প্রশ্ন: ৩৬৩ : ঈলা সম্পর্কে জানতে চাই।

 ২২৫. তোমাদের লাগ্‌ব্‌ কসমের কারণে আল্লাহ তোমাদের ধরবেন না।* কিন্তু যে কসম তোমরা নিজেদের মনের ইচ্ছায় করেছ, সে জন্য তিনি তোমাদের ধরবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ২২৬. যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে ঈলা করে (অর্থাৎ তাদের কাছে না যাওয়ার কসম করে) তাদের জন্য রয়েছে চার মাসের অবকাশ।* সুতরাং যদি তারা (এর মধ্যে কসম ভেঙে) ফিরে আসে, তবে নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। ২২৭. সে যদি তালাকেরই সংকল্প করে নেয়, তবে আল্লাহ সব কিছু শোনেন, জানেন (সুরা বাকারা)।

তাফসির : * 'লাগ্‌ব্‌ কসম' দুই প্রকার- এক. সেই কসম, যা কসমের ইচ্ছায় করা হয় না; বরং যা কথার একটা মুদ্রারূপে মুখে এসে পড়ে, বিশেষত আরবদের মধ্যে এর বহুল প্রচলন ছিল। তারা কথায় কথায় 'ওয়াল্লাহি' (আল্লাহর কসম) বলে দিত। দুই. লাগ্‌ব্‌ হলো সেই কসম, যা মানুষ অনেক সময় পেছনের কোনো ঘটনা সম্পর্কে করে থাকে, আর তার ধারণা অনুযায়ী তা সত্য-মিথ্যা বলার কোনো ইচ্ছা তার ভেতর থাকে না, কিন্তু পরে ধরা পড়ে, কসম করে সে যে কথা বলেছিল, তা মূলত সঠিক ছিল না। এ উভয় প্রকারের কসমকেই লাগ্ব্ বলা হয়। আলোচ্য আয়াতে বলা হয়েছে, এ-জাতীয় কসমে কোনো গুনাহ নেই। অবশ্য মানুষের উচিত কসম করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এবং এ-জাতীয় কসমও এড়িয়ে চলা।

* আরবদের মধ্যে এই অন্যায় প্রথা চালু ছিল যে কসম করে বলত, সে তার স্ত্রীর কাছে যাবে না। ফলে স্ত্রী অনির্দিষ্টকালের জন্য ঝুলন্ত অবস্থায় পড়ে থাকত; সে স্ত্রী হিসেবে তার ন্যায্য অধিকারও পেত না আবার অন্যত্র বিয়েও করতে পারত না। এ রকম কসমকে 'ঈলা' বলে। আলোচ্য আয়াতে আইন করে দেওয়া হয়েছে, যে ব্যক্তি ঈলা করবে, সে চার মাসের ভেতর কসম ভেঙে কাফফারা আদায় করবে এবং স্ত্রীর সঙ্গে যথারীতি দাম্পত্য সম্পর্ক বহাল করবে। যদি তা না করে, তাহলে তাদের বিবাহবিচ্ছেদ ঘটবে। পরের আয়াতে বলা হয়েছে, 'যদি সে তালাকেরই সংকল্প করে নেয়' তার অর্থ এটাই যে, সে যদি চার মাসের মধ্যে কসম ভঙ্গ না করে এবং এভাবে মেয়াদ উত্তীর্ণ করে ফেলে, তাহলে বিবাহ আপনা-আপনিই খতম হয়ে যাবে।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...