প্রশ্ন: ৪০৮ : আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়া ।

 প্রশ্ন : অনেকেই আছেন মাথায় কাপড় দেন না, আবার আজান হলে মাথায় কাপড় দেন। আজান শেষ হলে মাথার কাপড় নামিয়ে ফেলেন। জিজ্ঞেস করলে বলেন, আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ফাঁকে এসে আশ্রয় নেয়। এ কথা কতটুকু সত্য? এ সম্পর্কে ইসলামের বক্তব্য জানতে চাই?

উত্তর : না, এটি সত্য কথা নয়। এটি কুসংস্কার। মানে আজানের সময় শয়তান এসে চুলের ফাঁকে ঢুকে যাবে আর অন্য সময় ঢুকবে না, শয়তান মানে কী কারণে আজানের সময় চুলের ফাঁকে ঢুকবে। এটি শুদ্ধ কথা নয়। শয়তান সব অবস্থায় মানুষের কাছে প্রশ্রয় নিতে পারে। আজানের সময় ঢুকতে পারে, আজানের আগে/পরেও ঢুকতে পারে। আর আজানের আগে ও পরে ঢোকার সম্ভাবনা বেশি আজানের সময় চেয়ে। কারণ, আজানের সময় শয়তানের হুঁশ থাকে না। শয়তান দৌড়াতেই থাকে। এ জন্য মাথায় সব সময় কাপড় দেবেন। যাঁদের আশঙ্কা আছে শয়তান ঢুকে যেতে পারে, মাথায় কাপড় দিয়ে বের হবেন। যাতে করে শয়তান আপনাকে কোনোভাবে প্রতারিত করতে না পারে। তবে বিশেষ করে মুসলিমদের জন্য মাথা ঢেকে রাখা ইসলামের বিধান। তাই সে ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করাটাই উচিত।

ডা: মুহাম্মদ সাইফুল্লাহ। 

----------------------------

প্রশ্ন : আমাদের দেশে নারীরা আজানের সময় মাথায় কাপড় টেনে থাকেন এবং মাথাকে ভালোভাবে ঢেকে নেন। এটা আবহমান বাংলার ঐহিত্যে পরিণত হয়েছে। এটা কি আমাদের সংস্কৃতি, নাকি এ ব্যাপারে ধর্মীয় বাধ্যবাধকতা আছে?—আলতাফ হোসাইন, ঢাকা।


জবাব : নারীদের মাথা ঢেকে রাখা এবং মাথায় কাপড় দেওয়া আজানসংশ্লিষ্ট বিষয় নয়। বরং নারীদের মাথায় কাপড় সব সময় থাকা উচিত। কেননা মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তারা যেন তাদের জিলবাবের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়।’ (সুরা : আহজাব, আয়াত : ৫৯)

এ আয়াতে ‘জালাবিব’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা ‘জিলবাব’ শব্দের বহুবচন। আরবি অভিধানের বিখ্যাত গ্রন্থ ‘লিসানুল আরাব’ (১/২৭৩)-এ রয়েছে, ‘জিলবাব’ ওই চাদরকে বলা হয়, যা নারীরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার জন্য ব্যবহার করে।

তাফসিরবিদদের বক্তব্য থেকে জানা যায়, ‘জিলবাব’ এমন কাপড়কে বলা হয়, যার মাধ্যমে নারীরা নিজেদের শরীর ঢেকে রাখেন। আর ‘জিলবাব’ অর্থ বড় চাদর, যা মাথাসহ মুখমণ্ডল ও পূর্ণ দেহ আবৃত করে ফেলে। (তাফসিরে কুরতুবি : ১৪/২৪৩)

আর আমাদের নারীরা আজানের সময় যেভাবে মাথা ঢেকে নেন, এটা মূলত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। যদি কোনো নারীর বাসা-বাড়িতে অসতর্কাবস্থায় মাথায় কাপড় না থাকে, তাহলে আজানের সময় সে যদি সতর্ক হয় এবং মাথায় কাপড় টেনে নেয়, তাহলে এটা ঈমান ও আল্লাহভীতির পরিচায়ক। কেননা আজান আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্ত্বসংবলিত কিছু বাক্যের সমষ্টি, যা ইসলামের গুরুত্বপূর্ণ ‘শিআর’ তথা প্রতীক। পবিত্র কোরআনে এসেছে, ‘কেউ আল্লাহর প্রতীকে সম্মান প্রদর্শন করলে সেটা তো তার হৃদয়ের খোদাভীতিপ্রসূত।’ (সুরা : হজ, আয়াত : ৩২)

উত্তর দিয়েছেন

মাওলানা সাখাওয়াত উল্লাহ

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...