আল্লাহর নৈকট্য লাভ করার উপায় কি?
প্রশ্ন-বিস্তারিত: আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই!কিন্তু কিভাবে তা অর্জন করতে পারি?
উত্তর : কুরআন ও হাদীস গভীর ভাবে অধ্যয়ন করুন, এই এ্যাপের ইসলামী সাহিত্য বিভাগ থেকে বইগুলো পড়ুন, বেশী বেশী নামাজ পড়ুন। সর্বোপরী নিজের ইলম অনুযায়ী আমল (কাজ ) করুন। হারাম খাদ্য থেকে ১০০ হাত দুরে থাকুন।
MD. osman----11.07.2021::05.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: প্রশ্নের শিরোনাম:----”কুরবানী ইতিহাস ”---পুর্নাঙ্গ প্রশ্ন:---কুরবানী ইতিহাস
প্রশ্ন-বিস্তারিত: প্রশ্নের শিরোনাম:----”কুরবানী ইতিহাস ”---পুর্নাঙ্গ প্রশ্ন:---কুরবানী ইতিহাস
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2020/07/blog-post_31.html
মাহফুজা খাতুন----11.07.2021::06.07 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: haqueanwarul43@gmail.com
প্রশ্ন-বিস্তারিত: তাহাজ্জুদ নামাজ কি অনিয়মিত পড়া যায়?
উত্তর : জ্বি, পড়া যায়।
হারিছ----11.07.2021::07.19 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আরবি তেলোয়াত সমষ্যা
প্রশ্ন-বিস্তারিত: আরবি তেলোয়াত সমষ্যা
উত্তর : ভাই, আরব তিলাওয়াতের সার্ভার ডাউন হয়েছে। তাই যাদের আগে থেকেই ডাউনলোড আছে, তারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যাদের ডাউনলোড নাই তারা শুনতে পারবেন না। এবং আপাতত ডাউনলোড করা যাবেনা। যদি কয়েক দিনের মধ্যে সার্ভার ঠিক না হয়, তাহলে ইনশাআল্লাহ, আমরা ডাউনলোড করার ভিন্ন ব্যবস্থা করে এ্যাপ আপডেট দিব। তাই সাময়িক অসুবিধার জন্য দু:খিত।
Md Alamin ----11.07.2021::11.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ki vabe pornography thake hafajot thakte pari
প্রশ্ন-বিস্তারিত: ami onek bar toba korci but tar pro ake vul bar bar korci aktre allha ki amake map korbe
উত্তর : তওবা করার পিছনে লেগে থাকুন। তওবা করার পরেও ঐ গুনাহে লিপ্ত হওয়ার অর্থ হচ্ছে, গুণাহের অনুশোচনা ও আল্লাহর নিকট লজ্জিত হওয়ার অনুভুতি সঠিক ভাবে হয়নি। তাই গুণাহের তওবার জন্য শর্ত হলো সঠিক ভাবে অনুশোচনা ও দু:খিত হতে হবে। এছাড়াও তওবা করার সাথে সাথে কিছু অর্থ আল্লাহর রাস্তায় বা গরীব মিসকিনকে দান করবেন, এতে তওবা কবুল হওয়া সহজ হয়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অনুশোচনা করা, গুণাহের কাফফারা স্বরূপ অর্থ দান করা ও তওবা করার উপর লেগে থাকুন। ইনশআল্লাহ, আশা করা যায় ফিরতে পারবেন।
মো: ইব্রাহীম মিঞা ----11.07.2021::12.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিভিন্ন বিষয়ে এখতেলাফ করা কি জায়েজ?
প্রশ্ন-বিস্তারিত: ঐক্যবদধ হতে হবে কি না? সকল দল ও সকল মাজহাব কে ঐক্যবদধ হওয়া ফরজ কি না ।
উত্তর: জ্বি ঐক্যবদ্ধ হওয়া ফরজ, এটা কুরআনের আদেশ। বিচ্ছিন্নতা হারাম। যে যে দলের অধিনে থাকুক, তাতে অসুবিধা নাই, সকল দলকে মিলে মিশে ও সাহায্য সহযোগিতায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
মোঃ মাহমুদুল হাসান----11.07.2021::07.53 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বাবা মার সিদ্ধান্ত
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম আমি একটা দোকানে সেলম্যান হিসেবে চাকরি করি। ঐ টাকা দিয়ে আমার কিছু হয় না এজন্য আমি সিদ্ধান্ত নিছি ঢাকা যাবো কিন্তু আমার বাবা মা শশুর শাশুড়ী যাইতে দিবে না এখন আমার কি করা উচিত।
উত্তর : বাবা মায়ের কথা মেনে চলা উচিত, এতে আল্লাহ বরকত দান করেন। আপনার বাবা মা শ্বশুর শ্বাশুড়িকে বলবেন, আমার আয় কম, এতে আমার চলেনা, আপনারা খাস ভাবে আমার জন্য তাহলে দোয়া করুন, যাতে আল্লাহ আমার আয় বাড়িয়ে দেন এবং রিজিক্বে বরকত দান করেন। বাবা মা বা গুরুজনের দোয়া সন্তানের জন্য অনেক উপকারী।
খাদিজা আকতার----11.07.2021::11.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হায়েজ নেফাজের সময় কোরআনের মুখস্ত আয়াত পড়া যাবে কিনা?
প্রশ্ন-বিস্তারিত: অর্থাৎ আমরা ঘুমানোর আগে কোরআনের যে সমস্ত মুখস্ত আয়াত আমল করি সেগুলো কিংবা উক্ত অবস্থায় মুখস্ত আয়াত তেলোয়াত করা যাবে কি না?
উত্তর : না এ সময় পড়া যাবে না। তবে হায়েজ-নেফাছ কালীন দীর্ঘ সময়ে না পড়লে যদি ভুলে যাওয়ার আশংকা থাকে তবে মাঝে মাঝে স্মরণ রাখার জন্য পড়া যেতে পারে। এটা শুধু স্মরণ রাখার জন্য এই ছাড় দেওয়া হয়েছে।
দাওয়াত সংক্রান্ত আয়াত কি কি?----12.07.2021::05.39 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাওয়াত
প্রশ্ন-বিস্তারিত: দাওয়াত সংক্রান্ত আয়াত কি কি?
উত্তর : ভাই এই এ্যাপে সার্চ করুন, অথবা এই এ্যাপের বিষয় অভিধান অংশ দেখুন।
মোঃ শাহীন আলম----12.07.2021::06.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হযরত মরিয়ম (আ)
প্রশ্ন-বিস্তারিত: হযরত মরিয়ম আ কুমারী ছিলেন? নাকি স্বামী ছিল বা তার নাম কি ছিল?
উত্তর : জ্বি তিনি কুমারী ছিলেন।
মোহাম্মদ শাহিন আলম।----১২.০৭.২০২১ তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মালের নেসাব পরিমাণ সম্পদ সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: যদি আমার নিজের ব্যবহৃত দশটি প্রাইভেটকার থাকে, তাহলে কি তার থেকে মালের নেসাব বা কুরবানীর বিধান আসবে?
উত্তর : ধরেন, এই দশটি গাড়ির মধ্যে দুটি গাড়ি এমন আছে, যা না হলেই আপনার চলেনা, যা সত্যিই প্রয়োজন। কিন্তু বাকী আটটি গাড়ি আপনি সৌখিনতার বশে কিনেছেন, অথবা বাকী আটটি গাড়ি এমন যা হলেও চলে আবার না হলেও চলে। তাহলে, ঐ আটটি গাড়ির মূল্যের টাকার যাকাত দিতে হবে।
আবদুর রহিম----12.07.2021::07.47 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নমাজ
প্রশ্ন-বিস্তারিত: আযান ছাড়া সুন্নত পড়া যাবে কিনা
উত্তর : আাসলে আজান হচ্ছে নামাজের সময়টাকে স্মরণ করিয়ে দেওয়া, এবং মসজিদে জামায়াতের আহ্বান। কিন্তু ওয়াক্ত তার কিছুটা আগেই হয়ে যায়। অতএব, ওয়াক্ত হয়ে গেলে সুন্নাত পড়তে পারবেন এবং ক্ষেত্র বিশেষে ফরজও পড়া যাবে।
নীলিমা জাহান----12.07.2021::09.08 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নারীদের তালাক দেওয়ার অধিকার
প্রশ্ন-বিস্তারিত: বর্তমানে প্রায়ই দেখা যাচ্ছে যে বিয়ের পর বনিবনা না হলে স্ত্রী নিজেই তার স্বামীকে তালাক দিচ্ছে।ইসলাম এই বিষয়ে কি বলে?
উত্তর : স্ত্রীর তালাক দেওয়ার কোনো অধিকারই নাই। এটা স্বামীর হাতের জিনিস। স্ত্রীর হাতে এ জিনিসই নাই। সে প্রয়োগ করবে কিভাবে ? হ্যাঁ, স্ত্রী যেটা পারে তা হলো খুলা তালাক নেওয়া, স্বামীর পক্ষ থেকে নিজের উপর নিজে তালাক প্রয়োগ করা। এর জন্য দুটি শর্ত আছে - ১) স্বামী যদি স্ত্রীকে খুলা তালাকের অধিকার দিয়ে থাকে ২) স্বামী খুলা তালাকের অধিকার দেয়নি, কিন্তু তারপরেও এই স্বামীর সাথে স্ত্রী বিচ্ছেদ চাচ্ছে, সেক্ষেত্রে স্ত্রীকে কাজীর দরবার বা আদালতের স্মরণাপন্ন হতে হবে, এরপর আদালতের আদেশে স্ত্রী খুলা তালাক গ্রহণ করতে পারবে। অর্থাৎ, খুলা তালাকের ক্ষেত্রে স্ত্রী নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, হয় স্বামী তাকে অধিকার দিবে, অথবা, আদালত তাকে অনুমোদন দিবে, এই দুটির একটি সে পেলে তাহলে খুলা তালাক ব্যবহার করতে পারবে।
তারিকুল ইসলাম----12.07.2021::10.40 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ”স্ত্রী র উপার্জিত অর্থ স্বামীর ব্যবহারের মাসয়ালা”
প্রশ্ন-বিস্তারিত: আসসালামুআলাইকুম প্রশ্ন হল-স্ত্রী ইনকাম করলে তাতে স্বামীর অধিকার কি?কতটুকু অর্থ স্বামী ব্যবহার করতে পারবে,আদৌ পারবে কি না?যদি স্বামীর উপার্যন সাংসারিক ব্যয়ভারের কম হয় সেক্ষেত্রে স্ত্রীর উপার্জিত অর্থের উপর কি দায়িত্ব বর্তায়?স্ত্রী তার উপার্জিত অর্থ যা ইচ্ছে তাই করে ব্যয় করতে পারবে, স্বামীর মতামতের তোয়াক্কা না করে?স্ত্রী যদি তা পারে তাহলে পরিবারের প্রধান হিসেবে স্বামীর মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে না, এক রাজ্যে দুই শাসক হয়ে যাচ্ছে না? এর শরীয়তী সমাধান দিবেন ইনশাআল্লাহ।
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। এ বিষয়ে ইতিপূর্বেও বলেছি, পুরোনো প্রশ্নগুলো পড়লে পাওয়া যেতো হয়তো। ১) স্ত্রী চাকুরী করতে বাইরে যেতে পারবে কিনা, এটা সম্পূর্ণ স্বামীর মর্জির উপর নির্ভরশীল। স্বামী অনুমতি না দিলে চাকুরী করতে যাওয়ার তার কোনো অধিকার নাই। তার একমাত্র কাজ হচ্ছে সংসার সামলানো। যদি স্ত্রী চাকুরী করতে যাওয়ার জন্য জেদ করে, তবে এরূপ স্ত্রীকে প্রয়োজনে তালাক দেওয়া যাবে। ২) স্বামী অনুমতি দেওয়ার পর স্ত্রী চাকুরী করতে গেলে, স্ত্রীর এই চাকুরীতে উপার্জনের টাকা সম্পুর্ণ স্ত্রীর, এই টাকায় স্বামীর কোনো অধিকার নাই। অথবা ধরেন, স্ত্রী চাকুরী করতে বাইরে যায়না। তার সম্পদ টাকা পয়সা আছে, এবং সেগুলো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন হয়। এবং স্ত্রীর পর্দা লংঘনেরও কোন ব্যাপার ঘটেনা। এক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ঐ বিনিয়োগ থেকে ফিরিয়ে রাখার কোন অধিকার স্বামীর নাই। এটা সম্পূর্ণ স্ত্রীর নিজের ইচ্ছা। কিন্তু, উভয় রকম ইনকামের ক্ষেত্রেই স্ত্রীর ইনকামের উপর স্বামীর কোনো অধিকারই নাই। এটা সম্পূর্ণ স্ত্রীর। সংসারে খরচ করার কোনো দায় দায়িত্ব স্ত্রীর নাই। সে তার টাকা ইচ্ছে হলে স্বামীকে দিবে, ইচ্ছে হলে বাবাকে দিবে, ইচ্ছে হলে নদীতে ফেলে দিতে পারবে। তার খরচটা শুধুমাত্র হালাল পথে হলেই যথেষ্ট। স্ত্রী যদি খুশি হয়ে সংসারে খরচ করে বা স্বামীকে দেয়, সেইটা স্ত্রীর বদান্যতা।
রহমত উল্লাহ----12.07.2021::11.49 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মৃত ব্যাক্তিকে জানাযার মাঠে নেওয়ার করণীয় কি,?
প্রশ্ন-বিস্তারিত: মৃত ব্যাক্তিকে জানাযার মাঠে নেওয়ার সময় রাসুল (সাঃ) কোন আমলটি করতেন?
উত্তর দেখুন / উত্তর দিন
মোঃ মোতালেব খান----12.07.2021::11.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানির করার বিষয়ে।
প্রশ্ন-বিস্তারিত: একটা লোক গতো বছর নিয়াত করছিল যে,এই বছর সে কোরবানি করবে সে এখন আর্থীক দিকথেকে পারতেছে না।সে এখন কি করিবে।
উত্তর : কোনো অসুবিধা নাই। যখন সামর্থ হবে তখন দিবে।
আবুল কাশেম ----12.07.2021::12.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: রূহ সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: আসসালামুয়ালাইকুম রুহ কত প্রকার ও কি কি
উত্তর : ১) রূহ বলতে মানুষের জীবনকে বুঝানো হয়েছে ২) রূহ বলতে কুরআন মজিদ কে বুঝানো হয়েছে। ৩) রূহ বলতে কোথাও হযরত জিবরাঈল আ: কে বুঝানো হয়েছে।
Saymun ----12.07.2021::01.17 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Soriwat
প্রশ্ন-বিস্তারিত: Rokto ki bave dan korbo
উত্তর : রক্ত দান এ্যাপে রেজিষ্ট্রেশন করলে, যারা আপনার কাছাকাছি তাদের রক্তের দরকার হলে, ফোন দিবে। তবে কোথাও রক্ত দান করতে যাবার আগে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন। অনেক অসৎ লোক রক্তদানের কথা বলে ডেকে নিয়ে ছিনতাই করে বা বিপদে ফেলে। তাই এ বিষয়গুলো খেয়াল রেখে রাক্তদানের ব্যাপারে ভাববেন।
Sadikul islam----12.07.2021::04.45 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সুমিতি
প্রশ্ন-বিস্তারিত: আমরা বিশজন মিলে সমিতি করলাম, এই বিশজনের টাকা দিয়ে ধান কিনলাম, ধানগুলো যে কোনো একজনের বাসায় রাখলাম, রাখার জন্য তাকে কিছু টাকা দিলাম, তাহলে তাকে টাকা দেওয়া যায়েজ হবে কিনা।
উত্তর : টাকা দেওয়া জায়েজ হবে। মোট ভাড়াকে বিশ ভাগ করে উনিশ ভাগ উনিশ জনে দিবেন, আর যার বাসায় থাকবে সে তার নিজের টাতো দিতে হবেনা।
মারুফ বিল্লাহ ----12.07.2021::07.42 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জঙ্গিবাদ
প্রশ্ন-বিস্তারিত: জঙ্গিবাদ সম্পর্কৃত কোনও বই আছে কি?
উত্তর : সাহিত্য বিভাগে খুজে দেখুন।
মনিরা আক্তার----12.07.2021::08.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: যাকাত
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম, আমার আম্মার নামে ব্যাংকে 10 লাখ টাকার উপরে কিছু সঞ্চয় পত্র আছে আর উনার নামে কিছু নাল জমি আছে। সঞ্চয়পত্রের টাকা থেকে যে টাকা পায় তার সবই সংসার খরচে চলে যায় কোন কিছু কোন টাকা সঞ্চয় হয় না।আমার আম্মুর উপর কি যাকাত ফরজ হবে??
উত্তর : জ্বি অবশ্যই যাকাত ফরজ ।
মোঃমামুন হাসান----12.07.2021::07.39 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী গোস্তো ভাগ করা নিয়ম কি??কুরআন ও হাদিসের দলিল দিয়ে উত্তর দিন।
উত্তর : আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানির মাংস একভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, একভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ গরীব-মিসকিনদের দিতেন। এছাড়া ইবন মাসঊদ (রাঃ) কুরবানীর গোশত তিনভাগ করে একভাগ নিজেরা খেতেন, একভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং একভাগ ফকীর-মিসকীনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। ইসলামের বিভিন্ন ইমামগণও কুরবানীর গোশতকে তিনভাগ করাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। কুরবানির মাংস আত্মীয় ও গরীবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়। কারণ কুরবানির মাধ্যমে কুরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। ইসলামি জ্ঞানে বুৎপত্তি অর্জন করা আলেমগণ বলেন, কুরবানির মাংস নিজে রেখে একা একা খাওয়া কখনোই উচিৎ নয়। এতে নিজের অন্তরের সীমাবদ্ধতা প্রকাশ পায়। তবে এক্ষেত্রে একটি কথা হচ্ছে, ধরেন, একটি খাসি কুরবানী দিলেন, কিন্তু আপনার ফ্যামিলির লোকজন খেলেই সেই খাসিটি যথেষ্ট হবে। বিলানোর মত থাকবেনা। সেক্ষেত্রে আপনি না বিলালেও কোন দোষ নেই।
আসলাম হোসেন----12.07.2021::09.08 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাঁড়িয়ে প্রস্রাব করা কি
প্রশ্ন-বিস্তারিত: দাঁড়িয়ে প্রস্রাব করা কি যাবে?
উত্তর: না। তবে কখনো যদি নেহায়েত ঠেকায় পড়ে যায়, খুব অনিবারয কারণ বশত, সে রকম পরিস্থিতিতে পড়লে করা যাবে। তবে এটা একসেপশন। বরং, এমন পোষাক পরিধান করা যাবে না, যা পড়ার পর বসে প্রস্রাব করতে সমস্যা হয়। বরং, এবং পোষাক পরিধান করতে হবে যা পড়ে, বসে প্রস্রাব করা সহজ।
মোঃ মাহমুদুল হাসান----12.07.2021::09.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গার্মেন্টস এ চাকরি
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম। মেয়ে মানুষ কি গার্মেন্টস এ চাকরি করতে পারবে।
উত্তর : দেখুন, প্রশ্নটা হচ্ছে পর্দা নিয়ে। অভিভাবক বা স্বামীর অনুমতি সাপেক্ষে একজন মহিলা চাকুরী করতে পারে। তবে তার যাতায়াত এবং চাকুরী স্থলে যাতে পর্দা লংঘন হওয়ার কোন সম্ভাবনা না থাকে । তার ইজ্জত আব্রুর পূর্ণ নিরাপত্তা থাকে।
শ্রাবন----12.07.2021::11.24 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গ্রহ বলে কিছু আছে আল কুরআন এ?
প্রশ্ন-বিস্তারিত: নাজমুস সাকিব,নাজম,শিহাব, বুরুজ,কাওকাব এগুলো দিয়ে কি শুধু নক্ষত্র বুঝায়?নাকি নক্ষত্র গ্রহ দুইটাই বুঝায়?তবে মহাবিশ্ব এ গ্রহ বলতে কি কিছুই নেই?তবে গ্রহ বলতে আমরা জা জানি তা কি?তবে কি এগুলো মিথ্যা?
উত্তর : এসব ব্যাপারে তাফহীমুল কুরআনের শেষের দিকের সুরা গুলিতে বিস্তারিত আলোচনা রয়েছে। সেই সুরাগুলো তাফসীর সহকারে পড়ুন।
হাফিজুর ----13.07.2021::05.08 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানির গোশত সম্পকে
প্রশ্ন-বিস্তারিত: কুরবানির পশুর গোশত কুরবানি দাতা অন্যকে না দিয়ে একা খেতে পারেন কি?
উত্তর : রাসুল সা: এবং সাহাবায়ে আজমাঈন গণের আমল দ্বারা প্রমাণিত যে, কুরবানীর গোশত বিলি করা হবে। এখন, কারো যদি গোশত পরিমাণে কম হয়, যেমন, একটি খাসি কোরবানী দিল, এখন তার পরিবারে যে কয়জন আছে বা হয়তো বড় পরিবার, তাতে তাদের নিজেদেরই ঐ খাসি রান্না করলে এক বেলা হবে। সে ক্ষেত্রে বিলি না করলেও দোষ নেই। কিন্তু, সাধারণ ভাবে কুরবানীর গোশত বিলি করতে হবে, নইলে এইটা মনে সংকীর্ণতার পরিচায়ক।
Mahmudul Hasan ----13.07.2021::05.18 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হাশরের শেষ ৩ আয়াত
প্রশ্ন-বিস্তারিত: সুরা হাশরের শেষ তিন আয়াত ফরজ এর নামাযের পর সকল মুসল্লীদের কে নিয়ে দলগত ভাবে পড়ার ব্যাপারে কোনো প্রকার বিধিনিষেধ আছে কি না?
উত্তর : রাসুল সা: এবং সাহাবীদের দ্বারা এমন প্রমাণ পাওয়া যায়না।
মোহাম্মদ আবুল আলা ----13.07.2021::08.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানির মাসআলা
প্রশ্ন-বিস্তারিত: গরু, মহিশ সাত ভাগে কুরবানি দেওয়ার বিষয়ে বিস্তারিত জানালে খুশি হব।
উত্তর দেখুন: https://www.youtube.com/watch?v=t7G3B2sOPwQ
ইয়াছিন আরাফাত----13.07.2021::09.01 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আয়াত হদীস
প্রশ্ন-বিস্তারিত: বিষয় ভিত্তিক আয়াত হাদীসের জন্য কোন আ্যপ ভালে হইবে
উত্তর দেখুন / উত্তর দিন
মোঃ মাহমুদুল হাসান----13.07.2021::09.37 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: এ্যাড দেখে টাকা ইনকাম
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম। এ্যাড দেখে টাকা ইনকাম করা কি জায়েজ আছে?
উত্তর : না । জায়েজ নাই।
Rasel ----13.07.2021::11.54 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরআনের রুকু
প্রশ্ন-বিস্তারিত: কোরআনের রুকু কি বিষয়টা আমার অজানা দয়া করে জানাবেন
উত্তর : পবিত্র কোরআনের প্রতিটি সূরা রুকু নামে পরিচিত কয়েকটি বিভাগে বিভক্ত। রুকু সাধারণত একটি বিষয়ে বেশ কিছু আয়াত নিয়ে গঠিত। পবিত্র কুরআনে ৫৪০ রুকু আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে ও সাহাবা রাধিয়াআল্লাহু আনহুমদের সময়ে পবিত্র কুরআনের রুকু ছিল না। হিজরী ক্যালেন্ডারের চতুর্থ শতাব্দীতে রাশিয়ার বুখারার উলেমা সমগ্র কুরআনকে তারাবীহর উদ্দেশ্যে ৫৪০ রুকুতে বিভক্ত করে। তারা মনে করেন যে যদি তারাবীহ সালাতের প্রতিটি রাকাতে একটি রুকু পাঠ করা হয়, তাহলে রমজানের ২৭ তম রাতে হাফিজ কুরআন শেষ করবে। সমীকরণটি নিম্নরূপ: ১রুকু x ২০ রাকা'আত = ২০ রুকু প্রতি রাতে x ২৭ রাত = ৫৪০ রুকু । এই রুকূ তৈরি করার সময় ওলামারা নিশ্চিত করেছিলেন যে একটি রুকুতে একই বিষয় এবং থিমের আয়াত রয়েছে। তারা এটিকে রুকু নামকরণ করেছিলেন কারণ হাফিজ তারাবীহ সালাহর এক রাকাতে এই পরিমান আয়াত পাঠ করার পরে রুকুতে যায়। আবার অনেকের মতে হযরত উসমান রা: এর আমল থেকেই কুরআনের রুকু নির্ধারিত হয় এবং সে হিসেবে তারাবীহ নামাজে পাঠ করার প্রচলন শুরু হয়।
মোঃ জসিম উদ্দিন ----13.07.2021::12.39 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরআন শরীফে কোন ভুল নেই শব্দটা কয় বার আসছে
প্রশ্ন-বিস্তারিত: কোরআন শরীফে কোন ভুল নেই শব্দটা কয় বার আসছে
উত্তর : ভাই এইটা সার্চ এ্যাপ, দয়া করে একটু সার্চ করে দেখুন।
জাকির----13.07.2021::02.22 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: কোরবানির মাংস বন্টনের নিয়ম কি? কোরআন হাদীস অনুযায়ী।
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_17.html
মোহাম্মাদ হোসাইন----13.07.2021::03.05 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জান্নাতবাসী কি কখনো হায়াতের দিক দিয়া আল্লাহর সমান হতে পারবে?
প্রশ্ন-বিস্তারিত: আল্লাহ বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে আর কখনো মৃত্যু হবেনা,হায়াতের দিক দিয়া তারা কি মহান আল্লাহর সমান হবে? ( যদি প্রশ্ন ভুল হয়ে থাকে ক্ষমা চাচ্ছি।)
উত্তর : প্রশ্নটি ভুল । (নাঊজুবিল্লাহ) । শয়তানের ওয়াস ওয়াসায় অনেক প্রশ্ন মনে আসতে পারে, তাই বলে তা প্রকাশ করা উচিত নয়। অতিরিক্ত প্রশ্ন ধ্বংসের কারণ, বনী ইসরাঈল জাতি এ জন্য বিপদে পড়েছে এবং ধ্বংস হয়েছে। মনে যদি এ ধরণের উল্টা পাল্টা প্রশ্ন আসে তাহলে পড়তে হবে, হুয়াল আওয়ালুহু ও আ-খিরুহু। আপনার প্রশ্নটা ধৃষ্টতা মূলক। যদিও বুঝার জন্য প্রশ্ন করেছেন। বুঝার জন্যও ধৃষ্টতা মূলক প্রশ্ন করা উচিত নয়। কারণ যাকে সৃষ্টি করা হয়েছে, তার বয়স সৃষ্টিকর্তার সমান হয় কি করে ? কোনো দৃষ্টিকোণ থেকেই তো সমান হতে পারেনা। এইটা একটা গাধার মত প্রশ্ন। আর চিরকাল জান্নাতে থাকবে, এই কথা কুরআনে যেমন বলা হয়েছে, সাথে আবার এ কথাও কুরআনে বলা হয়েছে, যদি আল্লাহ অন্য কিছু চান। সুতরাং, পরবর্তীতে জান্নাতে প্রবেশ করার পর এই চিরকাল ব্যাপ্তির বিষয়টা আল্লাহর ইচ্ছা আর হুকুম এর উপর নির্ভর করবে।
Tasmiul----13.07.2021::03.46 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাড়ি রাখার বিধান কী?
প্রশ্ন-বিস্তারিত: দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ? কোন হাদিসের কত নম্বর ?বিস্তারিত বলবেন কী?
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/03/blog-post_16.html
Tasmiul----13.07.2021::03.46 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পা ধরে সালাম করা কী ইসলামে জায়েয?
প্রশ্ন-বিস্তারিত: পা ধরে সালাম করা সম্পর্কে কী ইসলামে কিছু বলা আছে?
উত্তর: কিছু বলা নেই। পা ধরে সালাম করা হোক বা না হোক, মুশরিকী সংস্কৃতিতে বিভিন্ন দেবতা, মা, বাবা, বড়লোক, ইত্যাদি বিষয়গুলিকে মহান আল্লাহর সমকক্ষ দাড় করানো হয়। সে হিসেবে পা ছুয়ে ভক্তি করা বা সিজদা করা তাদের জন্য নিয়ম। যদি ঐ ধরণের কোনো ভাবাবেগে তাড়িত হয়ে কোন মুসলমান পা ছুয়ে সালাম করে, তবে অবশ্যই তা পরিত্যাজ্য। কিন্তু, মা বাবা, গুরুজন বা শিক্ষককে স্বাভাবিক সম্মান শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে অথবা ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে যদি পা ছুয়ে সালাম করা হয় তাতে কোনো দোষ নেই। আমি নিজে একদিন এক ইমাম সাহেবকে কমিটির এক মুরুব্বির পা ছুয়ে মাফ চাইতে দেখেছি। ইমাম সাহেব যুবক ছিলেন, আর ঐ মুরুব্বি বৃদ্ধ ছিলেন। কিভাবে যেন ইমাম সাহেবের কোনো একটা কথায়, বেয়াদবী হয়ে যায় (আসল সত্য আল্লাহ জানেন) । কমিটির লোকেরা এ নিয়ে বসে। এবং শেষে ঐ যুবক ইমাম ঐ মুরুব্বির পা ছুয়ে মাফ চায়। বিষয়টির সাথে আমি ব্যাক্তিগত ভাবে একমত নই। কিন্তু তারপরেও, যদি সত্যিই বেয়াদবী হয়ে গিয়ে থাকে এবং মুরুব্বি কষ্ট পেয়ে থাকেন তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়ায় আমি দোষের কিছু দেখিনা। আসলে আমাদের দেশের সিস্টেম হলো, ইমাম দেরকে চাকর মনে করা হয়, এবং ইমাম সাহেবরাও সেই ভাবেই সার্ভিস দিতে বাধ্য হয়। পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ও সমাজ কায়েম না হলে ইমাম সাহেবদের মর্যাদা ফিরে আসবে না। এতে মুরুব্বিদের দোষ যেমন আছে, ইমাম সাহেবদেরও কিছুটা দোষ আছে, যদিও তারা বাধ্য হচ্ছে।
ইঞ্জিনিয়ার -শিমুল----13.07.2021::04.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ফরজ নামাজ পড়ে দোয়া মাসালা
প্রশ্ন-বিস্তারিত: ওজুর ফরজ কয়টি
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2020/12/blog-post_8.html
ফাবলিহা জাহান ----13.07.2021::04.49 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তাকবীরে তাশরীক কী?
প্রশ্ন-বিস্তারিত: তাকবীরে তাশরীক কী? কখন পড়তে হয় এবং ফজিলত।
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_68.html
মাসুম বিল্লাহ ----13.07.2021 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: শ্ব্শুর বাড়ির ছাগল দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা?
প্রশ্ন-বিস্তারিত:
উত্তর : না, যাবে না। কুরবানীই হবে না। উল্টো ক্ষেত্র বিশেষে জুলুম, হারাম খাদ্য ভক্ষণ ও আত্মসাৎ এর গুণাহে গুণাহগার হতে হবে।
জিয়াউল হাসান ----13.07.2021::07.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আল্লাহর পথে অর্থ দান
প্রশ্ন-বিস্তারিত: আমরা আল্লাহর পথে অর্থ দান করার ক্ষেত্রে গোপনে করলে উত্তম হবে নাকি প্রকাশ্যে করলে উত্তম হবে?
উত্তর : গোপনে করাই উত্তম। তবে উৎসাহ দান করার জন্য প্রকাশ্যে করা যেতে হবে। নিয়ত থাকবে শুধু আল্লাহর উদ্দেশ্যে। তবে যারা নিয়মিত দান খয়রাত করছেন, তারা একটি ব্যালেন্স করতে পারেন। যেমন: আপনি প্রকাশ্যে ৫০০ টাকা দান করলেন, তো গোপনে ১০০০ টাকা দান করুন। প্রকাশ্য দান এর চেয়ে আপনার গোপন দান যেন বেশী থাকে।
মোহাম্মদ আনোয়ার ----13.07.2021::07.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিষয় অবিধান সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: এই আ্যপের মধ্যে বিষয় অবিধান যেটা আছে,এটা কি আপনাদের কাছে বই আকারে আছে?
উত্তর: না ভাই। রকমারীতে খোজ করতে পারেন। তাফহীমুল কুরআনের ২০ তম খন্ড। অথবা নেটে সার্চ দিলে পিডিএফ পেতে পারেন।
Zubaida Afrin ----13.07.2021::07.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হাই তুলা
প্রশ্ন-বিস্তারিত: ফজরের নামাজের সময় শেষ বৈঠকে আমার হঠাৎ হাই আসে নামাজের মধ্যে আমি আসতাগফিরুল্লাহ বলি ... এতে করে কি আমার নামাজ আবার আদায় করতে হবে???
উত্তর : জ্বি আবার আদায় করে নিন।
Zubaida Afrin ----13.07.2021::07.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইমুজি ব্যাবহার করা জায়েজ আছে??
প্রশ্ন-বিস্তারিত: আমরা সাধারণত নেট দুনিয়ায় যে কোন লেখা লিখতে ইমুজি ব্যাবহার করে থাকি... হাসি, কান্না, এবং মানুষ , প্রাণী র ইমুজি কি আমাদের আদতে ব্যাবহার করা জায়েজ আছে????
উত্তর : আসলে ব্যবহার না করাই উত্তম। তবে কোনো কোনো আলেমের মতে, যদি প্রানীর হুবহু চেহারা বুঝা না যায়, তাহলে দোষ হবেনা, কিন্তু আমাদের মতে ব্যবহার না করাই উত্তম, নিরাপদ এবং তাক্বওয়াপূর্ণ পদক্ষেপ।
মোহাম্মদ ইমাম হাসান----13.07.2021::08.06 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সুন্নত
প্রশ্ন-বিস্তারিত: ঘুমের সুন্নত কি কি
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_28.html
মাসুম ----13.07.2021 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানির পরশনো
প্রশ্ন-বিস্তারিত: শ্বশুর বাড়ির ছাগল দিয়ে কুরবানি দেয়া যাবে কিনা?
উত্তর : না, যাবে না। কুরবানীই হবে না। উল্টো ক্ষেত্র বিশেষে জুলুম, হারাম খাদ্য ভক্ষণ ও আত্মসাৎ এর গুণাহে গুণাহগার হতে হবে।
শাহআলম ----13.07.2021::08.13 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সুদ
প্রশ্ন-বিস্তারিত: কোন ব্যাক্তি যদি বলে ৫০০০০টাকা দেন প্রতি মৌসুমে ৫মণ ধান দেব তাহলে কি এটা সুদ হবে কিনা বিস্তারিত জানতে চাই?
উত্তর : জ্বি অবশ্যই সুদ হবে।
মোঃ শাহীন ইসলাম----13.07.2021::09.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ঈদের ২য় দিন কুরবানি দেওয়া যাবে কি না।
প্রশ্ন-বিস্তারিত: ঈদের ২য় দিন কুরবানি দেওয়া যাবে কি না।
উত্তর : অবশ্যই যাবে।
রবিউল----13.07.2021::09.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জানাযা ও দাফন সংক্রান্ত
প্রশ্ন-বিস্তারিত: নয় মাসের শিশু পেটে মারা গেলে তাঁর দাফন সংক্রান্ত বিধান কি?
উত্তর https://alquranindex114.blogspot.com/2021/04/blog-post_75.html
নুর আলম----13.07.2021::10.57 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: বন্য পশু দ্বারা কুরবানী দেওয়ার বিধান কি?
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_18.html
md helal uddin----14.07.2021::12.26 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: korbani
প্রশ্ন-বিস্তারিত: কি কি পশু দিয়ে কুরবানি করা যায়?
উত্তর : ইসলামি বিধান মতে সর্বমোট ছয় ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। আর তাহলো- উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।
Uddin Nasir----14.07.2021::05.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: nasiruddinnasir23518nasir@gmail.com
প্রশ্ন-বিস্তারিত: নামাজে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ ছাড়া অন্নকোন দুয়া পড়া যাবে?
উত্তর : পড়া যাবে, তবে নফল নামাজে পড়াই উত্তম।
মাসুদ আলম----14.07.2021::10.41 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: ৭ শরীকে কুরবানি এবং কুরবানির সাথে আকীকা, এগুলোর শরয়ী বিধান কি?
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_53.html
আব্দুল্লাহ ----14.07.2021::02.54 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তাকদীর
প্রশ্ন-বিস্তারিত: তাকদীর সম্পর্কে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা জানতে চাই
উত্তর : ভাই, এখানে বিস্তারিত ব্যাখ্যার অবকাশ নাই। এই এ্যাপটি থেকে তাফহীমের তাফসীর এবং সাহিত্য বিভাগ থেকে সহিত্য গুলো পড়তে থাকুন, ইনশাআল্লাহ অনেক বিষয়ের উত্তর পেয়ে যাবেন। তাকদীর সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই এ্যাপের বিষয় অভিধান দেখুন। এ ছাড়াও মুমিনের কর্তব্য হচ্ছে, শুনলাম এবং মেনে নিলাম (আল কুরআন)। কোনো বিষয় নিয়ে বেশী প্যাচাপেচি করা শয়তানের ওয়াসওয়াসা থেকে সৃষ্টি হয়। তাই অতিরিক্ত প্রশ্ন থেকে বিরত থাকুন।
milinaat@gmail. com----14.07.2021::03.58 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: kurbani
প্রশ্ন-বিস্তারিত: kurbanir gosh 3 vage vag korte hobe ata kothay ase?sura hajj 36 ayete to sposto buji na .aktu bakha chai
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_17.html
Aiath Rahaman----14.07.2021::07.36 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Aiath
প্রশ্ন-বিস্তারিত: সর্বোচ্চ কত টাকা যাকাত দিতে হয়?
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2019/08/blog-post_5.html
Aiath Rahaman----14.07.2021::07.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মক্কি ও মাদানি সূরা
প্রশ্ন-বিস্তারিত: মক্কি ও মাদানি সূরা বৈশিষ্ট্য
উত্তর : এই এ্যাপে কুরআন অধ্যয়ন বিভাগে বর্ণিত তাফহীমুল কুরআনের ভূমিক দেখুন।
tafhimul কোরান মনগড়া তথ্যে ভরপুর। ----14.07.2021::08.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ভুল আলোচনা
প্রশ্ন-বিস্তারিত: তাফহীমূল কুরআন মনগড়া তথ্য।
উত্তর দেখুন / উত্তর দিন
আসাদ----14.07.2021::08.40 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: নামাজের ওয়াক্ত হয়েছে কিন্তু আজান হয়নি ,এ অবস্থায় "ফরজ" নামাজ আদায় করা যাবে কিনা?
উত্তর : যখন আজান দেওয়া হয়, নামাজের ওয়াক্ত কয়েক মিনিট আগেই হয়ে যায়। নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সাথে আদায় করা ওয়াজিব। তবে, জরুরী প্রয়োজনে ওয়াক্ত হয়ে গেলে ফরজ নামাজ আদায় করা যাবে।
মিজানুর রহমান ----15.07.2021::12.22 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইহুদিদের জন্য গরুর চর্বি খাওয়া নিষিদ্ধ
প্রশ্ন-বিস্তারিত: কুরআন মজিদের কোন সূরার কোন আয়াতে ইহুদিদের গরুর চর্বি খাওয়া নিষিদ্ধ ছিল জানাবেন প্লিজ।
উত্তর : এই এ্যাপের হোমস্ক্রীণের কুরআন সার্চ বিভাগে অনুবাদ সার্চ এ চর্বি লিখে সার্চ দিন। এরপর সার্চ রেজাল্ট এর উপর ট্যাপ দিন। এটি ৬ নং সুরা আল আনয়াম এর ১৪৬ নং আয়াত।
মো: শামীম হোসাইন ----14.07.2021::06.38 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আমার তাফহিমে রঙিন যের যবর হয় না একটো বলবেন
প্রশ্ন-বিস্তারিত: যের যবর রঙিন হয় না এপে
উত্তর : এ্যাপ আপডেট করে নিন। এরপর কুরআন অধ্যয়ন বিভাগে Menu তে ক্লিক করে COLOR TAJWEED 'ON/OFF' এ ক্লিক করুন। রঙিন তাজবীদ এর ডাটাবেজ ডাউনলো হবে এবং এ্যাক্টিভ হবে। তবে পুরোনো ধাচের মোবাইলে নাও সাপোর্ট করতে পারে।
Aiath Rahaman----15.07.2021::06.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: যাকাত
প্রশ্ন-বিস্তারিত: কারা যাকাত দিতে বাধ্য
উত্তর : যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে।
Mohammad Tahfizul Huda----15.07.2021::11.14 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Taleban
প্রশ্ন-বিস্তারিত: Are the Taleban khawarij/khareji?
উত্তর দেখুন / উত্তর দিন
MD. osman----15.07.2021::11.41 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানীর ইতিহাস
প্রশ্ন-বিস্তারিত: কুরবানীর ইতিহাস
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2020/07/blog-post_31.html
MD JAMAN----15.07.2021::02.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: bitr salat
প্রশ্ন-বিস্তারিত: butr salat porar niom
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_17.html
মজিবর ----15.07.2021::02.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইমাম সাহেব রুকু সিজদা অতিরিক্ত লম্বা করা কি?
প্রশ্ন-বিস্তারিত: জামাতে সালাত আদায় করার সময় ইমাম সাহেব রুকু সিজদা কি পরিমান লম্বা করতে পারবেন?
উত্তর : এ ব্যাপারে (ফরজ সালাতের জামায়াতের ব্যাপারে) নিয়ম হচ্ছে মুসল্লীরা যেন কষ্টের সম্মুখীন না হয়। হাদীসে এসেছে, পিছন থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনলে রাসুল সা: রুকু সিজদা সংক্ষেপ করে দিতেন। তবে, নফল সালাত বা সুন্নত সালাত (জামায়াতে আদায় করার সময় ) দীর্ঘ করা যেতে পারে । যাদের সামর্থ আছে শামিল হবে, যাদের সামর্থ্য নাই শামিল হবে না।
জিহাদুজ্জামান----15.07.2021::02.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানীর গোস্ত অমুসলিমরা খেতে পারবে কি?
উত্তর : জ্বি খেতে পারবে।
Md.Anwar Hossain----15.07.2021::06.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Namaje hat bada
প্রশ্ন-বিস্তারিত: kothoey hat bada uchit
উত্তর : হাত না বাধলেও, হাত একেবারে ছেড়ে দিলেও নামাজ হবে।
Md.Anwar Hossain----15.07.2021::06.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Namaje kothay hat badbo?
প্রশ্ন-বিস্তারিত: Namaj aday korar shomoy kothay hat bada shothik.
উত্তর : বুকে বা নাভীর উপরে যেখানেই হাত বাধেন, উভয়ই সঠিক। আবার হাত কোথাও না বেধে একেবারে হাত ছেড়ে দেওয়াও সঠিক। হাত না বেধে নামাজ আদায় করলেও হয়ে যাবে। অতএব, এ নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করা অন্যায়।
আমিরুল মণ্ডল----15.07.2021::07.11 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইমামের পিছনে সুরা ফাতেহা মুক্তাদির পড়া লাগবে কিনা
প্রশ্ন-বিস্তারিত: ফাতেহা সূরা ইমামের পিছনে মুক্তাদীর আবশ্যিক এবং সৌদি আরবে এই বিষয় নিয়ে কি করে যেমন হারাম শরীফে।
উত্তর দেখুন / উত্তর দিন
moenul Islam ----15.07.2021::07.48 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: সর্বনিন্ম কতটাকা থাকলে কুরবানি দতে হবে? নগদ টাকা না থাকলে ও কিপরিমান সম্পদ থাকলে কুরবানি দিতে হয়।
উত্তর : নিসাব পরিমাণ সম্পদ যেমন : সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ বা সম্পদ।
Rakib Gayen----15.07.2021::08.37 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: Rongin jer jobor poriborton
প্রশ্ন-বিস্তারিত: Color jer jobor poriborton kor chi kintu hochhe na tatekore porte osubidha hochhe
উত্তর : Menu থেকে Color Tajweed On/Off বা রঙিন জের জবর অন/অফ এ দুইবার ক্লিক করুন। অর্থাৎ, একবার ক্লিক করলে অন হবে আরেকবার ক্লিক করলে অফ হবে।
ইমরান ----15.07.2021::10.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: জামায়াতে নামাজে উপস্থিত হওয়ার সময় রুকু পাওয়া না গেলে কি করা উচিৎ??
উত্তর : নামাজে শামিল হয়ে যাবে, অর্থাৎ, জামায়াতের সাথে সিজদায় শামিল হয়ে যাবে, তবে ঐ রাকাত পেয়েছে বলে গণ্য করা যাবেনা। ইমামের সালাম ফিরানোর শেষে ছুটে যাওয়া রাকাত গুলো আদায় করে নিবে।
ওয়ায়েছকুরুনী----16.07.2021::03.19 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: যাদের কুরবানী করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না তাদের কোনো গুনাহ হবে কি?
প্রশ্ন-বিস্তারিত: যাদের কুরবানী করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী করে না তাদের কোনো গুনাহ হবে কি?
উত্তর: অবশ্যই গুণাহ হবে।
Ahsan Faruque----16.07.2021::05.18 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিতর্ এর নামাজ
প্রশ্ন-বিস্তারিত: বিতর্ এর নামাজ পড়ার সঠিক নিয়ম দয়া করে জানান।
উত্তর https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_17.html
আরমান হোসাইন----16.07.2021::05.54 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: সমম্নিত শায়েখ আসসালামু আলাইকুম আমার প্রশ্ন৷ হলো সমাজে দেখা যায় অনেক কোরবানি দেওয়ার সময় আগে নাম পড়ে নেই তার পরে কোরবানি লম্বা একটা দোয়া পড়ে এই ব্যােপারে আপনাদের মতামত কি দোয়াটাকি পড়া লাগবে? আর নাম পড়ে কোরবানি দিলে সমস্যা হবে.? গোস্ত কে মাংস বলা যাবে..? গোস্ত কি তিন ভাগ করতে হবে ভাধ্যতামুলক
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। ১) নাম পড়ে নেওয়াতে অসুবিধা নাই, ২) যে ব্যাক্তি দোয়াটি জানে, তার পড়ে নেওয়া দরকার ৩) কারো নামের পক্ষ থেকে কুরবানী দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ৩) গোস্তকে মাংশ বলা যাবে। এটা প্রচলিত ভাষা হয়ে এক ভাষা থেকে আরেক ভাষায় ঢুকেছে, কিন্তু নিজস্ব আলাদ অর্থ নিয়ে ঢুকেছে। গরুকে মা যারা বলে তারা গরুর গোস্তকে মাংশ বলে, এইটা তাদের বিশ্বাসের বহি:প্রকাশ। কিন্তু, আমাদের দেশে বা অন্য যে কোন দেশে গোস্তের প্রতিশব্দ হিসেবে মাংশ বলা হয়, মায়ের অংশ বলা উদ্দেশ্য থাকেনা। তাই গরুর গোস্তকে মাংশ বলা যাবে। ৪) গোস্তকে তিন ভাগ করাই মাসনুন এবং উচিত। যদি গোশত কম হয়, এবং নিজেদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়, তাহলে তিন ভাগ না করলেও দোষ নেই। তবে গোশত বিলি করাই রাসুল সা: এবং সাহাবীগণের রীতি। তাই গোশত বিলি না করা সংকীর্ণ মন মানসিকতার পরিচয়।
মোঃ ইলিয়াছ চৌধুরী ----16.07.2021::06.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কত বছর বয়সে ইমাম হওয়া যায়?
প্রশ্ন-বিস্তারিত: অর্থ্যাৎ,সমাজ ইমামের অভাব দেখা দিলে সেখানে ইমামতি করা যাবে কি?এবং তার জন্য কত বছর লাগবে?
উত্তর : সুরা ক্বিরআত এবং নামাজের নিয়ম কানুন জানে জরুরী ক্ষেত্রে এমন নাবালকের পিছনেও নামাজ আদায় করা যাবে। তবে, উচিত হলো একজন বিজ্ঞ, আলেম ও ভালো ক্বারী নির্বাচন করা।
এ কে আজাদ ----16.07.2021::07.09 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানীর সংগা কি? ইহা ওয়াজিব না সুন্নত ব্যখ্যা কর?
উত্তর দেখুন / উত্তর দিন
উম্মে রুম্মান----16.07.2021::07.23 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নফল রোজা সম্পর্কিত একটা হাদীস নিয়ে
প্রশ্ন-বিস্তারিত: আসাহাবে রাসূলের জীবনকথা 117 নং পেজে একটি হাদিস পড়েছি, হাদীসটি এমন 👇🌱আবু তালহা একদিন নফল রোযা রেখেছিলেন। ঘটনাক্রমে সেই দিনই বরফ পড়েছিল। তিনি কয়েকটি তুষার খণ্ড হাতে নিয়ে খেয়ে ফেলেন। 'আপনি তো রোযার মধ্যে খাচ্ছেন'- লোকেরা এ কথা বললে তিনি মন্তব্য করেনএ একটা রবকত, এর কিছু অর্জন করা উচিত। এ কোন খাদ্যও নয়, পানীয়ও নয়।' (মুসনাদ-৩/২৭৯, তারিখু ইবন 'আসাকির-৬/১০)🌱আমার প্রশ্ন হল, বাহির থেকে কোন বস্তু পেটের মধ্যে প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায় বলে আমরা ফিকহ এর বইতে পড়েছি। সে হিসেবে আবু তালহা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সিয়াম কি ভেঙে গেছে? একজন সাহাবী হিসেবে তিনি কীভাবে এ জিনিসটা না জেনে থাকতে পারেন, যেহেতু তিনি আল্লাহ রাসুলের সান্নিধ্যে ছিলেন অনেকদিন। নাকি রোজা রেখে আসলেই তুষার খন্ড খাওয়া যায়? জাযাকুমুল্লহু খই-র
উত্তর : সাহবায়ে আজমাঈন গণের সম্মিলিত ইজমা এর সামনে কোন কোনো সাহাবীর ব্যাক্তিগত রায় গ্রহণযোগ্য নয়। যেমন: কুরআনের সান্নিধ্যে থাকা একজন সাহাবী মনে করতে সুরা ফালাক্ব ও নাস কুরআনের অংশ নয়। কিন্তু সাহাবায়ে আজমাঈনগণের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে তার এই মতামত গৃহীত হয় নাই। বরং, বিপুল সংখ্যক সাহাবিগণের সাক্ষই গ্রহণ করা হয়েছে।
নুর আলম----16.07.2021::10.41 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানির পশু সম্পকে
প্রশ্ন-বিস্তারিত: কোরবানীর জন্য পশু ক্রয় করলে সেই পশু ছোট হওয়ার কারনে, তা পালনের জন্য রেখে দিয়ে,অন্য আরেকটা নতুন গুরু কোরবানির জন্য ক্রয় করা জায়েজ কিনা....?
উত্তর : ছোট হওয়ার কারণে নয়, বরং, ছোট হওয়ার কারণে বা অন্য কোনো কারণে যদি কুরবানীর জন্য উপযুক্ত না হয়, তাহলে অন্য পশু ক্রয় করেই কুরবানী দিতে হবে। কিন্তু সাইজে ছোট দেখা যায়, কিন্তু কুরবানীর জন্য আসলে উপযুক্ত, তাহলে তা পালন করার জন্য রাখা যাবে না, কুরবানী দিতে হবে।
YOUNUS ----16.07.2021::11.26 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী কাদের উপর ফরজ বিস্তারিত জানাবেন
উত্তর : কোনো বিস্তারিত নাই ভাই। আপনি যাকাত দেওয়ার উপযুক্ত, ব্যাস আপনার উপর কুরবানী ওয়াজিব।
মোঃ জুবায়ের হোসেন ----16.07.2021::12.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কার কার জন্য কুরবানি করা ফোরজ আর কোন লোকের জন্য ফরজ
প্রশ্ন-বিস্তারিত: কোন লোকের উপর কুরবানি করা ফরজ আর কার জন্য ফোরজ না
উত্তর : কুরবানী মূলত ওয়াজিব, ফরজ নয়। যে ব্যাক্তির নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপরই কুরবানী করা ওয়াজিব।
Md Nur Hossain ----16.07.2021::01.19 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দুই সিহদাহ মাঝে কি বলবো
প্রশ্ন-বিস্তারিত: দুই সিহদাহ মাঝে কি বলবো
উত্তর : আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনি ওয়ার ঝুক্বনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়াজবুরনী।
মোঃ মাসুম বিল্লাহ ----16.07.2021::03.17 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কুরবানী কি ৭ ভাগে করা যাবে ?
উত্তর https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_53.html
রকিবুল করিম----16.07.2021::05.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তিন খূল পড়ে শরীর মাছাহ করা
প্রশ্ন-বিস্তারিত: মসজিদে ফরজ নামাজের পর তিন কূল পড়ে শরীর মাছাহ করা কি বেদাত ?
উত্তর : এইটা সকাল? ও সন্ধায় ঘরে বসে নামাজ শেষে ঘরে এসে করবেন, অথবা রাতে শোবার আগে করবেন। খামাখা, যে কোন বিষয়ে প্রশ্ন সৃষ্টি করা উচিত নয়।
সাকিব----16.07.2021::07.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিবাহ
প্রশ্ন-বিস্তারিত: জদি কোন মহিলার হাজব্যান্ড মারা যায়,,তাহলে তার ইদ্দত শেষ হওয়ার আগেই তার বিয়ের প্রস্তাব আসে এবং তাকে দেখতে চায় তাহলে কি দেখতে পারবে?? এবং তার সাথে কি কথা বলতে পারবে? বিয়ের উদ্দেশ্যে?
উত্তর : এ নিয়ে মতভেদ আছে। তবে ইদ্দত শেষ হওয়ার পূর্বে এগুলো নিয়ে কথা বার্তা না বলাই ভালো। তবে ঐ মহিলাকে না জানিয়ে অভিভাবককে জানিয়ে রাখা যায়। ঐ মহিলা যেন ইদ্দত শেষ হওয়ার আগে এ বিষয়গুলোর সম্মুখীন না হয়। কারণ, মৃত স্বামীর শোক তার মধ্যে এমন পর্যায়ে বিদ্যমান থাকতে পারে, যাতে নতুন বিবাহ এর ব্যাপারে শুনলে সে বিব্রত ও দু:খিত হতে পারে। তবে ইদ্দত শেষ হওয়ার পরও তার অনুমতি ছাড়া তাকে বিয়ে দেওয়া যাবে না।
মোহাম্মদ হাসান জামিল----16.07.2021::08.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানির সংক্রান্ত মাসআলা
প্রশ্ন-বিস্তারিত: দুই ভাগে কুরবানী দেওয়া যাবে কিনা
উত্তর : যাবে।
এম করিম----17.07.2021::12.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি প্রসঙ্গ
প্রশ্ন-বিস্তারিত: কোরবানি জবেহের পূর্বে দাতাগনের নাম পড়া জরুরি কি?
উত্তর : জরুরী নয়। তবে, কোন ব্যাপারে দাতাগণকে আশ্বস্ত করা দরকার । সে হিসেবে নাম পড়াতে কোনো অসুবিধা নাই।
kholilur Rahman----17.07.2021::04.15 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: kurbani
প্রশ্ন-বিস্তারিত: 7vage kurbani dewa have ki na
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_53.html
Fatma Fatma----17.07.2021::04.37 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: fatma443210@gmail.com
প্রশ্ন-বিস্তারিত: মানুষ কেন/ কখন সীমালঙ্গন করে?
উত্তর : তাকে যা দেওয়া হয়েছে, সেইটুকুতে শুকরিয়া আদায় করেনা, বরং, আরো বেশী চায়, তা বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক।
মোঃ রমজান হোসেন ----17.07.2021::06.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কিনা???
প্রশ্ন-বিস্তারিত: অনেক আলেমরা বলেন ইল্লালাহ জিকির করা জায়েজ আবার অনেকে বলেন জায়েজ নেই,,, এ জিকির করা বিদআত,,,,,,এ বিষয়ে যদি সঠিক ব্যাখ্যা দিলে উপকৃত হতাম
উত্তর : আমাদের মতে জায়েজ নয়। বিস্তারিত ব্যাখ্যার সুযোগ আসলে এখানে নেই। ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, এখন আপনি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এরকম বলতেছেন, এইটা কিরকম হলো ?
মোঃ তারেক----17.07.2021::08.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিয়ে
প্রশ্ন-বিস্তারিত: পুরুষের জন্য কয়টি বিবাহ জায়েজ?
উত্তর : চারটি পর্যন্ত করেন, তারপরে জানতে চাইয়েন।
মোঃ তারেক----17.07.2021::08.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিয়ে
প্রশ্ন-বিস্তারিত: প্রশ্নের শিরোনাম:----”বিয়ে”---পুর্নাঙ্গ প্রশ্ন:---পুরুষের জন্য কয়টি বিবাহ জায়েজ?
উত্তর : আপনি চারটি পর্যন্ত করেন, তারপরে মাসআলাহ বলবো।
মোহাম্মদ ইলিয়াস হুসাইন নাইম----17.07.2021::07.59 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: السلام عليكم ورحمة اللة وبركاته ই-মেইলelias017712 কুরবানি করার সময় কয়দিন?শুধু ১ দিন নাকি ৩ দিন পর্যন্ত জানালে খুশি হবো
উত্তর : আড়াই দিন।
আল আমিন হোসাইন ----17.07.2021::09.20 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তালাক বিষয় .
প্রশ্ন-বিস্তারিত: ফোনে রাগের মাথায় একসঙ্গে তিন তালাক দিলে তালাক হবে? ?
উত্তর : জ্বি তালাক হবে। তবে যারা রাগের মাথায় তিন তালাক দেয়, তাদের জন্য শরীয়তে শাস্তির ব্যবস্থা আছে। তাদেরকে বেতপিটা করতে হয়।
quyum mpndal----17.07.2021::11.18 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: marriage
প্রশ্ন-বিস্তারিত: how many marriage i can do
উত্তর : Four
মিশু খানম----18.07.2021::05.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইউসুফ (আঃ)ও জুলেখা
প্রশ্ন-বিস্তারিত: ইউসুফ (আঃ) কি জুলেখাকে বিয়ে করেছিলেন?এই বিষয়ে বিস্তারিত জানতে চাই।
উত্তর : না এটা একটা মিথ্যা বর্ণনা। যে নারীর চরিত্রহীনতা একজন নবীর নিজ অভিজ্ঞতায় প্রমাণিত, তাকে একজন নবী নিজ স্ত্রী হিসেবে মর্যাদা দিতে পারেন না। তাকে একজন নবীর স্ত্রী হিসেবে কল্পনাও করা যায় না।
নাইম উদ্দিন জিসান ----18.07.2021::05.56 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বাংলাদেশে ইসলাম প্রচার
প্রশ্ন-বিস্তারিত: বাংলাদেশে ইসলাম প্রচার
উত্তর : শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীই আপনার জন্য ময়দান।
আবুবকর ছিদ্দিক ----18.07.2021::09.15 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: কাদের জন্য কোরবানি ওয়াজিব
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/06/blog-post_75.html
আবু সাঈদ----18.07.2021::09.45 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ভাগে কুরবানির ক্ষেত্র কারো নিয়ত এবং টাকার ত্রুটি থাকার কারণে অন্যের কুরবানি না হওয়া প্রসঙ্গে।
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম। আমরা জানি যে, ভাগে কুরবানি দেওয়ার সময় ভাগিদারদেরর কোনো একজনের নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না হয়ে অন্য কোনো উদ্দেশ্য থাকে অথবা হালাল ইনকামের টাকা না থাকে তাহলে কারো কুরবানিই কবুল হবেনা। একথাটি কতটুকু সঠিক? কারণ কার অন্তরের নিয়ত কিরকম সেটা আমার জানা থাকার কথা না বা তাকে জিজ্ঞেস করলেওতো সে বলবেনা যে, আমার অন্যকোনো নিয়ত আছে। একই ব্যাপার টাকার ক্ষেত্রেও, যেখানে আমার নিয়ত এবং টাকা দুটুই সহিহ আছে। এখন আমার প্রশ্ন হলো, কুরবানির ভাগিদারদের করো ত্রুটিপূর্ণ নিয়ত এবং টাকার কারণে আমার কুরবানি নষ্ট হবে কিনা?
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। তাদের বাহ্যিক বিষয়টাই আপনার জন্য ধর্তব্য। তাদের অন্তর ফেড়ে দেখার সাধ্য আমাদের নেই। সে যদি মুখে বলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দিচ্ছি, এবং তার হালাল ইনকামের সোর্সও আছে (যদিও হারামও সোর্সও আছে, তবে হালাল সোর্সও আছে) এরকম হয়, তবে তার সাথে কুরবানী দেওয়া জায়েজ হবে। তবে, যদি কেউ মুখেই বলে ফেলে, অন্য কোন উদ্দেশ্য, তাহলে তার সাথে কুরবানী দেওয়া কোনোভাবেই জায়েজ হবে না।
সিরাজুল ইসলাম ----18.07.2021::11.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জবেহকৃত পশুর অন্ডকোষ খাওয়া।
প্রশ্ন-বিস্তারিত: জবেহকৃত পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ কি না?
উত্তর : না। জায়েজ নয়।
মোঃ মোফাজ্জেল হোসাইন ----18.07.2021::11.54 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: যিলালিল কোরানে বানান ভুল
প্রশ্ন-বিস্তারিত: ২: আল-বাক্বারাহ,:আয়াত: ১৯৩,وَ قٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّ یَكُوْنَ الدِّیْنُ لِلّٰهِ١ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِیْنَতাফহীমুল কুরআন:তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দ্বীন একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো যালেমদের ছাড়া আর কারোর ওপর হস্তক্ষেপ করা বৈধ নয়।ফী যিলালিল কুরআন:তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো, যতোক্ষণ না (যমীনে) ফেতনা অবশিষ্ট থাকে এবং (আল্লাহর যমীনে আল্লাহর দেয়া) জীবন ব্যবস্থা (পূর্ণাংগভাবে) আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যায়; যদি তারা (যুদ্ধ থেকে) ফিরে আসে তবে তাদের সাথে আর কোনে বাড়াবাড়ি নয়, (তবে) যালেমদের ওপর (এটা প্রযোজ্য নয়)।(এখানে "আর কোন,"হবে,কিন্তু হয়েছে "কোনে")এরকম আরো আছে,
উত্তর : জাজাকুমুল্লাহ ভাই। এ্যাপ সম্বন্ধে কোনো নিয়ম কানুন জানার জন্য এখানে প্রশ্ন করতে পারেন, আর এ্যাপের টেক্সট সংশোধনীর জন্য এখানে নয়, বরং ইমেইল করবেন প্লীজ : noorhossain888@gmail.com সাবজেক্ট : তাফহীম এ্যাপের টেক্সট সংশোধনী।
faisal----18.07.2021::02.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নাম রাখা
প্রশ্ন-বিস্তারিত: ফারাজ শব্দের অর্থ কি?
উত্তর : এখানে সাধারণত শব্দের অর্থ দেওয়া হয়না ভাই। তবুও, আপনারটা দিলাম। ফরায়েয (فَرَائِضُ) শব্দটি আরবি فَرِيْضَةٌ এর বহুবচন। শাব্দিক অর্থ হচ্ছে: ফরয করা হয়েছে এমন বিষয়, আবশ্যকীয় বিষয়, অকাট্যভাবে প্রমাণিত বিষয়। ইসলামী পরিভাষায় فَرَائِض বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তিকে।
শামিম ----18.07.2021::02.17 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিয়ের পর স্বামী নেক আমল স্ত্রী পাবে কি না
প্রশ্ন-বিস্তারিত: স্বামী নেক আমল স্ত্রী পাবে কি না
উত্তর : কারো নেক আমলই কেউ পাবেনা, যার যার আমল তার তার। তবে কারো নেক আমল করাতে যদি আমার কোনো সহযোগিতা থাকে, তবে সেই সহযোগিতার জন্য আমি এক্সট্রা নেক/সওয়াব পাবো, এতে মূল আমলকারীর নেক আমল কমবেনা। আবার যার যার বদ আমল তার তার, তবে কারো বদ আমলে যদি আমার সহযোগিতা থাকে, অথবা, আমার কোন বদ কথা বা বদ কাজের সোর্স দ্বারা উৎসাহিত হয়ে কেউ কোন বদ কাজ করে, তবে আমি নিজেও পাপ অর্জন করবো, কিন্তু এতে মূল পাপীর পাপ কমবে না। অর্থাৎ, কোনো নেক আমলই বা বদ আমলই ট্রান্সফারেবল নয়। শুধুমাত্র পরকালে, পাওনাদারদেরকে নিজের নেক আমল দিয়ে অথবা পাওনাদারের বদ আমল নিজের কাধে নিয়ে তার পাওনা পরিশোধ করতে হবে। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন। সম্পূর্ণ, ঋণমুক্ত অবস্থায় যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি। আমীন।
রায়হান আহমেদ ----18.07.2021::03.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বাসর রাতের পূর্বে স্বামী ও স্ত্রী একসাথে থাকতে পারবে কিনা?
প্রশ্ন-বিস্তারিত: বাসর রাতের পূর্বে এবং অলিমা হওয়ার আগে স্বামী ও স্ত্রী একসাথে মেয়ের বাড়িতে থাকতে পারবে কিনা?
উত্তর : যদি তারা স্বামী স্ত্রী হয়ে থাকে, তাদের ইজাব কবুল তথা কাবিন হয়ে গিয়ে থাকে, তবে থাকতে পারবে। কোনো সমস্যা নাই।
উম্মে রুম্মান----18.07.2021::06.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মহিলাদের সতর বিষয়ক
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম। আমরা এটা ভালোভাবেই জানি মহিলাদের পর্দার সীমা কতটুকু এবং কি কি। কিন্তু সতর নিয়ে আমাদের অনেকের ধারণা হয়তো সুস্পষ্ট নয়। আমার প্রশ্ন হলো মহিলাদের সতর কতটুকু এবং কি কি? কারণ আমাদেরকে শিখানো হয়েছে বাসায়ও মাথায় কাপড় দিয়ে রাখার চেষ্টা করা, মাহরাম পুরুষদের সামনেও মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। মাহরাম পুরুষ দের সামনে সতর কতটুকু? আমি শুনেছি যে তাদের সামনে শুধু মুখমন্ডল এবং হাতের কব্জি বের করে রাখা যাবে। চুলও বের করা অনুচিত। আসলেই কি ব্যাপারটা এমন? মাহরাম পুরুষ দের সামনে চুল বের হয়ে থাকলে গুনাহ হবে? আরেকটা ব্যাপার হলো সব মাহরামের সামনে সতর কি একই? কারণ স্বামী এক রকম পিতা-ভাই এক রকম মহিলা মাহরাম এক রকম আবার চাচা-মামা আরেকরকম। এক্ষেত্রে তাদের সবার সামনে কি সতর একই? জাযাকুমুল্লহু খই-র
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_20.html
রোমান খান ----18.07.2021::06.43 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ প্রসংগে
প্রশ্ন-বিস্তারিত: ঘুম থেকে উঠে যদি দেখি ফজরের নামাজের সময় শেষ প্রায়,, যখন অজু করে আসলাম এসে দেখলাম নামাজের নিষিদ্ধ সময় চলতেছে ঔ মুহুর্তে কি ফজরের নামাজ পড়া যাবে নাকি নিষিদ্ধ সময় শেষ হলে পড়বো,,রেফারেন্স সহ বুঝাইলে উপকৃত হবো ইনশাআল্লাহ
উত্তর : জ্বি নিষিদ্ধ সময় শেষ হলে পড়বেন। রেফারেন্স দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_85.html
অলিউর রহমান মিরাজ----18.07.2021::09.10 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিতর সালাত
প্রশ্ন-বিস্তারিত: বিতর সালাত এর সহিহ সুন্নাহ নিয়ম কী?
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_17.html
মজিবর ----18.07.2021::09.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মৃত ব্যক্তির নামে কোরবানী
প্রশ্ন-বিস্তারিত: মৃত ব্যক্তির নামে কোরবানী করা যাবে কিনা?
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_88.html
মিলন----19.07.2021::03.10 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আকিকা সংক্রান্ত
প্রশ্ন-বিস্তারিত: আকিকার মাংস কিভাবে বন্টন করে
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_38.html
মোঃ শামীম----19.07.2021::04.19 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পবিত্রতা
প্রশ্ন-বিস্তারিত: অজু অবস্থায় গায়ে মশা পড়লে অজু থাকবে কি
উত্তর: জ্বি থাকবে।
আমেনা খাতুন----19.07.2021::06.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মাসের ১৩,১৪,১৫তারিখ রোজা
"প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম । কেউ যদি এমন নিয়ত করে যে সে সারা জীবন এই রোজা রাখবে, যদি এমনটা হয় যে আজ ১৩ তারিখ এটা তার মনে নেই এবং সে খাবার ও খেয়ে ফেলেছে, তাহলে কি তার এই রোজা পরে আদায় করতে হবে?*জিলহজ মাসের ১৩ তারিখ তো রোজা রাখা হারাম তাহলে কি এই মাসে ১৪,১৫ তারিখ রোজা রাখতে হবে?
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। ১) পরের দিন রেখে দিতে হবে। ২) জ্বি, ১৪ বা ১৫ তারিখে রেখে দিবে। (তবে জিলহজ্ব মাসের ঐ দিনগুলিতে যে সমস্ত হাজীগণ কুরবানী দিতে পারেননি, তাদের জন্য রোজা রাখার বিধান রয়েছে। ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু ও ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তাঁরা উভয়ে বলেন,
«لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ التَّشْرِيقِ أَنْ يُصَمْنَ، إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ الهَدْيَ»
“যে (হাজী)র নিকট الهَدْيَ/ কুরবানীর পশু নেই তিনি ছাড়া অন্য কারও জন্য আইয়্যামে তাশরীকে সাওম পালন করার অনুমতি দেওয়া হয় নি”। (সহিহ বুখারী হা/১৯৯৭) )
আমেনা খাতুন----19.07.2021::06.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পুকুরের পানি দিয়ে ওযু গোসল
প্রশ্ন-বিস্তারিত: পুকুরের পানি দিয়ে কি ওযু, গোসল আদায় হবে?( যে পুকুরে হাঁস চরে ,সেখানে তো হাঁসের মল পানিতে মিশে যায়)
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_33.html
নাছিম উদ্দিন----19.07.2021::06.29 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: শাদা খাওয়া
প্রশ্ন-বিস্তারিত: আস্সালামু আইলাকুম শাদা খাওয়া জায়েয কি না এই বিষয়ে অল্প বিস্তারিত বলবেন?
উত্তর : মাকরূহ। পরিস্কার বর্ণনা ছাড়া কোনো জিনিসকে হারাম বলা যায় না। যেহেতু এটা ক্ষতিকর, কিন্তু এর ক্ষতিটা যেহেতু তাৎক্ষণিক প্রকাশ হয়না, তাই এটা খাওয়া মাকরূহ।
MD Siyam Sabbir ----19.07.2021::08.05 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: রোজা
প্রশ্ন-বিস্তারিত: নাপাক অবস্থায় কি রোজা রাখা যায় ।
উত্তর : সেহরি খাওয়ার সময় নাপাক আছেন, অসুবিধা নাই, কিন্তু পাক হয়ে ফজরের নামাজ আদায় করতে হবে।
মোঃ শফিকুল ইসলাম ----19.07.2021::01.15 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: অপরাধ ভঙ্গের প্রতিক্রিয়া আছে কি
"প্রশ্ন-বিস্তারিত: আমার প্রশ্ন আমি প্রবাসে থাকি কিছুদিন আগে আমার খুব শরীর খারাপ ছিল তাই তাই আমি কোরআন শরীফ নিয়ে শপথ করেছিলাম আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেন তাইলে আমি আর বিদেশ থাকবো না এখন যদি আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন দুনিয়া এবং আখেরাতে এর সমাধান কি আমি বিদেশ এখন থাকতে চাই কোন কাফফারা না দিয়ে কি বিদেশ থাকা জাহিজ হবে কোরআন এবং হাদীস দ্বারা জানালে উপকৃত হতাম যদি আমার জন্য অমঙ্গল হয় দুনিয়া এবং আখেরাতে টয়লে আমি বিদেশ থাকতে চাই না এবং ওয়াদা ভঙ্গ করতে চায়না আমি জানি রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সুখের জন্য আমি আল্লাহর সাথে প্রতারণা করতেও চাইনা কিন্তু যদি ইসলামে এর প্রতিকার থাকে টয়লে আমার কোন সমস্যা নেই তবে আমি কখনোই দুনিয়া এবং আখেরাতে এব্যাপারে দাঁড়িয়ে থাকতে চাই না না হলে আমি বিদেশ করবো না দয়া করে বিস্তারিত জানাবেন ধন্যবাদ
উত্তর: প্রথমত আপনার কুরআন ছুয়ে কসম করা সঠিক হয়নি । অনেকে অন্যের মাথা ছুঁয়ে, মাজার বা পীরের নামে শপথ করে। কিন্তু ইসলামী বিধান মতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি তা শিরক ও সবচেয়ে বড় গুনাহ। হাদিস শরিফে আছে, ‘যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, সে অবশ্যই কুফরি বা শিরক করল।’ (তিরমিজি শরিফ, হাদিস : ১৫৩৫) । যাই হোক, আপনি যেহেতু শপথ করেছিলেন, এবং ভঙ্গ করেছেন, সেক্ষেত্রে কসমের কাফফারা আদায় করতে হবে। কসম ভঙ্গের কাফফারা হল:
– দশজন মিসকিনকে মধ্যম ধরণের খাবার খাবার খাওয়াবেন।
– অথবা ১০ জন মিসকিনকে পোশাক দিবেন।
– অথবা একজন গোলাম আযাদ করবেন।
– এ তিনটি কোনটি সম্ভব না হলে তিনটি রোযা (লাগাতার ভাবে) রাখবেন। মাঝখানে ভঙ্গ করা যাবে না।
আল্লাহ তাআলা বলেন:
لَا يُؤَاخِذُكُمُ اللَّـهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ ۖ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّـهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
“আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।” সূরা মায়িদাহ: ৮৯) । তবে, নগদ অর্থ দিয়ে কাফফারা আদায় করলে, কাফফারা আদায়ই হবে না। বিস্তরিত দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/01/blog-post.html
এ এস এম মহিউদ্দীন----19.07.2021::03.46 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: উপহারের প্রাণীর মাসয়ালা
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রামে স্ত্রীর বাপের বাড়ি থেকে কুরবানিতে গরু কিংবা ছাগল উপহার দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, সে উপহারের প্রাণী দিয়ে কি কুরবানি কিংবা আকিকা দেওয়া যাবে?
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। এগুলো দিয়ে কুরবানী দিলে কুরবানীও হবেনা আকীকাও হবেনা। এর কারণ হচ্ছে, আসলে এগুলো একটি বদরসমে পরিণত হয়েছে। রসমের কথা চিন্তা করে মনের অনিচ্ছা সত্বেও তারা দিয়ে থাকেন। অতএব, এখানে জুলূম নিহিত। বরং, এ ধরণের প্রাণী জবেহ করে খেলে তা হারাম হবে। কেউ বলতে পারে, তারা তো খুশি হয়ে দিয়েছে। কিন্তু, তারা খুশি হয়ে দিলেও যেহেতু এইটি রসমে পরিণত হওয়ার কারণে যারা অনিচ্ছাকৃত দিচ্ছে, বা যাদের সামর্থ্য নাই তারপরেও মেয়ের জামাই বাড়ি গরু খাসি পাঠাতে হচ্ছে, তাদের ওপর জুলুম হওয়াকে উৎসাহিত করে, অপরপক্ষে মেয়ের সুখের কথা চিন্তা করে হয়তো তারা বলবে, খুশি হয়ে পাঠিয়েছি, কিন্তু আসলে হয়তো তারা খুশি হয়ে পাঠায়নি, মনে কষ্ট নিয়েই পাঠিয়েছে। অতএব, যে জিনিসের সাথে এরকম জুলুম ও মনের কষ্ট জড়িত থাকে তা খাওয়া হারাম তাই , এই বদরসম বন্ধ করার জন্য এই ব্যবস্থা পরিত্যাজ্য। উচিত হবে, কারো শ্বশুর বাড়ি থেকে গরু খাসি পাঠালেও তা ফেরত পাঠানো। তাহলে, ঐ ব্যাক্তি একটি জুলুম মূলক বদরসম উৎখাত করার সওয়াব পাবেন। আর তাছাড়া শ্বশুর বাড়িতে আগেই জানিয়ে দিলে, যে, এই রকম গরু খাসি কাপড় চোপড় বা আম কাঠাল ইত্যাদি গ্রহণ করা হবেনা, তাহলে শ্বশুড় বাড়ি থেকে এগুলো আর পাঠাবেনা। যারা এ ধরণের জিনিস শ্বশুড় বাড়ি থেকে আশা করে বসে থাকে, তারা অত্যন্ত ছোটলোক, তাদের ভিক্ষে করে খাওয়া উচিত। অতিদ্রুত চট্টগ্রামের এ জুলুম বন্ধ হওয়া জরুরী। কন্যা সন্তানকে পেটে থাকতেই বা জন্মের পরেই হত্যা করে ফেলার আরব জাহিলিয়াত এই সব বদরসমের কারণেই পুনরায় ফিরে আসতে পারে।
অহিদুজজামান----19.07.2021::08.48 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাঁড়ি রাখার বিষয়
প্রশ্ন-বিস্তারিত: সরিয়াতে দাঁড়ি রাখার গুরুত্ব কি? যদি দাঁড়ী রাখার মত একটা সুন্নাত গুরুত্ব হিনতায় পালন করতে বেমালুম ভুলে যাই তাহলে আমি কতটুকু সুননাতের অনুসারী এটাই আমার জিগাস্যা।
উত্তর : একটি বিরূপ সমাজে দাড়ি রাখার অর্থ হচ্ছে ঐ ব্যাক্তি ২৪ ঘন্টাই নিরব জিহাদে রত রয়েছে। - সাইয়েদ আবুল আলা মওদুদী রাহ:
মারুফ খান----19.07.2021::09.06 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাড়ি
প্রশ্ন-বিস্তারিত: আমার বয়স ১৮ আমার অল্প লম্বা লম্বা দাড়ি হইছে ..আমার বাড়ির লোকেরা এর জন্য অপমান করতেছে.সকলে বলতেছে এত ছোট বয়সে দাড়ি রাখছো..আবার অনেকে বলে ছাগ্লি দারি ..আমার খুব কষ্ট লাগে..এখন আমি দারি কাটলে কী পাপ হবে..আর একটা প্রশ্ন আমার এই প্রশ্নের উত্তর কে দিতেছে তার নামটা যদি বলতেন...হয়তো চিনতাম
উত্তর : একটি বিরূপ সমাজে দাড়ি রাখার অর্থ হচ্ছে ঐ ব্যাক্তি ২৪ ঘন্টাই নিরব জিহাদে রত রয়েছে। - সাইয়েদ আবুল আলা মওদুদী রাহ:
mdakram30825@gmail.com----19.07.2021::11.42 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সালাত আদায়ের সঠিক নিয়ম
প্রশ্ন-বিস্তারিত: আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহআমার প্রশ্নসালাত আদায়ের সঠিক নিয়ম কোরআন ও হাদিসের আলোকে জবাব দিলে উপকৃত হতাম সালাতে রফউল ঈদাইন করা কতটুকু সঠিক
উত্তর : সালাতে রফউল ইদাইন করাও সঠিক, না করাও সঠিক। কিন্তু এইটা নিয়ে বেশী বেশী মাথা ঘামানো বা ফিতনা সৃষ্টি করা সঠিক নয় ।
aa2677191@gmail.com----20.07.2021::04.58 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: কুরআন ও হাদীস থেকে কুরবানীর আলোচনা
উত্তর দেখুন / উত্তর দিন
মোঃ রিফাত হোসেন----20.07.2021::10.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: সামথ্যবান ব্যক্তি কুরবানী না করলে কী কোনো গুন্নাহ হবে ।কুরআন ও হাদিস অনুযায়ী উত্তর চাই
উত্তর : হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না (অর্থাৎ কুরবানি করার সংকল্প তার নেই) সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।’ (সুনানে ইবনে মাজাহ (৩১২৩), মুসনাদে আহমদ, মুসতাদরেকে হাকেম) । এখন ঈদের দিন আপনাকে ঈদের নামাজ পড়তে যাইতে নিষেধ করে ধমক দেওয়া হলো। এখন কোন ব্যাক্তিকে নামাজ পড়তে নিষেধ করা হয় ? মসজিদে প্রবেশ করতে বা ঈদগাহে যেতে তো দুরের কথা ঈদের নামাজ পড়া হয় যে মসজিদে বা ঈদগাহে তার কাছে যেতেও কোন ধরণের ব্যাক্তিকে নিষেধ করা হয় ? অবশ্যই বেঈমান ব্যাক্তিকে । সুতরাং, কুরবানী না করার গুণাহ কি বুঝতে পারছেন ? হযরত ইবরাহীম আ: আমাদের মুসলিমদের জাতির পিতা। এখন তার এত বড় ত্যাগ এর মাধ্যমে যে নিয়মটির সাথে আমাদের ঈদ হিসেবে ঘোষণা করা হলো, আপনি আপনার সামর্থ্য থাকার পরেও আল্লাহর নামে কুরবানী করার সেই ইবাদতটি পালন করছেন না, আপনি কি গুণাহগার নন ? ঈদের নামাজ যদি পড়তে নাই পারলেন, তাহলে ঈদুল আযহার উৎসব পালন করবেন কিভাবে? নিজে সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃত ভাবে কুরবানী করলেন না, পয়সা খরচ করলেন না, অথচ, অন্য ব্যাক্তি কুরবানী করে আপনাকে গোশত পাঠালে সেই গোশত তো ঠিকই খাবেন, লজ্জা করবেনা খেতে ?
মোঃ শহিদুল ইসলাম ----20.07.2021::10.24 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: স্ত্রীর নামে কোরবানি দেয়া যাবে কি?
প্রশ্ন-বিস্তারিত:
উত্তর : স্ত্রীর নামে নয়, বরং কথাটি হবে স্ত্রীর পক্ষ থেকে। জ্বি, স্ত্রীর পক্ষ থেকে কুরবানী দেওয়া যাবে। তবে উচিত হলো, স্ত্রী যদি সম্পদশালি বা সামর্থ্যবান থাকে, তবে স্বামীর কেনা পশুতে স্ত্রীরও কিছু টাকা দেওয়া উচিত। যাতে পশুটি আরেকটু বড় ক্রয় করা যায়, অথবা স্বামীর কুরবানী দেওয়া কিছুটা সহজ হয়।
মোঃ রেজাউল করিম তাওহিদী----20.07.2021::01.41 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানী
প্রশ্ন-বিস্তারিত: কত টাকা হলে কোরবানি দিতে হবে?
উত্তর : যাকাত দেওয়ার মত সামর্থ্যবান হলে।
আশিক বিল্লাহ----20.07.2021::04.30 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: কোরবানির শর্ত কি কি?
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_86.html
মো: কাওছার আলী----20.07.2021::05.54 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরআন তিলাওয়াত প্রসঙ্গে
প্রশ্ন-বিস্তারিত: শুয়ে মোবাইলে কোরআন পড়লে বেআদবী হবে কি?
উত্তর : না । শুয়ে মোবাইলে কুরআন পড়া যাবে।
jannat----20.07.2021::07.51 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: halal haram
প্রশ্ন-বিস্তারিত: mobile app er add theke je tk income hoy ta ki halal naki haram...???
উত্তর : হালাল হারামের সংমিশ্রণ। অতএব, এ ধরণের ইনকাম করা যাবে না।
মোঃ সফিকুল ইসলাম ----20.07.2021::11.47 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গানের যন্ত্রাংশ বিক্রি করা
প্রশ্ন-বিস্তারিত: গান শোনার যন্ত্র বিক্রি করা জায়েজ কিনা?
উত্তর : হারাম।
Ukil----21.07.2021::12.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: কারো নাম দিয়ে কোরবানি করা জায়েজ
উত্তর : কারো নাম নিয়ে নয়, কথাটি হবে কারো পক্ষ থেকে। জ্বি, কারো পক্ষ থেকে কুরবানী করা জায়েয।
মোঃ মোস্তাকিম বিল্লাহ----21.07.2021::12.02 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ঈদের নামাজ সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কি?
উত্তর : পারবে।
ঊকিল----21.07.2021::12.06 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: কোরবানির নামাজ না পড়লে কোরবানি কি হবে
উত্তর : জ্বী কুরবানী আদায় হয়ে যাবে। ঈদের নামাজ না পড়ার ভিন্ন গুনাহ, আর কুরবানী না করার ভিন্ন গুনাহ। তবে, ঈদের নামাজ শেষ হওয়ার পূর্বে কুরবানী করলে, সেই কুরবানী বাতিল। কুরবানী হবেনা। ঈদের নামাজ শেষ হওয়ার পরে কুরবানী করতে হবে।
ইদুল আদহা দেয়া ----21.07.2021::05.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানির নিয়ম ও দোয়া
প্রশ্ন-বিস্তারিত: কুরবানির নিয়ম ও দোয়া
উত্তর দেখুন / উত্তর দিন
abdur rahim ----21.07.2021::04.04 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কবর
প্রশ্ন-বিস্তারিত: কবর খননের নিয়ম কি
উত্তর : মাটি খুড়ে কবর তৈরী করতে হবে। এছাড়া বিশেষ কোনো নিয়ম নাই।
নজরুল----21.07.2021::08.01 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: কুরবানির গোস অমুসলিম কে বিতরণ বা দান করা যাবে কি?
উত্তর : না। যাবে না।
নজরুল----21.07.2021::08.01 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: অমুসলিম কে কুরবানির গৌস দান করা যাবে কি
উত্তর : না। যাবে না।
মোহাম্মদ আবু হুরায়রা----21.07.2021::10.23 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: স্বপ্নের ব্যাখ্যা
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি মালয়েশিয়া থেকে বলছি যে আমার এক বন্ধুর মামা বাংলাদেশ অসুস্থ সে রাত্রে চারটার দিকে স্বপ্নে দেখেছে যে আমার বন্ধু কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে তার মামা এসে কম্বল নিয়ে সে তার গায়ে কাফনের কাপড় পরিয়ে দেয় তারপর তার ঘুম ভেঙে যায় এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানাবেন দয়া করে।
উত্তর : ভাই, এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়না। কারণ, একই স্বপ্ন ভিন্ন ভিন্ন ব্যাক্তির জন্য ভিন্ন ভিন্ন তাবীর বহন করে। ফলে ব্যাক্তির পরিপূর্ণ অবস্থা জ্ঞাত না হয়ে, স্বপ্নের তাবির বললে তা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আমাদের মতে যে স্বপ্নই দেখুক, সেটা ভালো না মন্দ, স্বপ্ন যিনি দেখেছেন, তার মনের উপর একটা প্রভাব পড়ে। যদি তিনি মনে করেন, তিনি খারাপ স্বপ্ন দেখেছেন, তা হলে, পাশ পরিবর্তন করে শুইবে, আল্লাহর কাছে পানাহ চাইবে, নফল নামাজ পড়ে দিবে এবং দান সাদাক্বা করবে। আর যদি তিনি মনে করেন তিনি ভালো স্বপ্ন দেখেছেন, তাহলে আলহামদুলিল্লাহ বলবে, এবং শুকরিয়া স্বরূপ দুই রাকাত নফল নামাজ পড়বে।
Md.Jinnot Ali----21.07.2021::09.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জানাযার নামাজ এ সালাম ফিরানোর আগে হাত ছেড়ে দিব নাকি সালাম ফিরানোর পর।
প্রশ্ন-বিস্তারিত: আমাদের এখানে এক মুফতি(বিতর্ক লোক)সালাম ফিরানোর আগেই হাত ছাড়েন।এ বিষয়ে সঠিক পথ কি?
উত্তর : প্রশ্নটি বুঝা গেলনা। মূলত: সালাম ফিরানো হলো, নামাজ শেষ হওয়ার চিহ্ন। তবে, তিনি সালাম ফিরানোর পূর্বে হাত ছাড়েন, এইটা বুঝা গেলনা।
মোঃ ওমর ফারুক ----21.07.2021::10.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানীর মাসআলা
প্রশ্ন-বিস্তারিত: আমাদের গ্রামের মানুষ কুরবানীর গোশত তিন বন্টন করে এক বন্টন সমাজে জমা দেয়। গরীব, ফকির, এবং যারা কুরবানী দেয় নাই তাদের জন্য। এখন দেখা যায়, অনেক সামর্থ্যবান ব্যক্তি গরু কুরবানী দেয় এবং বলে আমি গরুর গোশত খাইনা। আমাকে সমাজের জমাকৃত খাসির গোশত থেকে এক ভাগ গোশত দাও। এখন তার জন্য সেই গোশত খাওয়া জায়েজ হবে কী
উত্তর : জায়েজ হবে, যদি প্রকৃতই তিনি গরুর গোশত না খান। তবে, শর্ত হলো, যে পরিমাণ খাশির গোশত নিবেন, তার দ্বিগুন গরুর গোশত আলাদা ভাবে জমা দিতে হবে। যেমন: তাকে আধা কেজি খাশির গোশত দেওয়া হলো, তিনি আলাদা ভাবে এক কেজি গরুর গোশত জমা দিবেন।
শারমিন আক্তার----21.07.2021::11.09 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: স্বামীর অজান্তে কিছু জমা করা
প্রশ্ন-বিস্তারিত: ১ আমি আমার স্বামীর কাছে না বলে কিছু টাকা জমিয়েছি,, এখন তা বলতে চাচ্ছি না,, বল্লে আমাকে সন্দেহ করবে যে আমি মনে হয় উনার অগোচরে অনেক টাকা সঞ্চয় করেছি,, এবং এনিয়ে পরিবারে ঝগড়া সৃষ্টি হবে,,তাই আমি ওই টাকা গুলো নিজের প্রয়োজনে ব্যবহার করবো ভাবছি তা কতটুকু সরিয়ত সম্মত?
উত্তর : যদি আপনার খোরপোষ আপনাকে আপনার স্বামী দেয়, তাহলে, এরকম টাকা নেওয়া হারাম, এবং আপনি যে টাকা জমিয়েছেন, তা স্বামীকে ফেরত দিতে হবে। তবে, তিনি যদি আপনার খোরপোষ এবং একেবারে একান্ত প্রয়োজনীয় কোনে খরচ না দেন, তাহলে ঐ টাকা ব্যবহার আপনার জন্য জায়েজ।
সজিব----22.07.2021::02.20 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সহবাস
প্রশ্ন-বিস্তারিত: স্ত্রী যখন গর্ভবতী হয় তখন কি সহবাস করা যাবে ।কতদিন পর্যন্ত করা যাবে এবং বাচ্চা হওয়ার কতদিন পরে সহবাস করা যাবে
উত্তর : গর্ভবতী অবস্থায় সহবাস করা জায়েয, যতদিন পর্যন্ত না এবং যেভাবে বাচ্চার কোন ক্ষতি না হয়। আর বাচ্চা হওয়ার পর ৪০ দিন অপেক্ষা করতে হবে। তবে কোন কোন মত অনুযায়ী, যতদিন পর্যন্ত রক্ত দেখা যাবে, ততদিন পর্যন্ত সহবাস করা যাবে না, আর এর মেয়াদ ৪০ দিন।
শারমিন আক্তার----22.07.2021::03.59 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গতকালের প্রশ্ন
প্রশ্ন-বিস্তারিত: আমার উত্তর পেলাম না
উত্তর : প্রশ্নটি আবার করুন।
আতকিয়া আহম্মদ----22.07.2021::06.39 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: রোজা হারাম সম্পর্কে
প্রশ্ন-বিস্তারিত: রোজা রাখা হারাম কোন কোন দিনে?
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_24.html
শোয়াইব ----22.07.2021::08.02 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: আমার উপার্জিত টাকা দিয়ে আমার নামে না দিয়ে আমার জীবিত মা বাবার নামে কোরবানি দেওয়া যাবে কিনা?
উত্তর : আপনার পক্ষ থেকে দিতেই হবে, সাথে মা বাবার পক্ষ থেকেও দেওয়া হলো, এভাবে শামিল করতে পারেন।
আবু নোমান----22.07.2021::08.39 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরবানি
প্রশ্ন-বিস্তারিত: আমরা যে কোরবানি করি হুজুর (সাঃ) তা কখন থেকে শুরু করেছেন?
উত্তর : রাসুলুল্লাহ (সা.) প্রতিবছরই কুরবানি করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) মদিনার ১০ বছর জীবনের প্রতিবছরই কোরবানি করেছেন।’ (তিরমিজি, হাদিস : ১৫০৭)
মো মাইনুদ্দিন----22.07.2021::08.49 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরবানি
প্রশ্ন-বিস্তারিত: মৃত বেক্তির নামে কুরবানি দেওয়া যায় কি না
উত্তর https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_88.html
মোঃ আশিকুর রহমান----22.07.2021::09.50 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জানতে চাই
প্রশ্ন-বিস্তারিত: যেই মুসলিম ভাইদের মুখে অল্পকিছু দাড়ি ওঠে,তাদের কি আল্লাহ অল্প ভালোবাসেন
উত্তর : না অল্প দাড়ি বা বেশী দাড়ি - উভয়টিই আল্লাহর দান। এ জন্য আল্লাহর ভালোবাসার কোনো তারতম্য হবেনা। আল্লাহর ভালোবাসার তারতম্য হবে তাক্বওয়ার ভিত্তিতে । যার তাক্বওয়া বেশী আল্লাহ তাকে বেশী ভালোবাসেন।
মোঃ রাশেদুল ইসলাম ----22.07.2021::09.48 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গুনাহ
প্রশ্ন-বিস্তারিত: গোপন গুনাহ মাপের উপাই
উত্তর : ১) কারো কাছে প্রকাশ করা যাবে না। ২) উক্ত গুণাহ থেকে ফিরে আসতে হবে ৩) গোপনেই আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করতে হবে ৪) গোপনে কিছু দান খয়রাত করতে হবে।
গোলাম মোস্তফা----22.07.2021::10.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তাফহীমুল কোরআন
প্রশ্ন-বিস্তারিত: তাফহীমুল কোরআন কি সকল খন্ড একসাথে আছে? যদি না থাকে তাহলে এখানে যে ভাবে আয়াত ভিত্তিক সংক্ষিত ভাবে তাফসির আছে সেই ভাবে কি এক খন্ড প্রকাশ করা যায় না?
উত্তর :ভাই, তাহলেতো ১৯ খন্ড মিলিয়ে একটি বই করতে হবে, যা পরিবহন এবং পড়া, দুটি ক্ষেত্রেই অসুবিধার সৃষ্টি হবে।
MD Siyam Sabbir ----23.07.2021::04.55 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পাপ
প্রশ্ন-বিস্তারিত: 1পাপ কি , ?2পাপ থেকে বাঁচার উপায় কি ?3পাপ করে তওবা করার পর আবার পাপ করলে কি হবে ?4 আর হে সমকামী কি একটু ব্যাখ্যা করলেন হয় এটি কি বড় গুনাহ ?
উত্তর : ১) আল্লাহর বিধান অনুযায়ী না চলাই পাপ ২) আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে, এবং কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। ৩) তওবা ও ক্ষমা চাইতে থাকতেই হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। ৪) এই প্রশ্নটি বুঝা গেলনা।
রাশেদ----23.07.2021::05.01 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মাদক
প্রশ্ন-বিস্তারিত: মাদক গ্রহনে আখেরাতের শাস্তি কি হবে?
উত্তর : জাহান্নামিদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁজ তাকেরকে খাওয়ানো হবে।
আবদুল্লাহ----23.07.2021::05.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইসলাম
প্রশ্ন-বিস্তারিত: ইসলামী জ্ঞান কেন অর্জন করব?
উত্তর : ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য।
ইলিয়াস ----23.07.2021::06.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: জিহাদ
প্রশ্ন-বিস্তারিত: আমাদের দেশে জিহাদ করা যাবে?
উত্তর : জিহাদ একটি ব্যাপক অর্থবোধক শব্দ। শয়তানের বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে, অনৈসলামিক বিধি বিধান এর বিরুদ্ধে, সমাজের অসৎ ব্যাক্তিবর্গের বিরুদ্ধে, প্রতি নিয়তই জিহাদ অব্যাহত থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মৌখিক দাওয়াত, লিখনী, দল করা ইত্যাদি জিহাদেরই অংশ। তবে, জিহাদের একটি পর্যায় ক্বিতাল তথা সশস্ত্র যুদ্ধ - এটি সময়ের প্রেক্ষাপটে ইসলামের আলেম ওলামাদের সম্মিলিত মতামত নিয়ে এর প্রযোজ্য ক্ষেত্র ও সময় জানতে হবে। এটি সবসময় সবস্থানে প্রযোজ্য নয়।
Mohammed Alamgir ----23.07.2021::06.42 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: jahannam forever
প্রশ্ন-বিস্তারিত: is a bad Muslim ever come out from jahannam ?
উত্তর : Yes, of course, if he didn't commit SHIRK.
asiyan ----23.07.2021::01.40 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: স্ত্রী কে নিয়ে
প্রশ্ন-বিস্তারিত: সন্তানের দুধ খাওয়ার সময় ২ বছর ৬মাস শেষ হয়ে গেলে স্ত্রীর দুধ পান করা যাবে?
উত্তর : না।
asiyan ----23.07.2021::01.44 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আয়াত
প্রশ্ন-বিস্তারিত: যারা কুরআন থেকে কথা বলে তারা সত্যবাদী। আয়াতটা কোন সূরার কত নং আয়াত
উত্তর দেখুন / উত্তর দিন
মিশু খানম----23.07.2021::06.42 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুলক্ষণ
প্রশ্ন-বিস্তারিত: জাবির (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি কোন বস্তুতে (কুলক্ষণ) থেকে থাকে, তবে তা ঘর, নারী এবং ঘোড়ার মধ্যে। সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩৫৭০এর ব্যাখ্যা জানতে চাই।
উত্তর : আসলে পরকালীন জীবনের জন্যই আমাদের ইহকালীন জীবনের কাজ কর্ম। সে ক্ষেত্রে ঘর, জমি, নারী, সম্পদ, গাড়ি বাড়ি ইত্যাদির নেশা মানুষকে পরকাল ভুলিয়ে দেয় বা এই গুলির কারণে মানুষের পরকাল ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টিকেই এখানে কুলক্ষণ বলা হয়েছে।
আবুল কালাম আজাদ----24.07.2021::03.38 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মসজিদে দান করার ফজিলত
প্রশ্ন-বিস্তারিত: মসজিদে দান
উত্তর : এটা এক ধরণের সদাক্বায়ে জারিয়া। ব্যাক্তির মৃত্যুর পরেও আমলনামায় সওয়াব জমা হতে থাকবে।
মুন্না----24.07.2021::04.45 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নবীজি কিসের তৈরি
প্রশ্ন-বিস্তারিত: aslamparvejmunna@gmail.com
উত্তর : মাটির তৈরী ।
আজাদ ----24.07.2021::06.26 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: তাহাজ্জুদ নামাজ কয়টা থেকে শুরু
উত্তর : মধ্যরাত থেকে।
আজাদ ----24.07.2021::06.26 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরআন
প্রশ্ন-বিস্তারিত: প্রশ্ন কোরআন তো ইতিহাসের কিতাব নয় তাহলে এতো ইতিহাস কেন বর্ননা করা হয়েছে???
উত্তর : এই সব ইতিহাসের মধ্যেই আপনার জন্য হেদায়েত লুকিয়ে আছে। আপনি আপনার জীবন পথ কিভাবে সাজাবেন, প্রতিটি নবী তার সমসাময়িক মানুষের জন্য কি কি কাজ করেছেন, কাদের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন, কাদেরকে শত্রু গণ্য করেছেন, কাদেরকে বন্ধু গণ্য করেছেন, যারা নিজেদেরকে নবীর অনুসারী বলে দাবী করে তাদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা জানার জন্য।
মোঃ শফিকুল ইসলাম ----24.07.2021::02.43 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ওয়াদা ভঙ্গ করে ইসলামে কি সমাধান আছে
প্রশ্ন-বিস্তারিত: আমি প্রবাসে থাকি কিছুদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল তাই আমি কোরআন শরীফের উপরে হাত রেখে বলেছিলাম আল্লাহ যদি আমার শরীল ভাল করে দেয় আমি আর প্রবাসে থাকবো না কিন্তু এখন আমার থাকার ইচ্ছা আছে কি ধরনের কাফফারা না দিয়ে থাকা যাবে আমি আমার আখেরাত বাঁচাতে চাই যদি আল্লাহ আমাকে আখেরাতে দায়ী না করেন তাইলে আমি বিদেশ থাকতে চাই আর যদি আল্লাহ্ এর জন্য আমাকে আখেরাতে দায়ী করেন তাইলে আমি আর থাকতে চাই না ধন্যবাদ দয়া করে বিস্তারিত জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
উত্তর দেখুন / উত্তর দিন
মোহাম্মদ মহিউদ্দীন শরীফ----24.07.2021::12.58 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: الادني يارحمان
প্রশ্ন-বিস্তারিত: আ-ইদনি ইয়া রাহমান অর্থ কি?
উত্তর : হে রহমান আমাকে (পাপ পথ থেকে ) ফিরিয়ে রাখো বা ফিরিয়ে আনো।
আবু নোমান----24.07.2021::01.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ঈদের নামাজ
প্রশ্ন-বিস্তারিত: হুজুর সাঃ তাঁর জীবদ্দশায় দুই ঈদের কোনটি প্রথমে আদায় করেছেন?
উত্তর : ঈদুল ফিতরঃ।
ইফ্ফাত জাহান তানিয়া----24.07.2021::07.13 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাঈ শব্দের অর্থ কী?
প্রশ্ন-বিস্তারিত: দাঈ শব্দের অর্থ জানতে চায়।
উত্তর : যিনি দাওয়াত দেন। আহ্বান জানান।
সামিউল মল্লিক----24.07.2021::07.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোরআন থেকে
প্রশ্ন-বিস্তারিত: কোরআনে বর্ণিত সবচেয়ে বড় সূরার নামপ্রশ্নের শিরোনাম:----”কোরান এবং হাদীস শরীফ”---পুর্নাঙ্গ প্রশ্ন:---কোরআনে সবচেয়ে বড় সূরার নাম কি
উত্তর : সুরা বাক্বারা
মাসুদ ----24.07.2021::07.58 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: শাস্তি
প্রশ্ন-বিস্তারিত: যেনা এবং ব্যাভিচারের মধ্যে পার্থক্য কী???
উত্তর দেখুন / উত্তর দিন
মোহাম্মদ হেলাল উদ্দিন ----24.07.2021 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হস্তমৈথুন
প্রশ্ন-বিস্তারিত: হস্তমৈথুনের ব্যপারে ইসলাম কি বলে
উত্তর : নাজায়েয এবং হারাম। তবে, সে যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ে, যে এটা না করলে বড় ধরণের পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তাহলে এটা করা যেতে পারে, তবে, গুণাহ অবশ্যই হবে। এবং তওবা করতে হবে। আর এটা অভ্যাস হয়ে গেলে কবিরা গুনাহে পতিত হবে।
মুহাম্মদ সাকিবুল ইসলাম ----24.07.2021::10.32 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম:
প্রশ্ন-বিস্তারিত: আল্লাহর পথে চল্লে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন , এই বিষয়ে, কুরআন, আয়াত টি খুজে পাচ্ছি না
উত্তর : ৪৯ নং সুরা হুজুরাত এর ১৩ নং আয়াত। “তোমাদের মধ্যে যে অধিক পরহেযগার ও আল্লাহকে ভয় করে চলে, সে-ই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী। “
মোহাম্মদ তাছমিন হোছাইন----24.07.2021::10.25 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইমামের সহিত কিরাত পাঠ
প্রশ্ন-বিস্তারিত: প্রশ্নঃইমাম স্বশব্দে কিরাত পাঠ করলে মুসল্লিরা কি ইমামের সাথে ঠোট নেরে কিরাত পড়তে পারবে..??
উত্তর : না।
মোহাম্মদ তাছমিন হোছাইন----24.07.2021::10.33 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কোন সময়কে সুবহে সাদিক বলে
প্রশ্ন-বিস্তারিত: সুবহে সাদিক ফজরের আযানের আগে থেকে? নাক ফজরের আযানের পরে থেকে শুরু? جزاك الله
উত্তর : ফজরের আজানের আগেই সুবহে সাদিক শুরু হয়ে যায়।
আসাদুল্লাহ রিয়াদ----25.07.2021 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: গানে বাজনা দেওয়া কি হারাম?
প্রশ্ন-বিস্তারিত: আমরা যদি দেখি বিভিন্ন দেশে ইসলামি গানের সাথে বাদ্যযন্ত বাজানো হয় এখন কথা হলো বাংলাদেশে কি করা যাবে?
উত্তর : না।
জিয়ারুল ইসলাম মাহিম----25.07.2021::10.24 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ওযু
প্রশ্ন-বিস্তারিত: ওযু করার সময় যদি ওযু ভাঙ্গার কারণের যে কোন একটি হলে উ ওযু আবার করতে হবে ?
উত্তর : জ্বি আবার অজু করতে হবে।
ফয়সাল মাহমুদ ----25.07.2021::10.53 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: অনুরোধ
প্রশ্ন-বিস্তারিত: এই app টা আমার খুব উপকার করে।আমাদের মাসে মাসে একটা করে কুরআন ক্লাস হয়।এই ক্লাসে যেখানে পড়া থাকে সেখানে অনেক বিস্তারিত জানতে হয়। মানে আমাকে জিজ্ঞাসা করে ( যেমন সূরার আয়াত সংখ্যা,নাজিলের সময়,কোথাশ নাজিল হয়েছে,রুকু সংখ্যা কত সূরার মোট শব্দ কতটি, হরফ কতটি) এখন এই app আমি সব কিছুই পাইনা।আপনারা যদি একটু app আপডেট দিয়ে বিষয় গুলো দেন তাইলে খুব উপকৃত হতাম। আশা করি বিবেচনা করবেন।
উত্তর দেখুন / উত্তর দিন
Muhammad Abdul Jabbar----25.07.2021::02.09 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: date change
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম, ধরুন আমি এক তারিখ থেকে 5 তারিখের রিপোর্ট রাখিনি। এখন আমি রিপোর্ট রাখতে চাচ্ছি 6 তারিখ থেকে,সে ক্ষেত্রে আমি ডেট চেঞ্জ করতে পারতেছিনা
উত্তর : ভাই এ বিষয়টি রুলস এ বলা আছে। এক তারিখ থেকে পাচ তারিখ পর্যন্ত খালি রিপোর্ট সেভ করতে হবে। কোন কিছু পুরণ না করেই একটি করে ডেট এ সেভ বাটনে ক্লিক করতে হবে। ফলে ঐ ডেট ব্লাংক হিসেবে সেভ হয়ে পরবর্তী ডেট এ্যাক্টিভ হবে। এভাবে যে কয়দিন রিপোর্ট রাখেননি সে কয়দিন ব্লাংক সেভ করতে হবে। তাহলেই ৬ তারিখ পেয়ে যাবেন, তখন রিপোর্ট পূরণ করে সেভ করবেন।
নুর হোসাইন----25.07.2021::12.21 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজে সুরা ফাতেহার আগে আওজু বিসমিল্লা পড়ার বিষয় সর্ম্পকে
প্রশ্ন-বিস্তারিত: আমার প্রশ্ন হলো, নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার আগে আওজু বিসমিল্লাহ পড়তে হবে কি?
উত্তর : আয়ুজুবিল্লাহ শুধুমাত্র নামাজের প্রথম রাকাতে পড়বে। প্রতি রাকাতের শুরুতে সুরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়বে। কারণ, অধিকাংশ স্কলারের মতে বিসমিল্লাহ সুরা ফাতিহার প্রথম আয়াত। আবার ভিন্নমতও রয়েছে, বিসমিল্লাহ সুরা ফাতিহার প্রথম আয়াত নয়। তবে, উভয় দলের মতেই, বিসমিল্লাহ সুরা ফাতিহার অংশ হোক না হোক, প্রতি রাকাতের শুরুতে সুরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। এতে যারা মনে করেন, সুরা ফাতিহার অংশ বিসমিল্লাহ তাদেরতো আদায় হয়েই গেল, আর যাদের মতে বিসমিল্লাহ সুরা ফাতিহার অংশ নয়, তাদের মতে প্রতি রাকাতের শুরুতে ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য সুরা ফাতিহার পূর্বে চুপে চুপে বিসমিল্লাহ পড়া সুন্নাত। ‘আল-মাউসুআ আল-ফিকহিয়্যা’ (৮/৮৭)
শাহাদৎ----25.07.2021 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ঈদের তাকবীর
প্রশ্ন-বিস্তারিত: ইদের তাকবীর বেশি হলে নামাজ হবে কি না?
উত্তর : এ নিয়ে মতভেদ আছে। আপনি যে কোন একটি নিয়ম মেনে চললেই হবে।
M. A. Sekendar ----25.07.2021::03.45 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: If Dua Kunut is forgotten during Bitr salat
প্রশ্ন-বিস্তারিত: I have forgotten dua kunut in the 3rd rakah in bitr salat and went to sijdah, then it was in my mind that I have forgotten.Then I get up and completed one more rakah salat , then roku then sijdah and after suhu sijdah, I complete my salat.whether my salat is ok?please send my reply to sekendar2005@yahoo.com this email.thank you.
উত্তর : আসলে ভুলে দোয়া কুনুত পড়তে না পারলে কোনো অসুবিধা নাই। নামাজ হয়ে যাবে। বিতর নামাজের আসল কথা হচ্ছে, রাতের নামাজ কে বিজোড় করে দেওয়া । সুতরাং, পরবর্তীতে আপনি যে এক রাকাত পড়েছেন, তা সঠিক হয়নাই, ফলে বিতর নামাজ চার রাকাত হয়ে গেছে। বিতর অর্থই হচ্ছে বিজোড়। অর্থাৎ, বিতর নামাজ কোনো ক্রমেই জোড় সংখ্যার রাকাত হতে পারবে না। বিজোড় হতে হবে।
মো: শহিদুল আলম----25.07.2021::08.02 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ভ্রু কালো করা যাবে কিনা?
প্রশ্ন-বিস্তারিত: আমার বয়স প্রায় ৫০ বছর। মাথায় চুল নাই যা আছে তাও সাদা ও দাড়িও সাদা হয়ে গেছে। দেখতে অনেক বয়স্ক লাগে। তার উপর চোখের যে ভ্রু আছে তার অনেকটা সাদা হয়ে যাচ্ছে। আমি চুল/দাড়িতে কলপ ব্যবহার করি নাই কিন্তু ভ্রু যদি সব সাদা হয়ে যায় তাহলে আমাকে ৭০/৭৫ বছরের বুড়ো দেখাবে। সুতরাং বয়স বিবেচনায় আমি ভ্রু তে কালো কলপ ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কিনা জানালে খুশী হবো
উত্তর : কালো কলপ ব্যবহারের ব্যাপারে মতভেদ রয়েছে। কোনে কোনো আলেম জায়েজ বলেছেন। আপনার পরিস্থিতেতে আমাদের মতে কালো কলপ ব্যবহার করা যাবে।
ইফ্ফাত জাহান----25.07.2021::09.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দাঈ শব্দের অর্থ কী?
প্রশ্ন-বিস্তারিত: দাঈ শব্দের অর্থ জানতে চায়।
উত্তর : যিনি দাওয়াত দেন, আহ্বান জানান।
হোসাইন আহমেদ----25.07.2021::09.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: বিয়ে সম্পর্কিত
প্রশ্ন-বিস্তারিত: একটি কথা প্রচলিত স্বামীদের বা পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এটা কতটুকু সত্যি
উত্তর : প্রথম মানবের পাজড়ের হাড় থেকে প্রথম নারীকে সৃষ্টি করা হয়েছে। এর অর্থ হচ্ছে, পুরুষ বা নারী একা একা স্বয়ংসম্পূর্ণ নয়। তারা একে অপরের উপর নির্ভরশীল। তারা উভয়ে মিলেই একটি ইউনিট। আর এই ইউনিটের সুস্থতার উপর সারা দুনিয়ার সুস্থতা নির্ভর করবে। কিন্তু, প্রতিটি পুরুষের পাজড়ের হাড় থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, বিষয়টি এমন নয়। মানব জন্মের স্বাভাবিক ধারায় তাদেরকে সৃষ্টি করা হচ্ছে। ধরেন, একজন পুরুষের চার জন স্ত্রী, সেক্ষেত্রে তার পাজড়ের হাড় কি চারটি কম ? না, তা নয়।
মোঃ সাজ্জাদুর রহমান----25.07.2021::10.05 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরআন তেলাওয়াত
প্রশ্ন-বিস্তারিত: বিনাঅজুতে কুরআন শরীফ তেলাওয়াত করা যাবে কিনা।
উত্তর: এই এ্যাপের সুরা ওয়াক্বিয়ায় বর্ণিত ৭৯ নং আয়াতের তাফসীর 39 নং টিকা দেখুন দেখুন। টিকা দেখতে এখানে ক্লিক করুন। (শুধুমাত্র এ্যাপ থেকে, ইমেইল থেকে নয়)।
আসলাম হোসেন----25.07.2021::10.46 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ২য় বিয়ে প্রসঙ্গে
প্রশ্ন-বিস্তারিত: একজন পুরুষ যদি তার ১ম স্ত্রী থাকে, তার জৈবিক চাহিদা পুরণের জন্য যথেষ্ট না হলে, ১ম স্ত্রীর অনুমতি ছাড়া অন্য কোন মেয়ে কে বিয়ে করতে পারবে কিনা? এবং যদি ১ম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করে তবে এক বিছানায় একসঙ্গে থাকতে পারবে কিনা।
উত্তর : ১) দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই। ২) প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করুক, অথবা বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করুক, কোনো ভাবেই এক বিছানায় থাকতে পারবে না।
A...----26.07.2021::04.00 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ওহী ইলহাম, ও কাশফ
প্রশ্ন-বিস্তারিত: ওহী ইলহাম ও কাশফের মধ্যে পার্থক্য কি?
উত্তর : ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসুলগণের প্রতি প্রত্যাদেশ। এটি নবী ও রাসুলদের জন্য খাস। ইলহাম হচ্ছে, নবী অথবা কোন পূন্যবান ব্যাক্তি বা ওলী বুজুর্গদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে তার মনে কোন অভিব্যাক্তি জাগিয়ে দেওয়া। কোন কোনো আলেমদের মতে, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর কল্যাণের জন্য কাফেরের মনের মধ্যেও জাগিয়ে দেওয়া হতে পারে। যেমন, মানব কাল্যাণে নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি। কাশফ শব্দের অর্থ হচ্ছে পর্দা সরিয়ে দেওয়া। পর্দা উত্তোলন করা। যারা কাশফ এর কথা বলেন, তাদের মতে, কাশফ এর মাধ্যমে তারা সারা দুনিয়া দেখেন, আল্লাহর আরশ, আসমান জমিন সব দেখেন। কিন্তু শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে নির্জলা মিথ্যা। কেননা, রাসুল সা: থেকেই প্রমাণিত, এমন কিছু ঘটনা তার অগোচরে ঘটে গেছে, যা তিনি জানতেন না। ওহী দিয়ে তাকে জানানোর পরই জেনেছেন। অতএব, কাশফ এর যে দাবী বর্তমান কালে প্রচলিত আছে, তা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। তবে, ওলী, বুজুর্গ ও কুরআন হাদীসের জ্ঞানে জ্ঞানবান ব্যাক্তিদেরকে আল্লাহ হিকমত দান করে থাকেন, যাকে আমরা প্রজ্ঞা বলতে পারি। এই হিকমত এর মাধ্যমে তারা বর্তমান ও অতীত এর ঘটনাবলীর আলোকে ভবিষ্যতের জন্য এবং বর্তমানের জন্য মুসলমানদের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে পারেন। এটিও মূলত: আল্লাহর পক্ষ থেকেই । যুগের মুজাদ্দিদগণের এই হিকমতের জ্ঞান সবচেয়ে বেশী থাকে। আরো বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন: https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_26.html
Rafiq ullah----26.07.2021::05.32 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ওযু ছাড়া কি মোবাইল থেকে কুরআন শরীফ পড়া যাবে কি না
প্রশ্ন-বিস্তারিত: পড়া যাবে কি না
উত্তর : পড়া যাবে।
মুহাম্মাদ আল আমিন ----26.07.2021::05.35 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ বিষয়
প্রশ্ন-বিস্তারিত: ফরয নামাজে সুরা ফাতিহা পরে একাধিক সুরা তিলাওয়াত করা যাবে
উত্তর : না। বিশেষ করে নানা ধরণের মুসল্লীদের কথা চিন্তা করে ইমাম সাহেব ফরয নামাজ মোটামুটি সংক্ষিপ্ত করবেন।
হাফেজ মোঃ ফয়সাল কবির ----26.07.2021::07.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম:
প্রশ্ন-বিস্তারিত: সুরা আল -বাকারাতে মুমিনদের জন্য কতটি নিষেধাজ্ঞা আছে?
উত্তর : এই এ্যাপ থেকে সুরা বাক্বারা পড়তে থাকুন, এবং নিষেধাজ্ঞা গুলো নোট এ সেভ করতে থাকুন। তাহলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
মাহবুবুর রহমান আল হোসাইন----26.07.2021::08.12 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: উস্তাদ ও তার খেদমদ কি আসলেই খেদমদ
প্রশ্ন-বিস্তারিত: আমাদের উস্তাদগণ সাধারণত আমাদের দিয়ে যে কাজ গুলো করাই অর্থাৎ উস্তাজের মাথা ব্যথা হলে মাথায় তেল দেয়া পা ব্যথা হলে পা টিপে দেয়া কাপড় চোপড় ধুয়ে দেয়া এগুলো কি আসলেই খেদমদের অন্তর্ভূক্ত?
উত্তর : আলেমগণ এটিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
M. A. Sekendar ----26.07.2021::10.16 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দোয়া কুনুত এর শব্দ শব্দ (word by word) বাংলা তরজমা
প্রশ্ন-বিস্তারিত: আচছালামু আলাইকুম। অনুরোধ করছি দোয়া কুনুতের ( Allahumma dini fi man hadait wa afini fi man afayet...........) শব্দে শব্দে বাংলা তর্জমার জন্য। বিশেষ উপকৃত হব। আললাহ আপনাদের মংগল করূন।আমার email sekendar2005@yahoo.com ধন্যবাদ।
উত্তর : এই এ্যাপের সাহিত্য বিভাগ থেকে নামাজ রোযার হাকীকত বইটি ডাউনলোড করে নিন। সেই বইতে দোয়া কুনুতের অর্থ দেওয়া আছে।
রাশেদুল ইসলাম----26.07.2021::02.43 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ঘুমের ফলে বিলম্বে নামাজ
প্রশ্ন-বিস্তারিত: ঘুম থেকে উঠে দেখি সূর্য উদয় হচ্ছে। এখন ফজরের নামাজের হুকুম কি? আমার এ নামাজ ক্বাযা হিসেবে গন্য হবে কী?
উত্তর : ১) সূর্য পরিপূর্ণ আদায় হওয়ার পর সালাত আদায় করবেন। ২) এই নামাজ ক্বাজা হিসেব্ গণ হবে।
আবুল কাসেম বিপ্লব----26.07.2021::04.05 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: আলু কুরআন এর সূরা নামকরণের আয়াত
প্রশ্ন-বিস্তারিত: আল কুরআন এর সূরা নামকরণের আয়াত দিয়ে পান্ডুলিপি তৈরি করেছি। প্রকাশ করা যাবে কি?
উত্তর : আমরা তো আসলে প্রেস বা বই ছাপার সাথে রিলেটেড না। সেজন্য আপনাকে কোন প্রকাশক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। আর যদি সফট কপি আমাদের এই এ্যাপের সাহিত্য বিভাগে প্রকাশ করতে চান, তবে, বইটি আমাদেরকে মেইল করে দিতে পারেন। noorhossain888@gmail.com
সাইফুল ইসলাম রিয়াদ----26.07.2021::07.08 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইসলামের দৃষ্টিতে খেলার বিধান
প্রশ্ন-বিস্তারিত: ইসলামের দৃষ্টিতে খেলার বিধান কি?
উত্তর : মূলত: সময় নষ্ট, জয় পরাজয়ের মানসিকতা সৃষ্টি, শত্রুতা সৃষ্টি, ভিত্তিহীন বিষয় নিয়ে অনুশোচনা, অথবা উল্লাস, - ইত্যাদি নানা কারণে খেলাধুলা বিষয়টিকে ইসলামে ভালো চোখে দেখা হয়নাই। বরং, খেলাধুলার এমন পদ্ধতি ইসলামে গ্রহণযোগ্য যা আসলে ইসলামী জীবন বিধান পালনের ক্ষেত্রে উপযোগী হয়। যেমন: ঘোড় দৌড় প্রতিযোগীতা বা তীরন্দাজ প্রতিযোগিতা - এগুলো জিহাদের ক্ষেত্রে কাজে লাগবে, তাই জায়েজ। স্ত্রীর সংগে খুনসুটি বা ছোটখাটো খেলা - এগুলো স্বামী স্ত্রীর সম্পর্ককে ও মহব্বত বৃদ্ধি করবে, যার ফলে সন্তান জন্মদানে উৎসাহিত করা, যাতে উম্মতের সংখ্যা বৃদ্ধি পায়। এই হলো ইসলামের খেলাধুলার মূলনীতি।
মাইদুল ইসলাম ----26.07.2021::08.19 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: হাশরের ময়দান
প্রশ্ন-বিস্তারিত: হাশরের ময়দানে মা ছেলেকে চিনবেনা, ছেলে মাকে চিনবেনা কথাটি সঠিক কিনা? দলিল সহ জানাবেন।
উত্তর : এই বিষয়গুলো বিশদ ভাবে বুঝতে হলে এই এ্যাপের এই তাফসীরের ২৯ ও ৩০ তম পারার সুরা গুলির তাফসীর (টিকা) পড়ুন। বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
মাসুদ ----26.07.2021::08.27 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: সালাত
প্রশ্ন-বিস্তারিত: বেতের নামাজের সঠিক নিয়ম
উত্তর https://alquranindex114.blogspot.com/2019/07/blog-post_74.html
মোঃনাজমুল হক প্রধান ----27.07.2021::05.17 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: তাবিজ ঝুলানো
প্রশ্ন-বিস্তারিত: তাবিজ লেখা কিংবা ব্যবহার করা যাবে কি? অজান্তে শিরক করলে তার উপায় কি?
উত্তর : ১) না। ২) আল্লাহর নিকট কায়মনোবাক্যে ক্ষমা চাইতে হবে এবং সচেতন ও সতর্ক থাকতে হবে।
মো:এনামুল হক----27.07.2021::05.52 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: বিতের নামাজ কত রাকাত
উত্তর : https://alquranindex114.blogspot.com/2020/06/blog-post_57.html
মোঃ সায়েদ সরকার----27.07.2021::06.03 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: দোয়া কুনুত পাঠ করার নিয়ম
প্রশ্ন-বিস্তারিত: বেতের সালাতের শেষ রাকাতে রাসুল সাঃ দোয়া কুনুত পাঠ করার সময় দুহাত উঠিয়ে দেয়া করতেন,নাকি তাকবির দিয়ে আবার বুকে হাত বেধে দোয়া কুনুত পাঠ করতেন?
উত্তর : দেখুন, এখতেলাফী মাসআলাগুলো নিয়ে খুব বেশী বাড়াবাড়ি করা উচিত নয়। উম্মতের একাত্মতার সার্থে যে কোন একটি মত পালন করাই যথেষ্ট। যদিও আপনার প্রশ্নের উত্তর এটা নয়। কারণ, অনেক সুন্নাত ও মুস্তাহাব বিষয়েই রাসুল সা: থেকে একাধিক আমলের প্রমাণ পাওয়া যায়। এটি বরং, ইসলামের সৌন্দর্য । এটি নিয়ে দলাদলি বা বাড়াবড়ি করা কাম্য নয়। ধরেন, একাধিক আমলের প্রমাণ পাওয়া গেলে, আপনার পক্ষে একাধিক আমল সম্ভব নয়। যে কোনো একটি সম্ভব। অতএব, যে কোন একটি পালন করুন, যথেষ্ট হবে, ইনশাআল্লাহ।
মোঃজাহেদ----27.07.2021::08.20 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: কুরআন।
প্রশ্ন-বিস্তারিত: ওযু ছাডা কি মোবাইলে কোরআন পড়া যাবে?
উত্তর : যাবে।
মোঃজাহেদ----27.07.2021::08.30 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ভুল সংশোধন
প্রশ্ন-বিস্তারিত: দৈনন্দিন দিনের দোয়া।
উত্তর : কোথায় ভুল তা চিহ্নিত করে বলতে হবে। যেহেতু এটা আরেকজন তৈরী করেছে, সেহেতু আপনি চিহ্নিত করে দেওয়ার পর তা আমাদের দেখতে হবে। তবে, আমাদের জানামতে ভুল নাই। তারপরেও মানুষের ভুল হতেই পারে। তাই চিহ্নিত করে বলার অনুরোধ জানাচ্ছি।
মোঃজাহেদ----27.07.2021::08.30 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মাসালা
প্রশ্ন-বিস্তারিত: ওজু ছাড়া কি কোরআন ধরা যাবে?
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2019/09/blog-post_26.html
মোঃজাহেদ----27.07.2021::08.30 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: নামাজে ওজু ভাঙলে করনীয় কি
উত্তর দেখুন : https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_31.html
শিফা সুলতানা মিম----27.07.2021::12.21 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নারীদের পর্দা
প্রশ্ন-বিস্তারিত: আমি কি বোরকা পড়া ছাড়াও পর্দা করতে পারবো মাথায় হিজাব পড়ে সর্বাংগ ঢেকে?
উত্তর : জ্বি পারবেন, এই সাথে শর্ত হলো এমন ভাবে ঢাকতে হবে, শারীরিক অবয়ব যেন ফুটে না উঠে।
মোঃনাজমুল হক প্রধান ----27.07.2021::02.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: মুনাজাত
প্রশ্ন-বিস্তারিত: মুনাজাত কোন শব্দ? ফরজ সালাতের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা?
উত্তর : হাত তুলে মুনাজাত করা যাবে। রাসুল সা: থেকেই প্রমাণিত আছে। কিন্তু নিয়মিত ফরজ সালাতের শেষে হাত তুলে মুনাজাত করেছেন বলে প্রমাণিত নাই। বরং, মাসনুন দোয়া সমূহ পড়েছেন বলে প্রমাণিত আছে। তবে, ফরজ সালাতের শেষে কখনো কখনো হাত তুলে রাসুল সা: মুনাজাত করেছেন। বিশেষ উপলক্ষে।
আবদুল্লাহ আল সাজিদ----27.07.2021::03.41 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: ইসলামী আকিদা বিষয়ক বই
প্রশ্ন-বিস্তারিত: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমি একজন নওমুসলিম,সম্প্রতি এক নওমুসলিম মেয়েকেই বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, আমরা উভয়েই ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে চাই, মুল বিষয় গুলো জানার জন্য কুরআন হাদিসের পাশাপাশি কয়েকটা সহীহ গ্রন্থ এর নাম সাজেস্ট করবেন ইন শা আল্লাহ,
উত্তর : ওয়া আলাইকুম আস সালাম। আলহামদুলিল্লাহ। শুনে অনেক ভালো লাগলো। খুশি হলাম। মহান আল্লাহ আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন, জান্নাত লাভ সহজ করে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই, ঈমান আনয়নের পর পূর্ববর্তী সমস্ত গুণাহ মাফ করে দেয়া হয়, যদি না কারো হক্ব নষ্ট করে থাকে, তবে হক্ব ফেরত দিতে হবে। সেক্ষেত্রে, আপনারা আমাদের চেয়েও নিষ্পাপ। আমাদের জন্য বরং আপনারা দোয়া করবেন। আর আপনার সাজেশন এর জন্য বলছি, এই তাফসীর এবং এই এ্যাপে দেয়া প্রায় এক দেড়শ সাহিত্য আছে। ইসলামী সাহিত্য বিভাগে পাবেন। এই সাহিত্য গুলো বাছাই করা এবং অত্যন্ত কার্যকরী ও যুগোপযোগী এবং সহীহ হওয়ার দিক থেকে প্রশ্নাতিত আলহামদুলিল্লাহ। সরাসরি কুরআন হাদীসের নির্যাস থেকে লিখিত। তাই এই সাহিত্য গুলো পড়তে থাকুন। বিশেষ করে হাকীকত সিরিজ বইগুলো। আর এই তাফসীরটা নিয়মিত পড়তে থাকুন। ইনশাআল্লাহ জ্ঞানের আলো পেয়ে যাবেন। পরিশেষ বলি, ভাই আমাদের জন্য দোয়া করবেন।
বায়তুল আমান কায়েম ----27.07.2021::04.05 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: পরীক্ষার জন্যে নমাজ কাজা করা যাবে কী?
প্রশ্ন-বিস্তারিত: অনেক ক্ষেত্রে কোনো বোর্ড পরীক্ষা খুব দীর্ঘ সময়ের হয় যেমন কোনো পরীক্ষা ১টা থেকে ৪টা পর্যন্ত ঐ পরীক্ষার জন্য নমাজ কাজা করা যাবে কী?
উত্তর : না। যেহেতু আমাদের এখানে ফরজ নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হয়, বরং, ঐ পরীক্ষা ব্যবস্থাই গর্হিত , এবং যারা এরকম ব্যবস্থা করছেন, তারা মূলত মহান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত। হয়তো তারা না বুঝে করছেন, তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে হবে। পত্র পত্রিকায় ফেসবুকে ইউটিউবে বিষয়টি হাইলাইট করে প্রচার করতে হবে, ইদানিং ফেস দ্য পিপল এ যোগাযোগ করা যেতে পারে, ইত্যাদি ভাবে প্রচার করলে বিষয়টির একটি সুরাহা হবে আশা করা যায়। তাছাড়া, আপনারা কয়েক জন মিলে লিখিত ভাবে সমস্ত কতৃপক্ষকে বিষয়টি জানাবেন। বেশ কয়েক জায়গায় লিখিত দিবেন।
আরিপ----27.07.2021::06.28 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: নামাজ
প্রশ্ন-বিস্তারিত: ভুলে তিনটা সিজদাহ হয়ে গেলে কি করবো?
উত্তর দেখুন https://alquranindex114.blogspot.com/2021/07/blog-post_72.html
jannat----27.07.2021::08.34 তারিখে প্রশ্ন করেছেন
শিরোনাম: halal haram
প্রশ্ন-বিস্তারিত: app er add theke j tk income hoy ta ki halal naki haram...??
উত্তর : না, এটা হালাল হারামের সংমিশ্রণ। তাই এটা পরিত্যাগ করতে হবে।
No comments:
Post a Comment