প্রশ্ন: ৩১৩ : নামাজের মাকরূহ সমূহ ।

যেসব কারনে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ মাকরূহ হবে সে সকল কারন সমূহ নিম্নে উল্লেখ্য করা হল -

১. নামাযের মধ্যে  কোন বিষয় নিয়ে একাধিকবার চিন্তা করলে ।

২. পা কিংবা হাতের আঙ্গুল মটকাইলে ।

৩. নামাযের মধ্যে হেলা-দুলা করলে ।

৪. মাথার মধ্যস্থানের চুল বাঁধিলে ।

৫. নামায পড়ার সময় কোন প্রকার জীবের ছবি কিংবা প্রাণীর মূর্তির উপর নজর পড়লে ।

৬. ভাল পোশাক থাকিতে জীর্ণ ও অপরিষ্কার কাপড় পরিয়া নামায পড়লে ।

৭. নামাযের মধ্যে এদিক-সেদিক তাকাইয়া কিছু দেখা কিংবা অপরকে ইঙ্গিত করে দেখাইলে ।

৮. কেরাত পাঠ করতে অসুবিধা হয় এরূপ কোন দ্রব্য মুখে থাকলে ।

৯. ডান হাতের উপর বাম হাত রেখে তাহরীমা বাঁধিলে ।

১০. ‘সামিআল্লাহ হুলিমান হামিদাহ’ বলার সময় মোক্তাদি ‘রাব্বানা লাকাল হামদ’ না বললে ।

১১. এক জায়গায় দুই ব্যক্তি ভিন্ন ভিন্ন ফরজ নামায পড়লে ।

১২. জারজ ব্যক্তির পিছনে নামায পড়লে ।

১৩. কসাইখানায় বসিয়া নামায পড়লে ।

১৪. কায়দাতে দুই হাত হাঁটুর উপর না রাখলে ।

১৫. গো-শালা বা আস্তাবলে নামায পড়লে ।

১৬. নামাযের সময় সুগন্ধি ফুলের ঘ্রাণ লইলে ।

১৭. নিদ্রিত লোক সম্মুখে রেখে নামায পড়লে ।

১৮. সিজদার সময় কপালে ধূলা-বালি লাগিলে তা ঝাড়িলে ।

১৯. স্ত্রীলোক পুরুষের মত নাভীর উপর বা নিচে তাহরীমা বাঁধিলে ।

২০. ইমামের আগে রুকু এবং সিজদায় যাওয়া ও মাথা উঠাইলে ।

২১. বিনা ওজরে খেয়া নৌকায় নামায পড়লে ।

২২. জোহর ও আছর নামাযের কেরাত জোরে জোরে পড়লে ।

২৩. পাতলা কাপড় পরিয়া নামায পড়লে ।

২৪. প্রত্যহ নামাযে একই সূরা পাঠ করলে ।

২৫. এছাড়া এমন কোন কাজ করা যাতে নামাজের সৌন্দর্য নষ্ট হয়, খুশু খুজুতে বাধার সৃষ্টি করে, এবং বাইরে থেকে কেউ দেখলে মনে করে যে এই লোকটি নামাজে নেই। 






No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...