পুর্নাঙ্গ প্রশ্ন:---বিভিন্ন হাদিস বা বুখারীর হাদিস হতে অামরা পাই যে অাদম (অাঃ) পৃথিবীতে এসেছে প্রায় ৭ হাজার বছর পূর্বে। কিন্তু বর্তমান বিজ্ঞান বিভিন্ন মানব ফসিল পাচ্ছে যেগুলো কয়েক লক্ষ বছর পূর্বের। এবং বিভিন্ন লিখনি চিত্রও পাচ্ছে যেগুলো ৩০ হতে ৪০ হাজার বছর পূর্বের।তাহলে এটাকে কুরআনের অালোকে কিভাবে ব্যাখ্যা করবো। এই বিষয়টি বিজ্ঞান ও কুরআনের অালোকে ব্যাখ্যা করলে উপকৃত হবো। ধন্যবাদ।
উত্তর : উত্তরটা সহজ।(১) প্রথমে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। তার অনেক পরে আদম আ: কে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয়েছে। (২) অথবা, সময়ের সৃষ্টি আল্লাহই করেছেন, কোথাও সাত হাজার বছর, কিন্তু অন্য কোথাও সাত কোটি বছর কেটে যেতে পারে, তদ্রূপ পৃথিবীর ক্ষেত্রেও এমন হতে পারে। (৩) বিভিন্ন স্থানে সময়ের এই কম বেশী হওয়া, হেরফের হওয়া - এ বিষয়টি মিরাজ এর ঘটনায় সবিস্তারে বর্ণনা করা আছে। (৪) মানব ফসিল এর বয়স নির্ণয়ের বিষয়টি এক আর কোন প্রানীর ফসিল এর বয়সের বিষয়টি ভিন্ন। যেমন: ফেরাউনের যে লাশ সংরক্ষিত রয়েছে, তা কিন্তু বয়সের হিসেবে মিলে গেছে, কেউ বা কোন বিজ্ঞানী কিন্তু দাবী করেন নাই, ফেরাউনের আগমনের সময় এবং এই লাশের বয়সের অনেক পার্থক্য রয়েছে, এমনটি কেউ দাবী করেনি। (৪) সাত হাজার বছর পূর্বে আদম আ: এসেছেন - এটা অকাট্য বর্ণনা নয়। এটা একটা আপাত হিসাব। আমরা জানি বনী ইসরাঈলে হাজার হাজার নবী এসেছে, তাদের বয়সের হিসাব, যুগের হিসাব ইত্যাদি যোগ করলে কিন্তু সময়টা অনেক লম্বা হয়ে যেতে পারে।
অতএব, এ বিষয়গুলো যথেষ্ট আলোচনার দাবী রাখে।
অালহামদুলিল্লাহ।।
ReplyDeleteহুম, অসংখ্য ধন্যবাদ।