প্রশ্ন: ৩৬৮ : আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া ।

 আযান দেওয়ার সময় কানে হাত রাখা কোন জরুরী বিধান নয়। এটা মুস্তাহাব বা ভালো কাজ বলে গন্য হয়।

আবু জুহায়ফা (রাঃ) বলেন, আমি বেলাল (রাঃ)-কে আযান দিতে দেখলাম এবং তাকে মুখ ঘুরাতে দেখলাম। এসময় তার (দুই হাতের) দুই আঙ্গুল উভয় কানের মধ্যে ছিল (তিরমিযী হাদিস/১৯৭; ইরওয়া হাদিস/২৩০)

তার মানে ইসলামী বিধান মোতাবেক সাহাবাদের সময় থেকেই এটা প্রচলন ছিলো এজন্য মুসলিম সমাজের মানুষ এটা সাহাবাদের অনুসরণ করার জন্য করে থাকে। 

আযান দেওয়ার সময় কানে হাত দেওয়ার কারণ কি হতে পারেঃ

আমি আগেই বলছি এগুলো আমার ধারণা মাত্র। এগুলো ইসলামের বিধান বা হাদিসের কথন নয়।

  • আযান উচ্চ শব্দে দেওয়া হয় এজন্য আযান যে দিচ্ছে তার উচ্চ শব্দ তার কানে ব্যঘাত না হয় এজন্য কানে আঙুল দিতে পারে।
  • কানে আঙুল দিয়ে মুয়াজ্জিন আল্লাহর এই মহত্তম বাণীকে একনিবিষ্ট মনে অনুধাবন করার চেষ্টা করে।
  • কানে আঙুল দিয়ে রাখে যাতে আশে পাশের মানুষের কথা-বার্তা বা শোরগোল তার কানে না পৌঁছায়
  • কানে আঙুল দেওয়া আযানের আনুষ্ঠানিকতার একটি অংশ যা সাহাবাদের অনুসরণ করে করা হয়। তবে এটা জরুরী নয়।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...