প্রশ্ন: পবিত্র কুরআন মজিদ এ ০১।পারা সংখ্যা কত?০২।সুরা সংখ্যা কত?০৩।আয়াত সংখ্যা কত?০৪।রুকু সংখ্যা কত?০৫।তিলাওয়াত এ সিজদাহ্ র সংখ্যা কত? এবং তিলাওয়াত এ সিজদাহ্ সমুহ কোন কোন সুরায় অবস্থিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।
উত্তর :
১। পারা সংখ্যা : ৩০
২। সুরা সংখ্যা: ১১৪
৩। আয়াত সংখ্যা : ৬২৩৬ , মতান্তরে ৬৬৬৬
৪ । রুকু সংখ্যা : ৫৪০
৫। তিলাওয়াতে সিজদার সংখ্যা: ১৪ টি মতান্তরে ১৫ টি ।
নিম্নে কোন সুরার কোন আয়াতে সিজদা রয়েছে তা উল্লেখ করা হলো :
- প্রথম সেজদার আয়াত : ৭ নং সূরা আল- আরাফ, আয়াত - ২০৬।
- দ্বিতীয় সেজদার আয়াত : ১৩ নং সূরা আল-রা’দ, আয়াত - ১৫।
- তৃতীয় সেজদার আয়াত : ১৬ নং সূরা আন- নাহল, আয়াত - ৫০।
- চতুর্থ সেজদার আয়াত : ১৭ নং সুরা বনী ইসরাঈল, আয়াত - ১০৯।
- পঞ্চম সেজদার আয়াত : ১৯ নং সূরা মরিয়ম, আয়াত - ৫৮।
- ষষ্ঠ সেজদার আয়াত : ২২ নং সূরা আল-হজ্ব, আয়াত - ১৮।
- সপ্তম সেজদার আয়াত : ২৫ নং সূরা আল- ফুরকান, আয়াত - ৬০।
- অষ্টম সেজদার আয়াত : ২৭ নং সূরা আন- নমল, আয়াত - ২৬।
- নবম সেজদার আয়াত : ৩২ নং সূরা আস- সাজদা, আয়াত -১৫।
- দশম সেজদার আয়াত : ৩৮ নং সূরা সাদ, আয়াত -২৪।
- একাদশ সেজদার আয়াত : ৪১ নং সূরা হা মী সাজদা, আয়াত - ৩৮ ।
- দ্বাদশ সেজদার আয়াত : ৫৩ নং সূরা আন- নাজ্ম, আয়াত - ৬২।
- ত্রয়োদশ সেজদার আয়াত : ৮৪ নং আল- ইনশিক্বাক, আয়াত- ২১।
- চৌদ্দতম সেজদার আয়াত : ৯৬ নং সূরা আল-আলাক, আয়াত ১৯।
- ইমাম শাফেয়ীর নিকট আরো একটি আয়াত : ২২ নং সূরা আল- হজ্ব, আয়াত - ৭৭।
No comments:
Post a Comment