প্রশ্ন: ২৭৫ : কাযা নামাজের বিধান কি ?



আসলে ইতিপূর্বে এর উত্তর দিয়েছি। মুসলমান কিন্তু সে আবার নামাজ না পড়ে কিভাবে মুসলমান হয় এটা রাসুল সা: এবং সাহাবীদের যুগে ছিল কল্পনাতীত। নামাজ ছিল কাফের ও মুসলমানের পার্থক্য। তাই মুসলমানের নামাজ কাযা হয় কিভাবে সেই প্রশ্নই ছিল অবান্তর। যে ব্যাক্তি নামাজ পড়েনা, কুরআন হাদীস অনুযায়ীতো তাকে মুসলমান-ই বলা যায় না। তাই তার জন্য কোন বিধান-ই নেই। তবে, কাযা নামাজের একটা বিধান আছে, যদি কেউ ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে তাকে শাস্তি দিতে হবে , অথবা জেলখানায় কয়েদ করতে হবে। আর যদি নামাজকে কেউ অস্বীকার করে তবে তাকে হত্যা করা উচিত। এটা দুনিয়ার শাস্তি, আর আখিরাতে শাস্তি হচ্ছে জাহান্নাম। অনৈসলামী সরকার থাকার সুযোগে আপনি তো দুনিয়াবী শাস্তি থেকে বেচে গেছেন, এখন আখিরাতের শাস্তি থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই চিন্তা করুন।

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...