প্রশ্ন: ২৭৭ : আল্লাহ তায়ালা কেন আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে জন্ম গ্রহন করিয়েছেন সবাইকেতো মুসলিমের ঘরে জন্ম গ্রহন করাতে পারতেন?

উত্তর : 

(১) মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেকেই কি ইসলামের দ্বীন শরীয়ত ও বিধিবিধানের বিরোধীতা করছে না ?

(২) এই দুনিয়া একটি পরীক্ষাক্ষেত্র, আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন।

(৩) সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছে দেওয়া হবে, পবিত্র কুরআনে আল্লাহ একথা বলেছেন। অত:পর কে ঈমান গ্রহণ করে ঈমানের দাবী অনুযায়ী জীবন পরিচালনা করে আর কে ঈমান ও ঈমানের দাবীকে অগ্রাহ্য করে সেটাই হচ্ছে পরীক্ষা। মুসলমানের ঘরে জন্ম নেওয়া অনেক ব্যাক্তি আছেন যাদের বাস্তব জীবনে ঈমানে দাবীর ছিটাফোটাও নেই, বরং, অনেকেই আছেন, ঈমান ও ইসলামের বিরোধীতা করাই তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।

(৪) ইসলামের প্রথম যুগের মুসলমানগণ যাদের জন্য বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা কাদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন ?

No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...