প্রশ্ন: ২২৩ : মুনাজাত শেষে মুখে হাত মোছা যাবে কি ?

প্রশ্নঃ
আমাদের দেশে মুনাজাতের শেষে মুখমন্ডলে হাত মোছার একটা ব্যাপক প্রচলন আছে। আমি অনেক আরব হাফেজ আলেম শায়েখগণকে দেখি তাঁরা মুনাজাত শেষে সরাসরি হাত ছেড়ে দেন।
আসলে হাত মোছা বা ছেড়ে দেওয়া কোনটা কতটুকু গ্রহণযোগ্য? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
দুআ শেষে হাত চেহারায় মোছা হাদীস দ্বারা প্রমাণিত। তাই চেহারায় হাত মোছাই হাদীস সম্মত। তবে না মুছলেও সমস্যা নেই।
عن عمر بن الخطاب، رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করার সময় যখন তার উভয় হাত উঠাতেন, তিনি তা দিয়ে তার মুখমণ্ডল মর্দন না করা পর্যন্ত নামাতেন না। [সুনানে তিরমিজী-২/১৭৬, হাদীস নং-৩৩৮৬, মুসনাদে বাজ্জার-১/২৪৩, হাদীস নং-১১২৯, মুসতাদরাকে হাকেম-২/৭৪৮, হাদীস নং-১৯৬৭]
عبد الله بن عباس، ان رسول الله صلى الله عليه وسلم قال ‏”‏ لا تستروا الجدر، من نظر في كتاب اخيه بغير اذنه فانما ينظر في النار، سلوا الله ببطون اكفكم ولا تسالوه بظهورها، فاذا فرغتم فامسحوا بها وجوهكم ‏”‏
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস রাযিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের ঘরের দেয়ালগুলো পর্দায় আবৃত করো না। যে ব্যক্তি বিনা অনুমতিতে তার ভাইয়ের চিঠিতে দৃষ্টি নিক্ষেপ করলো, সে যেন জাহান্নামের আগুনের দিকে তাকালো। তোমরা হাতের পৃষ্ঠের দ্বারা নয় বরং হাতের তালুর দ্বারা আল্লাহর কাছে চাইবে। অতঃপর দু‘আ শেষে তোমাদের হাতের তালু দিয়ে নিজের চেহারা মুছবে। [সুনানে আবু দাউদ-১/২০৯, হাদীস নং-১৪৮৫, মুস্তাদরাকে হাকেম-২/৭৪৯, হাদীস নং-১৯৬৮, মুজামে কাবীর লিততাবারানী-১০/৩১৯, হাদীস নং-১০৭৭৯]
عن الزهرى قال: كان رسول الله صلى الله عليه وسلم يرفع يديه عند صدره فى الدعاء، ثم يمسح بهما وجهه (مصنف عبد الرزاق-2/247، رقم-3234
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com


বি:দ্র: তবে যেহেতু হাত মুখে মুছার পর হাত চুম্বন করা হাদীসে আসেনি, সেহেতু তা না করাই ভালো। 


No comments:

Post a Comment

Featured Post

প্রশ্নোত্তর পর্বসমূহ

আস সালামু আলাইকুম । আপনারা তাফহীমুল কুরআন এ্যাপের মাধ্যমে যে প্রশ্নগুলো করেছেন এখানে সেগুলোর উত্তর তালিকা আকারে দেওয়া হয়েছে।  বিগত দিনের ...